হোটেল

কক্সবাজারের কোন হোটেলের ভাড়া কত?

আজকের আলোচনা কক্সবাজারের যতগুলি হোটেল রয়েছে তার মধ্যে কোন কোন হোটেলের ভাড়া কত?. কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন রাজধানী. কারণ সেখানে রয়েছি সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র. কক্সবাজারের সমুদ্রের পানির ঢাল ঢেউ এবং পানির সৌন্দর্য সকাল বিকাল দেখতে কার না ভালো লাগে. অপরূপ সৌন্দর্যের পর্যটন এলাকা কক্সবাজার. প্রকৃতির অসংখ্য দেশি ও বিদেশী পর্যটক এখানে ভিড় জমান অপরূপ সৌন্দর্যের কারণে. আর এই সকল পর্যটকদের সেখানে অবস্থান করতে হয়.

সুতরাং এজন্য অনেক পর্যটক রয়েছে যারা কক্সবাজারে সকল হোটেলের ভাড়া কত তা জানতে চান এবং google অনুসন্ধান করেন। আবার অনেক পর্যটক রয়েছেন যারা হোটেল গুলির ভাড়া জানতে চান এবং বুকিং করতে চান।

কক্সবাজারের কোন হোটেলের ভাড়া কত

>>>রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট: বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানী বিচে গড়ে তোলা হয়েছে ফাইভ স্টার হোটেলটি। সেখানে থাকতে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে ১২ হাজার থেকে ১ লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত। মোবাইল: ০১৯৭০৬৬০০৬৬।

>>>সায়মন বিচ রিসোর্ট: প্রতি রাতের জন্য রুম ভাড়া ১০৫০০ থেকে ৪৪,০০০ টাকা পর্যন্ত। এটি কলাতলী মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। মোবাইল: ০১৭৫৫৬৯১৯১৭।

>>>লং বিচ হোটেল: কলাতলীতে অবস্থিত এই হোটেলে থাকতে হলে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে ৬৫০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। মোবাইল: ০১৭৫৫৬৬০০৫১।

>>>ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট: কলাতলীর হোটেল মোটেল জোনের এই হোটেলটির প্রতি রাতের জন্য রুম ভাড়া ৮০০০ থেকে ১৭০০০ টাকা পর্যন্ত। মোবাইল: ০১৯৩৮৮৪৬৭৬১।

>>>সীগাল হোটেল: এটি ‍সুগন্ধা পয়েন্টে অবস্থিত। প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে ৫৫০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। মোবাইল: ০১৭৬৬৬৬৬৫৩০।

>>>হোটেল দ্য কক্স টুডে: প্রতি রাতের জন্য রুম ভাড়া ৭৫০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত। এটি কলাতলী রোডে অবস্থিত। মোবাইল: ০১৭৫৫৫৯৮৪৪৯।

>>>হোটেল সী প্যালেস: কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ৩ কিলোমিটার দুরে অবস্থিত এই হোটেলের প্রতিরাতের ভাড়া ৩ হাজার পাঁচশত থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত। মোবাইল: ০১৭১৪৬৫২২২৭।

>>>প্রাসাদ প্যারাডাইস: নিউ বীচ রোডে অবস্থিত এই হোটেলে থাকতে প্রতিরাতে খরচ হবে সর্বনিম্ন ৪,৫০০টাকা। যোগাযোগ: ০১৫৫৬৩৪৭৭১১।

>>>হোটেল সী ক্রাউন: মেরিন ড্রাইভ রোডের এই হোটেলের ভাড়া ৪০০০ থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত। মোবাইল: ০১৮৩৩৩৩১৭০৩।

>>>হোটেল সী ওয়ার্ল্ড: প্রতি রাতের ভাড়া ২৫০০ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত। হোটেলটি লাবনী পয়েন্টে অবস্থিত। মোবাইল: ০১৯৩৮৮১৭৫০১।

>>>সার্ফ ক্লাব রিসোর্ট: প্রতি রাতের জন্য রুম ভাড়া ৬০০০ টাকা। যোগাযোগ: ০১৭৭৭৭৮৬২৩২।

>>>হোটেল সী কক্স: প্রতি রাতের জন্য ভাড়া ৩০০০ থেকে শুরু করে ৮,০০০ টাকা পর্যন্ত। মোবাইল: ০১৮৪০৪৭৭৭০৭।

>>>মোটেল লাবনী: লাবনী পয়েন্টে অবস্থিত এই হোটেলের ভাড়া এক হাজার থেকে ৫৫০০ টাকা। মোবাইল: ০১৮১৫৪৬৯১১৩।

>>>মোটেল প্রবাল: ৫০০ থেকে ২৫০০ টাকায় থাকতে পারেন এই মোটেলে। যোগাযোগ: ০৩৪১-৬২১১।

কক্সবাজার হোটেলের সুবিধা সমূহ

কক্সবাজার একটি পর্যটন এলাকা এবং এই পর্যটন এলাকা গুলোতে অসংখ্য হোটেল রয়েছে যেগুলো ভাড়া প্রদান করে থাকেন। আর এই সকল হোটেলগুলোতে পর্যটকদের জন্য অনেক সুবিধা প্রদান করা হয় যাতে পর্যটকরা আরাম আইসি সেখানে থাকতে পারেন এবং সুবিধা ভোগ করতে পারেন.

  • বার
  • রেন্টাল কার
  • ফ্রি ওয়াই-ফাই
  • সংবাদপত্র
  • কারেন্সি এক্সচ্যাঞ্জ
  • বিজনেস সেন্টার
  • কনফারেন্স এবং ব্যানকুইট হল
  • লকার
  • লন্ড্রি
  • পাঁচটি বিশ্বম্নানের রেস্তোরাঁ
  • ২৪ ঘণ্টা রুম সার্ভিস
  • ১ফ্রি পার্কিং
  • লাগেজ রুম
  • এয়ারপোর্ট ট্রান্সপোর্ট
  • বিমান এবং বাসের টিকেটিং সুবিধা
  • প্রাইভেট বীচ

কক্সবাজার হোটেলের রুম সার্ভিস সুবিধা সহ

বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা কক্সবাজার এবং এই কক্সবাজারকে পর্যটন রাজধানী বলা হয়ে থাকে। এজন্য হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের আরাম এবং শান্তিতে থাকার জন্য কতগুলো রুম সার্ভিস প্রদান করেন আর এই সকল রুম সার্ভিস:

  • সেন্ট্রাল এয়ার কন্ডিশনড
  • ঠাণ্ডা এবং গরম পানির সুব্যবস্থা
  • ৪৮টি চ্যানেলসহ ক্যাবল নেটওয়ার্ক সংযুক্ত টিভি
  • টেবিল ল্যাম্পসহ কাজ করার টেবিল
  • হাই স্পীড ইন্টারনেট কানেকশন
  • রুম সেফটি (স্যুইটের জন্য প্রযোজ্য)
  • জরুরী প্রয়োজনে ডাক্তার
  • মিনি বার
  • আইডিডি টেলিফোন

Related Articles

Back to top button