অনলাইন

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২৩ অনলাইন কুইজ প্রতিযোগিতা

আজকের এই নিবন্ধে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন প্রতিযোগিতা নিয়ে সম্পন্ন পোস্টে লেখা। ইতিমধ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ প্রতিযোগিতা সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ডিজিটাল মেলায় তিনটি গ্রুপে অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বয়সের ভিত্তিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। তবে বিজয়ী কুইজ প্রতিযোগিতা জয়ীদের জন্য থাকবে ল্যাপটপ, মোবাইল ও ট্যাব সহ আক্রোশনে পুরস্কার।

ডিজিটাল উদ্বোধন মেলা কুইজ প্রতিযোগিতা ২০২২

নিচে ডিজিটাল মেলার কুইজ, গ্রুপ, বয়স ও ওয়েবসাইট ছবি বিস্তারিত তথ্য প্রদান করা হলো:

কুইজ: ডিজিটাল উদ্বোধনী মেলা অনলাইন প্রতিযোগিতা ২০২২

গ্রুপ সংখ্যা: তিনটি গ্রুপ থাকবে

বয়স সীমা: (১.) ৮ থেকে ১২ বছর (২.) ১৩ থেকে ১৮ বছর ও (৩)১৯ থেকে উপরে

কুইজ নিবন্ধনের তারিখঃ ১ নভেম্বর থেকে ২০ই নভেম্বর ২০২২ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে নিবন্ধন করতে হবে।

কুইজ প্রতিযোগিতার তারিখঃ ৩০শে নভেম্বর ২০২২ রাত ৮ টা থেকে নয়টার মধ্যে যেকোনো ২০ মিনিটের মধ্যে অংশগ্রহণ করতে হবে

কুইজের ওয়েবসাইট: innovationquiz.a2i.gov.bd

অংশগ্রহণ করার বয়সসীমা

ক গ্রুপ ৮ থেকে ১২ বছর পর্যন্ত খ গ্রুপ ১৩ থেকে ১৮ বছর পর্যন্ত ১৯ থেকে উপরে বছর পর্যন্ত

অনলাইন প্রতিযোগিতার সময় ও তারিখ

সকল গ্রুপের জন্য অনলাইনে প্রতিযোগিতার সময় ও তারিখ নিচে প্রদান করা হলো:

যারা অনলাইনে আবেদন করার ইচ্ছুক তারা ৩০শে নভেম্বর ২০২২ রাত ৮ টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোনো ২০ মিনিট অংশগ্রহণ করতে পারবেন।

ডিজিটাল অনলাইন কুইজে অংশগ্রহণ করার রেজিস্ট্রেশন বা লিংক

কুইজে অংশগ্রহণ করার একটি লিঙ্ক রয়েছে এবং এই লিংকে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং কুইজ অংশগ্রহণ করতে হবে। কুইজে অংশগ্রহণ করার জন্য অনলাইনে ০১ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০২২ রাত 11 টা 59 এর মধ্যে স্মরণ করতে হবে। অংশগ্রহণ করার লিংক হচ্ছে-innovationquiz.a2i.gov.bd

কুইজ বিজয়ীদের পুরস্কার

অনলাইনে অংশগ্রহণ করার পর যারা কুইজে বিজয়ী হবেন তারা জাতীয়ভাবে তিনটি গ্রুপের প্রথম তিনজন বিজয়ীর জন্য থাকবে ল্যাপটপ বা মোবাইল, ট্যাপ সহ আকর্ষণীয় পুরস্কার। তাছাড়াও স্থানীয়ভাবে উপজেলা ও জেলা পর্যায়ের প্রত্যেকটি গ্রুপের প্রথম তিনজন বিজয়ী কে সার্টিফিকেট প্রদান করা হবে।

  • কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

কুইজের নিয়ম

তিনটি গ্রুপের আগ্রহী অনুসরণকারীরা রেজিস্টেশন এবং কুইযে অংশগ্রহণ সংক্রান্ত সকল নিয়মাবলী অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে এবং কুইজ অংশগ্রহণ করতে হবে।। তবে অংশগ্রহণের কিছু নিয়মাবলী রয়েছে যা নিম্নরূপ

  • প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  • প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

কুইজের বিষয়:

রুপকল্প ২০৪১, উদ্ভাবন ও স্মার্ট বাংলাদেশ, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ, করোনাকালীন পরিস্থিতিতে সরকার গৃহীত উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২০৭১, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল অর্জন ও অন্যান্য।

কুইজ রেজিস্ট্রেশন লিংক

নিচে কুইজ রেজিস্ট্রেশনের জন্য সকল গ্রুপের লিংক প্রদান করা হলো।

ক গ্রুপ:  ৮ থেকে ১২ বছর ইস্টিশন লিংক ক্লিক

খ গ্রুপঃ  ১৩ থেকে ১৮ বছর স্টেশন

গ গ্রুপঃ  ১৯ উপরের বছরের রেজিস্ট্রেশন লিংক

সাইন ইন করার লিঙ্ক

আপনি যদি এই কুইজ প্রতিযোগিতায় সাইন ইন করতে চান এবং কিভাবে সাইন ইন করবেন তা জানতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন

https://innovationquiz.a2i.gov.bd/login

রেজিস্ট্রেশন ক গ্রুপ-https://innovationquiz.a2i.gov.bd/ka_group_registration
রেজিস্ট্রেশন খ গ্রুপ-https://innovationquiz.a2i.gov.bd/kha_group_registration
রেজিস্ট্রেশন গ গ্রুপ-https://innovationquiz.a2i.gov.bd/ga_group_registration

রেজিস্ট্রেশন ক গ্রুপ

 

রেজিস্ট্রেশন খ গ্রুপ

রেজিস্ট্রেশন গ গ্রুপ

Related Articles

Back to top button