Uncategorized

অনলাইনে থানায় জিডি করার নিয়ম

অনলাইনে যেভাবে জিডি করবেন: বর্তমান যুগ অনলাইনের যুগ এবং অনলাইনের মাধ্যমে সকল কার্যকরী চালিত আছে. তাই আপনি ঘরে বসে অনলাইনে জিডি করার সুযোগ পাবেন. তবে আপনাকে জানতে হবে কিভাবে অনলাইনে জিডি করতে হয়. আজ আমরা আপনাদের সাথে অনলাইনে জিডি করার নিয়ম ও বিস্তারিত তথ্য আলোচনা করব.

জেনারেল ডায়েরি বা জিডি হল অপরাধ অন্যান্য সংবাদবিষয়ক রেজিস্টার। তবে আইনের ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে যে ফজদারি জুরিসডিকশন এর সর্বনিম্ন মিনিট হলো পুলিশ স্টেশন। আর এই পুলিশ স্টেশনে সংশ্লিষ্ট এলাকার জনগণ তাদের জীবনের ঘটে যাওয়া বা ঘটতে যাচ্ছে এবং সব ঘটনা নিয়ে আইনের সহায়তা গ্রহণ করতে পারেন।

অনলাইনে জিডি করার কারণগুলি

জিডি বলতে বুঝায় কাউকে কোন প্রকার হুমকি প্রদর্শন করলে তা এজাহার না করে সাধারণ ডায়েরি তে লিপিবদ্ধ করা হয়ে থাকে যাকে সংক্ষেপ জিডি বলা হয়।

 ১. সার্টিফিকেট হারিয়ে গেলে

২. মোবাইলে হারিয়ে গেলে, এবং চুরি বা চিনতাই হলে।

৩. গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে

৪. আপনার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে

৫. ব্যাংকের চেক বই হারিয়ে গেলে

৬. পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে।

৭. আপনার আত্মীয় স্বজন কেউ হারিয়ে গেলে। এমনকি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ইচ্ছে কৃত পালিয়ে গেলে। এবং আপনার পরিবারের কেউ নির্যাতন হলে।

৮. আপনার ঘর থেকে টাকা পয়সা, স্বর্ণ অলংকার ছিনতাই হলে।

৯. কেউ আপনাকে মেরে ফেলার হুকুম দিলে।

১০. এমন কি আপনি কারো ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। তার নামে জিডি করতে পারবেন।

সাধারণ ডায়েরি বা জিডি বলতে কী বোঝায়

কাউকে কোন প্রকার হুমকি প্রদর্শন করলে এজাহার না করে তা সাধারন থানায় রক্ষিত সাধারন ডায়েরিতে লিপিবদ্ধ করা কে সংক্ষেপে সাধারণ ডায়েরি করা হয়েছে। বাংলাদেশের যেকোনো নাগরিক জীবনের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করতে পারেন

কোথায় ও কিভাবে করবেন

  • ধরুন যে এলাকায় ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে আপনি সেই এলাকায় থানাতেই জিডি করা উচিত। আপনি থানায় গিয়ে নিজের নাম ও থানার নাম উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করবেন। যে বিষয়ে জিডি করতে চান তার নাম উল্লেখ করবেন।
  • উদাহরণস্বরূপ বলা যায় হারানোর ব্যাপারে লিখতে পারেন, হারানো সংবাদ সাধারণ ডায়েরি মুক্ত করে ব্যবস্থা গ্রহণের আবেদন।
  • বিবরণ অংশে আপনাকে বিস্তারিত লিখতে হবে
  • যদি আপনাকে কেউ হুমকি দেয় তার নাম, ঠিকানা, হুমকির স্থান ও তারিখ উল্লেখ করতে হবে
  • কিছু হারিয়ে গেলে তার বিস্তারিত বিবরণ এবং পারলে তার কোন নমুনা, যেমন: ছবি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে পারেন।
  • সর্বশেষে নিচে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখতে হবে

অনলাইনে জিডি করার প্রথম ধাপ

  • আপনি যদি অনলাইনে জিডি করতে চান তাহলে প্রথমে আপনাকে যেটিরgov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর জন্মতারিখ মোবাইল নাম্বার প্রবেশ করুন এবং সাবমিট করুন

অনলাইনে সাধারণ ডায়েরি থানায় করা দ্বিতীয় ধাপ

  • আপনি যে বিষয়ে জিডি করবেন সেটি নির্বাচন করুন
  • জিডির ধরন। যেমন: আপনি কিছু হারিয়ে গেলে তা নির্বাচন করুন
  • আপনি যে জেলায় যে থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন এবং ঘটনার সময় ও স্থান থেকে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন

অনলাইনে জিডি করার তৃতীয় ধাপ

  • আপনার বর্তমান ঠিকানা এবং যে বিষয়ে জিডি করবেন সে সম্পর্কে বিস্তারিত লিখুন
  • জিটি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সংযুক্ত করুন এবং আপনার ই-মেইল অ্যাড্রেস লিখুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে জমা দিন।
  • আবেদন সম্পন্ন হলে আপনি লগইন করে আপনার যেটি সর্বশেষ অবস্থা জানতে পারবেন

ঘরে বসে অনলাইনে জিডি করার নিয়ম কানুন

আপনি যদি অনলাইনে জিডি করতে চান তাহলে জিডি করার নিয়ম কানুন এবং চিঠির কারণ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। প্রথমেই আপনাকে জিডি করার কারণ অর্থাৎ কোন কিছু হারিয়ে গেলে, ছিনতাই হলে বা জীবনের হুমকির সম্মুখীন হলে আপনি ঘরে বসে জিডি করতে পারবেন। তবে সরকারের আইসিটি ডিভিশন এর এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে ঘরে বসে জিডি করতে পারবেন। তবে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন এর আওতাভুক্ত সব থানার বাসিন্দারা জিডি করার সুযোগ পাবেন এবং পরবর্তীতে বাংলাদেশের পুরো থানার বাসিন্দারা ওয়েবসাইটের মাধ্যমে চিঠি পড়তে পারবেন।

তবে মনে রাখতে হবে সরকারি আইনি সহায়তা পাওয়া নাগরিকের যেমন মৌলিক অধিকার তেমনি সঠিক কারণ দেখিয়ে সাধারণ ডায়েরি করা জনগণের দায়িত্ব। এ জন্য জরুরী প্রয়োজনে আইনি সহায়তা জনগণ পেতে পারেন। তাই অনলাইনে সাধারণ ডায়েরির নিয়ম জেনে নিন এবং বিস্তারিত জানতে ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন

যেভাবে অনলাইনে জিডির অবস্থা যাচাই করবেন

আপনি যদি অনলাইনে সঠিকভাবে চিঠি সম্পন্ন করেন এবং এটির সঠিক অবস্থান জানতে চান তাহলে আপনি জানতে। এজন্য আপনাকে আপনার জিডি করার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তবে ইউজার আইডি হল যেটি আপনি মোবাইল নাম্বার হিসাবে দিয়েছেন এবং অপরদিকে মোবাইল নাম্বার ভেরিফাই করার সময় আপনি মোবাইলে যে প্রতি দিয়েছে সেটি আপনার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড এবং ইউজার নেম এর মাধ্যমে লগইন করে আপনি সিটির বর্তমান অবস্থা জানতে পারবেন। তবে আপনার উচিত পাসওয়ার্ড এবং ইউজারনেম সেভ করে রাখা.

জিডির তদন্ত

থানায় জিডি করা হলে এবং সেই জিটি যদি কোন অপরাধ মূলক হয়ে থাকে তা প্রতিরোধের ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবেন। তবে কি সেটি করার ব্যাপারে খোঁজ দাড়ি কার্যবিধির (১৫৫).2 ধারায় বলা হয়েছে যে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের তদন্তের আদেশ ব্যতীত কোন পুলিশ কর্মকর্তা আমলযোগ্য নয় এমন মামলা তদন্ত করতে পারবেন না।

তবে উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির 157 বি ধারায় বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন সাধারণ ডায়েরি তদন্তের জন্য যথাযোগ্য নয়, তাহলে তিনি তদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন না।

জিডির গুরুত্ব

আইনত ছয়তালা আপের জন্য যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি চিঠির ভিত্তিতে একটি মামলা শুরু হতে পারে অথবা অপরাধের আশঙ্কা থেকে একটি চিঠি পড়ার পর সেও প্রার্থী যদি সংঘটিত হয় তাহলে ওই চিঠি সাক্ষ্য হিসেবে আদালতে গৃহীত হবে। তাই জিডি আইনত গুরুত্ব অনেক। তবে থানায় জিডি করার পর চিঠির নাম্বারটি সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনে চিঠি রিসিভ কপি সংগ্রহ করুন

জিডি সম্পর্কে জানা জরুরী

জিডি করার জন্য আপনি প্রথমে থানায় গিয়ে ডিউটি অফিসারের শরণাপন্ন হবেন এবং আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। তবে আপনি যদি লিখতে না পারেন তাহলে ডিউটি অফিসারের সহযোগিতা নিন। তিনি একটি সাধারণ ডায়েরি টিলসিটের নম্বর সহ বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করবেন। জিটি করার দুইটি কপি করবেন। থানায় সংরক্ষণ করবেন এবং অন্যটি জিডির নাম্বার সহ তারিখ, অফিসারের স্বাক্ষর ও সিল দিয়ে আপনাকে দিবেন।

অনলাইনে জিডি

আপনি যদি অনলাইনে জিডি করতে চান তাহলে আপনাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট www.dpm.gov.bd প্রবেশ করতে হবে। তারপর সিটিজেন হেল্প রিকুয়েস্ট নামে একটি লিঙ্ক পাবেন। এই লিংকে ক্লিক করে অনলাইন চিঠির সংক্রান্ত তথ্য প্রদান করার তালিকা আসবেন। যে ধরনের তথ্য দিয়ে জিডি করতে চান তা নির্বাচন করুন। এবার তথ্য পূরণ করার খালি বক্স আসবে। তথ্যাবলী যথাযথভাবে পূরণ করে সাবমিট করলে সংশ্লিষ্ট থানার আপনার তত্ত্বটি পৌঁছে যাবে। আপনি এবার স্বয়ংক্রিয়ভাবে একটি সনাক্তকরণ নাম্বার পাবেন। নাম্বারটি আপনাকে সংগ্রহ করতে হবে। চাইলে আপনি যেকোনো মতামত সরাসরি পুলিশের ডাবলু ডাবলু ডট police.gov.bd ঠিকানায় মেইল করতে পারবেন।

জিডি করার নমুনা কপি

আপনি যদি জিডি করার একটি নমুনা কপি অনুসন্ধান করেন এবং সংগ্রহ করতে চান তাহলে নিচে একটি নমুনা কপি প্রদান করা হলো এই কপিটি সংগ্রহ করতে পারবেন.

তারিখ: ………………

বরাবর

ভারপ্রাপ্ত কর্মকর্তা

………………..থানা, ঢাকা।

বিষয় : সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে।

জনাব,

সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিু স্বাক্ষরকারী: …………………………………বয়স : ……………………………………………………………..

পিতা/স্বামী : ……………………………………………….. মাতার নাম: …………………………………………………………………………………

সাং: …………………………………….. থানা: …………………………. জেলা: ……………………………………………………………………….

বর্তমানে:……………………………….. থানা:…………………………………… ঢাকা:………………………….।

এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ……………. সময় …………….জায়গা থেকে আমার নিুবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা : (যা হারিয়েছে)

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

নিবেদক,

(আবেদনকারীর স্বাক্ষর)

পুরো নাম :

ঠিকানা :

ফোন নম্বর :

অনলাইনে জিডি করতে হলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের ওয়েবসাইট www.dpm.gov.bd-এ প্রবেশ করলে Citizen Help Request নামে একটি লিংক পাওয়া যাবে-

Download PDF

অনলাইন জিডি লগ ইন

আপনি যদি অনলাইন জিডি লগইন করে যেটির বর্তমান অবস্থান জানতে চান এবং কিভাবে লগইন করবেন তা জানতে চান তাহলে এখান থেকে জেনে নিতে পারেন। জিডি বর্তমান অবস্থা লগইন করে দেখার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

Related Articles

Back to top button