ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়ার্টার ফাইনালের সময়সূচি ও পিকচার বাংলাদেশ
কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরু হয় ২০ শে নভেম্বর ২০২২ থেকে এবং শেষ হবেই ১৮ ডিসেম্বর ২০২২। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 18 ডিসেম্বর ২০২২। বিশ্বের প্রতিটি ফুটবল ভক্তরাই খেলা অগ্রসরিত দেখছেন এবং প্রত্যেকটি ম্যাচ দেখার অপেক্ষা করেছেন। আবার অনেকেই প্রতিটি ম্যাচের সময়সূচি এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের সময়সূচি ও ফিক্সার, তারিখ ও বাংলাদেশের ফলাফল সহ বিস্তারিত অনুসন্ধান করেছেন।
সুতরাং আজ আমরা ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ বাংলাদেশ সময়সূচি, পয়েন্ট টেবিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলার তারিখ ও দেশের নাম সব বিস্তারিত প্রদান করব।
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ বাংলাদেশ সময়সূচি
২০২২ শুরু হয় এবং ফাইনাল খেলা শুরু হবে ১৮ ডিসেম্বর। আগামী কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল সহ ফাইনাল খেলার সময়সূচী দেখতে নিচে চোখ রাখুন।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ বাংলাদেশ সময়সূচি
আগামী নাই ডিসেম্বর ব্রাজিলের সাথে ক্রোয়েশিয়ার খেলা বাংলাদেশ সময়সূচীর রাত ৯ টা অনুষ্ঠিত হবে।
- 09-ডিসেম্বর-22 : ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া রাত 9:00 টায়
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচ বাংলাদেশ সময়সূচি
বাংলাদেশ সময়সূচী অনুযায়ী আগামী ১০ শে ডিসেম্বর ২০২২ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের খেলার অনুষ্ঠিত হবে।
- 10-ডিসেম্বর-22 : আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস 1:00 AM
কোয়াটার ফাইনাল ম্যাচের সময়সূচি বাংলাদেশ
কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল খেলা আটটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে যেমন: ব্রাজিল, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, নেদারল্যান্ড, পর্তুগাল, মরক্কো, ফ্রান্স ও ইংল্যান্ড।
তারিখ | টীম | সময় |
০৯–ডিসেম্বর–২২ | ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া | রাত 9 ঃ 00 টা |
১০–ডিসেম্বর–২২ | আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস | 1 ঃ 00 সকাল |
১০–ডিসেম্বর–২২ | পর্তুগাল বনাম মরক্কো | রাত 9 ঃ 00 টা |
11-ডিসেম্বর-22 | ফ্রান্স বনাম ইংল্যান্ড | 1 ঃ 00 সকাল |
বিশ্বকাপ ফুটবল ২০২২ কোয়ার্টার ফাইনালে ফিক্সচার ছবি
নিচে বিশ্বকাপ ফুটবল কোয়ার্টার ফাইনালে যে আটটি দেশ খেলবে তাদের প্রত্যেকটি দেশের নাম এবং বাংলাদেশের সময়সূচী চিত্রের সাথে তুলে ধরা হলো।
বিশ্বকাপ ফুটবল সেমিফাইনাল বাংলাদেশ সময়সূচী
বিশ্বকাপ ফুটবলে আটটি দেশের মধ্যে চারটি দেশ সেমিফাইনালে খেলবেন। এই সেমিফাইনালে চারটি দেশ ১৪ ডিসেম্বর ২০২২ এবং ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে খেলবেন। ১৪ তারিখে দুইটি দেশ খেলবেন বাংলাদেশ সময়সূচী সকাল দশটায়। ১৫ তারিখে দুইটি টেস্ট সেমিফাইনালে খেলবেন বাংলাদেশ সময়সূচি সকাল দশটায়।
তারিখ | ফিক্সচার | সময় |
১৪-ডিসেম্বর-২২ | W57 বনাম W58 | সকাল- ১০.০০ |
15-ডিসেম্বর-22 | W59 বনাম W60 | সকাল- ১০.০০ |
বিশ্বকাপ ফুটবল ২০২২ তৃতীয় ম্যাচ নির্ধারণী সময়সূচী
কাতার বিশ্বকাপ ফুটবলে নির্ধারণে হবে ১৭ ডিসেম্বর ২০২২ এবং বাংলাদেশ সময়সূচী রাত ৯ টায়।
ম্যাচ | তারিখ | ফিক্সচার |
63 | 17-ডিসেম্বর-22 | L61 বনাম L62 |
কাতার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা বাংলাদেশ সময়সূচি
বাংলাদেশ সময়সূচী অনুযায়ী কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে–১৮ ডিসেম্বর ২০২২। খেলাটি সরাসরি সম্প্রচার করবে কাতারের লুসাইল স্টেডিয়ামে। ফাইনাল খেলা যদি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়সূচি রাত 9 টায়।
ম্যাচ | তারিখ | ফিক্সচার |
64 | 18-ডিসেম্বর-22 | W61 বনাম W62 |