শিক্ষা

১৯তম ষষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিকতা বিষয়ে অ্যাসাইনমেন্ট সিলেবাস ও উত্তরপত্র ২০২১

ইসলাম ও নৈতিকতা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সিলেবাস প্রকাশিত: উনিশতম সপ্তাহের এসাইনমেন্ট সিলেবাস ষষ্ঠ শ্রেণির ইসলামে ও নৈতিকতা বিষয়ে এসাইনমেন্ট সিলেবাস প্রকাশ করেছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে. যারা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই সিলেবাস টি সংগ্রহ করতে হবে. কিন্তু সিলেবাসটি অফিস অফিশিয়াল ওয়েবসাইট থেকে যারা এখনো সংগ্রহ করতে পারেননি তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং খুব সহজে সিলেবাস টি ডাউনলোড করুন এবং সংগ্রহ করুন

আসুন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আমরা আপনাদের জন্য ১৯তম সপ্তাহে ইসলাম ও নৈতিকতা বিষয়ে এসাইনমেন্ট সিলেবাস আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করেছি এবং এখান থেকে সহজেই সংগ্রহ করুন. তাছাড়াও ইসলাম ও নৈতিকতা বিশ্বের প্রতিটি প্রশ্নের উত্তরপত্র আমরা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করব এখান থেকে সংগ্রহ করে একটি মানসম্মত এসাইনমেন্ট তৈরি শ্রেণি শিক্ষকের কাছে জমা দিন.

ছেক করুনঃ ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সিলেবাস ২০২১ পিডিএফ ডাউনলোড ৬, ৭, ৮ এবং ৯

১৯তম ষষ্ঠ শ্রেণিএসাইনমেন্ট বিজ্ঞপ্তি ২০২১

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উনিশতম সপ্তাহের এসাইনমেন্ট তৈরি করার জন্য ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তর তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরকে এই সপ্তাহের মধ্যে এসাইনমেন্ট তৈরি করতে হবে. এজন্য আমরা বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করেছি শিক্ষার্থীরা এখান থেকে ডাউনলোড করুন.

ইসলাম ও নৈতিকতা বিষয়ে এসাইনমেন্ট সিলেবাস ১৯তম সপ্তাহ

আপনি কি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী?. আপনি কি ইসলাম ও নৈতিকতা বিষয়ে অ্যাসাইনমেন্ট সিলেবাস সংগ্রহ করেছেন?. যদি না করে থাকেন তাহলে আমাদের এই সাইট এ প্রবেশ করুন এবং এসাইনমেন্ট সিলেবাসটি ডাউনলোড করুন. কারণ এই এসাইনমেন্ট সিলেবাস টি সংগ্রহ করে এবং এর ভিত্তিতে তৈরি করতে হবে এবং শিক্ষকের কাছে জমা দিতে হবে.

যদি কোনো শিক্ষার্থী জমা দিতে না পারেন তাদেরকে অবশ্যই পরবর্তী ক্লাস উত্তোলনের মূল্যায়ন থেকে বঞ্চিত হবেন তা ব্যর্থ হবেন. আসুন শিক্ষার্থী বন্ধুরা সিলেবাস টি সংগ্রহ করুন. তাছাড়া আমাদের উত্তরপত্র এই ওয়েবসাইটে সংযুক্ত থাকবে এখান থেকে এসাইনমেন্ট তৈরি সহযোগিতা নিন.

সর্বোপরি বলতে পারি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা অধিদপ্তর এই সপ্তাহের এসাইনমেন্ট সিলেবাস প্রকাশ করেছেন. আপনি যদি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার প্রধান কাজ আছে প্রথমে সিলেবাসটি সংগ্রহ করা এবং সিলেবাস ভিত্তিক এসাইনমেন্ট তৈরি করা. সুতরাং আমরা আমাদের এই সাইটে সিলেবাস টি সংযুক্ত করেছিএখান থেকে সংগ্রহ করুন এবং উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবে এখান থেকে সংগ্রহ করে সহযোগিতা নিয়ে এবং এসাইনমেন্ট তৈরি করে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিন.

ষষ্ঠ শ্রেণীর উত্তরঃ 

তারিখঃ ০৬ অক্টোবর , ২০২১

বরাবর ,

প্রধান শিক্ষক ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়

ঝিনাইদহ ।

বিষয়ঃ আখলাকে হামিদা এর উপর প্রতিবেদন

 

জনাব ,

বিনীত নিবেদন এই যে , আপনার আদেশ মোতাবেক তারিখঃ ০৫ অক্টোবর , ২০২১ অনুসারে আখলাকে হামিদা এর উপর প্রতিবেদনটি নিম্নে পেশ করছি ।

আখলাক আরবি শব্দ খুলুকুন এর বহুবচন । যার অর্থ চরিত্র বা স্বভাব । ইসলামি শাস্ত্র ও আইন অনুযায়ী আখলাক দুই প্রকার । যথা :

• আখলাকে হামিদাহ

• আখলাকে যামিমা

 

আখলাকে হামিদাহঃ

মানব জীবনের উত্তম গুণাবলিকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় চরিত্র বলে । যেমন – ধৈর্য , সততা , দেশপ্রেম , সমাজসেবা প্রভৃতি ।

 

আমার ভিতরে আখলাকে হামিদার যে গুণগুলো বিদ্যমানঃ

• সর্বদা সত্য কথা বলি

• সময়ের কাজ সময়ে সম্পন্ন করি

★বড়দের সম্মান করে চলি

• কারো ক্ষতি করি না

★অন্যের সম্পদে তার অনুমতি ছাড়া হাত দেই না

• বাবা – মার কথা মেনে চলি

• বাবা মার সাথে সদ্ব্যবহার করি

★ধর্মীয় অনুশাসন মেনে চলি

★সৃষ্টিকর্তাকে ভয় করি

■ ওয়াদা রক্ষা করি

■ দুঃস্থদের সাহায্য করি

★পরিষ্কার পরিচ্ছন্ন থাকি

 

পিতা মাতার প্রতি করণীয় পাচটি আচরণঃ

১। পিতা – মাতার প্রতি সদ্ব্যবহারঃ

আমি আমার পিতা – মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করি না । তাদের সাথে সর্বদা সৎ ব্যবহার করি । পিতা – মাতা আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদেরকে অনেক কষ্ট করে লালন – পালন করেন যে কারণে তাদের সাথে সদ্ব্যবহার করা উচিত ।

২। পিতা – মাতার আদেশ – নিষেধ মেনে চলাঃ

পিতা – মাতা সর্বদায় তাদের সন্তানের মঙ্গল কামনা করেন । তারা কোন কিছু থেকে নিষেধ করলে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করেন এবং কোন বিষয়ে আদেশ দিলে সন্তানের মঙ্গলের জন্যই আদেশ দেন ৷ এই , কারণে আমি সর্বদা তাদের আদেশ মেনে চলার চেষ্টা করি ।

৩।পিতা – মাতার কাজে সাহায্য করাঃ

পিতা – মাতা ও সন্তানের মঙ্গল এর কথা ভেবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে । আমি যদি সুযোগ পাই তাহলে তাদের ছোটখাটো কাজে সাহায্য করার চেষ্টা করি , যাতে তাদের কষ্ট কম হয় ।

৪।পিতা – মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়াঃ

পিতা – মাতা পৃথিবীতে সন্তানের সবথেকে আপনজন । তাদেরকে সম্মান করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যে কোন সন্তানের জন্য অত্যাবশ্যকীয় । তাই আমি আমার পিতা – মাতাকে শ্রদ্ধা করি ।

৫। পিতা মাতার সেবা করাঃ

একজন সন্তান অসুস্থ হলে পিতা – মাতা হয়ে পড়ে এবং তাদের সর্বোচ্চ সেবা করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন । তাই যখন পিতা মাতা অস্থির হয়ে মাতা অসুস্থ হয় তখন আমি তাদের সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করি।

 

আত্মীয় স্বজনের প্রতি করণীয় ৫ টি আচরণঃ

১. যোগাযাগ রক্ষা করা : আত্মীয়রা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে । এমনকি কেউ বিচ্ছিন্ন থাকলেও তার সঙ্গে অন্যরা যোগাযোগ রক্ষা করবে । রাসুলুল্লাহ ( সা . ) বলেন , ‘ … প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই যে ব্যক্তি তার আত্মীয় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সে তা রক্ষা করে চলে । ‘ (সহিহ বুখারি , হাদিস : ৫৯৯১)

২. ভালো আচরণ করা : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে , ‘ মা – বাবার সঙ্গে উত্তম আচরণ করো , আর উত্তম আচরণ করো নিকটাত্মীয়ের সঙ্গে । ‘ ( সুরা : নিসা , আয়াত : ৩৬ )

৩. অভাবগ্রস্ত হলে সহযোগিতা করা : অভাবগ্রস্ত আত্মীয় – স্বজনের সহযোগিতার তাগিদ দিয়ে রাসুলুল্লাহ ( সা . ) বলেন , ‘ কোনো মিসকিনকে সহযোগিতা করলে দুটি দান করলে শুধু দানের সওয়াব আর আত্মীয়কে সওয়াব — দান ও আত্মীয়তা রক্ষা । ‘ ( সুনানে নাসায়ি , হাদিস : ২৫৮২ )

৪. মেহমানদারি করা : মেহমানদারি সাধারণ মুসলমানের অধিকার । আত্মীয় হলে তা আরো দৃঢ় হয় । রাসুলুল্লাহ ( সা . ) বলেছেন , ‘ যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে । ‘ ( সহিহ বুখারি , হাদিস : ৬১৩৮ )

৫. অসুস্থ হলে সেবা করা : আত্মীয় – স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং খোঁজখবর নেওয়া আবশ্যক । কেননা রাসুলুল্লাহ ( সা . ) বলেছেন , ‘ ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাও , রোগীর শুশ্ৰূষা করো এবং বন্দিদের মুক্ত করো । ‘ ( সহিহ বুখারি , হাদিস : ৫৩৭৩ ) ।

 

প্রতিবেদক এর নাম ও ঠিকানাঃ

” ক ”

৬ ষ্ঠ শ্রেণী , রোলঃ ০১

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় , ঝিনাইদহ ।

প্রতিবেদন তৈরির তারিখঃ ০৬ অক্টোবর ২০২১

প্রতিবেদন তৈরির সময়ঃ রাত ৯ টা

Related Articles

Back to top button