প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২৪
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেলোশিপ বিজ্ঞপ্তি : প্রতিবছর স্নাতক পাস শিক্ষার্থীদের ফেলোশিপ ও বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ফেলোশিপ বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই মর্মে এই বছর স্নাতক পাস শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা ২০২৩-২০২৪ অর্থ বছরের স্নাতক পাস করেছেন তারা পিএইচডি কোর্স করার জন্য এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপ বৃত্তি আবেদন আগামী 28 শে এপ্রিলের মধ্যে করতে হবে। বৃত্তির আবেদন এর বিজ্ঞপ্তি, যোগ্যতা, সময়সীমা ও নির্দেশনাবলী বিস্তারিত আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে সঠিকভাবে আবেদন করতে হবে।
ফেলোশিপ শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি
আপনি কি জানেন প্রত্যেক বছর বাংলাদেশ সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ফাউন্ডেশন থেকে স্নাতক পাসকৃত শিক্ষার্থীদের জন্য পিএইচডি কোর্স সম্পর্ক করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার যোগ্য সম্পন্ন হতে হবে। সুতরাং আপনি বিজ্ঞপ্তি টি নিচে দেখুন।
আবেদনের যোগ্যতা
যারা ২০২১-২০২২ অর্থবছরে স্নাতক পাস করেছেন এবং পিএইচডি প্রসেস ফেলোশিপের জন্য আবেদন করতে চান তারা এই বৃত্তের আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
ফেলোশিপ বৃত্তির জন্য আবেদন করবেন
প্রকৃত বাংলাদেশী নাগরিকরা ফেলোশিপ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ফেলোশিপ বৃত্তি আবেদনের সময়সীমা
যারা ২০২১-২০২২ অর্থবছরে ফেলোশিপ বৃত্তির জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই 28 এপ্রিল 2022 এর মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের মাধ্যমে
যোগ্য প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে নিচের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। www. service.pmeat.gov.bd/mnp
ফেলোশিপ আবেদনের লিংক
আপনি যদি ফেলোশিপ আবেদনের যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং আবেদন করতে চান তাহলে ফেলোশিপ আবেদনের জন্য নিচে একটি লিংক প্রদান করা হয়েছে এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন এবং বিস্তারিত তথ্য পূরণ করে পাঠিয়ে দিন।
www. service.pmeat.gov.bd/mnp
ফেলোশিপ আবেদনের যোগ্যতা
যারা ফেলোশীপের জন্য আবেদন করতে চান তাদেরকে অবশ্যই শিক্ষা জীবনের ন্যূনতম দুইটি প্রথম বিভাগ অর্থাৎ জিপিএ ৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০ থাকতে হবে। বৃত্তির জন্য আবেদন সমাধানের সর্বোচ্চ বয়সসীমা তারিখ 45 বছর হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে
- ফেলোশিপ বৃত্তির জন্য অনলাইনে সঠিকভাবে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে
- আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি
- সকল শিক্ষা যোগ্যতার সনদ এর সত্যায়িত কপি
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল মার্কশিট সত্যায়িত অনুলিপি
- পিএইচডি রেজিস্ট্রেশন নম্বর এর কপি সংযোজন করতে হবে
ফেলোশিপ ভিত্তিক গবেষণার অধিক্ষেত্র:
ক ) গবেষণার অধিক্ষেত্র : ক্রমিক গবেষণার অধিক্ষেত্র
১ . সামাজিক বিজ্ঞান ( Social Science )
২.কলা ও মানবিক ( Arts & Humanities ) ৩.ব্যবসায় শিক্ষা ( Business Studies ) |
৪. সমুদ্র বিজ্ঞান ( Marine Science )
৫.আইন ( Law )
৬. ভৌত বিজ্ঞান ( Physical Science
৭.ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ( Engineering & Technology )
৮. বিজ্ঞান ( Science )
৯ . নিয়ন আলো জীব বিজ্ঞান ( Biological Science )
১০. শিক্ষা ও উন্নয়ন ( Education & Development )
১১ . চিকিৎসা ( Medicine )
১২. চারুকলা ( Fine Arts )
১৩ . কৃষি বিজ্ঞান ( Agricultural Science )
১৪ মাদরাসা শিক্ষা ( Madrasha Education )
খ ) ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের নিয়ম ও শর্তাবলি :
(১) ২০২৩-২৪ অর্থবছরে ট্রাস্ট থেকে এম.ফিল . ও পিএইচ.ডি কোর্সে ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকায় বর্ণিত শর্ত ,
যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক আবেদনকারীকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে
( www.eservice.pmeat.gov.bd/mnp ) আবেদন করবেন । আগামী ২৮ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন
আবেদন গ্রহণ করা হবে । নির্ধারিত তারিখ ও সময়ের পর
কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
(২) সমগ্র শিক্ষা জীবনে নূন্যতম ২ টি প্রথম বিভাগ ( জিপিএ ৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০ ) থাকতে হবে ।
(৩) বৃত্তির জন্য আবেদন জমাদানের তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে ।
(৪) আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত
অনুলিপি ( সনদ ও মার্কশিট ) ও পিএইচ.ডি , রেজিস্ট্রেশন নম্বরের কপি সংযোজন করতে হবে ।
(৫) প্রার্থীগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন
করবেন এবং সরকারি / আধা সরকারি / স্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন ।
(৬.) কর্তৃপক্ষ যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল / পরিবর্তন এবং
যেকোনো ফেলোর আবেদন বিবেচনা / বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন ।
ফেলোশিপ বৃত্তির প্রয়োজনীয় যোগাযোগের ফোন নম্বর
আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং ফেলোশিপ বৃত্তির যেকোনো প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ করতে চান তাহলে নিচের হটলাইন নাম্বারে কল করে সহযোগিতা নিতে পারেন বা তথ্য সংগ্রহ করতে পারেন
হট লাইন : 01778958356 tag ২১.০৩.২০২২ ( নাসরীন আফরোজ ) ব্যবস্থাপনা পরিচালক ( অতিরিক্ত ) 01778964156