মোবাইল ব্যাংকিং

আইবিবিএল এজেন্ট ব্যাংকিং পরিষেবা, হেল্পলাইন, সীমা, চার্জ, রাউটিং নম্বর, সুইফট কোড এবং লোগো

ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য এবং সর্বোচ্চ লেনদেনকারী ও সর্বোচ্চ গ্রাহক ব্যাংক. বাংলাদেশ ইসলামী ব্যাংকের অসংখ্য এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে যা প্রত্যন্ত অঞ্চলের জনগণকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পরিষেবা চালিয়ে যাচ্ছে. বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত হওয়ার পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ অসংখ্য এজেন্ট ব্যাংক একাউন্ট প্রদান করেছে যার মাধ্যমে অধিকাংশ গ্রাহক এজেন্ট ব্যাংকিং লেনদেনের আগ্রহ প্রকাশ করেছে এবং প্রতিনিয়ত এজেন্ট ব্যাংকিং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে.

ইসলামী ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র 15 জুলাই 2017 রোজ শনিবার পুরুলিয়া সাভারে উৎপাদনের মাধ্যমে শুরু হয় এবং বর্তমানে এর এজেন্ট ব্যাংকিং উল্লেখ রয়েছে পুরো দেশ জুড়ে বিস্তৃত. আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিষেবা, হেল্পলাইন নাম্বার, সীমা, লেনদেন চার্জ রাউটিং নাম্বার সুইফট কোড , লেগো.

লিঙ্কঃ ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং রাউটিং নাম্বার লেনদেন চাজ, লেনদেন সীমা

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কি

এজেন্ট ব্যাংকিং বলতে আমরা বুঝি ব্যাংকের পক্ষে ব্যাংকিং লেনদেন পরিচালিত এজেন্টের মাধ্যমে নিম্নবিত্ত জনগোষ্ঠীকে আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে কার্যক্রম. এটি কোন আউটলেট এর স্বত্বাধিকারী. শুধুমাত্র ব্যাংকিং পার্টনার হিসাবে কাজ করবে. আউটলেট এর ট্রেলার মোবাইল টেলিযোগাযোগ ডিভাইস বা কম্পিউটার সিস্টেম বা বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে আর্থিক সভা পরিচালনা করবে ব্যাংকের পক্ষে এজেন্ট ব্যাংকিং.

এজেন্ট ব্যাংকিং রাউটিং নাম্বার

এজেন্ট ব্যাংকিং রাউটিং নাম্বার বলতে আমরা বুঝি এটি একটি ব্যাংক অনন্য নাম্বার যা শাখা  ব্যাংক চিহ্নিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত. যে কোনো গ্রাহক রাউটিং নাম্বার দ্বারা লেনদেনের প্রতিটি শাখা বা ব্যাংকে শনাক্ত করতে পারে. আর এই রাউটিং নাম্বার টি শুধুমাত্র ব্যবহার করা হয় অনলাইনে লেনদেন এর জন্য. রাউটিং নাম্বার নয় ডিজিটের হয়. প্রথম 3-digit ব্যাংক কোড, পরে 2 ডিজিট জেলা কোড, তারপরে three-digit শাখা কোড এবং সর্বশেষ সংখ্যাটি চেক কোড.

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং রাউটিং নাম্বার হচ্ছে 1252706071

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং পরিষেবাসমূহ

  • ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং যেসব পরিষেবা প্রদান করে থাকে তা হচ্ছে-একাউন্ট খোলা
  • নগদ অর্থ গ্রহণ ও প্রদান বৈদেশিক রেমিটেন্স প্রদান তহবিল স্থানান্তর
  • ইউটিলিটি বিল সংগ্রহ প্রয়োজনীয়তা
  • তহবিল স্থানান্তর
  • ব্যালেন্স অনুসন্ধান
  • ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদন
  • ইন্টারনেট ব্যাংকিং
  • ক্লিয়ারিং চেক গ্রহণ
  • Pos মাধ্যমে টাকা উত্তোলন
  • এছাড়াও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো গ্রাহক সেবা

লিঙ্কঃ এজেন্ট ব্যাংকিং (ডিবিবিএল) স্কুল ব্যাংকিং একাউন্ট 

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং হেল্পলাইন নাম্বার

ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্বোচ্চ গ্রহণযোগ্য ও নিরাপদ ব্যাংকিং. আপনার যদি এজেন্ট ব্যাংকিং সম্পর্কে যেকোনো পণ্য ও পরিষেবা জানতে চান বা জানার আগ্রহ থাকে তাহলে আপনি এই হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন ১৬২৫৯ বা +৮৮০২৮৩৩১০৯০

কল সেন্টারে কল করুন ফ্রি নম্বর-০৯৬১১০১৬২৫৯

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং লেনদেন সীমা

  • নগদ আমানত এবং তহবিলে স্থানান্তরের জন্য কোন সীমা থাকবেনা
  • নগদ প্রত্যাহারের জন্য একাউন্টে প্রতিদিন লেনদেনের সীমা থাকবে ১০০০০০০ টাকা

এজেন্ট ব্যাংকিং লেনদেন চাজ

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর জন্য জমা, উত্তোলন ও তহবিল ট্রান্সফারের জন্য গ্রাহকের একাউন্ট থেকে নিম্নলিখিত হারে এবং ভ্যাট আদায় করা হবে.

জেলার মধ্যে লেনদেন চাজ থাকবে:

জমা বা উত্তোলন বা টাকা স্থানান্তর ক্ষেত্রে-

  • ২০০০ টাকা থেকে ২০০০০০ পর্যন্ত চার্জ হবে ১৫ টাকা.
  • ২০০০০০ টাকার ওপরে চার্জ হবে ১৫ + ০.২০/- পরবর্তী প্রতি হাজারে
  • সর্বাধিক অনলাইন চার্জ হবে-১৫০০/-

আন্তজেলার ক্ষেত্রে চার্জ হবে:

জমা বা উত্তোলন বা টাকা স্থানান্তর

  • ২,০০০ টাকা পর্যন্ত। 20,000.00 টাকা -20.00
  • Tk০০ টাকার উপরে 20,000.00 টাকা এর অংশের প্রতি হাজারের জন্য00 + 0.30
  • সর্বাধিক অনলাইন চার্জ 2,500.00

বিভাগীয় শহর অঞ্চলের মধ্যে:

নগদ আমানত / প্রত্যাহার/ স্থানান্তর পরিমাণ-চার্জ

  • ২,০০০ টাকা পর্যন্ত। 1, 00,000.00 -ফ্রি, তবে দিনে 2 (দুই) বারের বেশি নয়।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রধান কার্যালয়

আপনি যদি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর প্রধান কার্যালয়ে সাথে যোগাযোগ করতে চান বা চিঠি পাঠাতে চান বা সরাসরি যেতে চান তাহলে নিন্মক্ত ঠিকানায় যোগাযোগ করতে হবে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডেভেলপমেন্ট উইং, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, প্রধান কার্যালয়, ৩৯, দিলকুশা (চতুর্থ তলা), ঢাকা-১০০০।

মোবাইল: ০১৯৯৮ ৭০৭ ০৬৬

কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ নং:

  • স্থানীয় অফিস: (02) 9552897
  • বৈদেশিক এক্সচেঞ্জ শাখা- 9565756, 9569412, 9569413
  • বিদেশী রেমিট্যান্স পরিষেবা -7111081, 7112038, এবং 7117718 (গ্রাহক পরিষেবা: অতিরিক্ত 422, 416)
  • বিদেশী ব্যাংকিং বিভাগ- 9563040 (অতিরিক্ত: 301,317) সুইফট: 112
  • এটিএম কার্ড সমর্থন: 01713190693, 01729072890, 01729072891, 9830840, 9830844

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্দেশ্য ও লক্ষ্য:

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর কিছু উদ্দেশ্য লক্ষ্য রেখেই ব্যাংকিং সেবা পরিচালনা করছে. আর এই উদ্দেশ্য লক্ষ্য গুলো নিম্নে তুলে ধরা হলো:

  • প্রত্যন্ত অঞ্চলের বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা
  • ক্ষুদ্র সঞ্চয় সৃষ্টির মাধ্যমে বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে পুঁজি গঠনে সহায়তা করা
  • বিদেশি রেমিটেন্স যত দ্রুত সম্ভব ও সহজে প্রাপকের নিকট পৌঁছানো
  • গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে লেনদেনে সহায়তা করা ও সহজতর করা
  • সুবিধা ও পুঁজি বঞ্চিতদের অর্থায়নের মাধ্যমে তাদের আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ যারা এজেন্ট হতে পারবেন

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ যারা এজেন্ট হওয়ার যোগ্যতা রাখেন তাদের যোগ্যতা গুলি নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:

১. সমাজ কল্যাণ অধিদপ্তরে নিবন্ধিত এনজিও;

২. মাইক্রো-ক্রেডিট রেগুলেটরী অথরিটির আওতায় নিবন্ধিত ক্ষুদ্র বিনিয়ােগ প্রতিষ্ঠান;

৩. সােসাইটিজ রেজিষ্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ এর অধীনে নিবন্ধিত সমিতি;

৪. সমবায় সমিতি এ্যাক্ট ২০০১ এর আওতায় গঠিত সমবায় সমিতি;

৫. কোম্পানিজ এ্যাক্ট ১৯৯৪ এর অধীনে গঠিত এ নিবন্ধিত কোম্পানি;

৬. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ট্রেড লাইসেন্সধারী ব্যবসা প্রতিষ্ঠান;

৭. শাখা/ইউনিট আছে এমন সরকারি দপ্তর/কার্যালয়;

৮. স্থানীয় সরকারের শহর ও পল্লী অঞ্চলের কার্যালয় এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র;

৯. এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুপারিশকৃত বা অনুমােদিত যে কোন প্রতিষ্ঠান।

এজেন্ট হওয়ার নিয়মাবলীঃ

১। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে নিকটস্থ শাখায় জমা দিতে হবে।

২। শাখা প্রধান আবেদনপত্র যাচাই করে জোনাল অফিসের মাধ্যমে প্রধান কার্যালয়ে পাঠাবেন।

এজেন্ট ব্যাংকিং এর আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ অনুমতিপত্র

২. প্রতিষ্ঠানের গঠনতন্ত্র/ মেমোরেন্ডাম অব আর্টিকেল এন্ড এ্যাসোসিয়েশন/ অংশিদারী চুক্তিনামা

৩. প্রতিষ্ঠানের সর্বশেষ অডিটকৃত আর্থিক প্রতিবেদন (প্রযোজ্য)

৪. ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতিত অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং ব্যবসা পরিচালনা ও স্বাক্ষরকারী প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্তের রেজুলেশন

৫. TIN সার্টিফিকেট

৬. VAT রেজিস্ট্রেশন সার্টিফিকেট

৭. প্রতিষ্ঠানের হিসাব বিবরণীসহ Bank Solvency সার্টিফিকেট

৮. ইসলামী ব্যাংকে খোলা চলতি হিসাবের ১ পাতা স্টেটমেন্ট

৯. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট

১০. পুলিশ ক্লিয়ারেন্স (না হলে আবেদনকারীর ঘোষণাপত্র)

১১. CIB রিপোর্ট

১২. স্থানীয় গণ্যমান্য ২ জন ব্যক্তির লিখিত সুপারিশ

১৩. আবেদনকারীর ২ কপি ছবি

১৪. আবেদনকারীর শেষ শিক্ষাসনদ।

বিস্তারিত জানতে:

  • ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
  • অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৯
  • অথবা ৮৩৩১০৯০ (দেশ)/০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
  • ইমেইল: [email protected]
  • ওয়েবসাইটঃislamibankbd.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button