Uncategorized

জন্ম নিবন্ধন যাচাই । জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন যাচাই ও ডাউনলোড: অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করা যায় তা নিয়ে আজকের আলোচনার বিষয়. যারা অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেনা বা চায় তাদের জন্য এই পোস্টটি প্রযোজ্য. আসুন আমরা অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় তা আপনাদের জানাবো. শুধু তাই নয় অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ও অনলাইন কঁপি ডাউনলোড এ নিয়ে বিস্তারিত আলোচনা.

জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই লিংক (bris.lgd.gov.bd)অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই খুব সহজ কিন্তু আপনি যদি এটা শিখতে চান বা জানতে চান তাহলে আপনার জন্ম নিবন্ধন নাম্বার জন্ম ও তারিখ জানাতে হবে তাহলে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম । জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

অনলাইনে জন্ম নিবন্ধন চেক বা যাচাই করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারের অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা online Bris ওয়েবসাইটে প্রবেশ করতে হবে. অনলাইনে প্রবেশ করার পরে নিচের মত করে একটা পেজ চলে আসবে. তখন আপনাকে একজন চিহ্নিত ঘরে জন্ম নিবন্ধন 17 ডিজিটের নাম্বারটি প্রবেশ করতে হবে এবং 2 নং চিহ্নিত ঘরে ওই ব্যক্তির জন্ম তারিখ প্রবেশ করাতে হবে. তারপর varify এ ক্লিক করতে হবে. উপরের চিত্রের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি যে কিভাবে 17 ডিজিটের জন্ম সনদ নাম্বার ও জন্মতারিখ প্রবেশ করতে হবে.

তবে মনে রাখতে হবে অনলাইনে জন্ম সনদ উল্টাপাশে থেকে লিখতে হয় যেমন প্রথমে যেমন প্রথমে বছর আসবে, তারপর মাস, তারপরে দিন তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভেরিফাই এ ক্লিক করতে হবে তারপর নিচের চিত্রটি আসবে. এখন আপনারা উপরের চিত্রটি দেখতে পেয়েছেন যে জন্ম সনদ যাচাই করা হলে এইভাবে উপরের চিত্রের তথ্যগুলো চলে আসে. তবে বর্তমানে জন্ম সনদ অনলাইনে যাচাই করার পর উপরের তথ্যের মত আর চিত্র আসেনা. বর্তমানে জন্ম সনদ যাচাই করা হলে নিচে একটি চিত্র প্রদান করা হলো সেটি যাচাই করার পর অনলাইনে আসে.

বিশেষ দ্রষ্টব্য:  মনে রাখতে হবে যে অনলাইনে জন্ম সনদ যাচাই এর সময় 17 ডিজিটের জন্ম সনদ নাম্বার ও জন্মতারিখ বসানোর পর যদি সাকসেসফুল ভাবে চিত্রটি না আসে তবে মনে রাখতে হবে সঠিক জন্ম সমান নয়.

কিভাবে অনলাইন থেকে জন্ম সনদ ডাউনলোড করবেন

আপনি প্রথমে জন্ম সনদ যাচাই প্রক্রিয়া অবলম্বন করবেন এবং জন্ম সনদ ও জন্ম তারিখ নাম্বার বসাবেন. উপরের মত যে চিত্রটি আসবে সে চিত্রটি কমান্ড করে জন্ম সনদ ডাউনলোড করতে পারবেন. এটাই ডাউনলোড করার প্রসেস. তবে মনে রাখবেন এই প্রসেস ছাড়া আর অন্য কোন প্রসেস এ জন্ম সনদ ডাউনলোড করা যায় না.

Related Articles

Back to top button