অনলাইন

হুমকি জিডি করার নিয়ম

জিডি করার অধিকার সরকার কর্তৃক প্রদত্ত এবং বর্তমানে নাগরিকগণ অনলাইনের মাধ্যমে ঘরে বসে জিডি করতে পারবেন। আজকের আলোচনার বিষয় আপনাকে যদি কেউ জীবননাশের হুমকি প্রদান করেন সেটা কিভাবে জিডি করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরব। আপনি আমাদের এই সাইট থেকে হুমকি পাওয়ার পর নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে জিডি কিভাবে করবেন এবং জিডি করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

কাজেই হুমকি জিডি করার পদ্ধতি, প্রয়োজনীয় কাগজ, রেজিস্ট্রেশন পদ্ধতি, জিডি করার লিংক, জিডি করার ভিডিও, জিডি করার আবেদন সহ বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নিন।

হুমকি জিডি করার প্রয়োজনীয় তথ্য ও পদ্ধতি

আপনাকে যদি কেউ হুমকি প্রদান করেন জীবননাশের জন্য তাহলে আপনি নিরাপত্তার স্বার্থেই হুমকি জিডি করতে পারেন। কিভাবে জিডি করবেন এবং করার পদ্ধতি কি তা জানতে নিচের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন

হুমকি জিডি কি

হুমকি জিডি বলতে আমরা বুঝি আপনাকে কেউ মেরে ফেলার হুমকি দিলে বা জীবন নাশের আশঙ্কা থাকলে আপনি আইনের সহায়তা গ্রহণ করতে পারেন। এজন্য অনলাইনে নতুবা সরাসরি আপনি থানায় গিয়ে আবেদনের মাধ্যমে জিডি করাকে হুমকি জিডি বলা হয়।

হুমকি জিডি বা ডাইরি করার নিয়ম

আপনি যদি হুমকি জিডি বা ডাইরি অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে আপনার কি রেজিস্ট্রেশন পদ্ধতি জানতে হবে এবং প্রয়োজনীয় তথ্য অনুযায়ী ফরম পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে। আপনি ঘরে বসেই ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে হুমকি জিডি করতে পারবেন। সুতরাং হুমকি যেটাই করার প্রয়োজনীয় পদ্ধতি নিচে থেকে জেনে নিন

হুমকি জিডি করার প্রথম ধাপ

  • আপনি যে কারণে অর্থাৎ হুমকি জিডি করার বিষয় নির্বাচন করুন
  • জিডি ধরো নির্বাচন করুন। যেমন: প্রাণনাশের হুমকি নির্বাচন করুন
  • আপনি বাংলাদেশের যে জেলায় যে থানায় জিডি করতে চান সেই থানার নাম সিলেক্ট করুন এবং ঘটনার সময় ও স্থান উল্লেখ পূর্বক পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন

হুমকি জিডি করার দ্বিতীয় ধাপ

  • আপনি নিজের জন্য নাকি অন্যের জন্য হুমকি জিডি করবেন সেটা নির্বাচন করুন
  • জিডির ধরন এবং এবং হুমকি জিডি বিষয় নির্বাচন করুন
  • আপনি কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন ঘটনার সময়, স্থান লিখুন এবং পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন

অনলাইনে হুমকি জিডি করার জন্য প্রয়োজনীয় কাগজ

  • আপনি যখন অনলাইনে বসে অঙ্কে সিটি করবেন তখন প্রয়োজনীয় কাগজ হিসাবে কয়েকটি তথ্য আপনাকে পূরণ করতে হবে। যেমন:
  • আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার লাগবে
  • আপনার একটি সচল মোবাইল নাম্বার লিখুন
  • আপনার জন্ম তারিখ প্রয়োজন হবে

হুমকি জিডি করার লিংক বা পদ্ধতি

আপনি যখন অনলাইনের মাধ্যমে জিডি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং জিডি করার ওয়েবসাইট এ ঢুকবেন তখন আপনাকে একটি লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর সেই লিঙ্ক এর প্রয়োজনীয় তথ্য পূরণ করে জিডি কাজ সম্পন্ন করতে হবে। জিডি করার লিঙ্ক নিচে প্রদান করা হলো

জিডি করার লিংক: http://gd.police.gov.bd/

জিডি ট্র্যাক করার পদ্ধতি

আপনি জিডি করার পর যদি জিডি কি অবস্থায় আছে কিংবা জিডি ট্রাক করতে চান তাহলে নিচের লিঙ্গের মধ্যে প্রবেশ করুন এবং জিটি নাম্বার দিন তারপর সার্চ করুন। তাহলে আপনার জিডি কি পর্যায়ে আছে আপনি জানতে পারবেন।

http://gd.police.gov.bd/PublicUser/GDSearch

জিডি করার যোগাযোগ নাম্বার

অনলাইন জিডি অ্যাপস্‌ সংক্রান্ত যেকোন তথ্য বা সহায়তার জন্য অ্যাপস্‌ সাপোর্ট সেন্টারে কর্তব্যরত প্রতিনিধির সাথে নিচের নম্বরে যোগাযোগ করুন- +৮৮০১৭৫৫ ৬৬ ২৩ ৬৬ এছাড়া আমাদের সাথে যোগাযোগের জন্য নিচের মাধ্যমটি ব্যবহার করতে পারেন।

https://youtu.be/rtU9v3A41ck

জিডি পিডিএফ নির্দেশনা

জিডি করার পিডিএফ নির্দেশনা আপনি এখান থেকে জানতে পারবেন। এজন্য লিংক এর উপর ক্লিক করুন এবং পুরো নির্দেশনাটি দেখতে পাবেন.

পিডিএফ নির্দেশনা

 

Related Articles

Back to top button