
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরীক্ষার বিভন্ন ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ২১টি ক্যাটাগরিতে 741 জন শূন্য পদের বিপরীতে গত ১৮ই জানুয়ারী দুই হাজার ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সুতরাং প্রত্যেকটি ক্রেটাগরির নির্দিষ্ট পদের ভিত্তিতে আগ্রহে প্রার্থীগণ আবেদন সম্পন্ন করেন। পথ চেয়ে কর্মী প্রতিটি পদের এম সি কিউ এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। mcq, লিখিত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ ২০২২
নিচে প্রত্যেকটি পদের এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদের ধরন | ২১ ক্যাটাগরী পদ |
আবেদনের মাধ্যম | অনলাইন এবং অফলাইন |
জেলা | সকল জেলা |
বয়স সীমা | ১৮ থেকে ৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক -স্নাতকোত্তর ডিগ্রী |
আবেদন শুরুর তারিখ | ০১৮ /০১/ ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ১০/ ০২/ ২০২২ |
ওয়েবসাইট | – |
পদের সংখ্যা | ১৭৫৪২ জন |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৮ জানুয়ারি ২০২২ |
বিজ্ঞপ্তি প্রকাশ সূত্র | অনলাইন |
পদের নাম এবং শূন্যপদ:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রত্যেকটি পদের নাম এবং শুন্য পদের তালিকা নিচে ধারাবাহিকভাবে প্রদান করা হলো।
- সিনিয়র ড্রাফটসম্যান – 01
- কম্পিউটার অপারেটর – 04
- পরিসংখ্যান সহকারী – 102
- জুনিয়র পরিসংখ্যান সহকারী – 416
- ড্রাফটসম্যান – 01
- গণনাকারী – 07
- সম্পাদনা এবং কোডিং সহকারী – 10
- হিসাবরক্ষক – 02
- ক্যাশিয়ার – 05
- ক্যাশিয়ার কাম ইউডিএ – 01
- স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – 10
- জুনিয়র ড্রাফটসম্যান – 01
- ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – 43
- ডুয়াল ডেটা অপারেটর – 03
- কম্পিউটার টাইপিস্ট – 08
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – 11
- ড্রাইভার – 05
- মেশিন ম্যান – 01
- চেইন ম্যান – 58
- অফিস সোহায়ক – 23
- লোডার – 02
- পরীক্ষার ধরন: এমসিকিউ + লিখিত
- এমসিকিউ পরীক্ষার তারিখ: ০২ থেকে ২৩ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত
- লিখিত পরীক্ষার তারিখ: ৩০শে ডিসেম্বর ২০২২ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
বাংলাদেশ পরিসংখ্যার পুরো লিখিত পরীক্ষার এবং এমসিকিউ পরীক্ষার তারিখ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছি ২১ ক্যাটাগরির জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করবে ২৩ নভেম্বর। প্রত্যেকটি গ্রেটের পরীক্ষা mcq এবং লিখিতভাবে অনুষ্ঠিত হবে। তবে কিছু কিছু পদের পরীক্ষা mcq হবে। এমসিকিউ বাছাই পর্বে শেষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের ভিত্তিতে হবে। লিখিত পরীক্ষার মোট মানবন্টন হবে ৭০.