অনলাইন

জমির মৌজা থেকে দাগ বের করার নিয়ম | কিভাবে জমির মৌজা থেকে দাগ বের করবেন

জমি মানুষের অমূল্য সম্পদ এবং জমির সম্পর্কে অনেকেই ভালো বুঝেন না। তাই তারা বিভিন্নভাবে জমির দাগ খতিয়ান ও মৌজা থেকে দাগ বের করার জন্য জান। কিন্তু তাঁরা জানেন না কিভাবে জমির মৌজা থেকে দাগ বের করতে হয়। অনলাইনে ঘরে বসে আপনার ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার থেকে জমির মৌজা থেকে দাগ বের করা যায়। তাই আজ আমরা আপনাদের সাথে জমির মৌজাম্যাপ থেকে দাগ বের করার নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং আপনি খুব সহজে ঘরে বসে জমির মৌজা থেকে দাগ দূর করতে পারবেন।

আসুন কিভাবে জমির মৌজা থেকে দাগ বের করতে হয় তা জেনে নিন এবং আপনি নিজেই আপনার মোবাইল থেকে ঘরে বসে জমির মৌজা থেকে দাগ দের করার নিয়ম জানতে পারবেন। এজন্য আপনাকে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে।

জমির মৌজা কি

জমির মৌজা: জমির মৌজা সম্পর্কে প্রথমে জানব। জমির মৌজা বলতে বুঝায় যখন সিএস জরিপ করা হয় তখন থানাভিত্তিক এক বা একাধিক গ্রাম ইউনিয়ান পাড়া-মহল্লা আলাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়েছে। আর বিভক্ত কৃত এই প্রত্যেকটি এককে মৌজা বলে।

জমির দাগ নাম্বার কি

জমির দাগ নম্বর: জমির দাগ নাম্বার বলতে বুঝায় যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন মৌজা নকশা ভূমির সীমানা চিহ্নিত শনাক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়। আর এই নাম্বার কে দাগ নাম্বার বলে।

জমির মৌজাম্যাপ থেকে দাগ বের করার নিয়ম

কিভাবে আপনি জমির মৌজাম্যাপ থেকে দাগ বের করবেন তা জেনে নিন। আপনি জমির মৌজা ম্যাপ থেকে দাগ ও খতিয়ান বের করতে চাইলে প্রথমে আপনাকে এসিলেন্ট অফিসার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় তরুণ আপনি ঢাকা অফিসের ওয়েবসাইট প্রবেশ করেছেন। যখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনি দেখতে পাবেন বামপাশে অপশন সেখানে লেখা আছে। তারপর আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।

  • প্রথমে আপনাকে জমির মৌজা থেকে দাগ নাম্বার দেখুন
  • তারপর ওই অপশন এ ক্লিক করলে আপনি জমির মৌজা গুলির সিরিয়াল দেখতে পাবেন
  • এরপর আপনার কাংখিত মৌজা টি সিলেক্ট করুন
  • পর্যায় ক্রমে দাগ নাম্বার এবং মৌজা গুলি দেওয়া আছে দেখুন।
  • তারপর আপনার কাঙ্খিত মৌজা (সিট) নাম্বার এ ক্লিক করুন অর্থাৎ আপনার জমিটা সিটি এর মধ্যে আছে।
  • এভাবে আপনি আপনার মৌজা থেকে আপনার দাগ নাম্বার বের করতে পারবেন এবং পরবর্তীতে আপনার দাগ নাম্বার থেকে মালিকের নাম বের করতে পারবেন।

মৌজা ম্যাপ কি?

ভুমি জরিপকালে এক একটি উপজেলাকে কতগুলো ক্ষুদ্র ক্ষদ্র ভাগে ভাগ করা হয়। এর এক একটি ক্ষুদ্র ভাগকে একটি মৌজা বলা হয়। কখনও কখনও একটি গ্রাম একটি মৌজায় অন্তর্ভুক্ত থাকে, আবার কখনও একটি মৌজায় একাধিক গ্রাম থাকে। ‘ভূমি জরিপ’ পদ্ধতিতে প্রতিটি উপজেলার ভূন্ডকে সুনির্দিষ্ট কিছু অংশে ভাগ করে প্রতিটি অংশকে নাম দেওয়া হয় মৌজা। ‘মৌজা’ হলো জরিপের একক। মৌজায় কি পরিমাণ ভূমি অন্তর্ভুক্ত থাকবে তার কোন বিধিবদ্ধ নিয়ম না থাকলেও কমপক্ষে ২০০ একরের ঊর্ধ্বের ভূমি নিয়ে

মৌজা ম্যাপ ডাউনলোড করার লিংক

আপনি যদি মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান তাহলে নিচের লিংকে প্রবেশ করুন এবং আপনি মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন।www.land.gov.bd

বর্তমান সময়ে বাংলাদেশ সরকার ডিজিটাল করার জন্য ভূমির কাজগুলো অনলাইনে আস্তে আস্তে সংযুক্ত করেছে। জনগণের সুবিধার্থে ভূমির দাগ নম্বর খতিয়ান নাম্বার মৌজা সহ সমস্ত কার্যক্রম অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন। তবে এখনও বাংলাদেশের পুরো জমি সংক্রান্ত কাজগুলো অনলাইনে দেখা যাচ্ছে না ।তবে এ বিষয়ে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

উপরোক্ত নিয়মে আপনি জমির মৌজা থেকে আপনার দাগ নাম্বার বের করতে পারবেন। তাছাড়া জমি সংক্রান্ত আরও অনেক পোস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে সেগুলো থেকে আপনি অনেক নিয়ম জানতে পারবেন।

উপরোক্ত আলোচনা থেকে পরিশেষে নিঃসন্দেহে বলা যায় যে জমির মৌজা থেকে দাগ নাম্বার এবং জমির দাঁত থেকে মালিকের নাম্বার বের করতে গেলে অবশ্যই আপনার কি ভূমি অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী দাগ খতিয়ান বা মালিকানা দেখতে পাবেন। তবে ভূমি অফিসের ওয়েবসাইট এর সবগুলো তথ্য এখনো পুরো হালনাগাদ করা হয়নি। তবে খুব শিগগিরই বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার সকল মৌজার এবং ইউনিয়নের সকল তথ্য ওয়েবসাইটে সংযুক্ত করা হবে এবং দেখতে পাবেন। এজন্য জমি সংক্রান্ত সকল তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিয়মিত ভিজিট করুন

Related Articles

Back to top button