অনলাইন

দুই সিমের মোবাইল নিবন্ধন করার উপায় | কিভাবে ডাবল সিম নিবন্ধন করবেন

বর্তমানে বাংলাদেশি এক সিম মোবাইল নিবন্ধন হচ্ছে কিন্তু আপনি এখন থেকে ডবল সিম মোবাইল নিবন্ধন করতে পারবেন এই মর্মে বিটিসিএল কাজ করছে. এজন্য আপনাকে জানতে হবে কিভাবে ডাবল সিমের মোবাইল নিবন্ধন করবেন. সুতরাং আজ আমরা এখানে আপনাদেরকে ডবল সিম মোবাইল নিবন্ধনের উপায়ে বিস্তারিত তথ্য জানাবো এজন্য মনোযোগ সহকারে পড়বেন এবং পদ্ধতি গুলো জেনে নিবন্ধন করবেন.

মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে মোবাইলের ডাবল সিম ব্যবহার করে থাকেন. এক্ষেত্রে গ্রাহকরা অনেক সময় বিড়ম্বনায় পড়েন. কারণ অনেকে স্মার্টফোনে একাধিক সিমের সুবিধা রয়েছে. যেহেতু বিটিসিএল এক সিম নিবন্ধন এর সুযোগ রেখেছে কিন্তু দুই সিম ব্যবহার করলে তাহলে কিভাবে নিবন্ধন করব বা করা যাবে অসুবিধা রয়েছে কিনা আজকে আমাদের জানার বিষয়. আই এম ই আই নম্বর অনুযায়ী প্রতিটি সিমকে নিবন্ধন করতে হবে এজন্য আপনারা ডাবল সিম ব্যবহার করলেও প্রতিটি সিম কে আলাদাভাবে নিবন্ধন করতে হবে.

প্রিয় গ্রাহক আপনি যদি এক সিম ব্যবহার করে থাকেন তাহলে বিটিসিএল আপনাকে নিবন্ধন পদ্ধতি জানিয়ে দিয়েছে সেভাবে করবেন কিন্তু আপনি যদি ডাবল সিম ব্যবহার করে থাকেন তাহলে ডাবল সিম এর পদ্ধতি অনুসরণ করে নিবন্ধন করবেন আর এই পদ্ধতিটি আমরা আমাদের নিবন্ধে সুন্দর করে তুলে ধরেছি. নিচের পদ্ধতি অনুসরন করুন

কিভাবে ডাবল সিম নিবন্ধন করবেন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি গণমাধ্যমকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ডাবল সিম নিবন্ধন প্রক্রিয়া চলছে এবং গ্রাহকগণ করে করতে পারবেন. তবে বর্তমানের সঙ্গে সর্বোচ্চ একটি আইএমইআই নম্বরের জন্ম নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে. তাই একাধিক আইএমইআই নম্বর সম্বলিত হ্যান্ডসেটের প্রতিটি আইএমইআই নিবন্ধনের জন্য আপনাকে নিচের লিংকের (neir.btrc.gov.bd )মাধ্যমে করতে হবে এবং একই কাগজপত্র ডকুমেন্ট দিয়ে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে. আমরা এখানে প্রদান করলাম যাতে আপনি এই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করেও কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে পারেন. তবে একসঙ্গে একাধিক আইএমইআই নিবন্ধন করার সুবিধা কার্যক্রম চলমান রয়েছে এবং খুব শীঘ্রই প্রক্রিয়াটি চালু হবে এবং আপনারা ডবল সিম নিবন্ধন করতে পারবেন.

যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা সিটিজেন পোর্টালের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে এনআইআইআর সিস্টেমের মাধ্যমে সেবা গ্রহন করতে পারবেন. তবে আপনাকে যা করতে হবে যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারা সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে হিসেবে গ্রহণ করতে পারবেন.

এছাড়াও বিডিআরসি আরো সুখবর জানিয়েছেন যে যদি কারো নিবন্ধনকৃত হ্যান্ডসেট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার করনীয় কি বা কি করতে হবে. চুরি অথবা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলো জন্য এনইআইআর সিস্টেমের মাধ্যমে lost/stolen এ রিপোর্ট করার এবং সেই পরিপ্রেক্ষিতে  ব্ল্যাকলিস্ট (blacklist) করার সুবিধা প্রদান করা হবে. সুতরাং খুব শীঘ্রই গ্রাহকরা এ সুবিধা ভোগ করতে পারবেন এবং এ মর্মে সরকারি সিদ্ধান্তটি খুব দ্রুত চালু হবে

পরিশেষে বলতে পারি যে বর্তমানে যদিও এক সিম নিবন্ধন চালু রয়েছে বা করা যায় কিন্তু দুই সিম নিবন্ধন করা যায় না. তবে বর্তমানে ডবল সিম নিবন্ধন এর প্রক্রিয়া খুব শিগগিরই চালু হচ্ছে এবং কিভাবে নিবন্ধন করবেন সে পদ্ধতিটি লিংকটি আমরা এই নিবন্ধের উপরে প্রদান করেছি. আপনি লিংকে প্রবেশ করুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করুন. তাছাড়াও ইন্টারনেট সংযোগ বিহীন মোবাইল ব্যবহার এবং ফোন হারিয়ে গেলে করণীয় কি সে সুবিধাসহ আমরা এই নিবন্ধে আলোচনা করেছি

Related Articles

Back to top button