রেজাল্ট

বাংলাদেশ ব্যাংকের ১১৪তম প্রাইজবন্ড ড্র ফলাফল ২০২৪

বাংলাদেশ ব্যাংকের ১০০ টাকার সমমূল্যের প্রাইজবন্ডের ১১৪ তম গ্রহ রেজাল্ট প্রকাশিত হবে ৩১ শে জানুয়ারি ২০২৪  এবং এখান থেকে রেজাল দেখা যাবে। তবে ১১৩ তম প্রাইজবন্ড রেজাল্ট প্রকাশিত হয়েছিল ৩০ এপ্রিল।বাংলাদেশ ব্যাংক প্রাইজ বন্ডের 39 টি সিরিজ প্রদান করে থাকেন এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আপনার যদি প্রাইজবন্ড কেনার ইচ্ছে থাকে এবং ফলাফলের জন্য অপেক্ষা করেন তাহলে এই পোস্টটি আপনার জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের প্রাইজবন্ড ফলাফল প্রতি তিন মাস পর পর প্রকাশ করা হয়। অর্থাৎ বছরে চারবার প্রাইজবন্ডের ফলাফল প্রকাশ করা হয়।

১১৪ তম প্রাইজবন্ড ড্র রেজাল্ট: বাংলাদেশ ব্যাংকের ১১৪ তম প্রাইজবন্ড রেজাল্ট এর প্রথম পুরস্কার বিজয়ী নাম্বার…..। সর্বমোট ৪৬ টি সিরিজের ৪৬ টি সংখ্যা বা সর্বমোট পুরস্কার পাবেন …জন। তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার নির্বাচিত হয়ে লটারি মাধ্যমে।

১১৪ তম প্রাইজবন্ড প্রো রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

আপনি কি প্রাইজবন্ড কিনেছেন এবং ২০২৪ সালের তৃতীয় গ্রো অর্থাৎ ৩১ শে জানুয়ারি ২০২৪ এর রেজাল্ট এর অপেক্ষায় আছেন এবং জানতে চান দুই হাজার দেশ সালের ১১৪ তম প্রাইজবন্ড রেজাল্ট কিভাবে দেখবেন এবং কিভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করবেন. আপনি খুব সহজেই প্রাইজবন্ড রেজাল্ট দেখতে পাবেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন এজন্য আপনাকে নিচের নিয়মটি ফলো করতে হবে.

  • আপনি অফিসিয়াল ওয়েবসাইট www.bb.org.bd এ যান।
  • এই ওয়েবসাইট যেতে এখানে ক্লিক করুন
  • তারপর আপনি নোটিশ বোর্ডে।
  • তাহলে আপনি আপনার ফলাফল PDF ফরম্যাটে পাবেন।

প্রাইজ বন্ড ড্র সময়সূচী 2024 বাংলাদেশ:

1ম ড্র: 31 জানুয়ারী, 2024
2য় ড্র: 30 এপ্রিল, 2024
3য় ড্র: 31 জুলাই, 2024
চতুর্থ ড্র: 31 অক্টোবর, 2024

পুরস্কারের তালিকা নিচে দেওয়া হল:
১ম পুরস্কার টাকা। 6,00,000/= প্রতিটি সিরিজ 1 পুরস্কারের জন্য
2য় পুরস্কার টাকা। 3,25,000/= প্রতিটি সিরিজ 1 পুরস্কারের জন্য
3য় পুরস্কার টাকা। 1,00,000/= প্রতিটি সিরিজ 2 পুরস্কারের জন্য
4র্থ পুরস্কার টাকা। 50,000/= প্রতিটি সিরিজ 2 পুরস্কারের জন্য
5ম পুরস্কার টাকা। 10,000/= প্রতিটি সিরিজ 40 পুরস্কারের জন্য

লটারির জন্য যোগ্যতা : প্রাইজ বন্ড কেনার 60 দিন পরে যোগ্য হবে
পুরস্কারের দাবি : পুরস্কারের জন্য দাবি করতে, বিজয়ীকে যেকোনো ব্যাঙ্ক শাখা থেকে ফর্ম পূরণ করতে হবে
দাবির সময়কাল : বিজয়ীকে 2 বছরের মধ্যে পুরস্কারের জন্য দাবি করতে হবে

ড্র সময়

বাংলাদেশের প্রাইজবন্ড বিভিন্ন সিরিয়াস সিরিজে বিভক্ত। 39টিরও বেশি সিরিজ উপলব্ধ এবং প্রতিটি সিরিজের একই পুরস্কার রয়েছে। তার মানে প্রতিটি সিরিজে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ইত্যাদি পুরস্কার রয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের কর আইন অনুযায়ী প্রাইজ বন্ডের অর্থ থেকে ২০% কর কর্তন করা হবে।

প্রাইজবন্ড কি?

জাতীয় প্রাইজবন্ড বলতে বুঝায় অর্থ সঞ্চয়ের প্রবণতা বাড়ানো এবং অর্থ সঞ্চয়ের প্রবণতা বাড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি মহৎ উদ্দেশ্য। ১৯৭২ সালের জাতীয় সঞ্চয় বিভাগবাংলাদেশ প্রাইজবন্ডনামে প্রাইস বন্ড চালু করে থাকেন। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই প্রাজবন কিনতে পারেন এবং লটারির মাধ্যমে বিজয়ী হতে পারেন. তবে একজন মানুষ যেকোনো সময়ের প্রাইজবন্ডের টাকা স্থানান্তর করতে পারেন অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রাইজবন্ড জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারেন. বাংলাদেশ ব্যাংকের সমস্ত নগদ অফিস, বাণিজ্যিক ব্যাংক এবং পোস্ট অফিস থেকেও স্থানান্তর কেনাকাটা করা যাবে.

প্রাইজবন্ড কত টাকার হয়ে থাকে?

বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাইজবন্ড ১০০ টাকার হয়ে থাকে। ধরুন আপনি যদি ১০ হাজার টাকার প্রাইজবন্ড কিনতে চান তাহলে ১০০ টাকার নোট হিসেবে ১০০০০ টাকার প্রাইজবন্ড কিনতে পারবেন।

প্রাইজবন্ড কোথায় থেকে কিনবেন?

প্রাইজবন্ড বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংক পোস্ট অফিস থেকে কিনতে পারবেন কিংবা উত্তোলন করতে পারবেন।

প্রাইজবন্ড কোথায় থেকে ভাঙাতে পারবেন?

প্রাইজবন্ড আপনি যেকোনো সময় জমা দিতে পারেন এবং নগদ টাকা গ্রহণ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের যেকোনো বাণিজ্যিক ব্যাংক এবং পোস্ট অফিস থেকে প্রাইজগঞ্জ জমা দিয়ে নগর টাকা উত্তোলন করা যাবে।

প্রাইজবন্ডের মেয়াদ

প্রাইজবন্ডের মেয়াদ মাস পর্যন্ত থাকবে। তিন মাস পর লটারি প্রকাশিত হবে। তারপর যদি আপনি প্রাইজবন্ড রাখতে চান পরবর্তী তিন মাসের জন্য বহাল থাকবে। এভাবে আপনি প্রাইজবন জমা রাখতে পারবেন কোন সমস্যা হবে না।

প্রাইজবন্ডের ড্র

বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাইজবন্ড ড্র ফলাফল প্রতিবছর ৩১ শে জানুয়ারি, ৩০ এপ্রিল৩০ জুলাই এবং ৩১ অক্টোবর নিম্নলিখিত তারিখে অনুষ্ঠিত হয়. প্রত্যেকটি সিরিজে 10 লক্ষ টি প্রাইজবন্ড রয়েছে প্রায় ২৬ টি সিরিজ রয়েছে। তবে যদি একটি প্রাইজবন্ড নম্বর যেতে প্রতিটি সিরিজে সেই নম্বর থাকা সমস্ত প্রাইজ বন্টন জিতবে।

১ম থেকে ৫ম পুরস্কারের তালিকা এখানে দেখুন:

প্রথম থেকে পঞ্চম পুরস্কার আক্রোশনি হয়ে থাকে এবং প্রত্যেকটা পুরস্কারের মূল্য তালিকা প্রকাশ করা হয়ে থাকে। যারা প্রথম থেকে পঞ্চম প্রাইজবন্ডের বিজয়ী হবেন তারা নিচের প্রত্যেকটি পুরস্কার এর মূল্য তালিকা দেখে নিতে পারবেন।

একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার ৭৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৩০৪টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে।
 
বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৭৪টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল এবং গষ এ ড্রয়ের আওতাভুক্ত।
 
প্রাইজবন্ডের ড্রয়ে তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০২৪৯৬৭৮ ও ০৭৭২৭০৮। চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো: ০০২৯৬৩০ ও ০৩১০৭৯৩।
এ ছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেক সিরিজের ৪০টি নম্বর হলো: ০০০৬৩২৪, ০২৬১৭৪১, ০৪৫৬৭৯৮, ০৬৩৩২৭৩, ০৭৬৮১৫৫, ০১১৫৫১৬, ০২৬৬২৮৪, ০৪৬৪২৮৫, ০৬৪৯৯৩৪, ০৭৬৮৩৬৬, ০১৪৯৮০৪, ০২৬৬৪৫৩, ০৪৮৬৮৭৫, ০৬৯৯৭৮৩, ০৮১৬৭৩০, ০২০৬১৬০, ০২৬৭৮৬১, ০৫০৭৫৪৫, ০৭০৯৬৭৫, ০৮২২৫৯৩, ০২০৭৭৩৩, ০৩২১৪৩১, ০৫২৩৪৫৪, ০৭১৩০৫৭, ০৮৩৯০১২, ০২৪১৬৬৩, ০৪০৭০২৩, ০৫৮২৭৭৭, ০৭১৬৯২৪, ০৮৩৯৪২৭, ০২৪৪০২৫, ০৪২৩২৬৬, ০৫৮৯১৯৯, ০৭২৭১৩৬, ০৮৫৬২৩৫, ০২৫৫৮৯৩, ০৪২৫৯২৯, ০৫৯৪০৯৯, ০৭৪০৪৮৯ এবং ০৮৯২১৬০।
  • প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের প্রত্যেককে ৬ লাখ টাকা করে দেয়া হয়।
  • দ্বিতীয় পুরস্কার বিজীদের দেয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে।
  • তৃতীয় পুরস্কার বিজয়ীরা এক লাখ টাকা করে এবং
  • চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান।
  • পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেয়া হয় ১০ হাজার টাকা করে।
  • প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত।

111তম 100 টাকা প্রাইজ বন্ড ড্র ফলাফল

প্রাইজবন্ডের ড্র ফলাফল

১১০তম প্রাইবন্ধের ড্র ফলাফল আগামী ৩১শে জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হবে। ফলাফলটি আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে ফলাফল পুরোশিটে রেজাল্টটি দেখতে পাবেন।

১১০তম প্রাইজবন্ড ড্র ফলাফল

পুরস্কার টাকা কিভাবে সংগ্রহ করবেন?

ধরুন আপনি যদি প্রাইজবন্ডের লটারি ড্র বিষয়েই হয়ে থাকেন এবং আপনি পুরষ্কারের টাকা কিভাবে উত্তোলন করবেন তা জানতে চান এবং উত্তোলন করার পরে শিখতে চান তাহলে জানুন, প্রথমে আপনাকে ব্যাংকে অবহিত করতে হবে এবং ব্যাংক আপনাকে টাকা উত্তোলনের একটি ফর্ম দেবে। তারপর আপনি ফর্মটি পূর্ণাঙ্গ পূরণ করবেন এবং ব্যাংকে জমা দিবেন। আগামী দুই মাসের মধ্যে পুরস্কার টাকা আপনার একাউন্টে জমা হয়ে যাবে। তবে আপনাকে পুরস্কার টাকার উপর 20% টেক্স প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃ ক সকল মানুষকে সঞ্চয় উৎসাহিত করার জন্য ১০০ টাকার প্রাইজবন্ড অফার করে থাকে। শিশু সহজে কোন মানুষ প্রাইজবন্ড কিনতে পারবেন। তবে মনে রাখবেন প্রাইজবন্ড যা ইস্যু করার তারিখ ইস্যু তারিখের কমপক্ষে ৬০ দিন আগে ড্রয়ের জন্য যোগ্য। আপনি বাংলাদেশের যে কোন ব্যাংক এবং পোস্ট অফিসের যে কোন শাখায় প্রাইজবন্ড করা এবং বিক্রি করতে পারবেন.

প্রাইজবন্ডের ফলাফলসমূহ

Related Articles

Back to top button