অনলাইন

অনলাইনে সেলফিন অ্যাপস (Cellfin App)দিয়ে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি বা নিয়ম |সুবিধা সমূহ | সেবাসমূহ

অনলাইনে সেলফিন অ্যাপস ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রাইভেট ব্যাংক গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত. বর্তমানে এর গ্রাহক সংখ্যা ১৫ মিলিয়ন এর উপরে. ব্যাংকটি ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়. সমগ্র বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৩৭৪ টি শাখা রয়েছে এবং ১৮৭উপসাগর হয়েছে. তাছাড়াও এই ব্যাংকের অনেক এটিএম বুথ রয়েছে. ব্যাংকটির সর্বশেষ ২০১৭ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে যার আউটলেট সংখ্যা ২২৯২. তাছাড়াও ব্যাংক মোবাইল ব্যাংকিং এম ক্যাশের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করছে.

আপনি যদি ইসলামী ব্যাংকের কোন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে যেকোন একটি শাখায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে একাউন্ট খুলতে হবে. কিন্তু বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ইসলামী ব্যাংক একটি সেলফিন অ্যাপস এর মাধ্যমে ব্যাংকিং সেবা ডিজিটাল করেছে এবং তড়িৎ গতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার তথ্য প্রযুক্তি হিসেবে সেলফিন অ্যাপস চালু করেছে. এই অ্যাপস এর মাধ্যমে আপনি নিজেই ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন.

 শুধু তাই না আরও অনেক কার্যক্রম এই অ্যাপস এর মাধ্যমে পরিচালনা করতে পারবেন. সুতরাং আপনি যদি সেলফিন অ্যাপস এর একাউন্ট খোলার পদ্ধতি, সুবিধাসমূহ ও কার্যক্রম সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ওয়েবসাইটে সেলফিন অ্যাপস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে. পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং সেলফিন অ্যাপসের কার্যক্রম ও ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত জেনে নিন.

Contents hide

সেলফিন অ্যাপসের (CellFin APPs) মাধ্যমে আইবিবিএল (IBBL) একাউন্ট খোলার পদ্ধতি বা নিয়ম

ইসলামী ব্যাংক কর্তৃক সেলফিন অ্যাপসটি একটি ডিজিটাল ও গুরুত্বপূর্ণ ব্যাংকিং অ্যাপস. আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি সেলফিন অ্যাপটি চালু করে খুব সহজেই ইসলামী ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন. তাছাড়াও আরো অনেক ব্যাংকিং কাজ করতে পারবেন. সুতরাং আজ আমরা এখানে সেলফি অ্যাপস এর মাধ্যমে কিভাবে একাউন্ট খুলবেন, সেলফি অ্যাপস ইনস্টল কিভাবে দিবেন ও কি কি ব্যাংকিং কাজ করা যাবে সব তথ্য নিচে ধারাবাহিকভাবে তুলে ধরবো:

সেলফিন অ্যাপস (CellFin APPs)  এর মাধ্যমে একাউন্ট খোলার পদ্ধতি:

  • প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে সেলফি অ্যাপস লিকে সার্চ দিন এবং ইনস্টল এ ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন
  • তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে ছয় ডিজিটের পিন সেট করুন
  • ভোটার আইডি কার্ডের মূল কপি এপিঠ-ওপিঠ স্ক্যান করে সাবমিট করুন
  • এরপর পূর্ণাঙ্গ ঠিকানা অর্থাৎ তথ্যগুলো ভালোভাবে লিখুন
  • এরপর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন
  • এবার আপনার পোস্ট অফিসের পোস্টাল কোড টি লিখুন
  • নমিনি হিসেবে নমিনিস ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ছবি আপলোড করুন
  • এরপর নমিনির ঠিকানা ও সকল তথ্য যথাস্থানে লেখুন
  • এরপর একটি মোবাইল নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস মধ্য দিয়ে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সফল হবে

সেলফিন অ্যাপসের (CellFin APPs) মাধ্যমে আইবিবিএল এ লেনদেনের সুবিধা:

ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হলেও ব্যাংকিং লেনদেনের গ্রাহকদের সবচেয়ে সুবিধা প্রদানকারী ব্যাংকিং. এই ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা সহজে লেনদেন, টাকা জমা ডিপিএস, এফডিআর, রেমিটেন্স গ্রহণ, চেক ও এটিএম কার্ড প্রদান সহ অনেক সুবিধা গ্রাহকদের প্রদান করে থাকে. বর্তমানে ব্যাংকটি একটি ডিজিটাল সেলফিন অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার সুযোগ প্রদান করেছে. এই অ্যাপস এর মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে তা নিম্নে ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো:

সেলফিন অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে যা যা সুবিধা পাওয়া যাবে:

IBBL CellFin এর মাধ্যমে আপনি যে সকল সুবিধাসমূহ পাবেন তা নিম্নে তুলে ধরা হলো-

১. এই অ্যাপের মাধামে আপনি টাকা প্রেরণ এবং গ্রহণ করতে পারবেন।

২. যেকোন হিসাবে টাকা পাঠাতে পারবেন।

৩. তালিকাভুক্ত শপ এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন।

৪. বিল পে করতে পারবেন।

৫. সংযুক্ত কার্ডগুলোর ব্যালেন্স চেক এবং জমা-খরচের বিবরণী দেখতে পারবেন।

৬. মোবাইল ফোনের ব্যালেন্স টপ আপ করতে পারবেন।

৭. অন্য কাউকে টাকা পাঠানের জন্য অনুরোধ পাঠাতে পারবেন।

৮. mCash হিসাবে টাকা পাঠাতে পারবেন।

৯. যে কোন লোকাল মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে।

১০. দেশের বাইরে থেকেও আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

IBBL CellFin এর সেবা/ সার্ভিস

ইসলামী ব্যাংক সেলফিন অ্যাপসের (CellFin) এর মাধ্যমে যে সকল সেবা পাওয়া যাবে-

❏ দেশের সর্ববৃহৎ ডিজিটাল ওয়ালেট সার্ভিস একাউন্ট

❏ যেকোন ভিসা/ মাস্টার/ ক্রেডিট/ ডেবিট কার্ড থেকে অ্যাকাউন্টে টাকা অ্যাড ও ট্রান্সফারের সুবিধা

❏ ওয়ালেট টু ওয়ালেট মানি রিকোয়েস্ট পাঠানাের সুবিধা

❏ এমক্যাশ টু ওয়ালেট/ ওয়ালেট টু এমক্যাশ টাকা অ্যাড ও ট্রান্সফার সুবিধা

❏ IBFT/ BEFTN/ NPSB/ RTGS ফান্ড ট্রান্সফার সহজেই

❏ রেমিট্যান্স/ স্পট ক্যাশ এর টাকা সরাসরি গ্রহণ

❏ টপ-আপ সুবিধা (যেকোন মােবাইল অপারেটরে)

❏ ই-কমার্স পেমেন্ট (QR কোড/ অনলাইন গেটওয়ে)

❏ তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট

❏ ইউটিলিটি বিল পরিশােধ

❏ যেকোন ব্যাংকের ভিসা/ মাস্টার কার্ডের বিল পরিশােধ

❏ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর টিউশন ফি প্রদান

❏ যেকোন প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদান ও গ্রহণ

❏ ভার্চুয়াল/ কার্ডবিহীন টাকা উত্তোলন

❏ এটিএম, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মােবাইল ব্যাংকিং আউটলেট, ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন সুবিধা

❏ মার্চেন্ট লয়ালিটি প্রোগ্রাম

❏ কুপন, গিফট কার্ড এবং ভাউচার ইত্যাদি।

সেলফিন অ্যাপস দিয়ে একাউন্ট খোলার জন্য যা যা ডকুমেন্ট লাগবে:

সেলফিন অ্যাপ দিয়ে ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার জন্য আপনার তিনটি ডকুমেন্টস প্রয়োজন হবে. তা নিম্নে তুলে ধরা হলো:

  • একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
  • যেকোনো অপারেটরের টি মোবাইল নাম্বার
  • জাতীয় পরিচয় পত্র

সুতরাং এই তিনটি প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সেলফি অ্যাপ এর মাধ্যমে ইসলামী ব্যাংকের একাউন্ট খোলা যায়

সেলফিন অ্যাপস (CellFin Apps) এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা কাজ সমূহ:

সেলফিন অ্যাপস এর কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা না বললেই নয়. আর এই বৈশিষ্ট্যগুলো কি তা নিচে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি. আপনি বিস্তারিত নিচে থেকে জানতে পারবেন.

সেলফিন অ্যাপস  (CellFin Apps) দিয়ে অ্যাড মানি (Add Money) করা যায়:

আপনি সেলফিন অ্যাপস এর মাধ্যমে অ্যাড মানি কোরতে পারবেন অর্থাৎ অন্য কোনো আর্থিক মাধ্যম থেকে আপনি চাইলে আপনার সেলফিন একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন. সেলফিন অ্যাপসের মাধ্যমে আপনি চারটি মাধ্যম থেকে অ্যাড মানি করতে পারবেন তা হচ্ছে:

১। IBBL Account

২। Debit Card

৩। Khidmah Card

৪। MCASH

১. IBBL Account:

বাংলাদেশের ইসলামী ব্যাংক লিমিটেডের যেকোনো ধরনের অ্যাকাউন্ট থেকে আপনি সেলফিন অ্যাপস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন.

২. Debit Card:

আপনি চাইলে যেকোন ডেবিট কার্ড থেকে সরাসরি আপনার সেলফি অ্যাপস একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন. এইটি সেলফিন অ্যাপসের বড় সুবিধা.

  1. Khidmah Card:

বাংলাদেশের ইসলামী ব্যাংকের একটি অন্যতম ক্রেডিট কার্ড হচ্ছি khidmah Card. আপনি সরাসরি এই কার্ড থেকেও সেলফিন একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন. উল্লেখ্য যে আপনার যদি কোনরকম কার্ড নাও থাকে তবুও আপনি আপনার সেলফি একাউন্টে কয়েক মিনিটের মধ্যে টাকা টান্সফার করতে পারবেন.

  1. M cash:

আপনি সেলফিন অ্যাপসের মাধ্যমে এম  ক্যাশ থেকে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন. আপনি বাংলাদেশের যে কোন এম ক্যাশ একাউন্ট থেকে আপনার অ্যাপস এর একাউন্টে কোন ঝামেলা ছাড়াই টাকা ট্রান্সফার করতে পারবেন.

সেলফিন অ্যাপস (CellFin Apps)  দিয়ে ফান্ড ট্রান্সফার (Fund Transfer) করার উপায়

সেলফিন অ্যাপসের মাধ্যমে আপনি যে কোন একাউন্টে টাকা সেলফিন অ্যাপসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন. এই অ্যাপস এর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে কোন কোন মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায় সেটি নিচে দেওয়া হল:

১। IBBL Account

২। Another CellFin Account

৩। Another Bank Account

৪। Send Via QR Code

  1. IBBL Account:

আপনি বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে কোন একাউন্টে সরাসরি আপনার সেলফিন একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন. অর্থাৎ আপনার সেলফিন একাউন্টে টাকা থাকলে আপনি যেকোন একাউন্ট অর্থাৎ ইসলামী ব্যাংকের যে কোন একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন.

  1. Another CellFin Account:

জরুরি মুহূর্তে আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনি যে কাউরো সেলফিন একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন. ধরুন আপনার বন্ধুর টাকার প্রয়োজন আপনার সেলফিন নেট থেকে তার সেলফিন একাউন্টে কয়েক মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন.

  1. Another Bank Account

আপনি সেলফিন অ্যাপস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে যেকোনো ব্যাংকের একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন. ধরুন আপনি প্রিয়জনকে টাকা পাঠাবেন তার কোনো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নেই বা কোনো সেলফিন অ্যাকাউন্ট নেই তাহলে কিভাবে টাকা পাঠাবেন. তার যদি যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তবে আপনি কোন ঝামেলা ছাড়াই মুহূর্তে টাকা পাঠাতে পারবেন.

4.Send Via QR Code

আপনি খুব সহজে সেলফিন অ্যাপস এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন. ধরুন ডিজিট বা নাম্বার ভুল হওয়ার কারণে আপনার টাকাটি আপনার ছেলের একাউন্টে না গিয়ে অন্য অপরিচিত লোকের একাউন্টে চলে যায়. তখন আপনার চিন্তা শেষ থাকবে না. তাই আপনি যদি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করা টাকাটা পাঠিয়ে দেন তাহলে নিশ্চিন্তে টাকাটা পাঠাতে পারবেন.

সেলফিন (CellFin) একাউন্ট দিয়ে মোবাইলে টপ-আপ (Mobile TOP Up) করা যায়

সেলফিন অ্যাপসের মাধ্যমে আপনি যেকোন অপারেটরের মোবাইল নাম্বারে যে কোন সময় রিচার্জ করতে পারবেন. ধরুন জরুরি মুহূর্তে আপনার রিচার্জ করা প্রয়োজন. কিন্তু কোথাও দোকান ফ্লেক্সিলোড দোকানদার নেই. সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক ঝামেলা ছাড়াই সেলফি অ্যাপস এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন.

শুধু তাই নয়, প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের মোবাইলে আপনি সেলফিন অ্যাপসের মাধ্যমে রিচার্জ করতে পারবেন.

সেলফিন (CellFin Apps) একাউন্টে মার্চেন্ট পেমেন্ট (Marchant Payment) করা যায়:

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ছোট-বড় সব ধরনের ব্যবসায়ী মার্চেন্ট পেমেন্ট এর সাথে জড়িত. এজন্য আপনি খুব সহজেই সেলফিন একাউন্ট দিয়ে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন. ধরুন আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা তাহলে আপনি খুব সহজে সেলফিন একাউন্টের মাধ্যমে আপনার ক্রেতাদের কাছ থেকে পণ্যের মূল্য সংগ্রহ করতে পারবেন.

সেলফিন (CellFin Apps)  একাউন্টে ক্যাশ আউট (Cash withdrawal) করা যায়

আপনি জরুরি মুহূর্তে এটিএম কার্ড ছাড়াও সেলফিন একাউন্টের মাধ্যমে বাংলাদেশে ইসলামী ব্যাংকের যে কোন এটিএম বুথ থেকে সহজে টাকা উত্তোলন করতে পারবেন. এজন্য এটিএম কার্ডের সুবিধা ছাড়াও সেলফি নেবে সুবিধার মাধ্যমে আপনি সহজেই যোগ করতে পারবেন.

শুধু তাই নয় এই সেলফিন অ্যাপস এর মাধ্যমে আপনার কার্ড কিংবা বাংলাদেশ ইসলামী ব্যাংক একাউন্ট থেকে সরাসরি টাকা কেয়া জব করতে পারবেন

সেলফিন (CellFin) একাউন্ট দিয়ে বিল পেমেন্ট (Bill Payment) করা যায়

আপনি খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়াই সেলফিন একাউন্ট দিয়ে আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন.

ধরুন আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এর সময় হয়ে গেছে কিন্তু আপনি ব্যস্ততার কারণে বাসা থেকে অফিসে যেতে পারছেন না কিংবা অফিসে যাওয়ার সময় আপনার নেই সেক্ষেত্রে আপনি খুব সহজেই সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে দিতে পারেন

সেলফিন (CellFin) একাউন্ট দিয়ে রিকুয়েস্ট মানি (Request Money) করা যায়

আপনি প্রয়োজনের সময় রিকুয়েস্ট মানিক করে টাকা নিতে পারবেন. ধরুন আপনার কাছে টাকা নেই আপনি আপনার প্রিয় বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন কিংবা পরিবার-পরিজনের কাছ থেকে জরুরিভাবে কিছু টাকা নিতে চান কিন্তু সেই সময় আপনি সেলফিন একাউন্টের মাধ্যমে যে মানুষটির কাছে টাকা নিতে চান তার কাছে একটা রিকুয়েস্ট মানি পাঠাতে পারেন এবং তিনি যদি আপনার রিকুয়েস্ট একসেপ্ট করে থাকে তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে.

সেলফিন (CellFin) অ্যাকাউন্ট দিয়ে রেমিটেন্স গ্রহণ (Remmitance) করা যায়:

আপনি সেলফি একাউন্ট দিয়ে রেমিটেন্স গ্রহণ করতে পারবেন অর্থাৎ যেকোন দেশ থেকে টাকা আনতে চাইলে তা পারবেন. তরুণ আপনার একজন প্রিয় জন বা পরিবার-পরিজনের মধ্যেই বিদেশে রয়েছেন আপনাকে টাকা পাঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে আপনি সেলফি অ্যাপস এর মাধ্যমে রেমিটেন্স গ্রহণ করতে পারেন.

সেলফিন (CellFin)  একাউন্ট দিয়ে ব্যাংক একাউন্ট এড (Bank Account Add) করা যায়:

সেলফিন অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব সহজেই আপনার বাংলাদেশ ইসলামী ব্যাংকের একাউন্টে যুক্ত করে নিতে পারেন. ধরুন আপনার ব্যাংক একাউন্টে টাকা রয়েছি আপনি অন্য প্রিয়জনকে তার একাউন্টে টাকা দিতে চান সেটা সেলফিন একাউন্টের মাধ্যমে দিতে পারবেন.

সেলফিন (CellFin) একাউন্টের কার্ডের সুবিধা

আপনি যদি একটি সেলফিন একাউন্ট খুলেন সাথে সাথে একটি ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন. আর এই কার্ডের মাধ্যমে আপনি যেকোন ধরনের লেনদেন সম্পন্ন করতে পারবেন অনলাইনে এবং অফলাইনে.

ধরুন আপনি অনলাইনে একটি পণ্য কিনতে চান কিন্তু সেই পণ্যটির মূল্য পরিশোধ করার জন্য যে ধরনের কাড প্রয়োজন তা আপনার নেই. সেই সময় আপনি চাইলে আপনার সেলফিন একাউন্টের ব্যালেন্স দিয়ে সরাসরি সেই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে অনলাইনে কিংবা অফলাইনে যেকোনো ধরনের প্রেমের সম্পন্ন করতে পারেন

সেলফিন অ্যাপসটি ফ্রিল্যান্সারদের জন্য জরুরী

ফ্রিল্যান্সাররা অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে বিদেশি ডলার গ্রহণ করে থাকে. এজন্য ফ্রিল্যান্সাররা সেলফিন অ্যাপস এর মাধ্যমে সরাসরি ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম এর মতো করে রেমিটেন্স হিসাবে আপনার অর্জিত অর্থটি দেশে আনতে পারে

পরিশেষে বলতে পারি সেলফিন অ্যাপসটি বাংলাদেশ ইসলামী ব্যাংক কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত. এই অ্যাপসটি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি গুরুত্বপূর্ণ অ্যাপস হিসাবে কাজ করছে যা ব্যাংকিং সেবাকে দ্রুতগতিতে ত্বরান্বিত করতে সক্ষম. এই অ্যাপসের বহুবিধ সুবিধ রয়েছে যার মাধ্যমে একাউন্ট খোলাসহ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব. সুতরাং এই অ্যাপসটি একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাপস ইসলামী ব্যাংকের

Related Articles

Back to top button