অনলাইন
বুলবুলি লিরিক্স (Bulbuli Lyrics) জনপ্রিয় গান
বুলবুলি লিরিক্স বর্তমান সময়ের একটি জনপ্রিয় গান এবং এই গানটি প্রকাশ করেছে কোক স্টুডিও। পরপর দুটি সমালোচকদের প্রশংসিত গান না শেখ নাসিক এবং প্রার্থনা সাফল্যের পর এবার তৃতীয় গান হিসেবে কোক স্টুডিও কাজী নজরুল ইসলামের সম্মানে ১৪ই এপ্রিল বুলবুলি লেডিস গানটি প্রকাশ করেছেন। তবে কোন স্টুডিও বাংলা সিজন ওয়ান বর্তমান চলছে এবং বিশেষ অনুষ্ঠান উপলক্ষে মোট 10 টি গান প্রকাশ করবেন।
কোক স্টুডিও বাংলা
বুলবুলি লিরিক্স কান্ট্রি রচনা করেন কাজী নজরুল ইসলাম এবং ইসলাম বাংলা গজল রচনা করেন কাজী নজরুল ইসলাম। গানটি গেয়েছেন ঋতুরাজ বৌদ্ধ এবং সানজিদা মাহমুদ নন্দিতা। তবে গানটিতে প্রযোজনা করেছেন সাহান চৌধুরী অর্ণব এবং সুর করেছেন শুভেন্দু দাস শুভ।
বুলবুলি লিরিক্স (Bulbuli Lyrics )
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল। আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল। আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল। কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল। দোল দোল দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই? ফাগুন এসে ডাক দিয়ে যায় ওঠ লো এবার সই দোল দোল দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই? ফাগুন এসে ডাক দিয়ে যায় ওঠ লো এবার সই ভাঙাবোই ঘুম তোর আশাতে নেশাতে না জেগে জেগে রই দখিনা এলো ওই ওলিরা পাখিরা তোমারই প্রেমেতে রই ওঠ ওঠ ওঠ লো রে সই ফাগুন এলো ওই দখিন হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই? ওঠ ওঠ ওঠ লো রে সই ফাগুন এলো ওই দখিন হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই?