বাস

লাল সবুজ পরিবহনের সকল কাউন্টার মোবাইল নাম্বার, ঠিকানা, রুট ম্যাপ ও অন্যান্য তথ্য

লাল সবুজ পরিবহন বাংলাদেশের একটি পরিচিত ও জনপ্রিয় পরিবহন হিসেবে খ্যাত. এই পরিবহন ঢাকা চট্টগ্রাম ও নোয়াখালীর জেলার বিভিন্ন রুটে সার্ভিস প্রদান করে. এই বাস এজেন্সি অনেক বাস বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ সার্ভিস পরিষেবা প্রদান করে আছে. তাছাড়া এই বাস মালিকের এসি ও নন এসি বাস পরিষেবা রয়েছে. এজন্য এই সকল জেলার অধিকাংশ যাত্রীই লালসবুজ পরিবহনের কাউন্টার লোকেশন ও যোগাযোগ নাম্বারঃ অনলাইনে পদ্ধতি.

সুতরাং আজ আমরা আপনাদের সাথে লালসবুজ পরিবহনের সকল কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বারঃ ভাগ করে নেব. আপনারা আমাদের এই নিবন্ধ থেকে সকল কাউন্টার লোকেশন ও যোগাযোগ নাম্বার সংগ্রহ করে সময় মতন টিকিট বুক করতে পারবেন এবং নিশ্চিন্তে এই পরিবহনের মাধ্যমে ঢাকা থেকে বিভিন্ন রুটে ভ্রমণ করতে পারবেন

লাল সবুজ পরিবহন রুট সমূহ:

লালসবুজ পরিবহনের বিভিন্ন জেলায় বিভিন্ন রুট হয়েছে. আপনি যে রুটে ভ্রমণ করতে চান এই পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন. কিন্তু আপনাকে জানতে হবে এই পরিবহনটি কোন কোন রুটে নিয়মিত চলাচল করে. আসুন তাহলে গ্রুপগুলো বিস্তারিত জেনে নিন.

  • ঢাকা থেকে নোয়াখালী
  • নোয়াখালী থেকে সোনাপুর
  • ঢাকা থেকে কক্সবাজার
  • ঢাকা থেকে চট্টগ্রাম
  • কক্সবাজার থেকে ঢাকা
  • চট্টগ্রাম থেকে ঢাকা

ঢাকা টু নোয়াখালী বোর্ডিং পয়েন্টঃ

  • আরামবাগ
  • কমলাপুর
  • টিটিপাড়া
  • হুজুরবাড়ী গেইট
  • সায়েদাবাদ জনপথের মোড়।

@ নোয়াখালী টু ঢাকা বোর্ডিং পয়েন্টঃ

  • সোনাপুর কোল্ড স্টোর।
  • সোনাপুর।।

ঢাকা টু নোয়াখালী এসি বাসের শিডিউল(অনলাইন বুকিং এর জন্য)

ঢাকা থেকে নোয়াখালী এসি বাসের সিডিউল বা সময়সূচী নিম্নে প্রদান করা হলো. আপনি এখান থেকে সময়সূচী জেনে ভ্রমণ করতে পারবেন

১.সকাল ৮ঃ০০——

২.সকাল ৯ঃ০০

৩.সকাল ১০ঃ০০—-

৪.বেলা ১২ঃ০০

৫.দুপুর ২ঃ০০——-

৬. দুপুর ৩ঃ০০

৭.বিকাল ৪ঃ০০—–

৮.বিকাল ৫ঃ০০

৯.সন্ধ্যা ৬ঃ০০——-

১০.সন্ধ্যা ৭ঃ০০

১১.রাত ৮ঃ০০——

১২.রাত ১০ঃ০০।।।।।।

নোয়াখালী টু ঢাকা এসি বাসের শিডিউল(অনলাইন বুকিং এর জন্য)

আবার নোয়াখালী থেকে ঢাকা এসি বাসের সময়সূচী বাশিরুল নিচে ধারাবাহিকভাবে প্রদান করা হল আপনি যদি চান নিচের সময়সূচি দেখে এই পরিবহনের মাধ্যমে সঠিক সময় কাউন্টারে উপস্থিত হয় ভ্রমণ করতে পারবেন

১.রাত ২ঃ৩০ মিনিট   গন্তব্যঃআরামবাগ।

২.রাত ৩ঃ২০ মিনিট   গন্তব্যঃআরামবাগ।

৩.ভোর ৫ঃ২০ মিনিট  গন্তব্যঃআরামবাগ।

৪.সকাল ৭ঃ০০মিনিট গন্তব্যঃআরামবাগ।

৫.সকাল ১০ঃ০০মিনিট গন্তব্যঃ এয়ারপোর্ট,টংগী।

৬.বেলা ১১ঃ৩০ মিনিট  গন্তব্যঃআরামবাগ।

৭.দুপুর ১ঃ২০ মিনিট   গন্তব্যঃ আরামবাগ।

৮.বিকাল ৩ঃ০০ মিনিট গন্তব্যঃ ঝিগাঃ-মিরঃ১-১০।

৯.বিকাল ৪ঃ০০ মিনিট গন্তব্যঃ ঝিগাঃ-মিরঃ১-১০।

১০.বিকাল ৫ঃ১০ মিনিট গন্তব্যঃঝিগাঃ-মিরঃ১-১০.

১১.রাত ৯ঃ৪০ মিনিট  গন্তব্যঃমহাখালী,টংগী। a

ভাড়ার তালিকাঃ

এই পরিবহনের ভাড়ার তালিকা যদি জানতে চান তাহলে এখান থেকে জানতে পারবেন. এসি গাড়ির ভাড়া ৪০০ টাকা এবং ননএসি ভাড়া ৩৫০. আপনি প্রয়োজন অনুযায়ী টিকিট বুক করে ভ্রমণ করবেন.

  • এসি ৪০০ টাকা।
  • ননএসি ৩৫০ টাকা।

লালসবুজ পরিবহনের সকল কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নম্বর

লালসবুজ পরিবহনের সকল কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বার আপনারা আমাদেরকে নিবন্ধ থেকে প্রতিটি জেলার প্রতিটি কাউন্টারের তথ্য সংগ্রহ করতে পারবেন. আসুন তাহলে নিচে থেকে বিস্তারিত তথ্য জানা যাক.

ঢাকা জেলার কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার

ধরুন আপনি ঢাকা জেলার অধিবাসী ঢাকা থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চান. এজন্য আপনাকে ঢাকা জেলার কাউন্টার সমূহ সম্পর্কে অবগত থাকা দরকার. যদি আপনি কাউন্টারগুলোর ঠিকানা জানেন এবং যোগাযোগ নাম্বার জানেন তাহলে সহজেই কাউন্টারে যেতে পারবেন এবং যোগাযোগ নাম্বারে কল করে টিকিট বুক করতে পারবেন.

কাউন্টার নাম

ফোন

মিরপুর-১০ ও ১, কাউন্টার, ফোনঃ 01844-545369, 01844-545370.

 

আদাবর কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545373.

 

ঝিগালতা কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545374.

 

নীলক্ষেত কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545375.

 

আব্দুল্লাহপুর কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545363.

 

উত্তরা কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545364.

 

এয়ারপোর্ট কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545365.

 

নর্দা কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545366.

 

বাড্ডা কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545367.

 

শাহজাদপুর কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844545360.

 

মহাখালী বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা ফোনঃ 01844-545371.

 

ফার্মগেইট কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545372.

 

মানিকনগর কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545376.

 

গোলাপবাগ কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545377.

 

সায়েদাবাদ (2-3-3 নং) কাউন্টার, ফোনঃ 01844-545396, 01844-545380, 01844-545381.

 

হুজুর বাড়ী গেইট কাউন্টার, সায়েদাবাদ, ঢাকা জেলা, ফোনঃ 01844-545378.

 

শনিরআখড়া কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545382.

 

সাইনবোর্ড কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545383.

 

চিটাগং রোড কাউন্টার, ঢাকা, ফোনঃ 01844-545384
আরামবাগ কন্ট্রোল অফিস, ফোনঃ 01777-601481, 01777-601581, 01844-545351, 01844-545352.

 

গাজীপুর জেলার কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার

ধরুন আপনি গাজীপুর জেলার অধিবাসী এবং গাজীপুর থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চান সুতরাং আপনার যদি গাজীপুর জেলার সকল কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বার জানা থাকে তাহলে আপনি সহজেই সেখানে গিয়া টিকিট বুক করতে পারবেন এবং প্রমাণ করতে পারবেন.

কাউন্টার নাম

ফোন

টঙ্গী বাজার বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545362.

 

চেরাগ আলী বাজার বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01844-545361.

 

চট্টগ্রাম জেলার কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার

ধরুন আপনি এখন চট্টগ্রামে আছেন এবং চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে চান তাহলে আপনাকে যে কোন একটা কাউন্টারে যেতে হবে. কিন্তু আপনি জানেন না কাউন্টারগুলো কোথায়. তাহলে আপনার জার্নি করা কষ্টকর হবে. সুতরাং এজন্য আপনি যদি কাউন্টারগুলো চিনেন ও যোগাযোগ নাম্বার থাকে তাহলে সহজেই যোগাযোগ করতে পারবেন এবং টিকিট বুক করে ভ্রমণ করতে পারবেন.

কাউন্টার নাম

ফোন

দামপাড়া কাউন্টার, গরিবউল্লাহ শাহ মাজার গেইট, চট্টগ্রাম জেলা শহর ফোনঃ 01844-545313.

 

অলংকার মোড় কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর ফোনঃ 01844-545356.

 

একে খাঁন মোড় কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর ফোনঃ 01844-545314.

 

ভাটিয়ারী কাউন্টার, চট্টগ্রাম জেলা ফোনঃ 01844-545357.
সীতাকুণ্ড কাউন্টার, চট্টগ্রাম জেলা ফোনঃ 01844-545358.

নোয়াখালী  জেলার কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার

কক্সবাজার একটি পর্যটন এলাকা যেখানে লালসবুজ পরিবহনের কাউন্টার রয়েছে. কিন্তু আপনি জানেন না কাউন্টার গুলি কোথায় অবস্থিত. সুতরাং আপনি যদি আমাদের এই নিবন্ধে ভিজিট করে কাউন্টারের ঠিকানা বা যোগাযোগ নাম্বার সংগ্রহ করেন, তাহলে আপনি সহজে কাউন্টারগুলো খুঁজে পাবেন এবং টিকিট বুক করে ভ্রমণ করতে পারবেন.

কাউন্টার নাম

ফোন

সুগন্ধা গেস্ট হাউজ মোড় কাউন্টার, কক্সবাজার জেলা সদর, ফোনঃ 01844-545315.

 

নিটল রিসোর্ট সংলগ্ন কাউন্টার, কক্সবাজার জেলা সদর, ফোনঃ 01844-545316.

 

ডলফিন মোড় কাউন্টার, কক্সবাজার জেলা সদর, ফোনঃ 01844-545305.

 

পৌর বাস টার্মিনাল কাউন্টার, কক্সবাজার জেলা সদর, ফোনঃ 01844-545307, 01844-545313, 01844-545314.

 

লিংক রোড কাউন্টার, কক্সবাজার জেলা সদর, ফোনঃ 01844-545308.

 

রামু বাইপাস কাউন্টার, কক্সবাজার জেলা, ফোনঃ 01844-545338.

 

ঈদগাঁ কাউন্টার, কক্সবাজার জেলা, ফোনঃ 01844-545339.

 

লাল সবুজ  পরিবহনের গাড়ি নিয়মাবলী:

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
  • অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা

সর্বোপরি বলতে পারি যে লালসবুজ গাড়িটি একটি অতি পরিচিত ও জনপ্রিয় পরিবহন. এজন্য অধিকাংশ যাত্রী পরিবহনে ভ্রমণ করতে ইচ্ছুক. কাজেই আজ আমরা এই নিবন্ধে লালসবুজ পরিবহনের সমস্ত কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বার সংযুক্ত করেছে যাতে যাত্রীগণ সহজে কাউন্টার ঠিকানা খুঁজে পান ও যোগাযোগ নাম্বারে কল করে টিকিট বুক করতে পারেন.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button