রবি

রবি সিমে মিসকল এলার্ট চালু ও বন্ধ করার নিয়ম

আপনি কি একজন রবি গ্রাহক?. রবি কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বহু পরিষেবা প্রদান করেন. আপনি কি কি সার্ভিস চালু রাখবেন তার সিদ্ধান্ত গ্রহণ করুন এবং আপনি যদি আপনার মোবাইল সিমে মিস কল এলার্ট চালু কিংবা বন্ধ করতে চান তাহলে পারবেন. এজন্য আপনাকে জানতে হবে কিভাবে আপনার রবি সিমে মিসকল এলার্ট চালু করা যায় এবং কিভাবে আপনার মিসকল এলার্ট বন্ধ করা যায়.

আজ রবি গ্রাহকদের সুবিধা আছে আমরা রবি সিমের মিসকল এলার্ট চালু করার সকল পদ্ধতি এবং বন্ধ করার সকল নিয়ম এখানে সংযুক্ত করব। যারা মিসকল এলার্ট চালু কিংবা বন্ধ করার নিয়ম জানতে চান তারা এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন।

রবি সিমে মিসকল এলার্ট চালু করার নিয়ম

আপনি যদি রবি গ্রাহক হয়ে থাকেন এবং আপনার সিমে মিসকল এলার্ট চালু করতে চান তাহলে নিজে নিজে চালু করতে পারবেন এবং চালু করার দুইটি নিয়ম রয়েছে।

প্রথমত: আপনি আপনার রবি সিমে মেসেজের মাধ্যমে মিসকল এলার্ট চালু করতে পারবেন. এজন্য আপনার মোবাইল অপশনে গিয়ে টাইপ করুন Smart MCA তারপর মেসেজটি পাঠিয়ে দিন 28782 নাম্বারে. এভাবে মেসেজ পাঠিয়ে আপনি আপনার সিমে মিসকল এলার্ট চালু করতে পারবেন।

দ্বিতীয়ত: কোড নাম্বার ডায়াল করে মিসকল এলার্ট চালু করতে পারবেন। যদি আপনি কোড নাম্বার এর মাধ্যমেই মিসকল এলার্ট চালু করতে চান তাহলে আপনার মোবাইল অপশনে গিয়ে লিখুন *২৮২৭২*১১# টাইপ করে কল দিন। এবার আপনার রবি সিমের মিসকল এলার্ট সার্ভিস চালু হয়ে যাবে।

রবি সিমে মিসকল এলার্ট বন্ধ করার নিয়ম

আপনি আপনার রবি সিমে কিভাবে মিসকল এলার্ট বন্ধ করবেন তা জানতে নিচের নিয়ম ফলো করুন। রবি সিমে মিসকল এলার্ট বন্ধ করার দুইটি পদ্ধতি রয়েছে।

প্রথম পদ্ধতি: মেসেজের মাধ্যমেই মিসকল এলার্ট বন্ধ করতে পারবেন। আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Stop MCA এবং পাঠিয়ে দিন ২৮২৭২ নাম্বারে। এবার কিছুক্ষণের মধ্যে আপনার সকল রবি সিমের মিসকল ব্লাড সার্ভিস বন্ধ হয়ে যাবে।

দ্বিতীয় পদ্ধতিঃ: কোড ডায়াল করে আপনি রবি সিমের এলার্ট বন্ধ করতে পারবেন। এজন্য আপনাকে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে  ২৮২৭২ ২#এবং কল করুন

মিসকল এলার্ট কি?.

মিসকল এলাট বলতে বোঝায় রবি সিমের একটি সার্ভিস যার মাধ্যমে আপনি আপনার বন্ধ থাকা মোবাইলে অথবা নেটওয়ার্কের বাইরে থাকা মোবাইলেও সার্ভিস পাবেন। ধরুন আপনার মোবাইল বন্ধ আছে কিংবা আপনার মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছে না সে ক্ষেত্রে অন্য কেউ যদি আপনাকে মেসেজ দেয় কিংবা কল দেয় তাহলে আপনি মোবাইল অন করার সাথে সাথেই এসএমএস পাবেন।

মিসকল কল ার এমন একটি সুবিধা যে সুবিধার মাধ্যমে বন্ধ থাকা মোবাইলেও কেউ কল দিলে আপনি পরবর্তীতে জানতে পারবেন এবং এসএমএস এর মাধ্যমে বুঝতে পারবেন

এসএমএসের মাধ্যমে মিসকল এলার্ট চালু করার নিয়ম

আপনি যদি আপনার রবি সিমে এসএমএস এর মাধ্যমে মিসকল এলার্ট চালু করতে চান তাহলে আপনার মোবাইল অপশনে গিয়ে লিখুন Smart MCA এবং পাঠিয়ে দিন ২৮২৭২ নম্বরে

কোড ডায়াল করে রবি মিসকল এলার্ট চালু করার নিয়ম

আপনি যদি আপনার অফিস সিমেন্ট কোড ডায়াল এর মাধ্যমে মিসকল এলার্ট চালু করতে চান তাহলে নিচের নিয়মটি ফলো করুন। এজন্য আপনার মোবাইল অপশনে গিয়ে লেখুন *২৮২৭২*১১# ডায়াল করে কল দিন। এবার আপনার মিসকল এলার্ট চালু হয়ে যাবে।

এসএমএস এর মাধ্যমে রবি মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার নিয়ম

রবি গ্রাহকগণ রবি সিমের মিসকল এলার্ট এসএমএসের মাধ্যমে বন্ধ করতে চাইলে নিচের নিয়মটি অনুসরন করুন। এজন্য আপনার মোবাইল অপশনে গিয়ে লিখুন Stop MCA এবং পাঠিয়ে দিন ২৮২৭২ নাম্বারে।

কোড ডায়াল করে মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার নিয়ম

রবি গ্রাহকগণ তাদের রবি সিমে মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার জন্য কোড ডায়াল করে বন্ধ করতে পারবেন। এজন্য রবি গ্রহ তাদের রবি সিমে *২৮২৭২*২# লিখে কল দিতে হবে। তাহলে মিসকল এলার্ট সার্ভিস বন্ধ হয়ে যাবে

আপনি যদি রবি সিম নিয়মিত ব্যবহার করেন এবং অজান্তেই আপনার সিমে মিসকল এলার্ট চালু হয়ে যায়। তাহলে আপনি নিজে নিজে 2 টি পদ্ধতির মাধ্যমে মিসকল এলার্ট বন্ধ করতে পারবেন। আবার আপনি যদি মিসলেনার চালু করতে চান তাহলে উপরে দুইটি পদ্ধতি তুলে ধরা হয়েছে যার মাধ্যমে আপনি মিস কল এলার্ট চালু করতে পারবেন। আশা রাখি মিস কল এলার্ট পোস্টটি আপনার ভালো লাগবে এবং বুঝতে পারবেন।

Related Articles

Back to top button