ইন্টারনেট ব্যালেন্স চেক কোড-রবি সিম, জিপি সিম ও এয়ারটেল সিম
আজকের আলোচনা সকল অপারেটরের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড নিয়ে। ইন্টারনেট বর্তমান সময়ের একটি অন্যতম যোগাযোগ মাধ্যম এবং বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া কল্পনাই করা যায় না। তাই এখন সবাই স্মার্টফোন এবং ল্যাপটপ ব্যবহার করে এবং এসব ল্যাপটপে স্মার্টফোন ইন্টারনেট ব্যবহার করে চালাতে হয়। এজন্য মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের জন্য আকর্ষণীয় ইন্টারনেট অফার প্রদান করে। আর সবাইকে ফোনের মাধ্যমে ইন্টারনেট কিনতে হয়।
সুতরাং আজ আমরা এই পোস্টটি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড এবং ইন্টারনেট ব্যালেন্স করার সকল কোড আলোচনা করব। সুতরাং আপনি এখান থেকে জিপি রবি ও এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড জানতে পারবেন।
ইন্টারনেট ব্যালেন্স চেক কোড সকল অপারেটর
মোবাইল কিনবার ল্যাপটপে সংযোগ দেওয়ার জন্য ইন্টারনেট থাকতে হবে। তাই আপনি যখন ইন্টারনেট প্যাকেজ কিনবেন তারপর আপনি চাইলে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। ধরুন আপনি ইন্টারনেট প্যাকেজ কিনছেন কিন্তু অনেক সময় ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে যায়। সে ক্ষেত্রে ইন্টারনেট ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়। এ কারণে আপনার প্রয়োজন হবে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড জানা। এজন্য মোবাইল কোম্পানিগুলো সকল অপারেটরে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড প্রদান করে থাকেন।
সুতরাং আপনাদের সুবিধার্থে সকল অপারেটরের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড এবং প্রিপেইড ও পোস্টপেইড সিমের কোড নিজে প্রদান করা হলো।
মোবাইল অপারেটর | পোস্ট–পেইড ইন্টারনেট চেক কোড | প্রিপেইড ইন্টারনেট চেক কোড |
জিপি সিম | পাওয়া যায় না | *121*1*4# *566*10# |
বাংলালিংক সিম | *5000*500# | *5000*500# *124*50# *121*1# |
রবি সিম | *8444*88# | *3# *8444*88# *123*3*5# কল ফ্রি 8444 |
এয়ারটেল সিম | *121*70# | *3# *8444*88# *778*005# |
টেলিটক সিম | পাওয়া যায় না | *152# ‘U’ লিখে পাঠিয়ে দিন 111 নম্বরে। |
সকল সিমের ইন্টারনেট অফার কোড তালিকা
বাংলাদেশে এখন ৫টি সিম অফার রয়েছে. ধরুন আপনি যে সিম ব্যবহার করেন তার ইন্টারনেট ব্যালেন্স চেক করার জানা প্রয়োজন। যেহেতু কোম্পানি প্রত্যেকটা সিমের ইন্টারনেট অফার চেক করার কোড প্রদান করেছেন সেহেতু আপনি প্রত্যেকটা সিমেন্ট ইন্টারনেট কোড জানা থাকলে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন. তাছাড়া রবি জিপি এয়ারটেল এবং বাংলালিংক এর নিজস্ব অ্যাপস রয়েছে এবং আপনি অ্যাপসগুলো ইন্সটল করে ইন্টারনেট অফার গুলো চেক করতে পারবেন. তবে আপনাদের সুবিধার্থে ইন্টারনেট কোডের তালিকা নিচে প্রদান করা হয়েছে.
- গ্রামীণ ফোন:*444*1*2#
- রবি:*999#
- বাংলালিংক:*7323#
- এয়ারটেল:*222*1#
সকল সিমের ইন্টারনেট প্যাকেজ কোড তালিকা
ধরুন আপনি প্রত্যেকটা কোম্পানির ইন্টারনেট প্যাকেজ কোন অনুসন্ধান করেছেন যাতে আপনি ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য কোড গুলো ডায়াল করে জানতে পারেন। দিছে ইন্টারনেট প্যাকেজ এর কোড তুলে ধরা হলো।
- গ্রামীণ ফোন:*111*7*2#
- রবি:*140*14#
- বাংলালিংক:*125#
- এয়ারটেল:*121*8#
জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম ও কোড
জিপি বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। এজন্য জিপি তাদের গ্রাহকদের সন্তুষ্ট অর্জনের জন্য ইন্টারনেট অফার প্রদান করে থাকে। সুতরাং আপনি যদি গ্রাহক হন তাহলে জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড ডায়াল করে অফার বলে জানতে পারবেন।
- *121*1*4#
- *566*10#
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড ও নিয়ম
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানির অভি এবং আপনি যখন একাধিক অপাডারে সিম ব্যবহার করে থাকেন সে ক্ষেত্রে আপনাকে ইন্টারনেট ব্যালেন্সের কোড জানা প্রয়োজন তাহলে আপনাকে ইন্টারনেট ব্যালেন্স চেক করার সমস্যা থাকবে না।
- *3#
- *8444*88#
- *123*3*5#
অথবা, বিনামূল্যে কল করুন 8444
বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড ও নিয়ম
বাংলালিংক কোম্পানির তাদের গ্রাহকদের সুবিধার্থে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড প্রদান করেন এবং গ্রাম গ্রাম খুব সহজেই ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে পারবেন। নিচে কোনগুলি দেখুন।
- *5000*500#
- *124*50#
- *121*1#
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড ও নিয়ম
আপনি কি একজন টেলিটক গ্রাহক এবং আপনি কি টেলিটকের মাধ্যমে ইন্টারনেট সুবিধা ভোগ করেন। তাহলে ইন্টারনেটের ব্যালেন্স চেক করার প্রয়োজন হতে পারে এবং আপনি নিশ্চিন্তে কোনগুলি জানুন তাহলে সহজে ইন্টারনেট চেক করতে পারবেন।
- *152#
- অথবা, ‘U’ লিখে 111 নম্বরে পাঠান ।
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড ও নিয়ম
বাংলাদেশে বর্তমানে এয়ারটেল জনপ্রিয় সিম এবং প্রতিটি airtel গ্রাহক জানতে চাই কিভাবে এয়ারটেল এ ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায় এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড কি কি।
- *3#
- *8444*88#
- *778*005#
শেষ মন্তব্য:
বাংলাদেশে প্রত্যেকটি অপারেটরের ইন্টারনেট অফার রয়েছে। প্রত্যেকটি অপারেটরে গ্রাহকরা ইন্টারনেট প্যাকেজ কিনে এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোন সন্ধান করেন। তাই প্রতিটি অপারেটরের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড রয়েছে। সুতরাং আপনি যে অপারেটর ব্যবহার করে সেই অফার টারে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড জানার প্রয়োজন। প্যাকেজ কেনার পর কিংবা যেকোনো মধ্যে ইন্টারনেট ব্যালেন্স চেক করার এ কোন গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই চ্যাট করতে পারবেন।