উক্তি

দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশনও কবিতা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. তিনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন এবং দেশপ্রেম নিয়ে তার গভীর করতে রয়েছে এবং দেশপ্রেম তার মধ্যে সবচেয়ে বেশি. দেশ নিয়ে তিনি সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন. তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেম নিয়ে কি কি উক্তি প্রদান করেছেন সেই সকল উক্তি এখান থেকে জানতে পারবেন.

 দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

  • আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনি হিমালয়।ফিদেল কাস্ত্রো
  • আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমিল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য।  — ইয়াসির আরাফাত
  • শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি বাংলাদেশ ,আমার বাংলাদেশ।গৌরীপ্রসন্ন মজুমদার
  • শেখ মুজিব নিহত হওয়ার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া আফ্রিকার জনগণের জন্য প্রেরণাদায়ক ছিল।ইন্দিরা গান্ধী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।সাদ্দাম হোসেন
  • শেখ মুজিবুর রহমান বিয়েতনামে জনগণকে অনুপ্রাণিত করেছিলেন।কেনেথা কাউন্ডা
  • বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশি শুধু এতিম হয়নি বিশ্ববাসীর হারিয়েছে একজন মহান সন্তানকে।জেমসলামণ্ড
  • মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিতনা।ফিনান্সিয়াল টাইমস
  • নরহত্যা মহাপাপ , তার চেয়ে পাপ আরো বড়ো করে যদি তাঁর পুত্রসম বিশ্বাসভাজন জাতির জনক যিনি অতর্কিতে তাঁরেই নিধন। নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর।অন্নদাশঙ্কর রায়
  • মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।উইলিবান্ট
  • আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না।  — হেনরি কিসিঞ্জার
  • আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন।জসীমউদ্দীন

দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর বাণী

  • আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না।
  • এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
  • মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে।
  • আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।
  • প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।
  • সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।
  • বিশ্ব দুই শিবিরে বিভক্তশোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।
  • এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন; তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে।
  • দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।

দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর স্ট্যাটাস

  • আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তাহলে আমি শান্তিতে মরতে পারব না।
  • স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মাবোনেরা কাপড় না পায়। স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।
  • আমাদের চাষীরা হল সবচেয়ে দুঃখী নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে।
  • যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
  • সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।
  • সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।
  • গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।
  • জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই কথা মনে রাখতে হবে। আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়া সাথে আর কিছুই নিয়ে যাব না। তবে কেন আপনারা মানুষকে শোষণ করবেন, মানুষের উপর অত্যাচার করবেন?
  • দেশের সাধারণ মানুষ, যারা আজও দুঃখী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসিকান্না, সুখদুঃখকে শিল্পসাহিত্যসংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্যিক সংস্কৃতিসেবীদের প্রতি আহবান জানাচ্ছি।
  • সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ, শান্তি স্বপ্ন এবং আশাআকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্যসংস্কৃতি।
  • বাঙ্গালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।
  • গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।
  • জনগণকে ছাড়া, জনগণকে সংঘবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিস্কার আদর্শ সামনে না রেখে কোন রকম গণআন্দোলন হতে পারে না

 দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর ক্যাপশন

শহীদদের রক্ত যেন বৃথা না যায়।

             বাংলাদেশ এসেছে বাংলাদেশ থাকবে।

             বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা।

             বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর বিচার হবেই।

             বঙ্গবন্ধু একবার একান্ত আলাপচারিতায় যুবলীগের কয়েকজন কর্মীকে বলেছিলেন, আমি মারা গেলে আমার কবরে একটা টিনের চোঙ্গা রেখে দিস। লোকে জানবে এই একটা লোক একটা টিনের চোঙ্গা হাতে নিয়ে রাজনীতিতে এসেছিল এবং সারাজীবন সেই টিনের চোঙ্গায় বাঙ্গালি বাঙ্গালি বলে চিৎকার করতে করতেই মারা গেল।

             এদেশে কৃষকশ্রমিক, হিন্দুমুসলমান সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে। (১০ জানুয়ারি ১৯৭২)

             আমি বিশ্বাস করি, ক্ষমতা বাংলার জনগণের কাছে। জনগণ যেদিন বলবেবঙ্গবন্ধু ছেড়ে দাও’, বঙ্গবন্ধু একদিনও রাষ্ট্রপতি, একদিনও প্রধানমন্ত্রী থাকবে না। বঙ্গবন্ধু ক্ষমতার জন্য রাজনীতি করে নাই। বঙ্গবন্ধু রাজনীতি করেছে শোষণহীন সমাজ কায়েম করার জন্য। (২৬ মার্চ ১৯৭৫)

             গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।

             অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোন দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের জনগণের সর্বনাশই বেশি হয়।

             আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।

             যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।

             . যখন তুমি কোন ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে, যখন তুমি কোন বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড় বেজন্মা হতে হবে। নচেত পরাজয় নিশ্চিত।

             প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।

 

 দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর কবিতা

ছাত্র রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু কবিতা

মুজিব মানে রাজনীতির কবিতা,

মুজিব মানে স্বাধীনতা।

মুজিব মানে এই বাংলায় উত্তরে পাহাড়, দক্ষিণে সাগরমুখে শঙ্খচিলের খেলা

মুজিব মানে পুবে-পশ্চিমে নদী-নালা জল আর জালা

মুজিব মানে পৌষপার্বণ আর বৈশাখী মেলা

মুজিব মানে বাঙ্গালির সংগ্রামী বাংলা।

মুজিব মানে ইতিহাসের পথ বেয়ে অসাম্প্রদায়িক মন

মুজিব মানে কৃষক শ্রমিকের তুখোড় আন্দোলন।

মুজিব মানে ছাত্র-জনতার স্লোগান,

মুজিব মানে ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন,

মুজিব মানে ৬২’র শিক্ষা আন্দোলন,

মুজিব মানে ৬৬ তে বাংলার মুক্তিসনদ ছয় দফা

মুজিব মানে বাংলার মুক্তি, হবে রফা।

মুজিব মানে আগরতলা ষড়যন্ত্র মামলা

মুজিব মানে গণ আন্দলনে ভাঙ্গবো জেলের তালা

মুজিব মানে মুক্ত মানব গলায় ফুলের মালা।

মুজিব মানে ছাত্র সংগ্রাম পারিষদ, ৬৯’র অভ্যুথান

মুজিব মানে ৭০’র সফল নির্বাচন জাতির উথ্থান।

মুজিব মানে আওয়ামী লীগের নৌকা, ফসল ভরা গোলা

মুজিব মানে নির্বাচনে জয়লাভ

মুজিব মানে তর্জনীর প্রভাব

মুজিব মানে ‘পিণ্ডির ষড়যন্ত্র সততার অভাব।

মুজিব মানে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা।

মুজিব মানে যার কাছে যাকিছু আছে তাই নিয়ে “জয় বাংলা” বলা

মুজিব মানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

মুজিব মানে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।

মুজিব মানে বাংলার মুক্তিযুদ্ধ

মুজিব মানে গেরিলার কাছে পাক বাহিনী রুদ্ধ।

মুজিব মানে মুক্তিযোদ্ধার প্যারেড

মুজিব মানে যুদ্ধ জয়ের নেশা

মুজিব মানে ৩০ লক্ষ শহীদের স্মৃতি

মুজিব মানে বিধ্বস্ত বাংলা গড়ে তোলায় গতি।

মুজিব মানে লক্ষ লক্ষ নারীর সম্ভ্রম দিয়ে স্বাধীনতার প্রতীক্ষা

মুজিব মানে কন্ডেম সেলের পাশে কবর খুঁড়ে রাখা আর অপেক্ষা।

মুজিব মানে ঘরে ঘরে রোজা রেখে মায়েদের দোয়া চাওয়া

মুজিব মানে গেরিলার গ্রেনেড ছুঁড়ে দেওয়া।

মুজিব মানে নৌকার মাঝির পাল তুলে উদার গলায় গান গাওয়া।

মুজিব মানে ত্রস্ত-ত্রাসে পাক বাহিনী

মুজিব মানে শোষণহীন সমাজ

মুজিব মানে কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার অফুরান ভালোবাসা

মুজিব মানে বিশ্ব দরবারে বাংলা ভাষা।

মুজিব মানে দুঃখী মানুষের মুখে হাসি, রাখালের বাঁশি

মুজিব মানে সবুজ ধানের খেতে কৃষকের হাসি।

মুজিব মানে শোষকের যন্ত্রণা, শোষিতের প্রেরণা

মুজিব মানে বিশ্বনেতা নিপীড়িতের চিরচেনা।

মুজিব মানে স্বাধীন বাংলাদেশ

মুজিব মানে সাম্রাজ্যবাদের ত্রাস

মুজিব মানে জয় বাংলা, ইনশা আল্লাহ জয় বাঙালি

মুজিব মানে স্বাধীন বাংলাদেশ, সবুজে-লালে পতাকা রাঙ্গালি

মুজিব মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

মুজিব মানে বিশ্বের বুকে নতুন মানচিত্র বাঙ্গালির সম্মান

মুজিব মানে মুজিব – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

 উপসংহারআজকের এই পোস্ট থেকে যে কেউ জানতে পারবেন যে বঙ্গবন্ধুর মধ্যে দেশপ্রেম পত্রটা ছিল এবং দেশপ্রেম নিয়ে তিনি সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন এবং দেশের জন্য কি কি উক্তি প্রদান করেছেন এবং দেশের মানুষের জন্য কি কাজ করেছেন. সুতরাং আজকের পুরো পোস্টটি বঙ্গবন্ধুর দেশ প্রেম নিয়ে সাজানো হয়েছে.

Related Articles

Back to top button