শিক্ষা

নৈপুণ্য অ্যাপ ( noipunno app) লগিন, রেজিস্ট্রেশন ও ব্যবহারের নিয়ম।

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন ব্যবহারের নিয়ম: মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নৈপুণ্য অ্যাপ চালু করেছে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়ন তথ্য সংরক্ষণ রিপোর্ট প্রস্তুত করতে হবে। এই অ্যাপসটি নভেম্বর প্রথম উদ্বোধন করেন। তবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী থেকে নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

সুতরাং নৈপূণ্য app ওয়েবসাইট লিংক (master.noipunno.gov.bd) থেকে আরে নির্দেশিকা হতে নৈপুণ্য app রেজিস্ট্রেশন করা, ব্যবহারের নিয়ম বিস্তারিত তথ্য জানতে পারবেন।

নৈপুণ্য অ্যাপ  একমুখী শিক্ষা ব্যবস্থার  রেজিস্ট্রেশন নিয়ম ব্যবহারের নিয়মাবলী

মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৩ সালে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা চালু করে। ইতিমধ্যে শিক্ষা বোর্ড সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তিনি মূল্যায়নের জন্য একটি নৈপূণ্য অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে আর্টিদের মূল্যায়ন সংরক্ষণ এবং রিপোর্ট প্রস্তুত করতে হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে। এজন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আগামী থেকে নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

নৈপুণ্য অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাপ এর ব্যবহারের মাধ্যমে কিভাবে ডাটা সংরক্ষণ এবং ডাটা প্রস্তুত করতে হয় তা নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। 

নৈপুণ্য অ্যাপের রেজিস্ট্রেশন, লগইন ব্যবহারের বিজ্ঞপ্তি

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে নৈপুণ্য অ্যাপ চালু করেছি যাতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মূল্যায়ন ডাটা প্রস্তুত করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে login করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং ডাটা প্রস্তুত করবেন তা বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন লগইন করার ওয়েবসাইট লিংক

নতুন শিক্ষাক্রম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মূল্যায়নের জন্য একটি নৈপূন্য নভেম্বর থেকে চালু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানকে থেকে নভেম্বর মধ্যে রেজিস্টেশন করতে হবে. নিচের ওয়েবসাইট লিংক প্রবেশ করে লগইন করুন, রেজিস্ট্রেশন করুন।

master.noipunno.gov.bd

কিভাবে নৈপূণ্য app লগইন করবেন?

আপনি যেভাবে নৈপূণ্যে অ্যাপেল লগইন করবেন এবং তারপর ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন। এবার আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রতিষ্ঠানের সকল তথ্য করবেন।

প্রথমত: আপনাকে লগইন করার জন্য ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে হবে এবং ডাটা চালু রাখতে হবে।

দ্বিতীয়তঃ ওয়েবসাইট লিংকে প্রবেশ করুন

তৃতীয়ত: প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারে প্রাপ্ত আইডি এবং পিন নাম্বার ব্যবহার করে লগইন করুন

ফাইনালি: প্রথমবার লগইন করার সময় পূর্বের পিন পরিবর্তন করবেন  এবং আপনার পছন্দের পিন নাম্বারটি সেট করবেন।

ইআইআইএন স্কুলে রেজিস্ট্রেশন লগিন প্রক্রিয়া

যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নম্বর হয়নি সে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে এবং লগইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রথম ধাপ : নৈপূণ্য অ্যাপ ব্যবহার ব্রাউজে গিয়ে প্রবেশ করুন -master.noipunno.gov.bd

দ্বিতীয় ধাপ :প্রতিষ্ঠানকে লগইন পেজের রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এবং তারপর রেজিস্ট্রেশন ফরমটি দেখতে পাবেন।

তৃতীয় ধাপ :যথাযথভাবে স্টেশন ফরমটি পূরণ করার পর সাবমিট করবেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ইমেইলে চলে যাবে.  তখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি পিন নাম্বার পাবেন।

চতুর্থ ধাপ : তখন প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার থেকে ইউজার আইডি পিন ব্যবহার করে প্রথমে লগন করবেন।

পঞ্চমত : তারপর লগইন করার পূর্বে প্রতিষ্ঠান পিন নাম্বার পরিবর্তন করবেন এবং পছন্দের পিন সেট করবেন।

এভাবে শিক্ষা প্রতিষ্ঠান নৈপূণ্য অ্যাপে লগিন প্রক্রিয়া সম্পন্ন করবেন। উপরের ধারাবাহিকতা মনে করে যেকোনো প্রতিষ্ঠান সম্পন্ন করতে পারবেন।

নৈপুণ্য অ্যাপ ব্যবহারের নিয়ম অনুযায়ী বিষয় ভিত্তিক মূল্যায়ন এপ্লিকেশন করবেন।

শিক্ষা প্রতিষ্ঠান loading করার পর হোমপেজে বিদ্যালয় সংশ্লিষ্ট সাতটি স্থাপনা দেখতে পাবেন। উক্ত ব্যবস্থাপনা গুলি ব্যবস্থাপনা  ট্যাপের ড্রপডাউনে দেখা যাবে।তবে মনে রাখতে হবে প্রতিষ্ঠানকে উপস্থাপনা গুলি প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে। পর্যায় কর্মে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

   
ব্রাঞ্চ ব্যবস্থাপনা: অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের ব্রাঞ্চ সংশ্লিষ্ট তথ্য যুক্ত করুন এবং ব্রাঞ্চ প্রধানের নাম নির্বাচন করে ব্রাঞ্চ তৈরি করুন। 
শিফট ব্যবস্থাপনা: মেনু থেকে শিফট ব্যবস্থাপনা অপশনে ক্লিক করুন। শিফট ব্যবস্থাপনা অংশে প্রতিষ্ঠানের শিফট সংক্রান্ত তথ্য দিন, সময় নির্ধারণ করুন এবং ব্রাঞ্চ নির্বাচন করুন। 
ভার্সন ব্যবস্থাপনা: মেনু থেকে ভার্সন ব্যবস্থাপনা অপশনে ক্লিক করে ব্রাঞ্চ অনুসারে বাংলা/ইংরেজি ভার্সন তৈরি করুন।
সেকশন যোগ করুন: মেনু থেকে সেকশন যোগ করুন অপশনে ক্লিক করুন। যথাযথ তথ্য প্রদান করে সেকশন তৈরির কাজ সম্পন্ন করুন। 
শিক্ষক ব্যবস্থাপনা: আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের তথ্য সিস্টেমে যুক্ত করুন। যদি শিক্ষকের PDS ID থাকে সেক্ষেত্রে ডান পাশের তালিকা থেকে শিক্ষকদের তথ্য নির্বাচন করুন শিক্ষক যুক্ত করে হালনাগাদ করুন। যদি কোনো শিক্ষকের নাম পিডিএস তালিকায় না থাকে, তাহলে শিক্ষক যুক্ত করুন অপশনে ক্লিক করুন। যেখানে ড্রপডাউনে পিডিএস বিহীন শিক্ষক অথবা খণ্ডকালীন শিক্ষক অপশন থেকে প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন। এভাবে সকল শিক্ষককে বিদ্যালয়ের সাথে যুক্ত করুন।
শিক্ষার্থী ব্যবস্থাপনা: এই অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য তালিকা থেকে নির্বাচন করে সেকশনভিত্তিক শিক্ষার্থীদের এককভাবে যোগ করুন। আপনি চাইলে নির্ধারিত ফরমেটে এক্সেল ফাইলে তথ্য আপলোড করার মাধ্যমে একাধিক শিক্ষার্থীর তথ্য একসাথে বিদ্যালয়ে যুক্ত করতে পারবেন। 
বিষয় শিক্ষক নির্বাচন: এরপর প্রতিটি বিষয়ের জন্য বিষয় শিক্ষক নির্বাচন করুন। সবকিছু নির্বাচন করা হয়ে গেলে তথ্য সংরক্ষণ করুন বাটনে চাপ দিন। আপনি চাইলে এডিট অপশনে গিয়ে পুনরায় সেকশনের শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে কোনো শিক্ষককে একের অধিক বিষয়ের জন্যও নির্বাচন বা সিলেক্ট করতে পারবেন।

 

 নৈপূন্য অ্যাপ সংক্রান্ত সহযোগিতার  জন্য হেল্পলাইন নাম্বার

শিক্ষা বোর্ড ইতিমধ্যে  ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি নৈপুূর্ণ এপস চালু করেছেন। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপের মাধ্যমে রেজিস্টেশন করে ডাটা সংরক্ষণ করতে হবে এবং মূল্যায়ন প্রস্তুত করতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাপের স্টেশন অন্যান্য যেকোনো সমস্যার জন্য নিচের কল চন্দ্র নাম্বারে কল করতে পারবেন এবং সহযোগিতা নিতে পারবেন।

নৈপূন্য অ্যাপ হেল্পলাইন নাম্বার – 09638600700

উপসংহার: উপরোক্ত আলোচনা থেকে সহজে বোঝা যায় যে শিক্ষা বোর্ড ইতিমধ্যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের জন্য একটি নতুন নৈপূণ্য apps চালু করেছেন। এই অ্যাপের মাধ্যমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান কে রেজিস্টেশন করতে হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়ন ডাটা সংরক্ষণ করতে হবে। তবে কিভাবে লগইন করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপ ব্যবহার করবেন বিস্তারিত এই কন্টেইনে তুলে ধরা হয়েছে।

Related Articles

Back to top button