রবি

রবি এমবি ট্রান্সফার নিয়ম ২০২৩। রবি এমবি ট্রান্সফার কোড (রবি টু রবি)

রবি এমবি ট্রান্সফার করার নিয়ম এখানে উপলব্ধ: আপনি কি জানেন রবি এমবি ট্রান্সফার করা যায় এবং ট্রান্সফার করার একটি সহজ নিয়ম রয়েছে। ধরুন আপনার রবি সিমে আপনি ইন্টারনেট চালান এবং হঠাৎ করে আপনার এমবি শেষ হয়ে গেছে কিন্তু ইন্টারনেটের প্রয়োজনে আপনার এমবি খুব প্রয়োজন। এই মুহূর্তে আপনি এমবি কেনার মত টাকা নেই কিংবা সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি আপনার প্রিয়জন কিংবা বন্ধুর কাছ থেকে এমবি উপহার নিতে পারবেন।

কাজেই কিভাবে রবি এমবি ট্রান্সফার করা যায় অথবা টিয়েশন কিংবা বন্ধুর কাছ থেকে রবির এমবি উপহার নেওয়া যায় তা জানা প্রয়োজন। রবীন্দ্র খুব সহজেই এই সেবাটি গ্রহণ করতে পারবেন। তাই আপনি যদি রবি এমবি ট্রান্সফার করতে চান কিংবা কোড ডায়াল করে এমবি ট্রান্সফার করতে চান তাহলে নিচে দেখুন।

রবি এম বি ট্রান্সফার করার নিয়ম

রবি তাদের গ্রাহকদের একটি প্রয়োজনীয় অফার চালু করেছেন এবং রবি থেকে রবি এমবি ট্রান্সফার করার পদ্ধতি রয়েছে। তাই রবি পোস্টপেড এবং প্রিপেড গ্রাহকদের এমবি ট্রান্সফার করার সুযোগ রয়েছে। তবে রবি থেকে রবি এমবি ট্রান্সফার করতে পারবেন কিন্তু মাত্র দুই টাকা চার্জ প্রযোজ্য হবে।

রবি থেকে রবি এমবি ট্রান্সফার করতে পারবেন দুইটি পদ্ধতিতে। যেকোনো পদ্ধতি ব্যবহার করে আপনি রবি থেকে রবি এমবি ট্রান্সফার করার সুযোগ পাবেন।

  • প্রথমত: ইউএসএসডি কোডের মাধ্যমে
  • দ্বিতীয়ত: মাই রবি অ্যাপস ব্যবহার করে।

রবি এমবি ট্রান্সফার করার কোড

আপনি রবি থেকে রবিতে এমবি ট্রান্সফার করতে পারবেন। এজন্য আপনাকে ইউএসএসডি কোড ডায়াল করে এমবি ট্রান্সফার করতে হবে।

রবি থেকে রবি ১০ এমবি ট্রান্সফার:

যদি কোন রবি গ্রাহক অন্য এক রবিতে ১০mb ট্রান্সফার করতে চান তাহলে এই কোডটি ডায়াল করুন *১৪১*৭১২*১১*প্রাপ্ত রবি নাম্বার #

যেমন:*১৪১*৭১২*১১*০১৮১০০০০০০০#

২৫ এমবি ডাটা ট্রান্সফার কোড

রবি থেকে রবিতে ২৫ এমবি টাটা ট্রান্সফার করতে ডায়াল করুন *১৪১*৭১২**প্রাপ্ত রবি নাম্বার #

৬০ এমবি ডাটা ট্রান্সফার কোড

আপনি যদি রবি থেকে রবিতে ৬০ এমবি ডাটা ট্রান্সফার করতে চান তাহলে এই কোডটি ডায়াল করুন *১৪১*৭১২**প্রাপ্ত রবি নাম্বার #

আশা রাখি আপনি উপরের পদ্ধতিতে অর্থাৎ উপরের ডায়াল কোড ব্যবহার করে 10mb, 25mb ৬০ ডাটা স্থানান্তর করতে পারবেন।

ইউএসএসডি কোডের মাধ্যমে এমবি ট্রান্সফার পদ্ধতি

সকল রবি গ্রাহক ইউএসএসডি কোড ডায়াল করে এমবি স্থানান্তর করতে পারবেন। রবি থেকে রবিতে ৬০ এমবি, ২৫ এমবি ১০ এমবি প্যাকেজ ট্রান্সফার করতে পারবেন।

৬০ এমবি ডাটা ট্রান্সফার করার নিয়ম

  • প্রথমে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশন যান।
  • তারপর ইউএসএসডি কোড ডায়াল করুন *১৪১*৭১২**প্রাপ্ত রবি নাম্বার #

২৫ এমবি ডাটা ট্রান্সফার করার নিয়ম

  • আপনি যদি ২৫ এমবি টাটা ট্রান্সফার করতে চান তাহলে আপনার মোবাইলে মেসেজ অপশনে যান।
  • তারপর ইউএসএসডি কোড ডায়াল করুন *১৪১*৭১২**প্রাপ্ত রবি নাম্বার #

১০ এমবি ডাটা ট্রান্সফার করার নিয়ম

  • প্রথমে আপনি আপনার মোবাইল অপশনের মেসেজ অপশনে যান
  • দ্বিতীয়তঃ আপনি ইউএসএসডি কোড ডায়াল করুন *১৪১*৭১২*১১*প্রাপ্ত রবি নাম্বার #

রবি অ্যাপের মাধ্যমে এমবি ট্রান্সফার করার নিয়ম

রবি অ্যাপস এর মাধ্যমে এমবি ট্রান্সফার করা যায় খুব সহজেই। আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয় পদ্ধতি হিসেবে রবি অ্যাপস ইন্সটল করুন তারপর অ্যাপসের ভেতর থেকে আপনি এমবি ট্রান্সফার করতে পারবেন। এজন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে মাহির এক্স ইন্সটল করতে হবে তারপর অপশন গুলি সেটিং করতে হবে। এরপর আপনি এমপি ট্রান্সফার পদ্ধতিতে কাজ করতে পারবেন।

রবি থেকে অন্য অপারেটরের এমবি ট্রান্সফার করার নিয়ম

ধরুন আপনি আপনার রবি থেকে আপনার বন্ধুকে জিপি অফারটি রবি ট্রান্সফার করার কথা ভাবছেন। কিন্তু রবি কোম্পানি তাদের এমবি ট্রান্সফার করার জন্য রবি থেকে অন্য অপারেটরের কোন সুযোগ প্রদান করেননি। তাই আপনি একই অপারেটরের মধ্যে ট্রান্সফার করতে পারবেন কিন্তু অন্য অপারেটরে পারবেন না।

শেষ কথা:

রবি কোম্পানির একটি জনপ্রিয় সুযোগ হচ্ছে এমপি ট্রান্সফার করার পদ্ধতি। রবি গ্রাহকগণ প্রিপেড এবং পোস্ট পেড গ্রাহক গণের সুযোগ পাবেন। তবে দুই ভাবি এমবি ট্রান্সফার করার পদ্ধতি উপরে বর্ণনা করা হয়েছে। আপনি খুব সহজেই ইউএসএসডি কোড ডায়াল করে এমবি ট্রান্সফার করতে পারবেন। রবি ট্রান্সফার করার সকল কোড এবং রবি অ্যাপস এর নিয়ম সব বিস্তারিত তথ্য আমাদেরই উপস্থিত জানতে পারবেন।

Related Articles

Back to top button