মোবাইল ব্যাংকিং

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন

আজ আমরা এই নিবন্ধে বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানাবো পদ্ধতি সমূহ. পূর্বে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য বিভিন্ন ব্যাংকের লাইনে থেকে পরিশোধ করতে হতো কিন্তু সেই অসুবিধা গুলো আজ দূরীকরণ করে বিকাশ নিয়ে এসেছে নতুন পদ্ধতিতে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম বা পদ্ধতি.কিন্তু অনেকেই জানেনা কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়. আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি চান যে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে তাহলে আপনি পারবেন এবং কিভাবে করবেন তা আমরা নিচে ধারাবাহিকভাবে তুলে ধরেছি.

লিঙ্কঃ বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম বা কিভাবে পরিশোধ করবেন

বিদ্যুৎ বিল পরিশোধ করার ধাপ-১:

প্রথমে আপনি আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপস প্রবেশ করুন এবং নিজের বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে একাউন্ট এ লগিন করুন. তারপর আপনি আপনার হোমপেজে চলে আসবেন এবং লগইন করার পরে হোমপেজে “পে বিল” অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন.

বিদ্যুৎ বিল পরিশোধ করার ধাপ- 2:

বিকাশ এপস লগিন করার পর আপনি হোমপেজে বিভিন্ন আইকন দেখতে পাবেন সেখান থেকে “পে বিল” আইকন টি সিলেক্ট করুন এবং ক্লিক করুন.

বিদ্যুৎ বিল পরিশোধ করার ধাপ- 3:

পরবর্তীতে পেজে আপনি কি ধরনের বিল পে করবেন তা জানতে চাইবে যেমন: গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি. আপনি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে বিদ্যুৎ বিল অপশনটি সিলেক্ট করুন. তারপর বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির নাম দেখতে পাবেন. সেখান থেকেই আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তা সিলেক্ট করুন এবং পল্লী বিদ্যুৎ ব্যবহার করে যদি থাকেন তা পল্লী বিদ্যুতের প্রি-পেইড অপশন সিলেক্ট করুন.
তবে উল্লখ্য যে, পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড এবং প্রিপেইড দুইটি অপশন পেয়ে যাবেন. প্রিপেড বলতে বুঝায় যারা কার্ড দিয়ে রিচার্জ করে থাকে তাদের জন্য প্রিপেড প্ল্যান প্রযোজ্য হবে এবং পোষ্টপেইড বলতে বোঝায় প্রতি মাসের শেষে বিল প্রদান করে থাকে অর্থাৎ আগে বিদ্যুৎ বিল ব্যবহার করে পরে বিল প্রদান করে.

লিঙ্কঃ বিকাশ কাস্টমার কেয়ার নম্বর ও ঠিকানা

বিদ্যুৎ বিল পরিশোধ করার ধাপ 4:

১. আপনি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে আপনাকে পোষ্টপেইড অপশন সিলেক্ট করতে হবে এবং একটি পেজ আসবে এবং সেখানে বিদ্যুৎ বিলের মাস, এস এম এস নং দিয়ে “বিল পে” করতে হবে.

২. তারপর পরবর্তী স্টেপে মাস ও সাল দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনি কোন মাসের বিল পে করতে চান তা বেছে নিন
৩. এরপর ভবিষ্যতে পুনরায় বিল পরিশোধ করার জন্য একটি বক্স পাবেন টিক দিয়ে রাখুন. যার ফলে আপনাকে বারবার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার লেখার প্রয়োজন হবে না.

৫. তারপর একটি পেজ পাবেন সেখানে আপনার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিক থাকে তাহলে নিজের বিদ্যুৎ বিলের সব তথ্য দেখতে পাবেন. তাছাড়াও আপনার বিদ্যুৎ এবং আপনার বিকাশ ব্যালেন্স সহ সবকিছু দেখতে পাবেন

লিঙ্কঃ বিকাশ মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা ও লেনদেন চার্জ

বিদ্যুৎ বিল পরিশোধ করার ধাপ 5:
তার পরের পেজে আসার পর আপনাকে শুধু বিল পেমেন্ট করতে এবং বিকাশ পিন নাম্বারটা দিতে হবে. তারপরে আরো ট্যাপ করে নিন. শেষ পর্যায়ে বিদ্যুৎ বিল কনফার্ম করার জন্য একটি পপ-আপ উইন্ডো চলে আসবে সেখানে পে বিল করার জন্য টেপ করে ধরে রাখুন এবং সেখানে যা লেখা আছে অনুসরণ করুন. তারপর আপনার বিদ্যুৎ বিল টি সম্পূর্ণ প্রস্তুত হবে.

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

(সরাসরি *247# ডায়াল করে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম)

  • প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
  • তারপর ম্যানু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
  • তারপর Electricity (৩) সিলেক্ট করুন।
  • এরপর Palli Bidyut (৪) সিলেক্ট করুন।
  • তারপর Make Payment (৫) সিলেক্ট করুন।
  • ১ চেপে একাউন্ট নাম্বার প্রবেশ করুন।
  • পল্লিবিদূত বিলে উল্লেখিত ‍এসএমএস নিাম্বারটি দেন।
  • বিলের মাস ও বছর দিন।
  • পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
  • Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।

উল্লেখ যে, এখন আপনার Mobile ফোনে দুইটা SMS আসবে। প্রথমটি আপনার Request গ্রহণ করা হয়েছে তা জানাবে এবং দ্বিতীয়টিতে আপনার bill পরিশোধ সম্পন্ন হয়েছে জানিয়ে একটি TRX ID লেখা থাকবে। এখন আপনি সেই TRX ID নাম্বারটি আপনার সেই মাসের বিলের উপর Bill পরিশোধের তারিখ সহ লিখে রাখুন।

একজন Bkash গ্রাহক এক মাসে সর্বোচ্চ পাঁচবার পল্লী বিদ্যুৎ Bill প্রদান করতে পারবেন। এসএমএস একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার Bill copy কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে Pay bill ট্রানজেকশন করতে পারবেন।

লিঙ্কঃ বিকাশ পেমেন্ট অফার

নিচের চিত্রের সাহায্যে দেখানো হলো

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল বিকাশ করবেন

আপনি যদি আপনার পরিবার বা পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ একাউন্টের মাধ্যমে পরিশোধ করতে চান তাহলে আপনাকে বিল পরিষদের পদ্ধতিটি পুরোপুরি জানতে হবে.

প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন. তারপর বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন.

  • বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন
  • বিদ্যুৎ ট্যাগ করে পল্লীবিদুৎ পোষ্টপেইড সিলেক্ট করুন
  • এবার বিলের সময়সীমা এবং এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন. তবে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করে রাখুন.
  • তারপর বিলের মাস ও বছর দিয়ে পরের স্কিনে যেতে ট্যাপ করুন
  • এবার আপনি আপনার বিকাশ একাউন্টের পি ন নাম্বারটা দিন
  • “পে বিল” সম্পন্ন করতে নিচের স্কিন এর নিচের অংশটা করে ধরে রাখুন.
  • যখন “পে বিল” সম্পন্ন হবে তখন একটি কনফার্মেশন মেসেজ পাবেন.
  • আপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট
  • কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ করবেন

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ করবেন

  • প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন. তারপর বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন.
  • বিদ্যুৎ টেপ করে পল্লী বিদ্যুৎ (প্রিপেইড) সিলেক্ট করুন.
  • বিল অ্যাকাউন্ট নাম্বার ও কন্টাক নাম্বার দিন. তবে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট নম্বরটি সেভ করে রাখুন.
  • এবার বিলের পরিমান দিন.
  • তারপর বিলের তথ্য চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন.
  • এবার আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার প্রবেশ করুন
  • “পে বিল”সম্পন্ন করতেন স্কিনের নিচের অংশটা ট্যাপ করে ধরে রাখুন
  • “পে বিল” সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন
  • তবে অ্যাপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট

কিভাবে *247# ডায়াল করে উপরের পল্লীবিদ্যুৎ বিল চেক করবেন


বিদ্যুৎ বিলের সার্ভিস চার্জ

বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল প্রিপেইড ও পোস্ট পেড পেমেন্ট করা যায়. তবে বিলের চাজ বিলের পরিমাণের উপর নির্ভর করে. এজন্য আপনাকে বিল পরিমাণ উপর চার্জ পরিশোধ করতে হবে. নিচে বিদ্যুৎ বিলের পূর্ণাঙ্গ চার্জ বিস্তারিতভাবে নিচে তুলে ধরেছি.

Related Articles

Back to top button