অনলাইন

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম | Indian visa check rules

  ইন্ডিয়ান ভিসা চেক করার সকল পদ্ধতি এখানে উপলব্ধআপনি কি চিকিৎসা কিংবা শিক্ষা কিংবা ভ্রমণের জন্য ইন্ডিয়া যেতে চান?. তাহলে আপনাকে ইন্ডিয়া ভিসা করতে হবে. কিভাবে ইন্ডিয়ান ভিসা করবেন তা জানা দরকার. তারপর ইন্ডিয়ান ভিসা করার পরে আপনাকে চেক পদ্ধতি জানতে হবে অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ান ভিসা প্রসেস করেন এবং তারপরে ভিসা কোন অবস্থায় আছে তা জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন. ভিসা করার পর ভিসাটি কয়েকটি পর্যায়ে পার হয়ে চূড়ান্ত পর্যায়ে যেতে হয়. জন্য ভিসার পরে অনলাইনের মাধ্যমে আপনি ভিসা চেক করতে পারবেন. কাজেই ধাপে ধাপে ভিসা চেক করার সকল পদ্ধতি আজকে  আর্টিকেলে উপলব্ধ থাকবে.

 ইন্ডিয়া থেকে বাংলাদেশের নাগরিকদের তিনটি থেকে চারটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করে থাকে যেমন শিক্ষা, মেডিকেল ভ্রমণ ক্যাটাগরি. যে কোন ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ভিসা করতে পারবেন এবং ইন্ডিয়ায় যেতে পারবেন. তবে ইউরোপ কিংবা অন্যান্য দেশে বাংলাদেশের সরাসরি দূতাবাস না থাকায় বাংলাদেশের নাগরিকেরা ভিসা করতে ইন্ডিয়ার মাধ্যমে যেতে হয়. অর্থাৎ ভিসা করার জন্য ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইন্ডিয়ায় এপ্রুভাল নিতে হয়. আসুন আজ আমরা ভিসা চেক করার সকল পদ্ধতি ধাপে ধাপে নীচে তুলে ধরব.

 ইন্ডিয়ান ভিসা কয়টি ক্যাটাগরিতে প্রদান করা হয়

 বাংলাদেশের নাগরিকদের কে ইন্ডিয়া তিনটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করে থাকে. যেমন: শিক্ষা, মেডিকেল ভ্রমণ ক্যাটাগরি. বাংলাদেশের নাগরিকরা এই সকল ক্যাটাগরিতে ইন্ডিয়ান ভিসা করার পরে ইন্ডিয়া বেড়াতে যেতে পারেন কিংবা কাজ করতে যেতে পারেন.

 ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়মযেভাবে ভিসা চেক করবেন

ধরুন আপনি বিভিন্ন IVAC থেকে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন এবং  সেখান থেকে আপনাকে একটি ডেলিভারি রিসিভ প্রদান করেছেন. এই রিসিভ আপনার একটি নাম্বার WEB FILE  NUMBER রয়েছে. এইটি মূলত আপনার ইন্ডিয়ান ভিসার ট্রাইকিং নাম্বার বলা হয়আবেদনের পরবর্তী সময়ে আপনি ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন অর্থাৎ ভিসা কোন পর্যায়ে রয়েছে তা জানতে এই ট্রাকিং নাম্বার ব্যবহার করতে হবে।. এভাবে আপনি ভিসার অবস্থা চেক করতে পারবেন.

View post on imgur.com

ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করবেন অনলাইনে?

ধরন আপনি  ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন এবং ইন্ডিয়ান ভিসার ট্রাকিং ওয়েবসাইট থেকে ট্রাকিং নাম্বার ব্যবহার করে আপনি খুব সহজেই ইন্ডিয়ান ভিসার চেক করতে পারবেন

 প্রথমে: আপনাকে  ইন্ডিয়ান ভিসার ট্রাকিং ওয়েবসাইটে (www.passtrack.net) প্রবেশ করতে হবে.

 দ্বিতীয়তঃ তারপর আপনার রিসিভ অপশন থেকে ট্রাকিং নাম্বার  Regular Visa Application Number সিলেক্ট করতে হবে 

 তৃতীয়ত: এবার আপনার ট্রাকিং নতুন পেজ আসবে এবং আপনি ক্যাপচা পূরণ করুনএবং সাবমিট করুন

 ফাইনালি এবার আপনি ইন্ডিয়ার ভিসা করার সর্বশেষ অবস্থা চেক করতে পারবেন এবং দেখা যাবে.

 এবার আপনি আপনার ভিসার ট্রাকিং নাম্বারটি লিখবেন এবং আপনার ক্যাপচা নাম্বারটি পূরণ করবেন তারপর সাবমিট করবেন তাহলে আপনি খুব সহজেই আপনার ভিসার সর্বশেষ অবস্থা দেখতে পারবেন এবং আপনি এভাবে নিয়মিত এবং যখন সময় ভিসার সর্বশেষ অবস্থা চেক করতে পারবেন.

 ইন্ডিয়ান ভিসা চেক করার দ্বিতীয় নিয়ম

 আপনি যদি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান অর্থাৎ আপনার বিষয়টি কোন অবস্থায় রয়েছে তা জানতে চান তাহলে চেক করার জন্য দ্বিতীয় নিয়ম অনুসরণ করে খুব সহজে চেক করতে পারবেন.

  প্রথম ধাপ: নিচের ব্রাউজে প্রবেশ করুন (https://www.ivacbd.com)

দ্বিতীয়ধাপ: ওয়েবসাইটে প্রবেশের পর কতগুলো অপশন দেখতে পাবেন

 তৃতীয় ধাপ অপশন থেকে“Track your application”  বাটনে ক্লিক করুন

চতুর্থ ধাপ: এবার একটি নতুন পেজ আসবে, সেখান থেকে “ Please click here for tracking your application” বাটনে ক্লিক করুন 

  পঞ্চম ধাপ এবার আপনাকে একটি নতুন অ্যাড্রেস নিয়ে যাবে এবং এখানে আপনার ভিসার ধরন নির্বাচন করুন Regular অথবা Port Endorsement

ষষ্ঠ ধাপ: ধরুন আপনার ভিসাটি নিয়মিত বা REGULAR হয়ে থাকে যেমনস্টুডেন্ট, মেডিকেল, বিজনেস, ভ্রমণ ইত্যাদি হয়ে থাকে তাহলে Regular বাটনে ক্লিক করুন। আপনার সামনে নতুন আরেকটি পেইজ ওপেন হবে। এখন ১ম ঘরে আপনার ভিসার Web file number এবং ২য় ঘরে নিম্নে একটি কোড বা ক্যাপচা পাবেন সেটি বসিয়ে “Submit” বাটনে ক্লিক করুন।

 সুতরাং এভাবে আপনি ইন্ডিয়ান ভিসার বর্তমান অবস্থা চেক করতে পারবেন এবং চেক করার সকল ধাপ উপড়ে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এবং পর্যায়ক্রমে ধাপ গুলো অনুসরণ করুন এবং ভিসার বর্তমান অবস্থা পরীক্ষা করুন.

 ইন্ডিয়ান ভিসা চেক করার তৃতীয় নিয়ম

 আপনি উপরোক্ত দুটি পদ্ধতি ছাড়াও নিচের পদ্ধতির মাধ্যমে খুব সহজে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন এবং ইন্ডিয়ান ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন.

 <<যেকোনো ব্রাউজার এড্রেস গিয়ে সার্চ করুন (https://indianvisaonline.gov.in/ )

<<এবার, আপনি নিজের মতো করে একটি ওয়েবসাইটে চলে যাবেন

<<এখন, আপনি ক্লিক করুন For regular/Paper Visa অপশনে

<<তারপর, আপনার সামনে অনেকগুলো স্টেপ শো করবে এবং সেখান থেকে আপনি Visa Enquiry <<অপশনে ক্লিক করুন .আপনি নতুন আরেকটি পেজ চলে আসবে.

<<এবার ইন্ডিয়ান ভিসা চেক করতে  পেজ ফর্মটি পূরণ করুন–  ১ম ঘরে Application ID ২য় ঘরে Passport number এবং ৩য় ঘরে ক্যাপচা কোড বসিয়ে ‘Check status” বাটনে ক্লিক করুন। আপনার ভিসার বর্তমান অবস্থাটি জানতে পারবেন।

 ইন্ডিয়ান ভিসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে

আপনি যদি ইন্ডিয়ান ভিসা করতে চান এবং ইন্ডিয়ান ভিসার মাধ্যমে চিকিৎসা কিংবা ভ্রমণে যেতে চান তাহলে নিচের প্রয়োজনীয় কাগজ পাতি ভিসা করার সময় প্রয়োজন হবে এবং ভিসা করার সময় দিতে হবে.

  • বৈধ পাসপোর্ট (কমপক্ষে মেয়াদ ছয় মাস)
  • অনলাইন ভিসা আবেদনপত্র
  • অনলাইন পেমেন্ট স্লিপ
  • / সাদা ব্যাকগ্রাউন্ড ছবি
  • জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ
  • ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডোর্সমেন্ট
  • পেশাগত প্রমান পত্র NOC/ স্টুডেন্ট কার্ড
  • আইডি কার্ড/ভিজিটিং কার্ড
  • কোভিড১৯ টিকা সনদ
  • ইউটিলিটি বিলের কপি (পানি/বিদ্যুৎ/গ্যাস)
  • সর্বশেষ ভিসা ডকুমেন্ট (পূর্বে ভারতে ভ্রমণ করে থাকলে)

 ভিসা করার সময় উপরোক্ত কাগজপত্রের সকল ফটোকপি এবং অরিজিনাল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তাহলে ভিসা করতে খুব সহজ হবে

ইন্ডিয়ান ভিসা করার অ্যাপ্লিকেশন প্রসেস

আপনি যদি চিকিৎসা কিংবা ভ্রমণের কাজে ইন্ডিয়া যেতে চান তাহলে আপনার পাসপোর্ট থাকলে আপনি খুব সহজে ইন্ডিয়ান ভিসার প্রসেস করতে পারবেন. ইন্ডিয়ান ভিসা প্রসেস করার জন্য নিজের পদ্ধতি গুলো ধাপে ধাপে অনুসরণ করুন.

প্রথমে: ইন্ডিয়ান ভিসা প্রসেস করার জন্য ইন্ডিয়ান ব্রাউজারে ক্লিক করুন।  Indian VISA application লিখে সার্চ করুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি চলে আসুন ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার আইভেক বাংলাদেশের মেইন ওয়েবসাইটে।

 দ্বিতীয়তঃ  ওয়েবসাইট আসার পর নিচে স্কেল করুন এবং Online VISA application বাটন পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে নিয়ে যাবে Indian VISA application Main website.

 তৃতীয়তঃ সাইড আসার পর মেনু বারে Online VISA application অপশন পেয়ে যাবেন.

 ফাইনালি : সেখানে ক্লিক করে আপনি আবেদনটি শুরু করবেন এবং পর্যায়ক্রমে ধাপ গুলো অনুসরণ করে পূরণ করবেন এবং সাবমিট করবেন

Ivac বাংলাদেশ ওয়েবসাইট থেকে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

আপনি যদি ইন্ডিয়ান ভিসা করতে চান এবং আপনার যদি একটি বৈধ পাসপোর্ট থাকে তাহলে আপনি  ivac বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ইন্ডিয়ান ভিসা চেক করার পদ্ধতি জানতে পারবেন এবং খুব সহজেই ভিসা চেক করতে পারবেন.অর্থাৎ ভিসার সর্বশেষ অবস্থা আপনি পর্যায়কর্মী পদ্ধতি অনুসরণ করে জানতে পারবেন.

প্রথমে আপনি আইভেট বাংলাদেশে ওয়েবসাইট লিংক কে ভিজিট করুন (https://www.ivacbd.com/ )

এবার ভিসা আবেদন ট্রাক অপশনে ক্লিক করুন

এবার আপনার আবেদন ট্রাকিং এর জন্য ট্রাকিং লেখার উপর ক্লিক করুন এবং একটি নতুন পেজ আসবে.এখানে নিচের একটি ওয়েবসাইট দেখতে পাবেন.

এখন আপনার ট্রাকিং ফাইল নাম্বার লিখুন এবং ক্যাপচাটি পূরণ করুন এবং সাবমিট করুন

 ইন্ডিয়ান ভিসার প্রসেসিং পদ্ধতি কি?

 ইন্ডিয়ান ভিসা করার প্রসেসিং পদ্ধতি আমাদের ওয়েবসাইটের এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে আশা রাখি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন.

  ইন্ডিয়ান ভিসা করতে কতদিন সময় লাগে?

 ইন্ডিয়ান ভিসা করতে ১০ থেকে ৩০ দিন সময় লাগে.

 ইন্ডিয়ান ভিসা করার প্রসেসিং ফি কত?

 ইন্ডিয়ান ভিসা করার প্রসেসিং ফি ৮২৪ টাকা এবং এই ফি রকেট বিকাশ নগদ মাধ্যমে পরিশোধ করা যাবে.

ইন্ডিয়ান ভিসা কত প্রকার কি কি

বর্তমানে বাংলাদেশী নাগরিকদের ইন্ডিয়া কি কি ভিসা প্রদান করে থাকে এবং বাংলাদেশী নাগরিকগণ কি কি ভিসা করে ইন্ডিয়ায় যেতে পারেন তা বিস্তারিত নিচের তালিকা থেকে জানতে পারবেন .

  • ভ্রমণভিসা
  • ব্যবসায়িকভিসা
  • দীর্ঘমেয়াদীভ্রমণভিসা
  • মেডিকেল/মেডিকেলএটেনডেন্টভিসা
  • শিক্ষার্থীভিসা
  • গবেষণাভিসা
  • সম্মেলনভিসা
  • এমপ্লয়মেন্ট/ কর্মসংস্থানভিসা
  • প্রশিক্ষণভিসা
  • এন্ট্রি বা অন্যান্য ভিসা
  • ট্রানজিটএককপ্রবেশাধিকারভিসা
  • ট্রানজিটদ্বিপ্রবেশাধিকারভিসা

ইন্ডিয়ান ভিসা  সেন্টার এর সাপ্তাহিক ছুটির দিনগুলি

 ইন্ডিয়ান ভিসা করার যে সেন্টার রয়েছে সেখানে কোন কোন দিনে ভিসা প্রসেস করার পদ্ধতি বন্ধ থাকে এবং কোন কোন দিনগুলা ছুটির দিন তাবিস তারিখে নিচে তালিকা থেকে দেখুন

  • গণতন্ত্র দিবস/ ২৬ জানুয়ারি।
  • হোলি।
  • বাংলাদেশ স্বাধীনতা দিবস/ ২৬ মার্চ।
  • রাম নবমী/ ৩০ মার্চ
  • মহাবীর জয়ন্তী/ এপ্রিল।
  • ষ্টার সানডে।
  • ঈদউলফিতর।
  • ঈদউলআযহা।
  • ১০ই মুহররম
  • স্বাধীনতা দিবস(ইন্ডিয়া)/ ১৫ই আগস্ট।
  • জন্মাষ্টমী।
  • ঈদে মিলাদুন্নবী।
  • মহাত্না গান্ধীর জন্মদিন/ অক্টোবর।
  • দশেরা।
  • দিওয়ালি।
  • গুরু নানকের জন্মদিন/ ২৭ নভেম্বর।
  • বড় দিন/ ২৫ ডিসেম্বর।

 উপসংহার:  উপরিউক্ত আলোচনা থেকে সহজে জানতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা করার সকল প্রসেস এবং  ইন্ডিয়ান ভিসা আবেদন করার পর কিভাবে আপনি ভিসার সর্বশেষ অবস্থা চেক করবেন এবং আবেদন চেক করার সর্বশেষ পন্থাসহ সকল পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে. আজকের আর্টিকেল থেকে ভিসার চেক করার সকল ধাপ এখানে তুলে ধরা হয়েছে এবং কিভাবে ভিসা চেক করতে হয় তা জানতে পারবেন

Related Articles

Back to top button