উৎসব

ঈদুল ফিতর নিয়ে কবিতা

আজ আমরা আপনাদের সাথে ঈদুল ফিতর নিয়ে যে সকল কবি কবিতা লিখেছেন এবং ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ কবিতা গুলো নিয়ে আলোচনা করব। ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে একটি এবং প্রতি বছর এই উৎসবটি ধর্মপ্রাণ মুসলমানরা পালন করে থাকেন। রমজানে রোজা পালন শেষে মুসলমানরা ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন এবং যাকাত আদায় করেন। পবিত্র কোরআনে ঈদুল ফিতর রোজাদারদের জন্য করা হয়েছে এবং ঈদ-উল-ফিতর নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন।

 ঈদুল ফিতর নিয়ে যারা কবিতা অনুসন্ধান করছে এবং ঈদুল ফিতর নিয়ে যারা কবিতা লিখেছেন তাদের সে কবিতাগুলি আমরা আমাদের সাইটে ধারাবাহিকভাবে তুলে ধরেছি। আপনি যদি এই কবিতাগুলি আবৃত্তি করতে চান বা অপরকে করতে চান তাহলে ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ কবিতাগুলি এখানে পাবেন।

আরো পড়ুন: ঈদ মোবারক শুভেচ্ছা কার্ড 2025

আরো পড়ুন: ঈদের রোমান্টিক এসএমএস স্ট্যাটাস

আরো পড়ুন: ঈদ নিয়ে কবিতা

আরো পড়ুন: ঈদ মোবারক ছন্দ 2025

আরো পড়ুন: অগ্রিম ঈদের শুভেচ্ছা ছবি 2025

আরো পড়ুন: ঈদ মোবারক পিকচার, ছবি, ফটো কালেকশন ও ওয়ালপেপার

আরো পড়ুন: ঈদের কষ্টের এসএমএস, মেসেজ, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি

আরো পড়ুন: ঈদ মোবারক পিকচার 2025

আরো পড়ুন: শুভেচ্ছা ব্যানার ডিজাইন 2025

আরো পড়ুন: ঈদে বাড়ি না যাওয়ার কষ্টের স্ট্যাটাস 2025

আরো পড়ুন: ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন 2025

আরো পড়ুন: ঈদ মোবারক পিকচার, ছবি, ফটো কালেকশন ও ওয়ালপেপার

ঈদুল ফিতর নিয়ে কবিতা

ঈদুল ফিতর নিয়ে বেশ কিছু কবি কবিতা লিখেছেন। যারা ঈদুল ফিতরকে মুসলমানদের ধর্মীয় উৎসব পালনের অত্যাধিক প্রত্যাখ্যান করেছেন এবং কোরআন শরীফের বর্ণনা ও নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরকে পালনের আহ্বান জানিয়েছেন। আসুন কবিদের ঈদুল ফিতরের কবিতাগুলি শুনে এবং এদের ঈদুল ফিতর গুরুত্ব উপলব্ধি করি।

ঈদ- উল- ফিতর

– রুহুল আমীন রৌদ্র

আজি উল্লাসে আর উৎশ্বাসে, কাঁপে ধরা থরথর,

মুসলমানদের ঘরে ঘরে, বাঁধ ভাঙা

খুশির ঝড়,

আজি রমযান পেরিয়ে এসেছে ঈদুল ফিতর।

দূর গগণে বাজে শুনি,সাম্যের গান,

উঁচু নিচু ধনী গরীব, সবাই সমান।

ভুলিয়াছি আজি,দ্বন্দ্ব সংঘাত সকল অপবাদ,

একই সারিতে পড়বো সালাত,

কাঁধে রেখে কাঁধ।

নেই কোন দ্বীধা, কোন আপন পর,

আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর ।

আজি যেন নাহি থাকে, এতীম অনাথের চোখেজল,

তাদের পাশে দাঁড়াও আর দাও

সাহস বল।

বাঁকা চাদের হাসির মত,হাসুক দু' অধর,

আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর।

মিষ্টি মুখে, মিষ্টি কথায়, ফিরনী পায়েস খাবো,

রং বেরঙের পোশাক পড়ে,

ঈদ গাহে যাবো।

উষর মনেও থাকবে না'ক, ধূসর মরুচর,

আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর।

এ খুশির মহাতান,এ খুশি চির অম্লান,

ঈদুল ফিতর বয়ে আনুক,

দুঃখ জয়ের গান।

অটুট অক্ষুণ্ণ সাহসের সাথে,রাসূলের প্রদর্শিত পথে,

অনন্ত দুর্বার বেগে, ছুটো রে মুসলমান,

গেয়ে যাও আত্মশুদ্ধি, আত্মমুক্তির গান,

তবেই সার্থক হবে,মাহে রমযান,

বিশ্বের বুকে মাথা উঁচু করে, দাঁড়াবে মুসলমান ।

---------০--------

ঈদুল ফিতর

– অধ্যাপক আব্দুস সালাম

এসেছেরে ঈদ দু’চোখের নিঁদ, টুটিলো খুশীর চোটে,

ফিরনি-পোলাও শিরনি বিলাও, যার যা নসিবে জোটে।

ঈদুল ফিতরে মনের ভিতরে, নেই কারো কোন খেদ,

সকলের তরে উল্লাস করে জানাবো খোশ-আমদেদ।




খুশীর এ দিনে দুঃখী ও দীনে, যাকাত ফেৎরা দাও,

সবাইকে তুমি’ ঈদের এ খুশী, ভাগাভাগি করে নাও।

নেই ভেদাভেদ পাপি ও আবেদ, এক সাথে পড়ে ঈদ,

বুকে বুকে ধরে কোলাকুলি করে, উমি ও শিক্ষাবিদ।




দান-খয়রাত করো দিনরাত, মনের কালিমা মুছি’,

সর্বহারা নিঃস্ব যাহারা, দৈন্যতা যাবে ঘুচি’।

ঈদ তো এসেছে বিভেদ কেটেছে, মহামিলনের মোহনা,

এইখানে এসে এক হয়ে গেছে পদ্মা-যমুনা-মেঘনা।




আমাদের দেশে সুধী পরিবেশে, ঈদের শিক্ষা এসে;

কোমলে-কঠোরে আবেগে নিঠুরে, মিলে যাক ভালোবেসে।

অনাবিল সুখ মনেতে আসুক, বিলোল বাসনা ত্যাজি’,

এই আরাধনা করিবো সাধনা, বিধাতার কাছে আজি।

ঈদের দিন

মোঃ জামান হোসেন

সিয়াম সাধনার মাস শেষে

অসীম খুশির বার্তা নিয়ে

বছর ঘুরে ফিরে আসে

ঈদুল ফিতর সবার মাঝে।

ছোট বড় এক হয়ে যায়

তাসবিহ পড়ে ধাপে ধাপে

দল বেঁধে ছুটে যায় ঈদ্গাহে

ঈদ শুভেচ্ছা জানায় সকলকে।

সকল বিভেদ ব্যাথা ভুলে

ধনী গরীব কাঁধ মিলিয়ে

নামাজ পড়ে সবাই মিলে

পবিত্র এই ঈদের দিনে।

লাচ্চা সেমাই কোর্মা রেধে

বলছে এসে জনে জনে

মুক্ত প্রাণে ব্যক্ত করে

দাওয়াত খেতে আমার ঘরে।

পরিশেষে বলা যায় ঈদুল ফিতর উপলক্ষে ছন্দে ছন্দে বিভিন্ন কবি কবিতা রেখেছেন কারণ ঈদুল ফিতর একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি মুসলমানরা প্রতি বছর পালন করেন। কবিতার মধ্য দিয়ে ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য কবি তুলে ধরেছেন। আপনি যদি কবিতা ভালোবাসেন তাহলে ঈদুল ফিতর উপলক্ষে সকল কবিতা আবৃত্তি করতে পারেন এবং অপরকে শেয়ার করতে পারেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button