স্বাধীনতার কবিতা লিরিক্স
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 26 শে মার্চের ইতিহাস ও ঐতিহ্য কে স্মরণ করার জন্য বাঙালিরা প্রতিবছর 26 শে মার্চ স্বাধীনতা যুদ্ধের হিসেবে পালন করে থাকেন। শুধু বাংলাদেশ নয় বিশ্বের কিছু কিছু দেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করার জন্য পালন করার অনুমতি প্রদান করেছেন। এই দিনে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পালনের সম্মতি প্রদান করেন। এজন্য স্বাধীনতার কবিতা লিরিক্স অনেক কবি সাহিত্যিক লিখেছেন। কবি সাহিত্যিকরা তাদের কবিতার মাধ্যমে স্বাধীনতাকে মানুষের মাঝে জানার সুযোগ করে দিতে চান। স্বাধীনতাকে জানার জন্য যতগুলো মাধ্যম রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্বাধীনতার কবিতা লিরিক্স। কবিতা লিরিক্স এর মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের মানুষ জানতে পারে বাংলাদেশের স্বাধীনতা পটভূমি।
আসুন যারা স্বাধীনতার কবিতা লিরিকস অনুসন্ধান করছেন তাদের জন্য আমরা কিছু কবি-সাহিত্যিকের স্বাধীনতার কবিতা লিরিক্স সংগ্রহ করে আমাদের এই ওয়েবসাইটে এই নিবন্ধে সংযুক্ত করেছি। চালে স্বাধীনতার কবিতা লিরিকস করছেন তারা এখান থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন।
স্বাধীনতার কবিতা লিরিক্স
আপনি কি স্বাধীনতার কবিতা লিরিকস অনুসন্ধান করছেন?. যদি আপনি অনুসন্ধান করে থাকেন বা শহর করতে চান তাহলে কোন চিন্তা না করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন. আপনার পছন্দ অনুযায়ী আমরা স্বাধীনতার সকল লিরিকস কবিতাগুলি সংগ্রহ করে এখানে সংযুক্ত করেছি.
আমাদের স্বাধীনতা
অভিজিৎ হালদার, স্বাধীনতার কবিতা
স্বাধীন স্বাধীন স্বাধীনতা এই আমাদের স্বাধীনতা, উঠলো আবার রক্তিম সূর্য; পুব আকাশে ডানা মেললো তুলে ধরলো তিবর্ণ রঞ্জিত পতাকা এই আমাদের স্বাধীনতা। ভোরের আকাশ রাঙিয়ে উঠলো পাখিরা সব গান ধরলো দিনের আকাশ পাতা মেললো ফুলেরা সব জেগে উঠলো এই আমাদের স্বাধীনতা। রক্ত ঝরিয়ে এ স্বাধীনতা আনলো যারা…… তাদের কি ভুলতে পারি! স্বাধীন স্বাধীন স্বাধীনতা। ফাঁসির দড়ি গলায় পরে হাজারো বাধা অতিক্রম করে আনলো যারা স্বাধীনতা; রক্তিম এই স্বাধীনতা মায়ের কোল শূন্য করে দেশকে যারা গড়লো তুলে এই আমাদের স্বাধীনতা। কত না বিপ্লবী প্রাণ বলিদান দিল স্বাধীনতার জন্যে- ইতিহাস তাদের নাম দিল ভারতমাতার বীর সন্তান: স্বাধীন স্বাধীন স্বাধীনতা এই আমাদের স্বাধীনতা।।
স্বাধীনতা তুমি
শামসুর রাহমান, স্বাধীনতার কবিতা
স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা- স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকূল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কোর্তা, খুকীর অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়েসী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
স্বাধীনতা তুমি
শামসুর রাহমান, স্বাধীনতার কবিতা
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
এই পোস্টটি আলোচনার সর্বোপরি নিঃসন্দেহে বলা যায় স্বাধীনতার কবিতা লিরিক্স বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়। শুধু তাই নয় বিশ্বের অনেক মানুষ রয়েছেন তারা বাংলাদেশের স্বাধীনতার কবিতা লিরিকস পড়তে চান এবং সংগ্রহ করতে চান। স্বাধীনতার কবিতা লিরিক্স এর মাধ্যমে স্বাধীনতার পরপরই ও ইতিহাস জানার জন্য স্বাধীনতার কতগুলো কবিতা লিরিকস রয়েছে সবগুলোই আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবে