বাস

জেকার এন্টারপ্রাইজ বাস কাউন্টার নাম্বার, লোকেশন ও ভাড়ার তালিকা

জেকারএন্টারপ্রাইজ বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় এবং ভালো পরিবহন পরিষেবা। তবে এই পরিবহন কর্তৃপক্ষের অনেক জেলায় শাখা রয়েছে। আমরা আজ আমাদের এই আর্টিকে চারটি জেলার পরিবহন কাউন্টার নাম্বার ও কাউন্টার লোকেশন সব বিস্তারিত তথ্য তুলে ধরব। সুতরাং আপনি যদি নিম্নোক্ত চারটি জেলার বাস যাত্রী হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কাউন্টারের নাম এবং যোগাযোগ নাম্বারে কল করে টিকিট বুক করতে পারবেন এবং এই পরিবার সম্পর্কে তথ্য নিতে পারবেন।

সুতরাং আসুন আজ আমরা যে জেকার এন্টারপ্রাইজের সকল কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার সহ আরো কিছু তথ্য নিজে ধারাবাহিকভাবে তুলে ধরব।

জেকার এন্টারপ্রাইজ বাস কাউন্টার নাম্বার ও লোকেশন

এই আর্টিকেল থেকে আপনি ঢাকা, ফরিদপুর, জয়পুরহাট, বরিশাল ও গোপালগঞ্জ জেলার কোন কাউন্টার নাম্বার ও লোকেশন পাবেন। তবে এখানে একাধিক বাস রয়েছে এবং একাধিক যোগাযোগ নাম্বার হয়েছে। সুতরাং সকল নাম্বার তুলে ধরা হলো।

 ঢাকা বাস কাউন্টার নাম্বার ও লোকেশন

বাংলাদেশের রাজধানী ঢাকায় এই পরিবহনের দুইটি বাস কাউন্টার রয়েছে। একটি গাবতলীতে এবং অন্যটি রয়েছে কল্যাণপুরী। উভয় কাউন্টারের ঠিকানাও মোবাইল নাম্বার প্রদান করা হলো।

জেকার এন্টারপ্রাইজ কাউন্টার নাম ও ঠিকানা কাউন্টার ফোন নাম্বার
গাবতলী বাস কাউন্টার 01675-192985
কাল্লানপুর বাস কাউন্টার ·        01720-553988

·        01916-970617

ফরিদপুর জেলার কাউন্টার নাম্বার ও লোকেশন

ফরিদপুর জেলায় এই পরিবহনের ছয়টি বাস কাউন্টার রয়েছে এবং প্রত্যেকটি কাউন্টারের যোগাযোগের জন্য মোবাইল নাম্বার প্রদান করা হয় হয়েছে। সুতরাং আপনি যদি ফরিদপুর থেকে দেশের যে কোন প্রান্তে কিংবা অন্য জেলায় যাতায়াত করতে চান তাহলে প্রত্যেকটির কন্টাক নাম্বারে যোগাযোগ করে টিকিট করতে পারবেন। ফরিদপুর জেলার কাউন্টার নাম্বার গুলি হল তোপখোলা, বোয়ালমারী, সরাইল, আলফাডাঙ্গা এবং মল্লিক ।

 

 

 

ফরিদপুর জেলা

কাউন্টার নাম ও ঠিকানা কাউন্টার ফোন নাম্বার
ফরিদপুর সদর বাস কাউন্টার 01712-424134
তোপখোলা বাস কাউন্টার 01712-956230
বোয়ালমারী বাস কাউন্টার 01716-532466
শোহরাইল বাস কাউন্টার 01712-488465
আলফাডাঙ্গা বাস কাউন্টার

 

01713-528755
মল্লিকগং বাস কাউন্টার 01717-530863

জয়পুরহাট জেলার কাউন্টার নাম্বার ও ঠিকানা

জয়পুরহাট জেলার কি পরিবহনের তিনটি কাউন্টার রয়েছে। নিচে প্রত্যেকটি কাউন্টারের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার সংযুক্ত করা হয়েছে। সুতরাং আপনি যদি জয়পুর থেকে যাতায়াত করতে চান তাহলে নিচের কাউন্টার গুলির মাধ্যমে করতে পারবেন এবং নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন।

জয়পুরহাট জেলা কাউন্টার নাম ও ঠিকানা কাউন্টার ফোন নাম্বার
জয়পুরহাট সদর বাস কাউন্টার 01912-626780
পাঁচবিবি বাস কাউন্টার 01914-813082

01712-037971

হিলি বাস কাউন্টার 01719-418632

বরিশাল জেলার কাউন্টার নাম্বার ও কাউন্টার ঠিকানা

বরিশাল জেলার এই পরিবহনের অনেকগুলি কাউন্টার রয়েছে এবং নিচে কাউন্টার গুলির নাম ও মোবাইল নাম্বার প্রদান করা হলো। যারা নিম্নত্র কাউন্টার থেকে টিকিট বুক করতে চান এবং অগ্রিম টিকিট বুকের জন্য যোগাযোগ করতে চান তাদেরকে ঠিকানা ও মোবাইল নাম্বার করার জন্য বলা হয়েছে।

 

বরিশাল জেলা

কাউন্টার নাম ও ঠিকানা কাউন্টার ফোন নাম্বার
গৌরনন্দি বাস কাউন্টার 01813-914956
বরিশাল সদর বাস কাউন্টার 01718-510322
পয়শার হাট বাস কাউন্টার 01716-214117
লাহুরিয়া বাস কাউন্টার 01919-462490

গোপালগঞ্জ জেলার কাউন্টার নাম্বার ও কাউন্টার ঠিকানা

এই পরিবহনের একটি কাউন্টার গোপালগঞ্জ চলে গেছে। যারা গোপালগঞ্জ থেকে এই পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে চান তারা নিম্নোক্ত কাউন্টারে উপস্থিত হয়ে যাতায়াত করতে হবে কিংবা নিম্নোক্তা কাউন্টারে মোবাইল নাম্বারে টিকিট বুক করে যাতায়াত করতে হবে। তবে এই কাউন্টারটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া রয়েছে এবং নিচে তথ্য প্রদান করা হলো।

গোপালগঞ্জ জেলা কাউন্টার নাম ও ঠিকানা কাউন্টার ফোন নাম্বার
কোটালীপাড়া বাস কাউন্টার 01721-311035

জেকার এন্টারপ্রাইজ পরিবহনে নিয়মাবলী:

এই পরিবহনের কিছু নিয়মাবলী রয়েছে যা যাত্রীদের অবশ্যই মেনে চলতে হবে এবং তার নিম্নে তুলে ধরা হলো:

  • গাড়ি কাউন্টার থেকে ছাড়ার ১৫ মিনিট পূর্বে যাত্রীকে কাউন্টারে উপস্থিত হতে হবে
  • প্রত্যেক যাত্রীকে টিকিট সাথে রাখতে হবে
  • যাত্রীকে নিজের ও মালামাল লকার রাখতে হবে এবং প্রোটিন গ্রহণ করতে হবে।
  • যাত্রীগণকে অবশ্যই তাদের মালামাল ও ব্যাগ নিজ দায়িত্বে বহন করতে হবে।
  • গাড়িতে কোন ধরনের মাদক জাতীয় বা বেআইনি অস্ত্র বহন করা যাবে না
  • যাত্রীকে যাত্রাপথে বিরতিকালে সময়সূচী মেনে গাড়িতে উঠতে হবে।
  • সম্মানিত যাত্রীকে ফিরতি টিকিট আগাম গ্রহণের সুযোগ প্রদান করা হয়ে থাকে
  • যদি কোন যাত্রী টিকিট বাতিল করতে চান তাহলে কাউন্টার কর্তৃপক্ষকে ছয় ঘন্টা জানাতে হবে এবং টিকিটের ১০% কর্তন করা হবে।

জেকার এন্টারপ্রাইজ পরিবহনের বৈশিষ্ট্য ও প্রকৃতি:

এই পরিবহনটি সঠিক সময় কাউন্টার থেকে ট্যাগ করেন এবং সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়। যাত্রা পথে যাত্রীদের বিরতি প্রদান করে খাওয়ার জন্য। গাড়িটি আধুনিক মডেলের, ঝকঝকে প্রকৃতির, চমৎকার ফিনিশিং, পর্যাপ্ত আরামদায়ক সিট ব্যবস্থা, লাক্সেরিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর।

উপরোক্ত আলোচনা থেকে সহজে বোঝা যায় যে এই পরিবহন টি উপরোক্ত জেলা বাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ পরিবহন। কারণ এই পরিবহনটি যাত্রীদের সুবিধার্থে স্বল্প ভাড়ায় এবং সঠিক সময় ও নিরাপদে যাত্রীদের সেবা দান করেন। তাই অনেক যাত্রী রয়েছে যারা এই পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে চান কিংবা নতুন যাত্রী রয়েছেন যারা কাউন্টারের ঠিকানা মোবাইল নাম্বার সংগ্রহ করতে চান তাদের জন্য এই পোস্টে লেখা।

Related Articles

Back to top button