টেলিকমটেলিটক

টেলিটক বন্ধ সিম অফার ২০২৪ (Teletalk bondho sim offer ২০২৪)

টেলিটক বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি. টেলিটক সবসময় গ্রাহকদের জন্য স্পেশাল কলরেট ও স্পেশাল ইন্টারনেট প্যাকেজ প্রদান করে থাকেন. সুতরাং টেলিটক তাদের গ্রাহকদের জন্য বন্ধ সিম অফার এর একটা দারুণ অফার ও দুর্দান্ত সুবিধা প্রদান করছে. আপনি যদি একজন টেলিটক বন্ধ সিম গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি এই অফারের জন্য প্রযোজ্য হবেন.

আজ আমরা এই নিবন্ধের টেলিটক বন্ধ সিমের সমস্ত অফারগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব যাতে আপনি বন্ধ সিমের অফার গুলো সহজে উপভোগ করতে পারেন এবং কিভাবে বন্ধ সিমের অফার চেক করবেন ও অফার গুলো কি কি পাবেন তা এই নিবন্ধে পুরো মনোযোগ সহকারে পড়ুন এবং অফারগুলো জানুন.

লিঙ্কঃ বাংলালিংক বন্ধ সিম অফার ২০২৪

টেলিটক বন্ধ সিম কি?

যে সমস্ত বন্ধ সিম তিন মাস বা তার অধিক সময় ধরে নিষ্ক্রিয় ভাবে রয়েছে সেই সিম গুলোকে বন্ধ সিম বলা হয় এবং এই নিষ্ক্রিয় সিম গুলোকে সক্রিয় করার জন্য টেলিটক কোম্পানি কিছু অতিরিক্ত অভার সুবিধা প্রদান করে যাতে গ্রাহকরা সিম গুলোকে সক্রিয় করতে আগ্রহ প্রকাশ করে.

টেলিটক বন্ধ সিম অফার চেক করার নিয়ম

আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টেলিটক বন্ধ সিম অফার চেক করবেন বা আপনার বন্ধ সিম অফার কি কি সুবিধা রয়েছে তা জানতে এই নিয়ম প্রযোজ্য হবে.

আপনার টেলিটক বন্ধ সিম এই অফারের আওতায় প্রযোজ্য কিনা তা দুইভাবে চেক করতে পারবেন.

প্রথম চেক পদ্ধতি (যেকোনো টেলিটক নাম্বার থেকে): আপনি টেলিটক নাম্বারে প্রথমে আপনার মোবাইল অপশনে গিয়ে আপনার বন্ধ থাকা নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ১১২ নাম্বারে. তাহলে জানতে পারবেন.

দ্বিতীয় চেক পদ্ধতি (অন্য যেকোনো নাম্বার থেকে): আপনি যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন (AUG)~(NUMBER) এবং পাঠিয়ে দেবেন ১১২ নাম্বারে.

আপনার সিম টি যদি টেলিটক বন্ধ সিম অফার এর আওতায় প্রযোজ্য থাকে তাহলে আপনি নিম্নোক্ত অফারগুলি উপভোগ করতে পারবেন.

লিঙ্কঃ জিপি বন্ধ সিম অফার ২০২১

টেলিটক বন্ধ সিম আকর্ষণীয় অফার সমূহ ২০২৪

আপনার সিমটি যদি বন্ধ সিম এর আওতায় অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনি নিম্নোক্ত অফারগুলো সহজেই উপভোগ করতে পারবেন এবং আমি ধারাবাহিকভাবে আপনার বন্ধ সিম অফার যেমন: মিনিট, ইন্টারনেট, কল রেট তুলে ধরেছি.

  • টেলিটক বন্ধ সিমের গ্রাহকরা যে কোন পরিমাণ টাকা (১০ টাকা বা তার অধিক) রিচার্জ করে *১১১*২০২০# ডায়াল করলেই পাচ্ছেন আকর্ষণীয় অফার.
  • ২ জিবি ডাটা (মেয়াদ ৭ দিন) এবং
  • ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা ( ৯০ দিনের জন্য)

টেলিটক বন্ধ সিম ইন্টারনেট অফার ২০২৪

  • প্রতিমাসে ২২ টাকা রিচার্জে
  • মাসে একবার করে ১২ মাস পর্যন্ত, সর্বোচ্চ ১২ বার
  • ২ জিবি ফ্রি ইন্টারনেট
  • মেয়াদ ৭ দিন

টেলিটক বন্ধ সিমের কল রেট অফার ২০২৪

  • আপনি ২২ টাকা রিচার্জে ইন্টারনেটর পাশাপাশি
  • ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা পাচ্ছেন
  • মেয়াদ ৩০ দিন।

স্পেশাল ডাটা অফার:

  • ১ জিবি @২১ টাকা (মেয়াদ ৩০দিন); যত খুশি ততবার।
  • অফার পেতে ডায়াল *১১১*২১#

স্পেশাল কম্বো অফার

  • ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট @৪৩ টাকা (মেয়াদ ৭ দিন); যত খুশি ততবার।
  • অফার পেতে ডায়াল *১১১*৪৩#
  • ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট @১০৯ টাকা (মেয়াদ ৩০ দিন) ); যত খুশি ততবার।
  • অফার পেতে ডায়াল *১১১*১০৯#

লিঙ্কঃ এয়ারটেল বন্ধ সিম অফার ২০২১

স্পেশাল অফার:

ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)। অফার পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে । ২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।

প্রিয় বন্ধুরা উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পেরেছি তিন মাস (তার অধিক) নিষ্ক্রিয়  বন্ধ সিম হিসেবে আখ্যায়িত করা হয়. আর এই সকল বন্ধ সিমের জন্য টেলিটক কর্তৃপক্ষ কিছু দুর্দান্ত অফার প্রদান করে থাকে. যদি আপনি এই অফারের আওতাভুক্ত হয়ে থাকেন তাহলে অফারগুলো সহজে উপভোগ করুন এবং আমাদের এই পোস্টে আমরা টেলিটক বন্ধ সিম অফার গুলো ধারাবাহিকভাবে তুলে ধরেছি আপনার জন্য. তাছাড়াও আরো অন্যান্য অফারগুলো বিস্তারিতভাবে উল্লেখ করেছি আপনি এগুলো সহজেই উপভোগ করতে পারবেন.

Related Articles

Back to top button