বায়োগ্রাফি
আবু তোহা মোহাম্মদ আদনান জীবনী, বায়োগ্রাফি, বয়স, উচ্চতা, স্ত্রী ও আরো অনেক কিছু
আবু তোহা মোঃ আদনান একজন বাংলাদেশী ইসলামী বক্তা ও গবেষক এবং কিছুদিন পূর্বে তিনি ভাইরাল হয়ে গেছেন। তবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় নাম। তবে তিনি একজন সাবেক ক্রিকেটারও ছিলেন।
তাহলে চিনে নেওয়া যাক কেন তিনি ভাইরাল হয়েছিলেন এবং তার পূর্ণ জীবন বৃত্তান্ত সহ বিস্তারিত এখানে।
আবু তোহা মোহাম্মদ আদনান জীবনী
০১ | পুরো নাম | আফসানুল আদনান তোহা |
০২ | ডাকনাম: | আবু তোহা মুহাম্মদ আদনান |
০৩ | বয়স | 31 বছর |
০৪ | পিতা: | (মৃত্যু) নাম আপডেট হবে |
০৫ | মা | আজেদা বেগম |
০৬ | স্ত্রী | সাবিকুন নাহার |
০৭ | হোমটাউন | রংপুর, বাংলাদেশ |
০৮ | পেশা | সাবেক ক্রিকেটার ও বর্তমান ইসলামী বক্তা |
০৯ | মেজর স্পিকিং টপিক | কেয়ামতের দিন, দাজ্জাল এবং মুসলমানের বর্তমান অবস্থা |
১০ | সর্বশেষ সংবাদ | তিনি 10 জুন 2021 থেকে নিখোঁজ হয়েছেন এবং সর্বশেষ খবর অনুযায়ী প্রতিষ্ঠিত হয়নি । (17 জুন 2021-এ আপডেট) |
আবু তোহা আদনান প্রাথমিক জীবন ও শিক্ষা জীবন
তিনি রংপুরের লাইনস স্কুল এন্ড কলেজে থেকে মাধ্যমিক পর্যায় পড়াশোনা শেষ করেন এবং উচ্চ শিক্ষার জন্য তিনি রংপুর কারমাইকেল কলেজে ভর্তি হয়ে আই এ পাস করেন। সেই সময় তিনি রংপুর জেলার একজন উজ্জ্বল এবং সুপরিচিত ক্রিকেটার ছিলেন। তারপর তিনি কারমাইকেল কলেজ থেকে স্নাতক এবং স্নাতকত্তর অধ্যায়ন সম্পন্ন করেন। এরপর তিনি ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে একজন ধর্মীয় বক্তা হিসেবে নিজেকে গড়ে তোলেন।