নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় ক্রিয়া পরিষদ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-পদ সংখ্যা ১২টি

জাতীয় ক্রিয়া পরিষদ রাজস্ব খাতে অস্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে লোকে নিয়োগ করা হবে। উক্ত পদে আবেদন শুরু ০১-১২– ২০২২ থেকে ০৮-১২-২০২২ পর্যন্ত। উক্ত পদের একজন অগ্রিক প্রার্থী হিসেবে আবেদন করার সকল তথ্য নিচে ধারাবাহিকভাবে পাবেন।

জাতীয় ক্রিয়া পরিষদ নিয়োগ ২০২২

নিচে বিজ্ঞপ্তি অনুযায়ী সকল তথ্য জানতে পারবেন এবং উক্ত সময়ের মধ্যে আবেদন করুন।

০১. প্রতিষ্ঠানের নাম জাতীয় ক্রিয়া পরিষদ
০২. চাকরির ধরন সরকারি চাকরি
০৩. পদের ধরন ৯ ক্যাটাগরী পদ
০৪. আবেদনের মাধ্যম সরাসরি/ডাকযোগে
০৫. জেলা সকল জেলা
০৬. বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর
০৭. শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক -স্নাতক ডিগ্রী
০৮. আবেদন শুরুর তারিখ ০১ /১২/ ২০২২
০৯. আবেদনের শেষ তারিখ ০৮/ ১২/ ২০২২
১০. ওয়েবসাইট http://www.nsc.gov.bd
১১. পদের সংখ্যা ১২ জন
১২. বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩০  নভেম্বর ২০২২
১৩. বিজ্ঞপ্তি প্রকাশ সূত্র বাংলাদেশ প্রতিদিন

জাতীয় ক্রিয়া পরিষদ সকল পদে বিজ্ঞপ্তি ২০২২

নিচে সকল পদের নাম, পদের সংখ্যা, বেতন ও আবেদনের যোগ্যতা সহ বিস্তারিত তথ্য প্রদান করা হলো:

১। পদের নামঃ সহকারি পরিচালক

পদ সংখ্যা ০১ টি
বেতন ২২০০০-৫৩০৬০ টাকা
আবেদনের যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা

২। পদের নামঃ সহকারি প্রকৌশলী (যান্ত্রিক)

পদ সংখ্যা ০১ টি
বেতন ২২০০০-৫৩০৬০ টাকা
আবেদনের যোগ্যতা যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
অভিজ্ঞতা

৩। পদের নামঃ সহকারি স্থপতি

পদ সংখ্যা ০১ টি
বেতন ২২০০০-৫৩০৬০ টাকা
আবেদনের যোগ্যতা স্থাপত্যে স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা

৪। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)

পদ সংখ্যা ০২ টি
বেতন ১৬০০০-৩৮৬৪০ টাকা
আবেদনের যোগ্যতা ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার ডিগ্রী।
অভিজ্ঞতা

৫। পদের নামঃ সহকারি পরিকল্পনা ও গবেষণা অফিসার

পদ সংখ্যা ০১ টি
বেতন ১৬০০০-৩৮৬৪০ টাকা
আবেদনের যোগ্যতা স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা

৬। পদের নামঃ এস্টিমেটর

পদ সংখ্যা ০১ টি
বেতন ১৬০০০-৩৮৬৪০ টাকা
আবেদনের যোগ্যতা সিভিল/অটোমোবাইলস-এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
অভিজ্ঞতা

৭। পদের নামঃ ড্রাফটসম্যান/নকশাকার

পদ সংখ্যা ০১ টি
বেতন ৯৭০০-২৩৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রী।
অভিজ্ঞতা

৮। পদের নামঃ সার্ভেয়ার

পদ সংখ্যা ০১ টি
বেতন ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রী।
অভিজ্ঞতা

৯। পদের নামঃ কার্য সহকারী

পদ সংখ্যা ০১ টি
বেতন ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রী।
অভিজ্ঞতা

আবেদনের নিয়ম:

প্রার্থীকে ক্রিয়া পরিষদের ওয়েবসাইট (http://www.nsc.gov.bd) থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আবেদন সঠিকভাবে পূরণ করে প্রার্থীকে সরাসরি কিংবা ডাকযোগে অফিসে জমা দিতে হবে. তবে খামের উপরে অবশ্যই পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে।. আবেদন পত্রের সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট এর ছবি থাকতে হবে।

আবেদন করার লিঙ্ক

প্রার্থীকে ক্রিয়া পরিষদের ওয়েবসাইট লিংকে (http://www.nsc.gov.bd) থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে:

আবেদন শুরু ও শেষ তারিখ

  • সকল পদের জন্য আবেদন শুরুর তারিখ হচ্ছে: ০১/১২/ ২০২২
  • আবেদনের শেষ তারিখ: ০৮/১২/২০২২
  • আবেদনের মাধ্যম: সরাসরি/ ডাকযোগে

আবেদন পাঠানোর ঠিকানা

প্রার্থীকে আবেদন পূরণ করে এবং খামে ভরাট করতে হবে। খামির উপরে পদের নাম ও জেলার নাম লিখতে হবে। তারপর পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়: সচিব, জাতীয় ক্রিয়া পরিষদ, ৬/২৩ পুরানা পল্টন, ঢাকা ১০০০।

জাতীয় ক্রীড়া পরিষদে চাকরির সার্কুলার ফরম ২০২২

জাতীয় ক্রিয়া পরিষদে চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পেতে নিচের লিংকে ক্লিক করুন।

http://www.nsc.gov.bd/sites/default/files/files/nsc.portal.gov.bd/notices/2c606a46_df6f_43e9_a7c3_bf88a1ccce27/2022-11-13-05-00-ee56192ab012674a61084bbdf8f23fa9.pdf

Related Articles

Back to top button