রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকমিউনিকেশন কোম্পানি এবং রবি তাদের গ্রাহকদের জন্য বন্ধ সিম অফার প্রত্যেক বছর প্রদান করে থাকে। অনেক গ্রাহকের সিম বন্ধ তা রাখে কিন্তু রবি সেই সকল বন্ধ সিমকে চালু করতে কিছু অফার গ্রাহকের প্রদান করে থাকে।
ধরুন আপনার একটা সিম রয়েছে সিমটি ডিএক্টিভেট করা আছে। সুতরাং আপনি যদি সেই চিমটিকে একটিভ করেন তাহলে রবি কিছু অফার উপভোগ করতে পারবেন। আর এই অফার গুলি কিভাবে উপভোগ করবেন এবং রবি বন্ধ সিমের কি কি অফার হয়েছে তা জানতে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
রবি বন্ধ সিম অফার তালিকা ২০২৪
রবি তাদের গ্রাহকদের প্রত্যেক বছর যে সকল সিম বন্ধ থাকে সেই সকল সিম একটিভেট করার জন্য কিছু রিচার্জ অফার, ডাটা অফার, মিনিট অফার ও ইন্টারনেট অফার প্রদান করে। তেমনি এ বছর তাদের বন্ধ সিম গ্রাহকদের জন্য কি কি অফার প্রদান করেছে তার নিচে সামনে থেকে বিস্তারিত জানতে পারবেন।
রিচার্জ টাকা | মিনিট বোনাস অফার | ডেটা বোনাস অফার | মেয়াদ |
৪৮ টাকা | ৪৮ পয়সা/মিনিট রেট | ৬ জিবি + | ৩০ দিন |
৪৭ টাকা | ৪৭ পয়সা/মিনিট রেট | এন / এ | ৩০ দিন |
১১৯ টাকা | ১২০ মিনিট (যেকোনো অপারেটর) | ৩ জিবি + 1 জিবি (4জি) | ৩০ দিন |
-
রবি ৪৮ টাকা রিচার্জ ৬ জিবি অফার
রবি বন্ধ সিম গ্রাউন্ডের জন্য ৪৮ টাকা রিচার্জ করলে ৬ জিবি এবং ৪৮ মিনিট কল রেট অফার প্রদান করছে এবং এই এর মেয়াদ থাকবে ৩০ দিন।
- অফারের নাম ৬ জিবি এবং ৪৮ পয়সা মিনিট কল রেট
- আরো থাকছে ৬ জিবি ডাটা বোনাস
- অফার এর মূল্য ৪৮ টাকা রিচার্জ করতে হবে
- অফার এর মেয়াদ থাকবে ৩০ দিন
- অফারটি শুধুমাত্র একবার কিনতে পারবেন
- অফারের ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#
রবি ৪৭ টাকা রিচার্জ অফার
রবি তাদের ব্যবহারকারীদের বন্ধ সিম চালু করলে এবং ৪৭ টাকা রিচার্জ করলে 47 পয়সা মিনিট কলরেট পাবেন 30 দিনের জন্য। ৩০ দিনব্যাপী যে কোন লোকাল নাম্বারে কথা বলতে পারবেন ৪৭ পয়সা।
- অফারের নাম ৪৭ টাকা রিচার্জ অফার
- অফারের বৈধতা থাকবে ৩০ দিন
- অফারটি ৪৭ টাকা রিচার্জ করলে ৪৭ পয়সা মিনিট কল রেট
- আপনি শুধু একবার অফারটি কিনতে পারবেন
রবি ১১৯ টাকা রিচার্জ 3 জিবি অফার
যে সকল রফিক গ্রাহক তাদের সিম বন্ধ রেখেছেন এবং এক্টিভেশন করতে চান তাহলে এই অফারগুলি উপভোগ করতে পারবেন। এক্টিভেশন করার পর একশ উনিশ টাকা রিচার্জ করলে 3gp ইন্টারনেট পাবেন এবং এর মেয়াদ থাকবে ৩০ দিন।
- অফারের নাম ১১৯ টাকা রিচার্জ ৩ জিপি অফার
- অফারটি চালু থাকবে ৩০ দিন পর্যন্ত
- ৩০ দিনের যে কোন স্থানীয় অপারেটরে ১২০ মিনিট কথা বলা যাবে
- অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন
- অফারটি ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে
- এই প্যাকেজটি শুধুমাত্র একবার কেনা যাবে।
- ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#
- মিনিটের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *২২২*২#
আশা রাখি বন্ধ সিম অফারের প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং বন্ধ সিম অফারের ডাটা মিনিট অফার ইন্টারনেট অফার ও রিচার্জ সকল অফার আপনি উপভোগ করতে পারবেন।
কিভাবে আপনি বন্ধ সিমের অফার যাচাই করবেন?
ধরুন আপনার একটি রবি বন্ধ সিম রয়েছে এবং আপনি সিম টি একটি ভ করার জন্য অফারগুলি উপভোগ করতে চান, তাহলে একটি সহজ পদ্ধতিতে আপনি বন্ধ সিম যোগ্যতা যাচাই করতে পারবেন। তাহলে নিচে দেখুন:
প্রথমে আপনি আপনার এসএমএস অপশনে প্রবেশ করুন এবং তারপর “A” আপনার নম্বর ০১৮×××××××× লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নম্বরে।
অথবা আপনি অন্যভাবেও যাচাই করতে পারেন আপনি আপনার সিমের যোগ্যতা অফার জানতে ডায়াল করুন *৮০৫০#
রবি বন্ধ সিম ইন্টারনেট অফার তালিকা
রবি তাদের বন্ধ সিম গ্রাহকদের জন্য ইন্টারনেট অফার প্রদান করেছেন। অর্থাৎ কোন গ্রাহকের রবি বন্ধ থাকে এবং সেটি যদি চালু করে তাহলে ইন্টারনেট চালু করার জন্য ইন্টারনেট ফ্রি অফার পাবেন।
- ৪১ টাকা রিচার্জে পাবেন ২ জিবি মেয়াদ ৭ দিন থাকবে
- ১৭ টাকা রিচার্জ করলে পাবেন ১ জিবি মেয়াদ থাকবে ৭ দিন
- ৪৮ টাকা রিচার্জ করলে পাবেন ৫.৫ জিবি মেয়াদ থাকবে ৫ দিন।।
আপনি যদি বন্ধ সিম চালু করেন তাহলে উপরোক্ত টাকাগুলি রিচার্জ করলে নির্দিষ্ট পরিমাণ জিপি ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন এবং উক্ত সময়ের মধ্যে ইন্টারনেট উপভোগ করুন
রবি ৬ জিবি ইন্টারনেট পাবেন ৪১ টাকা
রবি গ্রাহকগণ রবি বন্ধ সিম চালু করলে 6 জিবি ইন্টারনেট ৪১ টাকা পাবেন। এই অফ প্যাকেজের মেয়াদ থাকবে সাত দিন।
- ৪১ টাকা রিচার্জ করলে ৬ জিবি পাবেন
- এ অফারে মেয়াদ থাকবে সাত দিন
- ২৪ ঘন্টা এই অফারটি উপভোগ করতে পারবেন
- ইন্টারনেটের ডাটা চেক করতে ডায়াল করুন *৩#
রবি ২৩ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার
রবি ব্যবহারকারী গান ২৩ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন। তবে ইউএসএসডি কোড ডায়ালের মাধ্যমে ইন্টারনেট প্যাকেজটি কিনতে হবে। ২৩ টাকায় তিন দিনের জন্য ডায়াল করুন *১২৩*২৩০#
- অফারের নাম: ২৩ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার।
- এই অফার এর মেয়াদ থাকবে তিন দিন
- অফারটি সক্রিয় করতে ডায়াল করুন *১২৩*২৩০#
- অফারটি একাধিকবার কেনা যাবে।
রবি ৪১ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার
আপনি কি রবির সেরা ইন্টারনেট অফার এবং কম দামে বেশি ইন্টারনেট অফার করছেন। বর্তমান সভায় রবি ৪১ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে এবং এর মেয়াদ থাকবে তিন দিন।
- অফারের নামে ৪১ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার
- অফারের মেয়াদ থাকবে ৭২ ঘন্টা
- অফারটি চালু করতে ডায়াল করুন*১২৩*০৪১#
রবি ১৭ টাকায় ১ জিবি অফার
রবি বন্ধ সিম অফার হিসাবে ১ জিবি ১৭ টাকায় কিনতে পারবেন এবং সূত্র টাকায় ১ জিপির মেয়াদ থাকবে সাত দিন।
- অফারের নাম: ১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার।
- অফার এর মেয়াদ থাকবে সাত দিন
- অফারটি চব্বিশ ঘন্টায় ব্যবহার করা যাবে
- ইন্টারনেটের ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন*৩#
রবি রি অক্টিভ সিম অফার তালিকা
রবির সিম রিয়াক্টিভ করলে কিছু অফার সুবিধা পাবেন এবং কিভাবে সুবিধা টি জানতে পারবেন তা জানা প্রয়োজন। এজন্য আপনাকে একটি এসএমএস পাঠাতে হবে।
যেমন:”A” আপনার নম্বর লিখুন এবং পাঠিয়ে দিন ৮০৫০ নাম্বারে।
রবি ৪৮ টাকায় ৫.৫ জিবি ইন্টারনেট অফার
রবি গ্রাহকগণ ৪৮ টাকায় ৫.৫ জিবি ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন এবং এই অফারটি ৪৮ টাকায় পাঁচ দিনের জন্য পাবেন।
রবি বন্ধ সিম মিনিট অফার তালিকা
আজ এই বিভাগে রবি বন্ধ সিম উপলক্ষে কিছু মিনিট অফার তালিকা প্রকাশ করেছেন। সুতরাং আপনি যদি বন্ধ সিম গ্রাহক হয়ে থাকেন তাহলে বন্ধ সিম চালু করলে নিচের মিনিট অফারগুলি উপভোগ করতে পারবেন।
রিচার্জ টাকা | মিনিট অফার | মেয়াদ |
২২ টাকা | ৩০ মিনিট | ৭ দিন |
১১ টাকা | ১৫ মিনিট | ৭ দিন |
১১৯ টাকা | ১২০ মিনিট | ৭ দিন |
বন্ধ সিম অফার এর শর্তাবলী:
প্রত্যেকটি অফার এর সাথে সকল প্রকার কর ও ভ্যাট যুক্ত থাকে।
আপনি সর্বোচ্চ ১২ মাস ব্যাপী প্যাকেজ উপভোগ করতে পারবেন। অফারটি শুধুমাত্র বন্ধ সিম ব্যবহারকারীদের জন্য।
উপসংহার: বাংলাদেশী অনেক বন্ধ সিম রবি গ্রাহক রয়েছেন যারা বিবর্ণ কারণে বন সিম বন্ধ রেখেছেন। অনেকে ছিম উত্তোলন করতে পারছেন না আবার অনেকেই একাধিক সিম হওয়ার কারণে সে বন্ধ রেখেছেন। এজন্য রবি কোম্পানি তাদের গ্রাহকদের সচল করার জন্য বন্ধ সিমকে চালু করতে কিছু ডাটা অফার, মিনিট অফার ও এসএমএস অফার প্রদান করছে।