জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি (এনআইডি) পরিশোধের সকল পদ্ধতি
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি পরিশোধের সকল পদ্ধতি এখানে উপলব্ধ: ইলেকশন কমিশন কর্তৃক জাতীয় পরিচয় পত্র সংশোধন একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু অনেকে জানেন না কিভাবে এনআইডি কার্ডের যেকোন সমস্যা বা ভুল সংশোধন করা যায়। যেকোনো নাগরিকের এনআইডি কার্ডের যেকোনো ভুল সংশোধন ইলেকশন কমিশন কর্তৃক আবেদনের মাধ্যমে নতুবা অনলাইনের মাধ্যমে সংশোধন করে ফি প্রদানের মাধ্যমে সংশোধন করা যায়। এনআইডি কার্ড সংশোধন করার মাধ্যমে কোথায় কিভাবে সংশোধনের ফি জমা দিতে হবে তা অনেকের অজানা। তাই আজ আমরা এনআইডি কার্ডের সংশোধন ফি সংক্রান্ত সকল তথ্য নিয়ম ও কাজ সম্পর্কে আপনাদের অবগত করব।
সুতরাং আপনি আমাদের এই পোস্ট থেকে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত?. সংশোধন ফি প্রদানের নিয়মাবলী এবং কি কি মাধ্যমে এনআইডি কার্ড সংশোধন ফি জমা দেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য এই নিবন্ধ থেকে জানতে পারবেন.
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি জমা দেওয়া যায়। যেমন: রকেটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে ও ওকে ওয়ালেট এর মাধ্যমে। কিভাবে আপনি সঠিকভাবে ও সহজে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি জমা দিবেন সেই পদ্ধতিটি নিয়ে আপনাদের জানাবো।
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত
নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি সংশোধনের ধরন অনুযায়ী জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এনআইডি সংশোধনের ফি নিচে তুলে ধরা হলো এবং 15% ভ্যাট প্রযোজ্য থাকবে।
তাছাড়া আরও অবগত করা হল যে আপনার এনআইডি যদি দ্বিতীয় বা তৃতীয় বার আবেদনের সময় ফের পরিমাণ বৃদ্ধি পাবে। নিশ্চিত ছকের মাধ্যমে সংশোধন ফি দেখানো হলো।
এনআইডি তথ্য সংশোধন ফি
আপনার এনআইডি কার্ড সংগ্রহ করেছেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে চান যেমন: নিজের নাম/ পিতা/ মাতা /স্বামী স্ত্রীর নাম/ ঠিকানা /রক্তের গ্রুপ
- প্রথমবার সংশোধন ফি: ২৩০ টাকা
- দ্বিতীয়বার সংশোধন ফি: ৩৪৫ টাকা
- তৃতীয়বার সংশোধন ফি:৫৭৫ টাকা
এনআইডি অন্যান্য তথ্য সংশোধন ফি
উপরোক্ত কাজগুলো ছাড়াও আপনি যদি অন্যান্য তথ্য সংশোধন করতে চান যেমন: শিক্ষাগত যোগ্যতা /পেশা /ধর্ম/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স নাম্বার ও মোবাইল নাম্বার। সে ক্ষেত্রে সংশোধন ফি কম হবে এবং সংশোধন ফি কত হবে তা নিচে তুলে ধরা হলো।
- সংশোধন ফি: 115 টাকা
রকেটের মাধ্যমে এনআইডি ফি প্রদানের নিয়মাবলী
আপনি যদি অনলাইনের মাধ্যমে বা নির্বাচন কমিশনের মাধ্যমে এনআইডি সংশোধন করতে চান, তাহলে এনআইডি সংশোধন করার পর সরকারি ফি প্রদান করতে হবে এবং সেটা রকেটের মাধ্যমে প্রদান করা যাবে। সুতরাং আপনি কিভাবে এনআইডি প্রদান করবেন সে নিয়মাবলী নিচের ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো। আসুন পদ্ধতিটি অনুসরণ করুন এবং এনআইডি ফি প্রদান করুন।
ফার্স্ট স্টেপ: প্রথমে আপনার মোবাইল থেকে *৩২২# ডায়াল করুন ২ স্টেপ: (Payment) মেনু প্রদর্শিত হলে পেমেন্ট ( 1) লিখে রিপ্লাই দিন ৩ স্টেপ: (Bill pay) ১ লিখে রিপ্লাই দিন ৪ স্টেট: (Enter Biller ID ) ইসি জন্য নির্ধারিত বিলার আইডি লিখে রিপ্লাই দিন ৫ স্টেপ: (Enter Nid Number) আপনার এনআইডি নাম্বারটি লিখে রিপ্লাই দিন ৬ স্টেপ: (Enter Biller Number )টাকার পরিমাণ লিখে রিপ্লাই দিন ৭ স্টেপ: (Enter Amount )আপনার গোপন নম্বরটি লিখে রিপ্লাই দিন ৮ স্টেপ: এবার সাকসেসফুল ট্রানজ্যাকশন মেসেজ পাবেন
এবার জাতীয় পরিচয় পত্র বা তথ্য-উপাত্ত সংশোধনের জন্য আবেদন ফরম 2 পূরণের সময় 5 নং ক্রমিক নম্বরে ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক, ট্রানজেকশন আইডি এবং টাকার পরিমাণ লিখুন।
তবে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির জন্য আবেদন ফরম পূরণের সময় 15 নং ক্রমিক নাম্বার এর টাকার পরিমান মাধ্যমিকের ট্রানজেকশন আইডি এবং ডাচ-বাংলা ব্যাংক লেখ
বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান নিয়মাবলী
আপনি যদি অনলাইনের মাধ্যমে ঘরে বসে এনআইডি কার্ডের যেকোনো সমস্যা অর্থাৎ নাম/ পিতার নাম/ মাতার নাম/ স্ত্রীর নাম /ঠিকানা /রক্তের গ্রুপ/ শিক্ষাগত যোগ্যতা /পেশার /ধর্ম/ পাসপোর্ট ইত্যাদি সংশোধন করতে চান এবং সংশোধনীর বিকাশের মাধ্যমে পরিশোধ করতে চান তাহলে নিশ্চিন্তে নিচের পদ্ধতি অনুসরণ করে এনআইডি কার্ডের বিল পরিশোধ করুন।
ধাপ ১: পে বিল অপশনে যান ধাপ২ সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং NID Service অপশনটি বাছাই করুন। ধাপ ৩ঃ আপনার আইডি নম্বরটি ইংরেজিতে লিখুন ধাপ ৪ঃ আপনার আবেদনের ধরণ বাছাই করুন। ধাপ ৫ঃ আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করুন
ওকে ওয়ালেট এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের ফি পরিশোধ পদ্ধতি
আপনি যদি ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট থেকে জাতীয় পরিচয় পত্রে ফি পরিশোধ করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে এনআইডি কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। এজন্য আপনাকে ওকে ওয়ালেট অ্যাপস লগইন করতে হবে এবং ওকে ওয়ালেট কি পরিষদের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথম ধাপ: ডায়াল করুন *২৬৯# এবং টাইপ করুন 3 লিখে রিপ্লাই দিন। দ্বিতীয় ধাপঃ ট্যাপ করুন 3 এবং রিপ্লাই দিন তৃতীয় ধাপঃ টাইপ করুন 105 এবং রিপ্লাই দিন চতুর্থ ধাপঃ টাইপ করুন এনআইডি টাইপ সার্ভিস এবং রিপ্লাই দিন পঞ্চম ধাপঃ এনআইডি নাম্বার প্রবেশ করুন এবং 5 লিখে রিপ্লাই দিন ষষ্ঠ ধাপ: ট্রানজেকশন বিস্তারিত চেক করুন এবং ওয়ান লিখে রিপ্লাই দিন সপ্তম ধাপ: ওকে ওয়ালেট পিন নাম্বার লিখুন এবং ওকে লিখে সেন্ড করুন
এভাবে আপনি এনআইডি কার্ডের সংশোধন ফি ওকে ওয়ালেট এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন এবং উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে এনআইডি সংশোধন ফি পরিশোধ করুন। নিচে একটি চিত্রের মাধ্যমে আপনাকে দেখানো হলো ওকে ওয়ালেট এর মাধ্যমে এনআইডি সংশোধন ফি পরিশোধ পদ্ধতি।
শেষ কথা বলা যেতে পারে যে ইলেকশন কমিশনের এনআইডি সংশোধন ফি পরিশোধের সকল পদ্ধতি উপরে তুলে ধরা হলো। এনআইডি সংশোধন করার পর আপনি রকেটের মাধ্যমে বিকাশের মাধ্যমে ও ওকে ওয়ালেট এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। উপরোক্ত তিনটি পদ্ধতি আলোচনা করা হয়েছে যে কোন পদ্ধতিতে আপনি এনআইডি কার্ডের সংশোধন ফি পরিশোধ করতে পারবেন এবং এনআইডি কার্ডের সংশোধন ফি কত তা উপরে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে।