উৎসব

রমজান নিয়ে কবিতা | রমজানের সেরা কবিতা

সম্মানিত পাঠকবৃন্দ আসসালামুয়ালাইকুম আশা রেখে আজ আমরা আপনাদের সাথে রমজানের সেরা কবিতা নিয়ে আলোচনা করব। আপনি যদি রমজানের সেরা কবিতা অনুসন্ধান করে থাকেন তাহলে আমাদের এই নিবন্ধ থেকে সেরা কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন। এই নিবন্ধে আমরা রমজানের সেরা কবিতাগুলো সংযুক্ত করেছি যা আপনি সংগ্রহ করে আপনার ধর্মপ্রাণ মুসলমানকে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রমজানের কবিতা গুলো উপভোগ করার সুযোগ করে দিতে পারেন।

আসুন ধর্মপ্রাণ মুসলমানগন রমজান উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ ও সেরা কবিতা রয়েছে যা পড়লে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এবং কবিতাগুলো আবৃত্তি করলে খুবই ভালো লাগবে। এই কবিতাগুলো আপনার সন্তানকে আবৃত্তি করার শিক্ষা দিন।

আবার এলো রমজান

– আবু জাফর বিঃ

শান্তির বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমযান,

শৃঙ্খলিত হলো এবার অবাধ্য জিন ও শয়তান।

বন্ধ হলো জাহান্নামের সকল দরোজা এমাসে,

খুলে গেল জান্নাতের সব দরোজা অনায়াসে।




আল্লাহ মহান করবে দান অগণিত নাজ-নিয়ামত,

সজ্জিত হলো সকল বেহেশ্ত সব তাঁর’ই রহমত।

মাহে রমযানের রোজা রেখে শক্ত করবে ঈমান,

আল্লাহ বলেন আমি নিজেই দেবো এর প্রতিদান।




নাজাতের বাণী নিয়ে আগমন মাহে রমজান,

সৃষ্টির জন্যে স্রষ্টার এযে এক শ্রেষ্ঠ অবদান।

আল্লাহর দরবারে চাই বারেবারে হায়াত করো দান,

আবার সবাই যেন ফিরে পাই পবিত্র মাহে রমযান।

রমজানের চাঁদ উঠিছে ঐ

– মোঃ আমিনুল এহছান মোল্লা – আলো

রমজানের চাঁদ উঠিছে ঐ মুমিনেরে খোঁজ করি,

কইরে মুমিন আসিছে রোজা মুক্তির পথ ধরি ।




রোজা যে তোর বিজয় নিশান, মুক্তির ঢাল হয়ে,

পিছু না হঠে রোজাদার ঐ চলিছে প্রভূর ভয়ে !




স্বাগতম, স্বাগতম -হে রোজা, মুসলিম উম্মাহর নীড়ে..

মুমিনের মুক্তি সেই স্থানে লিখয়াছে রোজা ওরে !




জাগিবে মুমিন জাগিবে মুমিন খাইবে সেহরী খানা

আল্লাহর ভয়ে রোজাদার বান্দা দিবসে করিবে মানা ।




রহমত ,মাগফেরাত, নাজাত,মুক্তি আনিছে রোজাখানি

কদর রাত্রিতে কোরআন আসিছে মানব মুক্তির বাণী!




তবু মানব অগ্নি জ্বলিছে শয়তানের পথ লয়ে

আসিলে রমজান মেলি দেয় পাখা অশুভ চক্র হয়ে ।




সেই চক্রে ভাল নেই রোজাদার, বাংলার বুকে বুকে,

সুযোগ সন্ধানি সেই কোকিলেরা রাখিয়াছে বড় দুঃখে !




নিয়ন্ত্রনহীন বাজার চলিছে অলি গলি সবখানে,

রোজার নামে ছুটিতেছে তারা শয়তানের গানে গানে..




রমজান মাসে হু হু করি, ছদ্মবেশীরা ডাক ছাড়ি,

বাংলার বুকে চৈতালী খরা পত্রহীন বৃক্ষ সারি সারি !




ফিরে এসো মুমিন, ফিরে এসে গাও,রোজার মর্যাদা বুঝে

রোজার বদলা আজি নাও তুমি ,তারই রঙে সেজে সেজে ।



মাহে রমজান আসিছে ঐ মুমিনেরে খোঁজ করি,

কইরে তোরা জাগারে প্রাণ রোজার মর্ম্ ধরি ।

রোজার ফজিলত

– জোহরা খাতুন

বছর ঘুরে মোদের দ্বারে

রোজা এলো আজ,

রোজার কথা ভাবতে গেলে

মাথায় পড়ে বাজ।




স্বাদে ভরা জিহ্বাটারে

কি করে সামলাই,

মজার সব খাবারগুলো

আমায় ডাকে ভাই।




হাদিস কোরান পড়ে যবে

জানি রোজার গুণ,

এক নিমিষে খাবার লোভ

হয়ে গেলো গুম।





রোজা শুধু পানাহার থেকে

বিরত থাকা নয়,

ঝগড়া,ফ্যাসাদ,চোগলখুরি

দূরে রাখতে হয়।





ধনী গরিব সবার তরে

রোজা ফরজ ভাই,

রোজাদারের পূর্ণ সওয়াব

দিবেন মালিক সাঁই।





সিয়াম ভঙ্গের সাজা শুনে

ভয়ে আমি মরি,

তিরিশ রোজা করতে পারি

এই ফরিয়াদ করি।




রমজান মাসের ভাল কাজে

অনেক নেকি তারই,

তাইতো এসো ও মুমিন ভাই

সিয়াম পালন করি।

মাহে রমজান

সবুজ সংখ্যা

তানি হক

এলো রে এলো... ওই মাহে রমজান;

মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান;

পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান;

জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ;

রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!




ওই দেখ! বন্ধু সকল... ঐযে অমূল্য ধনের খনি;

আজকে কে নেবে বল হীরে,পান্না ,জহরত আর মণি;

পারো যদি নিতে নিজের করে,তবে হবে আখেরাতের ধনি;

হবে নাকি কেউ আখিরাতের ধনি?চাও নাকি কেউ অমূল্য ধনের খনি?




বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে;

তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে ;

পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে ;

সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।




ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় ক্বাযা;

ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা;

হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা!



রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান;

সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান!

আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !

রমজান

ই স লা ম ত রি ক

দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি

রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।

রহমতে পূর্ণ

পাপরাশি চূর্ণ

রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।

:

রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ

মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ।

মুমিনের আমলে

পূণ্যের শ্যামলে

শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।

:

পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা

এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।

মন্দকে নাচাতে

আত্মাকে বাঁচাতে

রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা।।

:

রমজান মুমিনের রহমতলুব্ধের

রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের।

জীবনের যুক্তি

পরিমিত মুক্তি

ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের?

মাহে রমজান

-মাহমুদুল হাসান খোকন

বছর ঘুরে আবার এলো

পাক মাহে রমজান,

মুসলিমের সিয়াম এলো

যাতে করে দম পান।



ফজরের আজান থেকে

মাগরিব হলে তবে,

খাদ্য খেতে বলে ডেকে

এভাবেই চলে সবে।

|

মন্দ কাজ ত্যাগ করতে

চায় সব রোজাদার,

মাস শেষে পূণ্য ধরতে

আছে যত বোঝা যার।

|

ফরজ সিয়াম ধর সবে

রমজান এক মাস,

রবের হুকুম গড়ে তবে

দিব সবে এক পাশ।

রমজান 

জয়নব জোনাকি।

রমজান মানে কি

শুধুই উপোষ

উদর খালি রাখা ?

কুরআন খতম,

তাসবিহপড়া

পানাহার মুক্ত থাকা ?

রমজান মানে কি

ইফতার পার্টি ,

নামিদামি খানা পিনা ?

মাথায় টুপি ,

মসজিদে নামাজ

কুলসমুক্ত বিনা ?

রমজান মানে কি

দ্বিধা দ্বন্দ্ব ,

তারাবীহ সংখ্যার রাকাত?

নাম কামাতে

ভিড়ের মাঝে ,

লোকদেখানো জাকাত ?

রমজান মানে কি

দ্রব্যমূল্যের

দ্বিগুণ দাম বাড়া ?

ক্ষমা পাওয়ার ,

আশায় থাকা ,

আত্মশুদ্ধি ছাড়া ???

(শিশুতোষ ছড়া)

রোজা

হামিদ হোছাইন মাহাদী

আম্মুকে আজ বলছে খোকা

রাখবে ত্রিশ রোজা,

চাইবে ক্ষমা করতে জমা

ভালো কাজের বোঝা।

পড়বে কুরান পড়বে হাদিস

বুঝে বুঝে রোজ,

কোথায় আছে দেখবে খোকা

ক্ষমার আয়াত খোঁজ।

সাহরি খেতে জাগবে যখন

পড়বে তাহাজ্জুদ,

বলবে খোকা মালের যাকাত

করতে পরিশোধ।

মসজিদে সব করবে আদায়

সকল ফরয নামাজ,

ব্যস্ততা সব রাখবে ফেলে

থাক না যতই কাজ।

০৬/০৬/২০১৬

পবিত্র মাহে রমজান

মোঃ মনিরুল ইসলাম মামুন

জীবনটাকে পাপ মুক্ত

করতে সরল সোজা

মহান আল্লাহ পূণ্য ভরে

দিছেন ত্রিশ রোজা।

ত্রিশ রোজায় ত্রিশ ফরয

শোনেন মুমিন বান্দা

নেয়ামত পেতে বন্ধ করুন

মন্দ সকল ধান্দা।

কোরআন পড়ুন,নামাজ পড়ুন

রাখুন ত্রিশ রোজা

কাঁধ থেকে নেমে যাবে

পাপের সকল বোঝা।

বিধান মেনে পালন করুন

পবিত্র মাহে রমজান

তারই সাথে শরিক হতে

সবাইকে আজ সমজান।

রমজান এলো

আনোয়ার শাহাদাৎ জুয়েল ফকির

এলো রমযান বছর ঘুরে

মুমিন মুসলমানের দ্বারে দ্বারে

নেকের পাল্লা করতে ভারী

তৈরি হয়ে নাও তাড়াতাড়ি।

রহমত বর্কত নাজাত পেতে

চাইতে হবে দিনে রাতে।

ঈমান তোমার করতে তাজা

রাখতে হবে ত্রিশ রোযা।

আল্লাহ্‌ ভীতি করতে অর্জন

রোযা রেখো অরে সুজন।

বালেগ সকল নর-নারী

ফরজ বিধান হবে জারী।

ঈমান এবং চেতনার সাথে

রাখলে রোযা এই মাসটিতে

আল্লাহ্‌ তায়ালা করবেন ক্ষমা

সামন পিছনের সকল গোনাহ।

Umme Habiba

সিয়াম সাধনা

মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,

যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।

.

এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,

ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।

.

তসবী-তারাবী পড়ো দিবা-রাতি করো এক খোদার ইবাদত,

সিয়াম সাধনায় করে নাও লাভ চিরসুখের ও আড়ৎ.

.

ভোররাতে করো সাহরী,সন্ধ্যায় ইফতারের আঞ্জাম,

উপবাস রও সারাদিনভর গাও যে প্রভূর গুণগান।

.

অরাতি-বন্ধু-সহোদর কারো করোনা কোনরূপ ক্ষতি,

অভীপ্সা করো প্রভূর নিকটে হয় যেন নেক-প্রাপ্তি।

“মাহে রমজান”

আবদুস সামাদ

রোজা যায়, রোজা আসে

বদলে না’তো মানুষ !

যেমন ছিল, তেমন থাকে

ফিরে না’কো হুঁশ ।

কাদের তরে! ঝরে পরে!

এত নেয়ামত ?

রাশি রাশি ভোগ করেও

পাইনা হেদায়াত !

দুঃখী জনের দুঃখ বুঝতে

রোজা হলো ফরজ,

সাম্য মেত্রীর শিক্ষার যত

এই মাসেই সহজ।

সিয়াম মাসে করবে সবে

সুদ-ঘুষ বর্জন,

প্রেম-প্রীতি ভালবাসায়

ভরবে এই ভুবন।

সিয়াম শিক্ষায় লক্ষ মানুষ

কষ্ট করলো দুর !

এমন সিয়াম কবে আবার

তুলবে সেই

রমজান

আব্দুল হাকিম.

রমজান এলে যায় গো চলে

সব ভেদাভেদ দ্বন্দ্ব

পুণ্য দিয়ে নেয় সাজিয়ে

পাপের দুয়ার বন্ধ।

.

ভালো কাজে সকাল সাঁঝে

আমল করে পূর্ণ

হৃদের কানন মায়ার বাঁধন

অহং হল চূর্ণ।

.

আমির-ফকির নেকি-বধির

হিসাব নিয়ে ব্যস্ত

দিনে-রাতে ইবাদাতে

ধ্যান করেছে ন্যস্ত।

.

শেষের ভাগে নিদ্রা জাগে

রাতের কিয়াম করে

হাদিস কুরান পড়ে জুয়ান

নিত্য ফজর পরে।

.

সাদকা করে দু’হাত ভরে

বেহেস্ত যার সন্ধি

গরিব দুঃখী সবাই সুখী

একই কাতার বন্ধি ।

.

ইফতারে তাই আর্জি জানায়

ওগো মেহেরবান

পুণ্য দিয়ে দাও ভরিয়ে

আমাদের রমজান।

সিয়াম

সিয়াম মানে কি

সেহরী আর ইফতারিতে

শুধুই ভুঁড়িভোজন?

সিয়াম হল ত্যাগের মাঝে

কেবল তাকওয়া অর্জন।

সিয়াম মানে কি

শুধুই উপোষ থাকা?

সিয়াম হল মিথ্যা আর পাপাচার থেকে

নিজকে বিরত রাখা।

সিয়াম যেন হয়

মুমীনের ঢাল তলোয়ার,

শয়তান আর নফসের বিরুদ্ধে

রুখে দাঁড়াবার!

সফলতায় ভরে উঠুক এই রমাদান

শুদ্ধতার সাধনায় হোক বিনীত সমর্পণ!!

"আহলান সাহলান মাহে রামাদান "

আশরাফুল আলম

পর্ব: ৮৫

আহলান সাহলান মাহে রামাদান

রামাদান রামাদান রামাদান

ঘুরে ঘুরে ঘরে ঘরে এলো যে রমজান

রহমত বরকত মাগফিরাতের

হে মাহে রমজান।

আহলান সাহলান,আহলান।

মাহে রামাদান

রহমতের মাস,ক্ষমার পেয়ালা

মাগফিরাত অফুরান

উপবাসে আল্লাহ খুশী

আল্লাহ আল্লাহ জয়গান

রামাদান রামাদান রামাদান

আহলান সাহলান আহলান।

মাহে রামাদান।।

ক্ষমার দুয়ার খোলা এমন

আল্লাহ স্বয়ং দিন প্রতিদান

পাপী তাপী যত আছো

তার দিকেই হও আগুয়ান

দানের খাতা,প্রাণের খাতা

খুলেই দেখো হে আমান

রামাদান রামাদান রামাদান

আহলান সাহলান আহলান।

মাহে রামাদান।।

বছর শেষে বোনাসের মাস

পবিত্র এ রমজান

ধুয়ে মুছে দিবেন প্রভু

সকল পাপের খতিয়ান

সেই কাতারে শামিল করো

রহম করো হে রহমান

আহলান সাহলান আহলান

মাহে রামাদান।।.

-মাহে রমজান

_____সাজিদুর রহমান

আসলো আবার রোজা

তাইতো আমার নতুন করে

সোজা পথটি খোঁজা।

.

রমজানের এই মাসে

অতীত দিনের গোনাহ যতো

আমার চোখে ভাসে।

.

চাইবো আমি ক্ষমা

আমল নামায় যতো গোনাহ

লেখা আছে জমা।

.

শপথ নিলাম আজ

মন্দ যতো ছেড়ে দিয়ে

করবো ভালো কাজ।

.

সেহরি খাবো ভোরে

নামাজ থেকে অলসতায়

থাকবোনা আর দূরে।

.

আজ করেছি পণ

ইবাদতে এখন আমি

আবার দেবো মন।

.

করবোনা ভুল কভু

আমার মনের ছোট্ট আশা

কবুল করো প্রভু।

সাহিত্য আসর

মাহে রমজান

-ফাতেমা জাহান লুবনা

রঙিন ভবের রঙিন আশা চোখে লাগায় ঘোর,

উন্মাদ এই মত্তশালায় আমিও দিয়েছি দৌড়।

করেছি পাপ জেনে না জেনে এ ভবের রঙ্গশালায়,

হয়তো রয়েছে পাপরাশি মোর শীর্ষ পর্বতমালায়।

এসেছে যখন মম প্রান্তরে পবিত্র মাহে রমজান,

শুনব না আমি আর তবে পাপ পথের আহবান।

টুটে যাক মোর পাপরাশি পেয়ে সংযমের হাওয়া,

একটি মাসের সাধনায় হতেম যদি অলি আওলিয়া!

মাহে রমজান রহমত বরকতময় সংযম -সাধনার মাস,

প্রতি রাতে ক্ষমা পায় মহান আল্লাহ্ র কত পাপীষ্ঠ দাস।

পবিত্র কোরআন নাজিল হয় এই মাসেরই কদরের রাত্র,

ইবাদত করে পূর্ণ করব আকাশ জমীনের পাত্র। (আমীন )

সাহত্যি আসর-৮৫

পবত্রি মাহে রমযান

এ, কে, এম, শাহ আলম

মাহে রমযান

বছর ঘুরে আবার এল মাহে রমযান

বুকে তবুও বসত করে শত শয়তান,

হুশ হারিয়ে বেহুশ মোরা, নাই কোন খোঁজ

পূণ্যের কথা ভুলে গিয়ে পাপ করি রোজ,

ভুল করয়িাও ভাল কাজ করতে পারি না

নামায রোজা করতে যেন মনটা চায় না।

ভাল হব ভাবি শুধু, তবুও ভাল হই না

শেষ হয়ওে হয় না শেষ মনের দোটানা,

বিত্ত সুখে বিভোর হয়ে থাকি আনমনে

মাতাল তালে বাজনা বাজে মনের গহীনে।

চিত্ত মোদের মত্ত থাকে মায়াবি মোহে

পাপ রাশিদের জয়:ধ্বনি বেজে চলে রূহে,

অতৃপ্ত আত্মাগুলি হয় না কভূ সুখি

বেলা শেষে হতাশ বেশে, বাসায় ফিরে পাখি।

এসো সবে একসাথে শপৎ করি এখনি

রমযানের মহিমা দিয়ে রাঙাব ধরণি।।

আকাশে রোজার চাঁদ উঠেছে

মোঃ ইউসুফ

আকাশে রোজার চাঁদ উঠেছে

পূন্যের মাস যে এসেছে

শয়তানের পায়ে শিকল পড়েছে

বরকতের মাস ফের এসেছে

এসেছে ঘুরেফিরে মুমিনের ঘরেঘরে

আমলের মেলা যে বসেছে

আকাশে রোজার চাঁদ হেসেছে।

জান্নাতী সু - বাতাস বইছে

আল্লাহু আল্লাহু পাখি গাইছে

ফুলেফুলে মৌমাছি আনন্দে নাচিনাচি

আল্লাহর গুণগান গাইছে

থেমেগেছে ঘোরআজাব পাপিরা পেয়েছে মাপ

আনন্দের হাসি তাই হাসছে

আকাশে রোজার চাঁদ হেসেছে।

রহমতের ফোয়ারা বইছে

নাজাতের তরী কে কে বাইছে

সিয়াম আর কিয়ামে পান - আহার নিয়মে

আল্লাহর আদেশ মানছে

বেহেস্তে যাবার তরে সিয়াম পালন করে

নাজাতের গাড়িতে উঠেছে

আকাশে রোজার চাঁদ হেসেছে।

রমজান

মোঃ গোলাম মোস্তফা টুটু্ল

বছর ঘুরে আবার এলো

পবিত্র সেই রোজা

পাপ পূণ্যের হিসেব করে

চলবো সঠিক সোজা।

.

আয়রে যুবক আয়রে নবীন

সব ভেধাভেদ ভুলে

রাখবো রোজা খুশি মনে

পড়বো কুরআন দুলে।

.

শপথ নিলাম আজকে সবাই

রাখবো সকল রোজা

মিথ্যে কথা বলবো না আর

কমবে পাপের বোঝা।

Related Articles

Back to top button