Uncategorized

টেলিটক সিমের নাম্বার দেখার কোড

টেলিটক সিম বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সিম এবং ডাক টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে  সিম. টেলিটক সিমের সুবিধা ইন্টারনেট প্যাকেজ খুবই  সাশ্রয়ী. বর্তমানে রাষ্ট্রের সকল বিল পেমেন্ট বেতন ভাতা দিয়ে টেলিটক সিমের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে. তাছাড়া স্কুলকলেজের শিক্ষার্থীদের জন্য টেলিটক বর্ণমালা সিমটি খুবই উপকারী. কিন্তু অনেকেই টেলিটক সিম ব্যবহার করলেও টেলিটক সিমের নাম্বার জানেন না এবং বিশেষ প্রয়োজনের নাম্বারটি দরকার হয়. তাই যারা জানেন না তাদের জন্য আজকের টেলিটক সিমের নাম্বার কিভাবে বের করবেন এবং টেলিটক সিমের নাম্বার দেখার কোড সমূহ নিয়ে আজকের আর্টিকেলটি লেখা.

 টেলিটক সিমের নাম্বার দেখার উপায় বা নিয়ম

টেলিটক সিমের নাম্বার তিনটি উপায় বের করা যায় বা টেলিটক সিমের নাম্বার তিনটি নিয়মে দেখা যায় এই নিয়ম তিনটি নিচে তুলে ধরা হলো:

প্রথম উপায়: ,   কোড ডায়াল এর মাধ্যমে নাম্বার বের করা যায়

 দ্বিতীয় উপায়:  এসএমএস পাঠিয়ে টেলিটক নাম্বার বের করা যায়

 তৃতীয় উপায়:  কল সেন্টারে কল করে টেলিটক নাম্বার জানা যায়.

 টেলিটক নাম্বার চেক কোড

 আপনি যদি টেলিটক নাম্বার বের করতে চান তাহলে টেলিটক কোড ডায়াল করে টেলিটক নাম্বার খুব সহজে বের করতে পারবেন. এজন্য আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল প্যাটে লিখুন *511#. কোডটি ডায়াল করে আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে টেলিটক নাম্বার বের করতে পারবেন.

টেলিটক সিম কি?

সিম একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সিম এবং এটি  ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে. এই সিমটির পূর্ণাঙ্গ মালিক বাংলাদেশ সরকার এবং সরকারি সকল কার্যক্রমে সিমের মাধ্যমে পরিচালিত. হয় তাছাড়া সরকারি অফিসের বিল পেমেন্ট ও ভাতা প্রদান সহ সমুদয় কাজ টেলিটক সিমের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে.

টেলিটক সিম কেন ব্যবহার করবেন?

টেলিটক সিম কেন ব্যবহার করবেন এ প্রশ্নের উত্তরে টেলিটক সিম হচ্ছে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সিম এবং টেলিযোগ যোগাযোগ মন্ত্রণ অধিনে. এই সিম একটি দেশীয় সেম. দেশের টাকা দেশেই থাকবে এবং দেশের মানুষের সেবা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করায় সরকারের মূল লক্ষ্য. তাই সরকার স্কুল কলেজের শিক্ষার্থীদের টেলিটক সিম ও বিভিন্ন ধরনের সিম ব্যবহারের সুযোগ প্রদান করে থাকে.

 টেলিটক সিম কেনার উপায়

 টেলিটক সিম কেনার উপায় হচ্ছে নিকটস্থ যেকোন টেলিটক কাস্টমার কেয়ার থেকে এবং নিকটস্থ যেকোনো টেলিটক এজেন্ট দোকান থেকে।. টেলিটক সিম কেনার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনি কাস্টমার কেয়ার কিংবা নিকটস্থ টেলিটক এজেন্ট থেকে সিমটি উত্তোলন করতে পারবেন. টেলিটক সিমের মূল্য ২০০ থেকে ২৫০ টাকা.

 বর্তমানে সিমের মূল্য কত?

 বর্তমানে টেলিটক সিমের মূল্য হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা. এই সিমটি টেলিটক কাস্টমার কেয়ার থেকে এবং নিখুস্ত টেলিটক এজেন্ট থেকে সিমটি কিনতে পারবেন. তবে টেলিটক বর্ণমালা সিমটি কেনার জন্য আপনাকে প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে টেলিটক করতে পারবেন.

টেলিটক কোন সিমটি ভালো?

 বর্তমানে টেলিটক কোম্পানি অনেক কয় প্রকার টেলিটক সিম প্রদান করেছেন এবং এই সিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো হচ্ছে টেলিটক বর্ণমালা  সিমটি.  তবে টেলিটক অনেকগুলো সিম রয়েছে তাদের একটি তালিকা প্রদান করা হলো.

  • টেলিটক বর্ণমালা সিম।
  • টেলিটক শতবর্ষ সিম।
  • টেলিটক স্বাগতম সিম।
  • টেলিটক আগামী সিম।
  • টেলিটক অপরাজিতা সিম।
  • টেলিটক স্বাধীন সিম।
  • টেলিটক মায়ের হাসি সিম।

 টেলিটক সিমের সুবিধা কি কি?

 টেলিটক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন এর মাধ্যমে রাষ্ট্রের সকল বিল পেমেন্ট, পরীক্ষার ফি ও পরীক্ষা নিরীক্ষণের ফি প্রদান করা হয়ে থাকে. এই সিমের মাধ্যমে স্কুল-কলেজের বেতন, ফি ও বিল পেমেন্ট করা হয়ে থাকে. টেলিটক সিমের মাধ্যমে ইন্টারনেট ও কম খরচে কথা বলা যায়. তাই এই সিমটি অত্যন্ত সুবিধার জনক সিম এবং বর্তমানে এই সিমটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং স্বল্প খরচে পরিচালিত একটি সিম.

 টেলিটক সিম বিক্রয় কেন্দ্রগুলি?

 বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সিম আছে টেলিটক সিম. এই সিমটি বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় টেলিটক কাস্টমার কেয়ার থেকে পাওয়া যাবে এবং কেনা যাবে. তবে টেলিটক সিম টি কেনার পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপরে স্টেশন করার পর কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করা যাবে.

টেলিটক সিমের অফার

 বর্তমানে টেলিটক কোম্পানি তাদের টেলিটক সিমের বিভিন্ন সময় বিভিন্ন অফার প্রদান করে থাকে. এজন্য অফারগুলি সময় ভেদে ভিন্ন হতে পারে. আপনি চাইলে টেলিটক সিমের অফারগুলি ডায়াল করে জানতে পারবেন এজন্য ডায়াল করতে হবে*111# . তাছাড়া আপনি মাই টেলিটক অ্যাপস টি আপনার মোবাইলে ইন্সটল করে টেলিটক সিমের অফার গুলো জানতে পারবেন.

টেলিটক সিম কোথায় কোথায় পাওয়া যায়?

বাংলাদেশের ৬৪ জেলায় টেলিটক কাস্টমার কেয়ার রয়েছে এ সকল কাস্টমার কেয়ার থেকে আপনি টেলিটক সিম টি কিনতে পারবেন. তাছাড়া আপনার মোবাইলে থেকে my teletalk apps এর মাধ্যমে আপনি টেলিটকের সুবিধা গুলি জানতে পারবেন. তা ছাড়াও আপনি আপনার নিকটস্থ টেলিটক এজেন্ট থেকে টেলিটক সিম কিনতে পারবেন অথবা টেলিটক বিক্রয় কেন্দ্র থেকে টেলিটক সিম কিনতে পারবেন.

 টেলিটক সিমের সকল কোড সমূহ

 যেহেতু আমরা টেলিটক সিম ব্যবহার করে থাকি সেহেতু টেলিটক সিমের কোড সমূহ জানা দরকার কারণ কোড সমূহ জানার থাকলে যে কোন সেবা গ্রহণ করার জন্য  কোড ডায়াল করে জানতে পারবেন. টেলিটক সিমের প্রয়োজনীয় কতগুলো কোড রয়েছে যা নিচের টেবিলে প্রদান করা হলো.

  • টেলিটক সিমের টাকা দেখার কোড*152#
  • টেলিটক সিমের এমবি দেখার কোড*152#
  • টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড*1122*10# ও *1122*20#
  • টেলিটক সিমের নাম্বার দেখার কোড*511#
  • টেলিটক সিমের অফার দেখার কোড*111#
  • টেলিটক সিমে এসএমএস কোড*152#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button