টেলিকম

সকল সিমের এমবি চেক কোড 2023 | সব সিমের এমবি দেখার নিয়ম 2023

আজকের পোস্টটি হচ্ছে সকল সিমের এমবি চেক করার কোড। কিভাবে সকল সিমের এমবি চেক করা যায় সে পোস্টটি নিয়ে আজ আমাদের আলোচনা। আজকের এই পোস্টে জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, রবি ও টেলিটক সিমের এমবি চেক করার সকল কোড নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিন এমবি কিনি এবং এমবি ব্যবহার করে ইন্টারনেট চালাই। প্রত্যেকে কোন না কোন সিম ব্যবহার করি এবং সেই সিমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে।

ইন্টারনেট সংযোগের পূর্ব পূর্ব শর্ত হচ্ছে এমবি থাকতে হবে এবং কিভাবে এমবি কেনা হবে। এমবি কেনার পর ইন্টারনেট চালু হলে এমবি কিভাবে চেক করতে হবে তার একটি কোড নাম্বার আছে প্রতিটি সিমের জন্য।

তাই অনেকে অনুসন্ধান করেন সকল সিমের এমবি চেক করার কোড সমূহ। আবার অনেকে জানেন না কিভাবে এমবি চেক করতে হয়। এ নিয়ে তারা ইন্টারনেটে বিভন্নভাবে সাজ প্রদান করেন এমপি চেক করার কোড নিয়ে। তাই আজ আমরা সকল সিমের এমবি চেক করার কোড নিয়ে আলোচনা করব যাতে নিজের সিম ব্যবহার করুক না কেন প্রতিটি সিমের এমবি কতটুকু অবশিষ্ট রয়েছে এবং কিভাবে চেক করা যায় তা আলোচনার বিষয়।

সকল সিমের এমবি চেক করার কোড বাংলাদেশ

বাংলাদেশের পাঁচটি অফারটা রয়েছে এবং পূর্তিতে অপারেটর এর এমবি চেক করার কোড রয়েছে। সুতরাং আপনি প্রতিটি সিমের বা প্রতিটি টেলিকম কোম্পানির এমবি কিভাবে চেক করবেন তার নিচের কোড গুলো জেনে নিন এবং সেগুলোর মাধ্যমে এমবি চেক করুন.

০১. জিপি সিমের এমবি দেখতে ডায়াল করুন *121*1*4#
০২. রবি সিমের এমবি দেখতে ডায়াল করুন *8444*88#
০৩. এয়ারটেল সিমের এমবি দেখতে ডায়াল করুন *8444*88#‎
০৪. বাংলালিংক সিমের এমবি বের করতে ডায়াল করুন *121*1# অথবা *5000*500# কোড।
০৫. টেলিটক সিমের এমবি দেখতে ডায়াল করুন *152#

জিপি সিমের এমবি দেখার নিয়ম

জিপি বা গ্রামীন সিমের এমবি কিভাবে চেক করবেন তা যদি জানতে চান তাহলে আমাদের এই পোস্টটি পড়ুন। আজ আমরা এখানে জিপি সিমের এমবি দেখার কোড আপনাদের প্রদান করব যা আপনি আপনার মোবাইলে রেকর্ড এর মাধ্যমে এমবি চেক করতে পারবেন।

এমবি চেক করতে ডায়াল করুন *১২১*১*৪#

জিপি সিমের এমবি দেখার কোড

আপনি যদি জিপি বা গ্রামীন সিমের এমবি দেখার কোড অনুসন্ধান করেন এবং জানতে চান তাহলে নিচের কোড টি সংগ্রহ করুন এবং এই কোড ডায়াল করে জিপি সিমের এমবি চেক করুন

জিপি এমবি চেক করার কোড *১২১*১*৪#

রবি সিমের এমবি দেখার নিয়ম

রবি গ্রাহকরা রবি সিমের এমবি নিচের কোড ডায়াল করে দেখতে পারবেন। সুতরাং আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন এবং আপনার মোবাইলে বাঁচি মেয়ে এমবি কত অবশিষ্ট রয়েছে তা চেক করতে নিজের করতে ডায়াল করুন

রবি সিমের এমবি দেখার নিয়ম *৮৪৪৪*৪৪#

রবি সিমের এমবি দেখার কোড

আপনি কি একজন রবি গ্রাহক এবং রবি সিমের এমবি কোড অনুসন্ধান করেছেন?. যদি আপনি রবি সিমের এমবি চেক করতে চান তাহলে নিচের কোডটি ডায়াল করুন এবং এমবি চেক করুন.

বি সিমের এমবি চেক কোড *৮৪৪৪*৪৪#

বাংলালিংক সিমের এমবি দেখার নিয়ম

বাংলালিংক গ্রাহকগণ বাংলালিংক সিমের এমবি দেখার কোড ডায়াল করে এমবি চেক করতে পারবেন। নিচের কোডটি ডায়াল করে বাংলালিংক সিমের এমবি চেক করা যাবে

বাংলালিংক সিমের এমবি চেক কোড

 121*1# অথবা 5000*500 #

বাংলালিংক সিমের এমবি দেখার কোড

বাংলালিংক গ্রাহকরা বাংলালিংক সিমের এমবি দেখার কোড ডায়াল করে অবশিষ্ট এমবি চেক করতে পারবেন নতুবা এমবি কেনার পর এমবি দেখার পরিমাণ জানতে পারবেন।

বাংলালিংক সিমের এমবি চেক কোড

 121*1# অথবা 5000*500 #

টেলিটক সিমের এমবি দেখার নিয়ম

আপনি যদি একজন টেলিটক গ্রাহক হয়ে থাকেন এবং টেলিটক সিমের এমবি চেক করতে চান বা দেখার নিয়ম জানতে চান তাহলে নিচের কোডটি ডায়াল করে এমবি চেক করতে পারবেন

টেলিটক সিমের এমবি চেক কোড *১৫২#

টেলিটক সিমের এমবি দেখার কোড

যারা টেলিটক সিমের এমবি দেখার বা চেক করার কোড অনুসন্ধান করেছেন তাদের জন্যে আমরা নিচে একটি প্রদান করেছি। সুতরাং আপনি নিচের কোডটি ডায়াল করে টেলিটক সিমের অবশিষ্ট এমবির পরিমাণ জানতে পারবেন

টেলিটক সিমের এমবি চেক কোড *১৫২#

উপরোক্ত আলোচনা থেকে সহজে প্রতিমান হয়েছে প্রতিটি টেলিকম কোম্পানির এমবি চেক করার কোড নাম্বার আছে। সুতরাং আপনি উক্ত কোড ডায়াল করে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির এমবি চেক করতে পারবেন। তাই আজ আমরা প্রতিটি টেলিটক কোম্পানির অর্থাৎ গ্রামীণ রবি বাংলালিংক টেলিটক ও এয়ারটেল সিমের চেক করার কোড উপরে ধারাবাহিকভাবে তুলে ধরেছি এবং এই কোডগুলো মাধ্যমে এমবি চেক করতে পারবেন

Related Articles

Back to top button