রবি

রবি সিমে টাকা ধার নেওয়ার উপায়। কিভাবে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স দেবেন

আজকের আলোচনার বিষয় রবি সিমে ব্যালেন্স টাকা ধার নেওয়ার উপায় কি?. আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকে এবং নিয়মিত রবি সিম ব্যবহার করে থাকেন. তাহলে আপনি রবি সিমে টাকা শেষ হয়ে গেলে দ্রুত রবি সিমে টাকা ধার নিতে পারবেন কিংবা রবি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন. এজন্য আপনাকে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড কি তা জানতে হবে এবং ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় শিখে নিতে হবে.

হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আপনার সাথে শেয়ার করব রবি সিমে কিভাবে ব্যালেন্স ধার নিবে। ধরুন আপনি নির্মিত রবি সিমে রিচার্জ করেন এবং কথা বলেন। হঠাৎ কথা বলতে বলতে আপনার সিমের ব্যালেন্স শেষ হয়ে গেছে। আপনার রিচার্জ করার মত কোন উপায় নেই কিংবা আপনার কাছে টাকা নেই। কিন্তু সেই মুহূর্তে জরুরি ভাবে কথা বলা খুবই প্রয়োজন। তখন আপনি কি করবেন। তখন একটি মাত্র উপায় আছে রবি ইমারজেন্সি ব্যালেন্স নিতে হবে। এজন্য আপনাকে জানতে হবে কিভাবে আপনি রবি ইমারজেন্সি ব্যালেন্স দিবেন।

রবি সিমের টাকা নেওয়ার উপায়

নিচে ধারাবাহিকভাবে রবি সিমে টাকা নেওয়ার উপায় এবং রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার যোগ্য কিনা তা বিস্তারিত তুলে ধরেছি।

আপনার সিমে ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার যোগ্য কিনা যাচাই করতে ডায়াল করুন *৮#

কিভাবে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিবেন সে পদ্ধতি

আপনি যদি রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে চান কিংবা আপনার সিমে ইমারজেন্সি ব্যালেন্স বা রবি সিমে ঝটপট ব্যালেন্স নেওয়ার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে লিখুন *১২৩*০০৭# এবং ডায়াল করুন। ডায়াল করার পর আপনি দেখতে পাবেন আপনার সিমে সর্বনিম্ন 12 টাকা ইমারজেন্সি ব্যালেন্স এসএমএস আকারে চলে আসছে।

কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন?

আপনি উপরের কোড টি ডায়াল করার পর আপনার রবি সিমে কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন এটা আপনার সিম এর উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি মাসিক কিংবা বাৎসরিক কত টাকা খরচ করেন তার উপর নির্ভর করে রবি কোম্পানি আপনাকে লোন দিবেন। তবে সাধারণত যেকোনো রবি সিমে সর্বনিম্ন পাঁচ টাকা এমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। আপনার মাসিক কিংবা বাৎসরিক খরচ বেশি হলে আপনি সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত দিতে পারবেন।

রবি সিমে এবার ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার কোড

আপনি যদি আপনার রবি সিমে ইমারজেন্সি ভাবে ব্যালেন্স নিতে চান তাহলে আপনাকে নিচের কোডটি ডায়াল করতে হবে।

ইমারজেন্সি ব্যালেন্স কোড *১২৩*০০৭#

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার পদ্ধতি

অনেকে জানতে চাই কিভাবে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হবে কিংবা রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পদ্ধতি গুলো কি কি। নিচের পদ্ধতি অর্থ নিচের কোডটি ডায়াল করে আপনি রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

ইমারজেন্সি ব্যালেন্স ডায়াল কোড *১২৩*০০৭#

ইমারজেন্সি ব্যালেন্স দেখার ডায়াল কোড

আপনি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য যে কোডটি ডায়াল করেছেন অর্থাৎ ১২৩*০০৭#. ডায়াল করার পর রবি কোম্পানি আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করেছেন. আপনি কত টাকা এমারজেন্সিভ ব্যালেন্স পেয়েছেন তা জানতে চান. এজন্য আপনাকে ডায়াল করতে হবে নিচের কোড ১# অথবা*২২২#. এরপর আপনি আপনার ইমারজেন্সি ব্যালেন্স দেখতে পাবেন.

কিভাবে আপনি ইমারজেন্সি ব্যালেন্স চেক করবেন

আপনি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আবেদন করেছেন এবং রবি কোম্পানি আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স কোড দান করেছেন কিন্তু আপনি কিভাবে চেক করবেন তা জানতে চান। ইমারজেন্সি ব্যালেন্স চেক করার একটি কোড রয়েছে তা আপনাকে আপনার মোবাইলে ডায়াল করতে হবে।

ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড টি হচ্ছে ১# অথবা ২২২#

আপনি এমার্জেন্সি ব্যালান্স পাওয়ার যোগ্য কিনা?

আপনি রবি সিম ব্যবহার করেন এবং রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স এর আওতাভুক্ত কিনা তা যাচাই করতে নিচের কোডটি ডায়াল করুন। এজন্য ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পূর্বে আপনাকে যাচাই করে নিতে হবে।

শর্তাবলী

  • সকল যোগ্য রবি প্রিপেইড গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স সেবা উপভোগ করতে পারবেন।
  • *৮# ডায়াল করে আপনি এই সেবার আওতাভুক্ত কিনা যাচাই করতে পারবেন।
  • ঝটপট ব্যালেন্স নিতে ডায়াল করুন *১২৩*০০৭# (ফ্রি)
  • ১২ টাকা কিংবা তার উপরে লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) এসএমএস নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।
  • ঝটপট ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা এসএমএস পাঠাতে প্রযোজ্য।
  • বান্ডেল প্যাকেজে কেনা মিনিট অথবা অন্যান্য ফ্রি বোনাস ঝটপট ব্যালেন্স-এর আগে ব্যবহৃত হবে।
  • ঝটপট ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার করা যাবে।
  • *১# অথবা *২২২# ডায়াল করে আপনার ঝটপট ব্যালেন্স চেক করুন।
  • আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করতে *৮# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।
  • প্রোডাক্ট ট্যারিফ এবং পালস প্রযোজ্য।
  • ১৫% সম্পূরক শুল্ক (SD চার্জ), সম্পূরক শুল্ক সহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট ও মূল শুল্কের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

আপনি ইমারজেন্সি ব্যালেন্স পেয়েছেন সে টাকার পরিমাণ যতই হোক না কেন। পরবর্তীতে আপনি যখন রিচার্জ করবেন সে ইমারজেন্সি ব্যালেন্সটি আপনার বিশ্বাসকৃত টাকা থেকে কেটে নিবে এবং বাড়তি টাকা আপনার ব্যালেন্সে যোগ করে দিবে।

Related Articles

Back to top button