আলজেরিয়া রমজানের রোজা সেহরি ও ইফতারের সময়সূচী 2025
আলজেরিয়া বিশ্বের মধ্যে অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সম্বলিত একটি মুসলিম কান্ট্রি যেখানে চার কোটি 16 লাখ 57 হাজার 885 জন জনসংখ্যার বাস তার মধ্যে 4 লাখ 12 হাজার 40 হাজার 613 জন মুসলিম। যার মোট জনসংখ্যার 99 পার্সেন্ট মুসলিম। এজন্য ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের প্রতি বছর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সহীহ শুদ্ধভাবে রোজা পালনের জন্য 30 দিনের ক্যালেন্ডার সম্বলিত সময়সূচী জানতে চান এবং অনুসন্ধান করেন। মুসলমানদের সুবিধার্থে আজ আমরা পুরো মাসের ক্যালেন্ডার সহ বিস্তারিত সময়সূচী ও সেহেরী ও ইফতারের নিয়মাবলী রোজার নিয়ত সহ বিস্তারিত তথ্য তাদের জ্ঞাতার্থে সংযুক্ত করেছে।
আলজেরিয়া রমজানের রোজা কখন শুরু হবে
আলজেরিয়ার রমজান শুরু হবে 12 March, 2024 থেকে। আলজেরিয়া ধর্মপ্রাণ মুসলিম নিধন পয়লা এপ্রিল থেকে ঋণ গ্রহণ করবে এবং তাদের প্রথম রোজা শুরু হবে।
আলজেরিয়া রমজানের সেহরি ইফতারের সময়সূচি 2024
আলজেরিয়া ধর্মপ্রাণ মুসলমানরা যেহেতু 30 দিন সময় সূচি সম্মেলন করে থাকেন এজন্য আমরা আমাদের এই পার্টির পেলে আলজেরিয়া জনগণ এর সময়সূচী সম্প্রতি একটি ক্যালেন্ডার সংযুক্ত করেছি যাতে তারা সহজে ডাউনলোড করতে পারেন.
বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গদাম মিন শাহরি রমাদ্বানাল মু
রমজান সময়সূচী 2024 আলজেরিয়া
শহর | সেহর | ইফতার |
---|---|---|
আলজিয়ার্স | 05:30 AM | 06:53 PM |
বাটনা | 05:18 AM | 06:41 PM |
কনস্টানটাইন | 05:16 AM | 06:39 PM |
ওরান | 05:45 AM | 07:08 PM |
বেজাইয়া | 05:21 AM | 06:45 PM |
সিদি বেল অ্যাবেস | 05:46 AM | 07:08 PM |
আনাবা | 05:11 AM | 06:34 PM |
বউমারদাস | 05:28 AM | 06:51 PM |
ইচ চেত্তিয়া | 05:37 AM | 07:00 PM |
বাব ইজ্জুয়ার | 05:29 AM | 06:52 PM |
রোজার নিয়ত
বারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম।
অর্থ: আয় আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ-এর ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা , সর্বজ্ঞাত।
ইফতারের দোয়া
বাংলায় উচ্চারণ: (আল্লাহুম্মা সুমতু লাকা, ওয়া তাওআক্কালতু আ‘লা রিঝক্বিকা, ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রহিমীন)
অর্থ: আয় আল্লাহ পাক! আমি আপনারই সন্তুষ্টির জন্য রোযা রেখেছি এবং আপনারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।
রোজা ভঙ্গের কারণ সমুহ
- ইচ্ছাকৃত পানাহার করলে।
- স্ত্রী সহবাস করলে ।
- কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।
- ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
- নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
- জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
- ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
- কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
- সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
- পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
- দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
- ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
- মুখ ভর্তি বমি গিলে ফেললে ।
- রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে।
- মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর নিদ্রা হতে জাগরিত হওয়া এ অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে।