ট্রেন

পারাবত এক্সপ্রেস(Parabat Express) ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, বিরতি স্থান ও অনলাইন টিকেট

পারাবত এক্সপ্রেসের আন্তঃনগর ট্রেন যেটি বাংলাদেশ রেলওয়ে পরিষেবা কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় এবং এই ট্রেনটির নাম্বার হচ্ছে 709 ও 710। ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করেন এবং সিলেট রেল স্টেশনে থামেন অর্থাৎ ট্রেন ঢাকা থেকে সিলেট রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে থাকে। টিএনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে সিলেট রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যান। এইটি বাংলাদেশে দ্রুত ও বিলাসবহুল ট্রেন গুলোর মধ্যে অন্যতম। এই  ট্রেনটি ১৯৮৬ সালে থেকে প্রথম সেবা শুরু করেন। তবে 1985 সালের 4 ডিসেম্বর এরশাদ সরকারের আমলে এই তিনটির উদ্বোধন শুরু হয় এবং একটি আন্তঃনগর ট্রেন হিসাবে যা বিলাসবহুল ও দ্রুত পরিষেবা প্রদান করে আসছেন। ট্রেনটি সপ্তাহে ছয়দিন মঙ্গলবার ছাড়া নিয়মিত চলাচল করেন।

সুতরাং আজ আমরা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সময়সূচী ভাড়ার তালিকা সাপ্তাহিক ছুটির দিন বিরতি স্থান ও টিকিট কাটা সহ বিস্তারিত তথ্য আপনাদের মাঝে আলোচনা করব যাতে ট্রেনটি সম্পর্কে জানতে পারেন। ট্রেনটি নিয়মিত কমলাপুর রেলস্টেশন থেকে সিলেট রেল স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে চলাচল করে থাকেন।

পারাবত এক্সপ্রেস  (ঢাকা টু সিলেট )ট্রেনের সময়সূচী

পারাবত এক্সপ্রেস একটি দ্রুত বিলাসবহুল ট্রেন যা নির্দিষ্ট সময়ের মধ্যে সপ্তাহের ছয়দিন কমলাপুর রেলস্টেশন থেকে সিলেট রেল স্টেশন পর্যন্ত চলাচল করে থাকে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে অন্যতম সময়সূচি অনুযায়ী অর্থাৎ 2020 সালের 10 জানুয়ারি থেকে নিম্নোক্ত সময়সূচী কার্যকর হয় এবং এই সময়ের মধ্যে ট্রেন চলাচল করে।

ট্রেন নাম্বার উৎস স্থান ছাড়ার সময় পৌঁছানোর স্থান পৌঁছানোর সময় সাপ্তাহিক ছুটি

 

৭০৯ কমলাপুর ০৬:২০ সিলেট ১৩:০০ মঙ্গলবার
৭১০ সিলেট ১৫:৪৫ কমলাপুর ২২:৪০

পারাবত এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য ও আসন নাম

ট্রেনটি ঢাকা থেকে সিলেট রেল স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করেন এবং তিনটি তিন ধরনের সিট রয়েছে তা হচ্ছে শোভন চেয়ার স্নিগ্ধা ও প্রথম শিট। প্রতিটি সেটের ভাড়া আলাদা আলাদা রয়েছে। আপনি যদি আসনের নাম ও আসন এর মূল্য তালিকা জানতে চান তাহলে নিচের সারণি থেকে সহজে জানতে পারবেন।

স্টেশন শোভন চেয়ার প্রথম সিট স্নিগ্ধা
ব্রাহ্মণবাড়িয়া ১৩৫ ১৭৫ ২৫৩
আজিমপুর ১৫০ ২০০ ২৮৮
শায়েস্তাগঞ্জ ১৯৫ ২৬০ ৩৭৪
শ্রীমঙ্গল ২২৫ ২৯৫ ৪২৬
খুলনা ২৫৫ ৩৪০ ৪৮৯
সিলেট ২৯৫ ৩৯৫ ৫৬৪

পারাবত এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

পারাবত এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে সিলেট রেলস্টেশন চলার পথে কতিপয় জায়গায় বিরতি প্রদান করে থাকেন এবং কিছু সময় যাত্রীদের ওঠানামার জন্য বিরতি দেন। সুতরাং আপনি যদি ঢাকা টু সিলেট যাত্রাকালে ট্রেনটি কোন কোন স্টেশনে বিরোধিতা এবং কত মিনিট পর্যন্ত বিরতী রাখেন জানতে চান তাহলে নিচের সারণি থেকে জানতে পারবেন.

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭০৯) সিলেট থেকে (৭১০) সিরিয়াল
বিমান বন্দর ০৬ঃ৪৭ ২২ঃ২০ ১.
বড়াল ব্রিজ ০৭ঃ৫৩ ২০ঃ৫৩ ২.
বি- বাড়িয়া ০৮ঃ১৬ ২০ঃ৩০ ৩.
আজিমপুর ০৮ঃ৪০ ২০ঃ০৮ ৪.
নওয়াপাড়া ০৯ঃ২০ ১৯ঃ১৮ ৫.
শায়েস্তাগঞ্জ ০৯ঃ৪৯ ১৮ঃ৫২ ৬.
শ্রীমঙ্গল ১০ঃ৩০ ১৭ঃ৫৫ ৭.
ভানুগাছ ১০ঃ৫৩ ১৭ঃ৩৩ ৮.
কুলাউড়া ১১ঃ২৭ ১৬ঃ৫৮ ৯.
মাইজগাঁও ১২ঃ০০ ১৬ঃ২৩ ১০.

পারাবত এক্সপ্রেস ট্রেনের সংখিপ্ত বিবরণ

পারাবত এক্সপ্রেস ট্রেনের সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো যা অনেকে জানতে চান এবং ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানতে নিচের তথ্যগুলো করুন এবং দেখুন।

  • পরিষেবা ধরনঃ                আন্তঃনগর ট্রেন
  • প্রথম পরিষেবাঃ ১৯ মার্চ ১৯৮৬
  • বর্তমান পরিচালকঃ বাংলাদেশ রেলওয়ে
  • যাত্রাপথ শুরুঃ               কমলাপুর রেলওয়ে স্টেশন
  • বিরতি ১০টি  শেষঃ         সিলেট রেলওয়ে স্টেশন
  • ভ্রমণ দূরত্বঃ                ৩১৯ কিলোমিটার (১৯৮ মাইল)[তথ্যসূত্র প্রয়োজন]
  • পরিষেবার হারঃ সপ্তাহে ৬ দিন (মঙ্গলবার বন্ধ)
  • রেল নংঃ                ৭০৯/৭১০
  • যাত্রাপথের সেবা শ্রেণীঃ এসি, নন-এসি, শোভন চেয়ার
  • আসন বিন্যাসঃ                হ্যাঁ
  • ঘুমানোর ব্যবস্থাঃ হ্যাঁ
  • খাদ্য সুবিধাঃ              অন-বোর্ড
  • মালপত্রের সুবিধাঃ ওভারহেড রেক
  • ট্র্যাক গেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি)

খাওয়ার ব্যবস্থা

এই আন্তঃনগর ট্রেনগুলোতে খাওয়ার ব্যবস্থা সুবিধা রয়েছে. সুতরাং ট্রেন কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে একটি খাবারের কেবিন রেখেছেন যেখানে যাত্রীগণ সহজে খেতে পারবেন. তবে যে সমস্ত খাওয়ার এই ট্রেনের কেবিনে পাওয়া যায় তা হল: বার্গার, কেক, স্যান্ডউইচ, পেটিস, রোল, পারুটি, চা-কফি, কাটলেট, সিদ্ধ ডিম, চিকেন কাবাব, নানা ধরনের পানি ও মিনারেল ওয়াটার. সুতরাং এখান থেকে আপনি এছাড়াও আরও সুবিধা পাবেন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন.

ট্রেনের টিকিট কাটার স্থান

আন্তঃনগর ট্রেনটির ট্রেনের টিকিট যেখান থেকে পাওয়া যাবে তার একটি বর্ণনা নিম্নে তুলে ধরা হলো:

  • দেশের সকল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাবে
  • টেনের ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে (www.esheba.cnsbd.com)
  • *১৩১# নম্বরে ডায়াল করে এসএমএস এর মাধ্যমে টিকিট বুক করা যাবে.
  • টিকিটের জন্য কনফার্মেশন মেসেজ পাঠানো হবে, তা যাত্রা ন্যূনতম আধাঘন্টা আগে, সংশ্লিষ্ট রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করতে হবে
  • তবে যাত্রা দশদিন পূর্ব থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে দেশের যেকোন কম্পিউটারাইজড টিকিট কাউন্টারে এবং ওয়েবসাইটে.

ট্রেনের বগি সংখ্যা

আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব এই ট্রেনের মোট বগি সংখ্যা এবং কি কি বগি রয়েছে.

  • এই ট্রেনটিতে মোট বগি রয়েছে ১৬টি.
  • একটি খাবার বগি রয়েছে
  • একটি পাওয়ার কার বগি রয়েছে
  • ট্রেনটিতে খাবারের বগির মধ্যে নামাজের জন্য আলাদা জায়গা বরাদ্দ রয়েছে
  • এবং ট্রেনের মাঝামাঝি জায়গায় খাবারের বগিটি রয়েছে

অন্যান্য সুবিধাদি

  • আন্তঃনগর ট্রেনগুলোতে নামাজের জন্য ব্যবস্থা আছে
  • প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে কর্তব্যরত গার্ডের কাছে
  • প্রত্যেক বগিতে একজন করে গাইড থাকার ব্যবস্থা আছে। তবে তারা যাত্রীদের সেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক দায়িত্ব পালন করে থাকেন।
  • যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে জানালার পাশে এ্যালুমিনিয়ামের শাটার। ট্রেনে ভ্রমণকালে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন – ট্রেনের দরজা-জানালায় না বসা, ট্রেনের ছাদে না ওঠা, ইঞ্জিনে না চড়া। ঘনবসতি বা বস্তি এলাকাতে ট্রেন চলার সময় জানালার শাটার লাগিয়ে দেয়া।
  • এসি কেবিন ছাড়া শোভন বগিতে স্ট্যান্ডিং টিকেট কাটার সুবিধা রয়েছে। মোট বরাদ্দকৃত টিকেট বিক্রি হয়ে যাওয়ার পর স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়। স্ট্যান্ডিং টিকিটের মূল্য সিটিং টিকেটের সমান এবং সাথে সাধারণ টিকেটের মতই পণ্য নেয়া যায়।

মালামাল পরিবহন

  • একজন শীতাতপ শ্রেণীর যাত্রী ৫৬ কেজি, প্রথম শ্রেণীর যাত্রী ৩৭.৫ কেজি, শোভন শ্রেণীর যাত্রী ২৮ কেজি এবং সুলভ ২য় শ্রেণীর যাত্রী ২৩ কেজি মালামাল বিনা ভাড়ায় সঙ্গে নিয়ে যেতে পারেন।
  • অতিরিক্ত মালামাল মাশুল পরিশোধ করে তা লাগেজ হিসেবে তার নিজ গন্তব্যে নিতে পারেন। বড় স্টেশনগুলোতে লাগেজ বুকিংয়ের জন্য আলাদা কাউন্টার রয়েছে।
  • লাগেজ বহনের জন্য ট্রলির ব্যবস্থা আছে।
  • অসুস্থ ব্যাক্তিদের বহনের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে

Related Articles

Back to top button