উক্তি

রিজিকের মালিক আল্লাহ উক্তি। রিজিক নিয়ে ইসলামিক মোটিভেশনাল উক্তি

হ্যালো ভিউয়ার্স আজ আপনাদের সাথে তুলে ধরব রিজিকের মালিক আল্লাহ রিজিক নিয়ে যতগুলো উক্তি। মহান রাব্বুল আলামিন আমাদের মালিক এবং রব। তিনি আমাদের রিজিকের ফায়সালা করেন। মানুষ জন্মের পূর্বে রিজিকের ফয়সালা করে থাকেন আল্লাহ। সে আল্লাহ তাআলার প্রতি আমাদের ফরজ। তবে অবশ্যই চেষ্টা করতে হবে রিজিকের জন্য এবং আল্লাহর কাছে চাইতে হবে। রিজিকের গুরুত্ব এবং চাওয়া নিয়ে বিখ্যাত ব্যক্তিগন রেজেক্ট নিয়ে দৃষ্টিভঙ্গিতে প্রদান করেন তাদের শেষ উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদা পণ্য। আসুন আমরা আল্লাহ এবং রিজিক নিয়ে যতগুলো গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে সবগুলো নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো।

রিজিক নিয়ে সেরা উক্তি

  • মহান আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেনএবং এবং যার প্রতি অসন্তুষ্ট হন তাররিজিক সংকুচিত করেন।সূরা আররাদ২৬
  • রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামীন নির্ধারণ করে রেখেছে আমাদের জন্মের আগে।আল হাদীস
  • সৎ পথে চলো সৎ পথে ইনকাম করো দেখবে তোমাদের রিজিকের অভাব হবে না।প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা🙂
  • তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তার ইবাদত কর এবং তার কৃতজ্ঞতা প্রকাশ কর। তারকাছে তোমাদের ফিরে যেতে হবে।সুরা আনকাবুত : আয়াত ১৭
  • রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামীন নিজেই হাতে নিয়েছেন সবার কপালে লিখিবদ্ধ করে দিয়েছেনআল হাদিস
  • পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়ে খেতে খামারে ছড়িয়ে পড়ো দেখবে তোমাদের রিজিকের অভাব হবে না।পবিত্র আলকুরআন
  • সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে শেখো, তিনি তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তিনি তোমাকে নিরাশ করবেন না।“-মহানবি হযরত মুহাম্মত (সা🙂

রিজিক নিয়ে হাদিসের উক্তি

  • মহান রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিয়েছে তোমরা অসৎ উপায়ে ইনকাম না করে সৎ উপায়ে ইনকাম কর দেখবে তোমাদের রিজিকের অভাব হবে না।পবিত্র আলকুরআন
  • কার রিজিক কোথায় রয়েছে তা একমাত্র মহান আল্লাহ্ব্যতিত কেউ জানেন না। –  আব্রাহাম ইলাহি
  • মহান আল্লাহ্তায়ালা বলেন, “আকাশে রয়েছে তোমাদের রিজিক প্রতিশ্রুত সব কিছু। –  সুরা জারিয়াত: ২২
  • হালাল অর্থ উপার্জন করে রিজিক গ্রহণের মধ্যে এক প্রকার শান্তি রয়েছে, যা হারাম অর্থ উপার্জন করে গ্রহণের মাঝে নেই। –  মানাহিল আইমা
  • তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তার ইবাদত কর এবং তার কৃতজ্ঞতা প্রকাশ কর। তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে। –  সুরা আনকাবুত : আয়াত ১৭

আল্লাহর উপর ভরসা নিয়ে উক্তি

  • তোমার যতই অর্থ থাকুক না কেন তুমি তখনই রিজিক গ্রহণ করতে পারবে যখন মহান আল্লাহ্তায়ালা চাইবেন। –  ইব্রাহিম বিন খালিদ
  • হারাম রিজিক গ্রহণ করে আমরা উপকৃত হইনা বলেই মহান আল্লাহ্তায়ালা তা আমাদের জন্য হারাম করেছেন। –  নুরা আল আজিজ
  • মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি দয়ালু, যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। –  সুরা শুরা: আয়াত ১৯
  • মহান আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেন এবং এবং যার প্রতি অসন্তুষ্ট হন তার রিজিক সংকুচিত করেন। –  (সূরা আররাদ: ২৬)
  • পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার (মহান আল্লাহ্তায়ালার) –  (সূরা হুদ, আয়াত )
  • তুমি যখন একজন গরিবমিসকিনকে খাবার দান করবে, আল্লাহ্তায়ালা তোমার রিজিককে পবিত্র করে দিবেন। –  মহানবি হযরত মুহাম্মত ()

রিজিক নিয়ে কোরআনের আয়াত

  • রিজিকের মালিক একমাত্র আল্লাহ্তায়ালা, আমরা সকলে রিজিকের জন্য একমাত্র তার নিকট প্রার্থনা করবো। –  মহানবি হযরত মুহাম্মত ()
  • রিজিক অর্জনের জন্য শুধু আল্লাহর উপর ভরসা করে কাজ বন্ধ করে বসে থাকলে হবেনা, আপনাকে পরিশ্রম করতে হবে। –  আবুল মিশকাত
  • রিজিক মহান আল্লাহ তায়ালা কর্তৃক বড় নেয়ামত৷ আল্লাহ্প্রদত্ত রিজিক প্রতিটি প্রাণী ভিন্ন ভিন্ন উপায়ে প্রাপ্ত হয়ে থাকে –  (সূরা হুদ)

রিজিক নিয়ে চিন্তা উক্তি

  • আপনার রিজিক আপনার কষ্টের মাধ্যমেই উপার্জন করে নিতে হবে, আল্লাহ্তায়ালা আপনাকে পথ দেখাবেন মাত্র। –  সালমান বিন আবদুল আজিজ
  • সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে শেখো, তিনি তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তিনি তোমাকে নিরাশ করবেন না। –  মহানবি হযরত মুহাম্মত ()

রিজিক নিয়ে কোরআনের উক্তি

১। আলকোরআনে পরম করুণাময় আল্লাহপাক ঘোষণা করেছেন, ‘পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সয়ং তাঁর নিজের ওপর ন্যস্ত করেছেন। (সূরা হুদ, আয়াত )

২। আল্লাহ রিজিকদাতা। নিশ্চয় তিনি আল্লাহ রিজিকদাতা। আল্লাহ তাআলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত। (সূরা: যারিয়াত, আয়াত ৫৮)

৩। নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবনোপকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিতও করে দেন। তিনিই তাঁর বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত এবং সব কিছু দেখছেন। (সূরা: আলইসরা, আয়াত ৩০)

৪। আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন সম্পত্তি দান করেন। (সূরা: আলবাক্বারাহ, আয়াত ২১২)

Related Articles

Back to top button