অনলাইন

বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি (এনআইডি ফি) পরিশোধ

ইসি এর পূর্ণরূপ আছে ইলেকশন কমিশন। ইসি বাংলাদেশের নির্বাচন কার্যক্রম এবং এনআইডি এর সকল কার্যক্রম পরিচালনা করেন। পিসি বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক নাগরিকদের 18 বছর পূর্ণ হলে ভোটার আইডি কার্ড করেন আদমশুমারির মাধ্যমে। এনআইডি এর যে কোন সমস্যা সংশোধন করেন। অনেকে এনআইডি সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে নির্বাচন কমিশনের জান এবং কিভাবে সংশোধন করতে হয় তা জানেন না। তাই ইসি নাগরিকদের জন্য এনআইডি কার্ড সংশোধনের অনলাইন পদ্ধতি প্রকাশ করেছেন যাতে জনগণ খুব সহজে তাদের এনআইডি কার্ডের যেকোন সমস্যার সমাধান করতে পারেন এবং বিকাশের মাধ্যমে ফি জমা দিতে পারেন। এজন্য জানতে হবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে এনআইডি কার্ড সংশোধন করা যায় এবং বিকাশের মাধ্যমে এনআইডি সংশোধন ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে।

আসুন আজ আমরা এই পোস্টটি আপনাদের শেখাবো যে এনআইডি কার্ড সংশোধন পদ্ধতি এবং এনআইডি কার্ড সংশোধন ফি প্রদানের নিয়মাবলী সম্পর্কে। আপনি যদি বিকাশের মাধ্যমে এনআইডি কার্ডের সংশোধন ফি জমা দিতে চান তাহলে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।

এনআইডি কার্ড কত ভাবে সংশোধন করা যায়

  • এনআইডি কার্ড নির্বাচন কমিশনের মাধ্যমে আবেদন পূরণ করে এবং ব্যাংকে টাকা জমা দিয়ে এনআইডি কার্ড এর যেকোন সমস্যার সমাধান করা যায়।
  • অন্যভাবে রকেট বা বিকাশ এর মাধ্যমে এনআইডি কার্ডের সংশোধন ফি জমা দিতে পারেন। তবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ডের সংশোধন করা যায়।

বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান নিয়মাবলী

আপনি যদি অনলাইনের মাধ্যমে ঘরে বসে এনআইডি কার্ডের যেকোনো সমস্যা অর্থাৎ নাম/ পিতার নাম/ মাতার নাম/ স্ত্রীর নাম /ঠিকানা /রক্তের গ্রুপ/ শিক্ষাগত যোগ্যতা /পেশার /ধর্ম/ পাসপোর্ট ইত্যাদি সংশোধন করতে চান এবং সংশোধনীর বিকাশের মাধ্যমে পরিশোধ করতে চান তাহলে নিশ্চিন্তে নিচের পদ্ধতি অনুসরণ করে এনআইডি কার্ডের বিল পরিশোধ করুন।

ধাপ ১: পে বিল অপশনে যান

ধাপ২ সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং NID Service অপশনটি বাছাই করুন।

ধাপ ৩ঃ আপনার আইডি নম্বরটি ইংরেজিতে লিখুন

ধাপ ৪ঃ আপনার আবেদনের ধরণ বাছাই করুন।

ধাপ ৫ঃ আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করুন

এবার আপনি আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার প্রবেশ করুন এবং ফি পরিশোধ করুন। সফলভাবে এনআইডি ফি পরিষদ হলে আপনি আপনার মোবাইলে একটি পেমেন্ট মেসেজ পাবেন বা পেমেন্ট রিসিপ পাবেন। ভবিষ্যৎ প্রয়োজনে আপনি আপনার মোবাইলে সেভ করে রাখুন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত

নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি সংশোধনের ধরন অনুযায়ী জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এনআইডি সংশোধনের ফি নিচে তুলে ধরা হলো এবং 15% ভ্যাট প্রযোজ্য থাকবে।

তাছাড়া আরও অবগত করা হল যে আপনার এনআইডি যদি দ্বিতীয় বা তৃতীয় বার আবেদনের সময় ফের পরিমাণ বৃদ্ধি পাবে। নিশ্চিত ছকের মাধ্যমে সংশোধন ফি দেখানো হলো।

এনআইডি তথ্য সংশোধন ফি

আপনার এনআইডি কার্ড সংগ্রহ করেছেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে চান যেমন: নিজের নাম/ পিতা/ মাতা /স্বামী স্ত্রীর নাম/ ঠিকানা /রক্তের গ্রুপ

  • প্রথমবার সংশোধন ফি: ২৩০ টাকা
  • দ্বিতীয়বার সংশোধন ফি: ৩৪৫ টাকা
  • তৃতীয়বার সংশোধন ফি:৫৭৫ টাকা

এনআইডি অন্যান্য তথ্য সংশোধন ফি

উপরোক্ত কাজগুলো ছাড়াও আপনি যদি অন্যান্য তথ্য সংশোধন করতে চান যেমন: শিক্ষাগত যোগ্যতা /পেশা /ধর্ম/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স নাম্বার ও মোবাইল নাম্বার। সে ক্ষেত্রে সংশোধন ফি কম হবে এবং সংশোধন ফি কত হবে তা নিচে তুলে ধরা হলো।

  • সংশোধন ফি: 115 টাকা

পরিশেষে বলা যেতে পারে যে এনআইডি কার্ডের যেকোনো সংশোধন অনলাইন এর মাধ্যমে ঘরে বসে করতে পারবেন নতুবা ইলেকশন কমিশনের মাধ্যমে এনআইডি সংশোধন করতে পারবেন। তবে এনআইডি সংশোধন করার জন্য সরকারিভাবে এটিভি নির্ধারিত রয়েছে। সংশোধন ফি পরিশোধ করতে হবে কিন্তু কিভাবে পরিশোধ করবেন তা জানা দরকার। হ্যাঁ বন্ধুরা এনআইডি সংশোধন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। তবে পরিষদ পদ্ধতিটি উপরে ধারাবাহিকভাবে তুলে ধরেছি এবং উক্ত পদ্ধতি অনুসরণ করুন এবং এনআইটিসি পরিশোধ করে নিশ্চিত হোন.

Related Articles

Back to top button