ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
বাংলাদেশের মেট্রোরেল একটি দ্রুতগামী পরিবার ব্যবস্থা। মেট্রোলে প্রথম পরিকল্পনা গ্রহণ করে সরকার 2013 সালে। ২০১৬ সালের ২৬ শে জুন নির্মাণ কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার উদ্বোধন করা হয়। সুতরাং বর্তমানে বাংলাদেশী মেট্রোলে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং পেট্রোল সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন থাকবে. টাইম পেট্রোল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে আমাদের ওয়েবসাইটের এই পোস্টটি দেখুন.
ঢাকা মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
ঢাকা মেট্রো রেল বাংলাদেশের প্রথম মেট্রোরেল এবং ঢাকা মেট্রো রেল একটি সুবিধাজনক এবং আচার্যজন ট্রেন ব্যবস্থা। টাকা যাত্রীদের একটি আরাম–আয়েশ যাত্রাপথ। সুতরাং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিষে দেখুন
ঢাকা মেট্রোরেল | |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
কাজ শুরু | ২০১৭ |
পরিবহনের ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা |
লাইনের (চক্রপথের) | সংখ্যা ২ (নির্মাণাধীন) |
এমআরটি লাইন ১ (নির্মাণাধীন) | এমআরটি লাইন ৬ (সক্রিয়) বিরতিস্থলের (স্টেশন) |
এমআরটি লাইন ১ (নির্মাণাধীন) | এমআরটি লাইন ৬ (সক্রিয়) |
বিরতিস্থলের (স্টেশন) | সংখ্যা ১৬ (নির্মাণাধীন) ১০৪ (পরিকল্পিত) (পাতাল ৫৩টি এবং উড়াল ৫১টি) |
দৈনিক যাত্রীসংখ্যা | ৬০,০০০ (প্রতি ঘণ্টায়)[২] (এমআরটি লাইন ৬) |
প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
ওয়েবসাইট | www.dmtcl.gov.bd |
চালুর তারিখ | ২৮ ডিসেম্বর,২০২২ |
পরিচালক সংস্থা | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড |
মোট রেলপথের দৈর্ঘ্য | ২১.২৬ কিমি/১২৮.৭৪১ (পরিকল্পিত) |
রেলপথের গেজ | আদর্শ গজ |
সবোর্চ গতি | ১০০কিমি/ঘন্টা |
দৈর্ঘ্য | উত্তরা থেকে কমলাপুর প্রায় ২২ কিমি |
ভাড়া | সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা |
সহযোগী প্রতিষ্ঠান | জাপান ইন্টারন্যাশনাল কো |
প্রকল্পব্যয় | ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা |
যাত্রী পরিবহন ক্ষমতা | ঘন্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৫ লক্ষ |
শীতাতপ নিয়ন্ত্রন | শুক্রবার (আগে ছিলো মঙ্গলবার) |
অর্থায়ন | |
শীতাতপ নিয়ন্ত্রন | শুক্রবার (আগে ছিলো মঙ্গলবার) |
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
প্রশ্ন : ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়? | উত্তর : ম্যাস র্যাপিড ট্রানজিট। |
প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী ? | উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম। |
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে? | উত্তর : ২৬ জুন ২০১৬। |
প্রশ্ন : প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি–৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল? | উত্তর : ২০ দশমিক ১০ কিলোমিটার।
|
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী? | উত্তর : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
|
: ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী? | উত্তর :দিল্লি মেট্রোরেল করপোরেশন।
|
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত? | উত্তর : ২১ দশমিক ২৬ কিলোমিটার।
|
প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল? | উত্তর : ১৬।
|
প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশনসংখ্যা হবে কত? | উত্তর : ১৭।
|
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে? | উত্তর : ১৯ জুলাই ২০২২।
|
প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে— | উত্তর :উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।
|
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল— | উত্তর : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। |
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার? | উত্তর : ১ দশমিক ১৬ কিলোমিটার।
|
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান? | উত্তর : জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।
|
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা? | উত্তর : ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।
|
প্রশ্ন : সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা? | উত্তর : ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।
|
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে? | উত্তর : ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা। |
প্রশ্ন : এমআরটি লাইন–৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে? | উত্তর : ১৮ ডিসেম্বর ২০১২। |
প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে? | উত্তর : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার। |
প্রশ্ন : মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে? | উত্তর : ২৯ নভেম্বর ২০২১।
|
মেট্রোরেলের গুরুত্বপূর্ণ প্রশ্ন
-
বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করা হয় কবে?-২৮ ডিসেম্বর, ২০২২
-
মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?-উত্তরঃ মরিয়ম আফিজা
-
মেট্রোরেলের প্রথম যাত্রী কে?-উত্তরঃ শেখ হাসিনা
-
মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত?- সর্বনিম্ন ভাড়া ২০ ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা
-
মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় কত?-৩৩ হাজার ৪৭২ কোটি টাকা
-
পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু হয় কোন শহরে?-লন্ডন (১৮৬৩)
-
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে?-৫০ টাকা
-
মেট্রোরেলে অর্থায়ন করেছে কোন বিদেশী সংস্থা?-জাইকা (জাপান)
মেট্রোরেল সম্পর্কে চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?=ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী? =দিল্লি মেট্রোরেল করপোরেশন।
প্রশ্নঃ মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?=থাইল্যান্ডের ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।
প্রশ্নঃ মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী? = কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
প্রশ্নঃ প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?=প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার ছিলো।
প্রশ্নঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?= ২১ দশমিক ২৬ কিলোমিটার।
মেট্রো রেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় কত কিলোমিটার=মেট্রো রেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার।
মেট্রোরেলে মতিঝিল থেকে উত্তরা যাওয়ার জন্য কত সময় লাগতে পারে?= মেট্রোরেলে মতিঝিল থেকে উত্তরা যাওয়ার জন্য ৪০ মিনিট সময় লাগবে।
প্রশ্নঃ মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?=মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে ১৬টি ছিল।
প্রশ্নঃ সংশোধিত প্রকল্পে বর্তমানে মেট্রোরেলের স্টেশনসংখ্যা কত হবে?= সংশোধিত প্রকল্পে বর্তমানে মেট্রোরেলের স্টেশনসংখ্যা ১৭টি হবে।
প্রশ্নঃ প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?= প্রথম ধাপে মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার ও উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকা চালু হবে।
প্রশ্নঃ মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?= ২৯ নভেম্বর ২০২১ তারিখে শুরু হয়।
প্রশ্নঃ আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?=১২ ডিসেম্বর ২০২১ তারিখে শুরু হয়।
প্রশ্নঃ মেট্রোরেলের ট্রেনগুলো আসবে কোন দেশ থেকে?=জাপান থেকে৷
প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিটি ট্রেনে বগি থাকবে কতটি করে?=৬টি করে বগি থাকবে।
প্রশ্নঃ মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা?=মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রশ্নঃ প্রতিটি মেট্রোরেলের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সক্ষমতা কত?= ২ হাজার ৩০৮ জন।
প্রশ্নঃ মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?=মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি ১০০ কিমি/ঘণ্টা।
প্রশ্নঃ মেট্রোরেলের স্টেশনগুলো কত তলাবিশিষ্ট হবে?=তিনতলা তলাবিশিষ্ট হবে।
প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে?=১৮০ মিটার
প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?=মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি ১৯ জুলাই ২০২২ তারিখে অনুমোদিত হয় কবে।
প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে—=:উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল—উত্তর := থেকে মতিঝিল পর্যন্ত।
প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?= মেট্রোরেল প্রকল্পের নতুন করে ১ দশমিক ১৬ কিলোমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে।
প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?উত্তরঃ জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?=২১ হাজার ৯৬৫ কোটি টাকা।
প্রশ্ন : সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?=৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।
প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?= মেট্রোরেল প্রকল্পে জাইকা ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা দিবে।
প্রশ্নঃ এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?= ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয়।
প্রশ্ন : মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?=: ম্যাস র্যাপিড ট্রানজিট।
প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী =কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?উত্তর : ২৬ জুন ২০১৬।
প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের বিল পাস করা হয় কত সালে?উত্তরঃ মেট্রোরেল প্রকল্পের বিল পাস করা হয় ২০১১ সালে।
প্রশ্নঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ কবে উদ্বোধন করা হয়? উত্তরঃ ২৬ জুন ২০১৬ তারিখে ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।
প্রশ্নঃ ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?উত্তরঃ ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে ম্যাস র্যাপিড ট্রানজিট বলা হয়।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করা হয় কবে?উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০২২
প্রশ্ন : মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?উত্তরঃ মরিয়ম আফিজা
প্রশ্ন : মেট্রোরেলের প্রথম যাত্রী কে?উত্তরঃ শেখ হাসিনা
প্রশ্ন : মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত?উত্তরঃ সর্বনিম্ন ভাড়া ২০ ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা
প্রশ্ন : পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু হয় কোন শহরে?উত্তরঃ লন্ডন (১৮৬৩)
প্রশ্ন : মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে?উত্তরঃ ৫০ টাকা
প্রশ্ন : মেট্রোরেলে অর্থায়ন করেছে কোন বিদেশী সংস্থা?উত্তরঃ জাইকা (জাপান)