২১ ফেব্রুয়ারি

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আজকের আলোচনা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি: একুশে ফেব্রুয়ারির গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি একটি চিরস্মরণীয় এবং বাংলাদেশের ইতিহাসের একটি গৌরময় গান। এই গানটির মাধ্যমে ফুটে উঠেছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির সংগঠিত ভাষা আন্দোলনের ইতিহাস।

বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও লেখক আব্দুল গফফার চৌধুরী 1952 সালের একুশে ফেব্রুয়ারি এই গানটি রচনা করেন এবং প্রথম শুরু করেন আলতা মাহমুদ। তবে পরবর্তীতে ১৯৬৯ সালের রায়হান তাঁর জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের গানটি প্রথম ব্যবহার করেন। এরপর বর্তমানে গানটি বিশ্বের বিভিন্ন ভাষায় অর্থাৎ 12 টি ভাষায় গাওয়া হয়।

তাই যারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটা অনুসন্ধান করেন এবং এই গানটি ডাউনলোড করে রাখতে চান তাদের জন্য এই পোস্টটি। এই নিবন্ধে এই গানটি নিয়ে সর্বাত্মক তথ্য তুলে ধরা হয়েছে এবং এখান থেকে বিস্তারিত জানতে পারবেন।

একুশের গান

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া-এ ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি।।

 

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী

দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

 

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,

এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

 

সেই আঁধারের পশুদের মুখ চেনা,

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

 

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী

আমার শহীদ ভায়ের আত্মা ডাকে

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে

দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

 আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি lyrics

Lyrics: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আব্দুল গাফফার চৌধুরী

♥♪ ♪♥

 

আমার ভাইয়ের

রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

আমার ভাইয়ের

রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

ছেলে হারা শত মায়ের অশ্রু

গড়া ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

ছেলে হারা শত মায়ের অশ্রু

গড়া ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

আমার সোনার দেশের রক্তে

রাঙানো ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

আমার ভাইয়ের

রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

আমার ভাইয়ের

রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এর রচয়িতা কে

  • সাংবাদিক লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ভাবসম্প্রসারন

একুশে  ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষীর কাছে একটি চির স্মরণীয় এবং গৌরবময় দিন। এই দিনটি বাঙালি জাতির কাছে একটি আনন্দের দিন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাইয়ের ভাষার রক্ষা করার জন্য বাঙালিরা আন্দোলন করেন এবং এই আন্দোলনে রফিক শফিক জব্বার বরকত আরো অনেকে শহীদ হল। তখন রাষ্ট্রভাষা বাংলা সাহিত্থাপিতে বাংলা আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে এবং স্বৈরাচারী পাকিস্তান সরকারের দমনের জন্য বাঙালি জনগণ ঝাপিয়ে পড়ে। তাদের সেই জুলুম নির্যাতনকে দমন করার জন্য ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি মিছিল বের হয় এবং সেই মিছিলে পাকিস্তানি বাহিনী গুলি চালায় সেই করে দে বাংলার অদম্য ছেলে রফিক সঠিক সঠিক বরকত জব্বার আব্দুস সালাম সহ আরো অনেকে রাজপথে নিজের জীবন বিলিয়ে দিয়ে বাংলা ভাষাকে বাঙালি মানুষের কাছে তুলে দেয়। তখন থেকে বাঙালিরা বাংলার ভাষাকে রাষ্ট্রভাষা দাবী করে এবং শেষ পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় মর্যাদা লাভ করতে সক্ষম হয়। পরবর্তীতে ১৯৫৬ সালের সাংবিধানের বাংলা ভাষার রাষ্ট্র ভাষা মর্যাদা পায়। এরই পরিপ্রেক্ষিতে ইউনেস্কো ৩০ তম সাধারণ অধিবেশনে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর স্বীকৃতি প্রদান করেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। তারপর থেকে বাঙালি জাতি তাদের মায়ের ভাষাকে রক্ষা করার জন্য এবং মায়ের ভাষাকে শ্রদ্ধা জানার জন্য প্রতি বছর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করে থাকে। আসুন মাতৃভাষা দিবস আমাদের মায়ের ভাষা এবং আমাদের গৌরবের ভাষা এবং আমাদের প্রাণের ভাষা। ভাষাকে শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি সবাই আমরা সত্যের পথে কামনা করি এবং বিশ্বের মানচিত্রে মাতৃভাষার মর্যাদা এবং মাতৃভাষার মর্ম কে তুলে ধরা চেষ্টা করি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো সুরকার

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি এই গানটির

  • গীতিকার আব্দুল গাফফার চৌধুরী
  • প্রথম সুরকার আব্দুল লতিফ
  • গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ

আমার ভাইয়ের রক্তে রাঙানো স্বরলিপি

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি প্রথম কবে গাওয়া হয়

  • সাংবাদিক লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে

  • প্রথম সুরকার আব্দুল লতিফ

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির শিল্পী কে

  • প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয় গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার রচয়িতা কে

  • গীতিকার আব্দুল গাফফার চৌধুরী
  • প্রথম সুরকার আব্দুল লতিফ
  • গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ

আরো পড়ুন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা ব্যানার

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারীর পিক

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারির পোস্টার

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ছবি

আরো পড়ুন: ২১ ফেব্রুয়ারি ব্যানার

আরো পড়ুন: ২১ শে ফেব্রুয়ারি উক্তি

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারি বাণী, ছন্দ স্লোগান

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারি উক্তি, শুভেচ্ছা, মেসেজ, এসএমএস, বার্তা, ফেসবুক স্ট্যাটাস

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন 2023 এইচডি ডাউনলোড

আরো পড়ুন: ২১ শে ফেব্রুয়ারি ছবি আঁকা

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারি বাণী

আরো পড়ুন: অমর একুশে ফেব্রুয়ারি ছবি

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারির পোস্টার ব্যাকগ্রাউন্ড

Related Articles

Back to top button