ট্রেন

খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য ও টিকিট কাটার নিয়ম

খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী টিকিটের মূল্য এখানে উপলব্ধ: আপনি কি খুলনা কিংবা যশোরের একজন ট্রেনের যাত্রী?. আপনি কি নিয়মিত এই পথে যাতায়াত করেন?.তাহলে ট্রেনের সঠিক সময়সূচী এবং টিকিটের মূল্য সম্পর্কে আপনার জানা প্রয়োজন। খুলনা থেকে যশোর পর্যন্ত মোট কিলোমিটার এবং টিকিটের মূল্য হচ্ছে টাকা। এজন্যই তো সচেতন যাত্রী হিসেবে আপনার অবশ্যই জানা প্রয়োজন টিকিটের মূল্য এবং সঠিক সময়সূচী সম্পর্কে তাহলে আপনি যথাসময়ে যাতায়াত করতে পারবেন।

সুতরাং আজ আমাদের এই পোস্টে খুলনা টু যশোর পর্যন্ত যতগুলি ট্রেন চলাচল করে প্রত্যেকটি ট্রেনের নাম সময়সূচী ভাড়ার তালিকা সহ বিস্তারিত তথ্য তুলে ধরব এবং অনলাইনে কিভাবে টিকিট কাটবেন এবং প্রত্যেকটি স্টেশনের নাম সহ সকল তথ্য জানতে পারবেন।

খুলনা টু যশোর ট্রেনের সময়সূচী (আপডেট)

খুলনা টু যশোর ট্রেনের একটি গুরুত্বপূর্ণ রোড এবং এই রুটির প্রত্যেকদিন অনেকগুলি ট্রেন চলাচল করে। তবে প্রত্যেকটি ট্রেনের আলাদা আলাদা সময়সূচী রয়েছে এবং নির্দিষ্ট সময় ট্রেন গুলো এই স্টেশন থেকে ছেড়ে যায়। সুতরাং প্রত্যেকটি ট্রেন কোন কোন সময় থেকে এই স্টেশনে ছেড়ে যায় এবং গন্তব্য স্টেশনে কখন পৌঁছায় তা বিস্তারিত জানুন এবং সঠিক সময় যাতায়াত করুন।

ট্রেনের নাম যাত্রার সময় গন্তব্যে পৌঁছানোর সময়
রুপসা এক্সপ্রেস(৭২৭) ০৭:১০ ০৮:১২
কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৫) ০৬:১৫ ০৭:২৩
সুন্দরবন এক্সপ্রেস(৭২৫) ২২:১৫ ২৩:১০
সাগরদাঁড়ি এক্সপ্রেস(৭৬১) ১৬:০০ ১৭:১২
চিত্রা এক্সপ্রেস(৭৬৩) ০৯ঃ০০ ১০:০২
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭) ২১:১৫ ২২:২০
মহানন্দা এক্সপ্রেস(১৫) ১১:০০ ১৩:০৫
রকেট এক্সপ্রেস(২৩) ০৯:২৩ ১০:৫০
নকশীকাঁথা এক্সপ্রেস(২৫) ০২:০০ ০৩:৫৫

 খুলনা টু যশোর রুট অন্যান্য ট্রেনের সময়সূচী

খুলনা টু যশোর রুটে উপরোক্ত ট্রেনগুলো ছাড়াও আরো দুইটি ট্রেন চলাচল করে এবং এই ট্রেন দুটি খুবই ভালো। নিচে ট্রেন দুইটা নাম এবং গন্তব্যে ছাড়ার এবং পৌঁছানোর সময়সূচি সহ বিস্তারিত দেখুন।

ট্রেনের নাম যাত্রার সময় গন্তব্যে পৌঁছানোর সময়
বেনাপোল কমিউটর(৫৩) ০৬:০০ ০৭:২০
খুলনা কমিউটর(৫৫) ১২:২০ ১৬:৪৪

 খুলনা টু যশোর ট্রেনের টিকিটের মূল্য (আপডেট)

খুলনা টু যশোর প্রায় কিলোমিটার এবং প্রত্যেকদিন অনেকগুলি ট্রেন চলাচল করেন। তবে এই রোগ গুলি অনেক দিনের পুরনো এবং প্রত্যেকটি ট্রেনের একটি নির্দিষ্ট টিকিটের মূল্য রয়েছে স্টেশন অনুযায়ী। এক স্টেশন থেকে আরেক স্টেশনের ভাড়া এবং ট্রেন ছাড়ার স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানোর স্টেশন পর্যন্ত সমস্ত ভাড়া নিচের সারণিতে দেখুন।

টিকিটের মূল্য(ভ্যাটসহ) আসন নাম
৬০ শোভন
৭০ শোভন চেয়ার 
৯০ ১ম শ্রেণি 
১১৫ স্নিগ্ধা 
১৩৫ এসি সিট 

 খুলনা টু যশোর সকল ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন

খুলনা টু যশোর পর্যন্ত যতগুলো ট্রেন চলাচল করে প্রত্যেকটি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন রয়েছে এবং কোন ট্রেনে সপ্তাহে কোন দিন ছুটি থাকে তার নিচে সব থেকে জানতে পারবেন।

ট্রেনের নাম সাপ্তাহিকছুটির দিন
রুপসা এক্সপ্রেস(৭২৭) বৃহস্পতিবার 
কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৫) মঙ্গলবার
সুন্দরবন এক্সপ্রেস(৭২৫) মঙ্গলবার
সাগরদাঁড়ি এক্সপ্রেস(৭৬১) সোমবার
চিত্রা এক্সপ্রেস(৭৬৩) সোমবার
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭) সোমবার
মহানন্দা এক্সপ্রেস(১৫) নাই 
রকেট এক্সপ্রেস(২৩) নাই 
নকশীকাঁথা এক্সপ্রেস(২৫) নাই

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নতুন নিয়ম

অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য Rail Sheba apps রয়েছে এবং আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনি অ্যাপসের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে ট্রেনের টিকিট  কিনতে পারবেন।

কিভাবে ট্রেনের টিকিট কাটতে অনলাইনে রেলস্টেশন করবেন?

আপনি যদি অনলাইন কিংবা অ্যাপস এর মাধ্যমে টেনের টিকিট কিনতে চান তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া নিচে ধাপে ধাপে অনুসরণ করুন।

প্রথম ধাপ: রেলওয়ে ওয়েবসাইটে প্রবেশ করুন (www.eticket.railway.gov.bd)
দ্বিতীয় ধাপ: **সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো **Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।

 

তৃতীয় ধাপ **ইটিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।
ফাইনালি **Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।

 অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া:

অনলাইনের রেলস্টেশন করার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন.

প্রথম স্টেপ এজন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে (www.eticket.railway.gov.bd)
দ্বিতীয় স্টেপ সেখানে থাকা Log in প্যানেলে মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।
তৃতীয় স্টেপ পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।
চতুর্থ স্টেট পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।
পঞ্চম স্টেপ ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর মেইলে টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
ফাইনালি

 

এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।

 অনলাইন রেলওয়ে টিকিট কাটার ওয়েবসাইট

https://eticket.railway.gov.bd/

 শেষ বাক্য: উপরোক্ত পোস্টটি পরে সহজে বুঝতে পারবেন যে খুলনা টু যশোর একটি গুরুত্বপূর্ণ ট্রেন রুট এবং বাংলাদেশের যতগুলি ট্রেনের রোড রয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ এবং অন্যতম। প্রতিদিন অন্যান্যরূপ এর চেয়ে এই রুটির বেশি ট্রেন চলাচল করে এবং ট্রেনগুলি খুব উন্নত এবং বিলাস বহন। সুতরাং প্রেম কর্তৃপক্ষ প্রত্যেকটি ট্রেনের নাম সঠিক সময়সূচী এবং প্রত্যেকটি ট্রেনের টিকিটের মূল্য সব বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন এবং খুব সহজে আমাদের এই ওয়েবসাইটের আর্টিকেল থেকে জানতে পারবেন এবং সঠিক সময় যাতায়াত করার সুযোগ পাবেন।

Related Articles

Back to top button