আইপিএল ২০২২ কে কোন দলে খেলবে | আইপিএল 2022 সব দলের খেলোয়াড় তালিকা
ইতিমধ্যে আইপিএল 12 ই ফেব্রুয়ারি এবং 13 ই ফেব্রুয়ারি 2020 এর নিলামে সব দলের তালিকা প্রকাশ করেছেন। এই নিলামে 590 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এবং 590 জন খেলোয়াড়ের মধ্য থেকে সেরা প্লেয়ারদের কে বেছে নিয়ে এবারের আইপিএল 2022 দশটি টিম গঠন করেছেন। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব 2022 সালের আইপিএলে কোন কোন দলে কে খেলবেন এবং প্রত্যেক দলের স্কোয়াড কত।
আইপিএল ২০২২ কে কোন দলে খেলবেন
আইপিএল নিলাম শেষে দশটি দলেই তাদের সব দলের স্কোয়াড প্রকাশ করেছেন। তবে নিলামে লেয়ারগুলোকে তিন বছরের জন্য দলগুলোকে নিয়েছেন। এই তিন বছর কোন প্লেয়ার কোন দলের সাথে থাকবেন এবং খেলবেন তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে দেখে নিন। তবে পূর্বের আইপিএলে আটটি দল অংশগ্রহণ করলেও এবারের নতুন নিয়ম অনুযায়ী দশটি দল আইপ্যাল খেলা অংশগ্রহণ করবেন। এজন্য 2022 সালের আইপিএল খেলা টি একটি চমকপ্রদ খেলা।
আইপিএল 2022 সব দলের চূড়ান্ত প্রার্থী তালিকা
আইপিএল 2022 খেলাটি হলো সারা বিশ্বের ক্রিকেট প্রেমিকদের জন্য একটি সুখবর এবং উৎসবের দিন। এবারের আইপিএল খেলায় 10 টি দল অংশগ্রহণ করবেন। আইপিএল খেলা 2018 2022 থেকে শুরু হবে এবং 10 টি দল অংশগ্রহণ করবে প্রতিদিন দুইটা করে খেলা অনুষ্ঠিত হবে। এবারের আইপিএল খেলায় সব দলের চূড়ান্ত খেলোয়ারদের তালিকা নিচে প্রদান করা হলো.
দলের নাম | খেলোয়াড়দের তালিকা |
পাঞ্জাব কিংস | মায়াঙ্ক আগরওয়াল লিয়াম লিভিংস্টোন কাগিসো রাবাদা শাহরুখ খান শিখর ধাওয়ান জনি বেয়ারস্টো ওডেন স্মিথ রাহুল চাহার আরশদীপ সিং হরপ্রীত ব্রার প্রভসিমরন সিং সন্দীপ শর্মা ঈশান পোরেল জিতেশ শর্মা রাজ অঙ্গদ বাওয়া ঋষি ধাওয়ান প্রেরক মানকদ বৈভব অরোরা রিত্তিক বালিকা ধাওয়ান বেনজির প্যাটেল বেনজিন ধাওয়ান রাজকুমারী ধাওয়ান ধাওয়ান। হাওয়েল
|
সানরাইজার্স হায়দ্রাবাদ | কেন উইলিয়ামসন
নিকোলাস পুরান ওয়াশিংটন সুন্দর রাহুল ত্রিপাথু অভিষেক শর্মা ভুবনেশ্বর কুমার মার্কো জ্যানসেন আব্দুল সামাদ টি নটরাজন কার্তিক ত্যাগী উমরান মালিক এইডেন মার্করাম শ্রেয়াস গোপাল প্রিয়ম গার্গ জগদীশা সুচিথ রোমারিও শেফার্ড শন অ্যাবট আর সমর্থ শশাঙ্ক সিং সৌরভ সৌরভ সৌরভ সৌরভ সৌরভ কুমার কুমারী
|
রাজস্থান রয়্যালস | প্রসিদ কৃষ্ণ
জস বাটলার শিমরন হেটমায়ার ট্রেন্ট বোল্ট দেবদত্ত পদিকল যুজবেন্দ্র চাহাল রবিচন্দ্রন অশ্বিন যশস্বী জয়সওয়াল রিয়ান পরাগ নভদীপ সাইনি কেসি কারিপ্পা ওবেদ ম্যাককয় কুলদীপ সেন |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | বিরাট কোহলি
গ্লেন ম্যাক্সওয়েল হারশাল প্যাটেল ওয়ানিন্দু হাসরাঙ্গা জোশ হ্যাজেলউড ফাফ ডু প্লেসিস মোহাম্মদ সিরাজ দিনেশ কার্তিক অনুজ রাওয়াত শাহবাজ আহমেদ আকাশ দীপ মহিপাল লোমরর ফিন অ্যালেন শেরফেন রাদারফোর্ড জেসন বেহরেনডর্ফ সুয়শ প্রভুদেসাই চামা মিলিন্দ অনীশ্বর গৌতম কর্ণ শর্মা সিদ্ধার্থ কৌল লুভনিথ সিসোদিয়া ডেভিড উইলি |
মুম্বাই ইন্ডিয়ান্স | রোহিত শর্মা
ইশান কিশান জাসপ্রিত বুমরাহ কাইরন পোলার্ড ডিওয়াল্ড ব্রেভিস মুরুগান অশ্বিন বাসিল থামপি তিলক ভার্মা সঞ্জয় যাদব ড্যানিয়েল সামস জোফরা আর্চার টাইমাল মিলস টিম ডেভিড রিলে মেরেডিথ মো. আরশাদ খান আনমোলপ্রীত সিং রমনদীপ সিং রাহুল বুদ্ধি হৃতিক শোকিন অর্জুন টেন্ডুলকার আরিয়ান জুয়াল ফ্যাবিয়ান অ্যালেন সূর্যকুমার যাদব |
চেন্নাই সুপার কিংস | রবীন্দ্র জাদেজা
দীপক চাহার এমএস ধোনি মঈন আলি আম্বাতি রায়ডু রুতুরাজ গাইকওয়াড ডোয়াইন ব্রাভো শিবম দুবে রবিন উথাপ্পা তুষার দেশপান্ডে কে এম আসিফ রাজবর্ধন হ্যাঙ্গারগেকার সিমারজিৎ সিং ডেভন কনওয়ে ডোয়াইন প্রিটোরিয়াস মিচেল স্যান্টনার অ্যাডাম মিলনে শুভ্রাংশু সেনাপতি মুকেশ চৌধুরী প্রশান্ত সোলাঙ্কি সি হরি নিশান্ত এন জগদীসান ক্রিস জর্ডান কে ভাগথ ভার্মা |
কলকাতা নাইট | শ্রেয়াস আইয়ার
আন্দ্রে রাসেল নীতীশ রানা ভেঙ্কটেশ আইয়ার বরুণ চক্রবর্তী শিবম মাভি প্যাট কামিন্স সুনীল নারিন অজিঙ্কা রাহানে শেলডন জ্যাকসন অনুকুল রায় রাশিখ দার বাবা ইন্দ্রজিৎ চামিকা করুণারত্নে অভিজিৎ তোমর প্রথম সিং অশোক শর্মা স্যাম বিলিংস অ্যালেক্স কুমার হ্যালেস কুমার সাউথ কুমার কুমার কুমার সাউথ আভিজিৎ খান । |
রাইডার্স দিল্লি ক্যাপিটালস | ঋষভ পন্ত
শার্দুল ঠাকুর অক্ষর প্যাটেল পৃথ্বী শ মিচেল মার্শ অ্যানরিচ নর্টজে ডেভিড ওয়ার্নার খলিল আহমেদ চেতন সাকারিয়া শ্রীকর ভারত কুলদীপ যাদব মুস্তাফিজুর রহমান মনদীপ সিং কমলেশ নগরকোটি অশ্বিন হেব্বার সরফরাজ খান ললিত যাদব রিপাল প্যাটেল যশ ধুল রোভম্যান লিভিন এন ভিভিন প্যাটেল এন ভিভিন প্যাটেল । |
লখনউ সুপার জায়ান্টস | কেএল রাহুল
আভেশ খান মার্কাস স্টয়নিস জেসন হোল্ডার ক্রুনাল পান্ড্য মার্ক উড কুইন্টন ডি কক দীপক হুডা মনীশ পান্ডে রবি বিষ্ণোই দুষ্মন্ত চামেরা কৃষ্ণাপ্পা গৌথাম অঙ্কিত রাজপুত মহসিন খান আয়ুশ বাদোনি কাইল মায়ার্স করণ শর্মা এভিন লুইস মায়াঙ্ক যাদব |
গুজরাট টাইটানস | রশিদ খান
হার্দিক পান্ড্য লকি ফার্গুসন রাহুল তেওয়াতিয়া শুভমান গিল মহম্মদ শামি রবিশ্রিনিবাসন সাই কিশোর অভিনব মনোহর জেসন রায় জয়ন্ত যাদব বিজয় শঙ্কর ডমিনিক ড্রেক্স নুর আহমেদ দর্শন নলকান্দে যশ দয়াল আলজারি জোসেফ প্রদীপ সাংওয়ান ডেভিড মিলার ওয়ারডু ওয়ারডু সিং ওয়ারডেন সাংওয়ান । |
IPL 2022 2 য় দিনের পর অবিক্রিত খেলোয়াড়দের তালিকা
আইপিএল নিলামে যে সমস্ত খেলোয়াড় বিক্রি হয় নাই অর্থাৎ এখনো অবিকৃত রয়েছেন তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে প্রদান করা হলো। এখান থেকে দেখতে পারবেন।
খেলোয়াড় অবিক্রীত | খেলোয়াড় অবিক্রীত |
সুরেশ রায়না | আদিল রশিদ |
স্টিভ স্মিথ | মুজিব জাদরান |
সাকিব আল হাসান | ইমরান তাহির |
অ্যাডাম জাম্পা | অমিত মিশ্র |
রজত পতিদার | মোহাম্মদ আজহারউদ্দিন |
বিষ্ণু সোলাঙ্কি | সন্দীপ লামিছনে |
এম সিদ্ধার্থ | কুলবন্ত খেজরোলিয়া সহ আরও অনেকে |
কোন দলের কোন প্লেয়ার কত দামে বিক্রি
দশটি দলের মধ্যে কোন প্লেয়ার কত দামী নিলামে বিক্রি হয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে প্রদান করা। এখান থেকে কোন প্লেয়ার কোন দলে খেলবেন এবং কত দাম তা জানতে পারবেন
- ২ কোটির ভিত্তিমূল্যের পেসার যাদবকেও নিয়ে নিল কলকাতা।
- ১.৫ কোটিতে নিশাম রাজস্থানে
- লুভনিথ সিসোদিয়াে ২০ লাখে বেঙ্গালুরুতে
- ডেভিড উইলিকে ২ কোটিতে পেল বেঙ্গালুরু
- মোহাম্মদ নবীকে ১ কোটিতে নিল কলকাতা
- ৩০ লাখে অর্জুন টেন্ডুলকার মুম্বাইয়ে
- এলিস ৭৫ লাখে পাঞ্জাবে
- টিম সেইফার্ট ৫০ লাখে দিল্লিতে। গ্লেন ফিলিপসকে চাইছে হায়দরাবাদ.১.৫ কোটির ভিত্তিমূল্যেই নিউজিল্যান্ডের উইকেটকিপারকে নিয়ে নিল হায়দরাবাদ।
- নায়ার ১.৪ কোটিতে রাজস্থানে
- ক্রিস জর্ডানের জন্য ৩.৬ কোটি রুপি
- এভিন লুইস আরেক ক্রিকেটার যিনি দ্বিতীয় দফায় দল পেলেন। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাঁকে নিয়েছে লক্ষ্ণৌ।
- দল পেয়েছেন অ্যালেক্স হেলসঃ নিলামে প্রথম ডাকে দল পাননি ইংলিশ ওপেনার হেলস। তবে এবার কলকাতা টেনে নিয়েছে তাঁকে। ভিত্তিমূল্য ১.৫ কোটিতেই।
- লুঙ্গি এনগিডি বিক্রি হলেন ৫০ লাখে। রাবাদার সাবেক দল দিল্লি কিনেছে তাঁকে।
- ৫৫ লাখে নিজেদের সাবেক ব্যাটসম্যান রিঙ্কু সিংকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০ লাখে লক্ষ্ণৌতে গিয়েছেন মনন ভোহরা
- ৫০ লাখে লঙ্কান স্পিনার মহিশ থিকসানাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস, যিনি রহস্য স্পিনার বলে খ্যাত। চেন্নাইয়ের সাবেক স্পিনার করণ শর্মা দল পাননি
- নিজেদের সাবেক লেগ স্পিনার ময়ঙ্ক মারখাণ্ডেকে ৬৫ লাখে দলে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ওদিকে দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার তাবরাইজ শামসি ও আফগান স্পিনার কায়েস আহমেদ দল পাননি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৫০ লাখে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদের সাবেক স্পিনার শাহবাজ নাদিমকে
- পেসার জয়দেব উনাদকাট ১ কোটি ৩০ লাখে গিয়েছেন মুম্বাইতে
- ভারতীয় পেসার নবদীপ সাইনি গত মৌসুমে খেলেছিলেন কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, এবার ২ কোটি ৬০ লাখে গিয়েছেন রাজস্থানে। কেউ কেনেনি ক্যারিবীয় পেসার শেলডন কটরেলকে
- ভারতীয় বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে ৪ কোটি ২০ লাখে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ৫০ লাখে সন্দ্বীপ শর্মাকে কিনেছে পাঞ্জাব কিংস
- লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাকে ২ কোটিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ, ওদিকে দল পাননি চেন্নাই সুপার কিংসের সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি
- সানরাইজার্স হায়দরাবাদের সাবেক পেসার সৈয়দ খলিল আহমেদের জন্য সোয়া ৫ কোটি খরচ করেছে দিল্লি ক্যাপিটালস।
- গতবার ৯ কোটি ২৫ লাখ পেয়েছিলেন চেন্নাইয়ের কাছ থেকে, এবার এক কোটিও জুটল না। ভারতের স্পিনিং অলরাউন্ডার কৃষ্ণপ্পা গৌতমকে ৯০ লাখে কিনে নিয়েছে নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
- ভারতীয় অলরাউন্ডার শিভাম দুবেকে পাওয়ার লড়াইকে নেমেছিল চেন্নাই সুয়ার কিংস, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার কিংস। শেষমেশ ৪ কোটিতে চেন্নাইতে ঠাঁই হয়েছে তাঁর
- দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনকে ৪ কোটি ২০ লাখে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। গতবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন তিনি
- ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ওডিন স্মিথের জন্য হাড্ডাহাড্ডি লড়াই শেষে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ছয় কোটি রুপিতে বিজয়ী পাঞ্জাব
- ক্যারিবীয় অলরাউন্ডার ডমিনিক ড্রেকসকে ১ কোটি ১০ লাখে ও ভারতীয় অলরাউন্ডার জয়ন্ত যাদবকে ১ কোটি ৭০ লাখে কিনল গুজরাট
- ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে নিয়ে দলগুলোর আগ্রহ থাকবে, আগেই জানা গিয়েছিল। তাই বলে এত, সেটা কেউ বোঝেনি। সাড়ে ১১ কোটিতে লিভিংস্টোনকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। এবার আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার লিভিংস্টোন
- এক কোটি ১০ লাখে দিল্লিতে গেলেন মানদীপ সিং
- এক কোটি রুপি ভিত্তিমূল্যে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে ব্যাটসম্যান অজিঙ্কা রাহানাকে।
- মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ কোটি ৬০ লাখ রুপিতে মার্করাম পাড়ি জমিয়েছেন সানরাইজার্সে।
- ২০ লাখ ভিত্তিমূল্য আর সাই কিশোরের। কিন্তু এই লেগ স্পিনার তার রাজ্য দলের হয়ে দারুণ ফর্মে আছেন। তাই তাঁকে পেতে রীতিমতো লড়াই হলো। ৬ দলের লড়াই শেষে গুজরাট তাঁকে পেল ৩ কোটিতে।
- আফগান নুরের দাম ৩০ লাখ ১৭ বছর পূর্ণ হওয়ার আগেই বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগ খেলেছেন আফগানিস্তানের বাঁহাতি লেগ স্পিনার নুর। এবার আইপিএলেও খেলবেন। গত মাসে ১৭ পূর্ণ করা নুরকে নিয়েছে গুজরাট টাইটানস।
- ২০ লাখের আভেশ ১০ কোটি। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২৪ উইকেট পেয়েছিলেন আভেশ খান। তবু এই আইপিএলে নিজের ভিত্তিমূল্য মাত্র ২০ লাখ রেখেছিলেন এই পেসার।
- ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতির ঝড় তুলেছেন তিয়াগী। গত আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলেছেন এই ফাস্ট বোলার। এবার মাত্র ২০ লাখ রুপি ভিত্তি মূল্য ছিল তাঁর। ভারতীয় ফাস্ট বোলারকে দলে টানার জন্য শুরুতে লড়েছে দিল্লি ও চেন্নাই। একটু পর যোগ দিয়েছে হায়দরাবাদও। ৪ কোটি রুপি দিয়ে জিতেছে তারাই।
- অনুজ রাওয়াতের ভিত্তি মূল্য ২০ লাখ। তাঁকে পেতে আগ্রহ দেখিয়েছে আগেই উইকেটকিপার কিনেছে এমন দুটি দল। দীনেশ কার্তিককে কেনা রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় উইকেটকিপারের জন্য ৩ কোটি ৪০ লাখ খরচ করেছে।
- উইকেটকিপার কেএস ভরতকে দিল্লি দিচ্ছে ২ কোটি।
- বেবি এবিকে ৩ কোটি রুপিতে নিয়েছে মুম্বাই। তাঁর ভিত্তিমূল্য ছিল ২০ লাখ।
- শাহবাজ আহমেদকে গতবারের মতো এবারও পেতে চাইছিল বেঙ্গালুরু। হায়দরাবাদও যোগ দেয়। কিন্তু ২ কোটি ৪০ লাখে বেঙ্গালুরুই পেয়েছে তাঁকে।
- বাঁহাতি স্পিন অলরাউন্ডার হারপ্রিত ব্রারের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। গতবার পাঞ্জাবে খেলা এই ক্রিকেটারকে দলটি পেতে চাইছিল আবার। বেঙ্গালুরুও বিড করছিল তাঁর জন্য। কিন্তু পাঞ্জাবই পেয়েছে তাঁকে, ৩ কোটি ৮০ লাখে।
- ১ কোটি ১০ লাখে কমলেশ নাগরকোটি দিল্লিতে
- ৯ কোটিতে তেওয়াতিয়া গুজরাটের। আরেকজন ৪০ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্রিকেটার ৯ কোটিতে বিক্রি হলেন।
- শিভাম মাভি কলকাতাতেই খেলেছেন গতবার। তাঁকে দলে ফেরাতে এবার প্রায় আড়াই গুণ ব্যয় হলো দলটির। গতবার ৩ কোটি রুপি ছিল তাঁর দাম।
- গত আইপিএলে ২০ লাখ রুপির ভিত্তি মূল্যের শাহরুখ খানকে কিন নিয়েছিল পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার দল সেবার ৫ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছিল। এবার ভিত্তি মূল্য বেড়ে ৪০ লাখ হয়েছিল, শাহরুখের দামও বেড়ে হয়েছে ৯ কোটি।
- নিজেদের অভিষেক শর্মাকে আবার কিনে আনতে সাড়ে ৬ কোটি রুপি ব্যয় করল সানরাইজার্স হায়দরাবাদ
- রিয়ান পরাগকে পেতে ৩ কোটি ৮০ লাখ রুপি দিচ্ছে রাজস্থান রয়্যালস।
- নিলামের ভিত্তিমূল্য প্রকাশের পরই সবাই চমকে উঠেছিলেন। রাহুল ত্রিপাঠি নিজের ভিত্তিমূল্য মাত্র ৪০ লাখ দিয়েছেন কেন? গত আইপিএলে ১৭ ম্যাচে ৩৯৭ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ২টি পঞ্চাশ ছিল, রান তুলেছেন ১৪০ স্ট্রাইকরেটে। নিলামে কলকাতা তাঁকে ধরে রাখার চেষ্টা করেছিল, চেন্নাই সুপার কিংসও। তবে শেষ হাসি সানরাইজার্স হায়দরাবাদের। ৮ কোটি ৫০ লাখ রুপিতে নতুন দলে যাচ্ছেন ত্রিপাঠি।
- ৬ কোটি ৫০ লাখে যুজবেন্দ্র চাহাল রাজস্থানে
- ৭৫ লাখের ভিত্তি মূল্যের রাহুল চাহারকে পেতে আগ্রহ দেখিয়েছে পাঁচ দল। হায়দরাবাদ, দিল্লি, মুম্বাই ও রাজস্থানের সঙ্গে এ লড়াইয়ে ৫ কোটি ২৫ লাখ দিয়ে জিতেছে পাঞ্জাব কিংস ।
- ২ কোটিতে দিল্লিতে কুলদীপ যাদব। বাঁহাতি রিস্ট স্পিনারকে মাত্র ২ কোটিতেই নিয়ে নিয়েছে দিল্লি।
- মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তাঁকে পেতে বিড করেছিল দিল্লি ক্যাপিটালস। অন্য কোনো আগ্রহ না দেখানোয় সে দামেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে পেয়ে গেছে দিল্লি।
- শার্দুল ঠাকুরকে পেতে ১০ কোটি ৭৫ লাখ দিল দিল্লি ক্যাপিটালস
- ৪ কোটি ২০ লাখে হায়দরাবাদে গেলেন ভুবনেশ্বর কুমার
- ৭ কোটি ৫০ লাখে মার্ক উড লক্ষ্ণৌতে
- জশ হ্যাজলউড খেলবেন কোহলির সঙ্গে। ৭ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান পেসারকে নিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
- ঝড়ের গতিতে ১০ কোটি নিয়ে গেলেন লকি ফার্গুসন। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ১ কোটি ৬০ লাখ রুপি পেয়েছিলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। এবার ভিত্তিমূল্যই দিয়েছিলেন ২ কোটি। তাঁকে পেতে চারটি দল লড়াই করেছে। শেষ পর্যন্ত গুজরাট টাইটানস পেয়েছে তাঁকে।
- প্রসিধ কৃষ্ণাকে ১০ কোটিতে নিল রাজস্থান
- ঘরের ছেলেকে ঘরে ফেরাতে ১৪ কোটি রুপি খরচ হলো চেন্নাই সুপার কিংসের। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস বহু চেষ্টাতেও তাঁকে পায়নি। নতুন বলে উইকেট তুলে নিতে পারেন বলে ভারতীয় এই পেসারের প্রতি আগ্রহ ছিল অনেকের।
- ১ কোটি ভিত্তি মূল্যের বাঁহাতি পেসার নটরাজন গেলেন পুরোনো দলেই। গুজরাট টাইটানস কিছুক্ষণ চেষ্টা করেই হাল ছেড়ে দিয়েছে।
- ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানের জন্য শেষ মুহূর্ত চেষ্টা করেও পারল না কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদে পাড়ি জমিয়েছেন তিনি
- কলকাতা নাইট রাইডার্স থেকে এবার বিরাট কোহলির বেঙ্গালুরুতে পাড়ি জমাচ্ছেন উইকেটকিপার দিনেশ কার্তিক। তাঁর দাম সাড়ে ৫ কোটি
- ৬ কোটি ৭৫ লাখে সানরাইজার্স হায়দরাবাদ থেকে পাঞ্জাব কিংসে পাড়ি জমিয়েছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
- ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে তাতে খরচ হয়েছে ১৫ কোটি ২৫ লাখ। এই আকাশছোঁয়া মূল্যে ঘরে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান
- ৬ কোটি ৭৫ লাখে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে দুই কোটি রুপি ভিত্তিমূল্যের ব্যাটসম্যান অম্বাতি রাইড়ুকে। রাইড়ু আগেও চেন্নাইতেই খেলতেন
- অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে সাড়ে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস
- ৮ কোটি ২৫ লাখে লোকেশ রাহুলের লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে গিয়েছেন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া
- ৮ কোটি ৭৫ লাখের বিনিময়ে সানরাইজার্স হায়দরবাদে পাড়ি জমিয়েছেন স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর
- ১০ কোটি ৭৫ লাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ভেড়াল লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। বিরতির পর হাসারাঙ্গার জন্য আর নতুন করে দাম হাঁকায়নি পাঞ্জাব কিংস
- গত মৌসুমে পাঞ্জাব কিংসে খেলা ব্যাটসম্যান দীপক হুদাকে এবার কিনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দাম ৫ কোটি ৭৫ লাখ
- গতবারের সর্বোচ্চ উইকেটশিকারি, ভারতীয় পেসার হার্শাল প্যাটেলের জন্য ১০ কোটি ৭৫ লাখ খরচ করেছে তাঁর সাবেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
- ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়কের জন্য নিলাম টেবিল গ্রুম হয়েছিল বেশ। এই পেস বোলিং অলরাউন্ডারকে শেষমেশ ৮ কোটি ৭৫ লাখে কিনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
- নিজের এত দাম উঠবে, হয়ত ভাবেননি নিতিশ রানা। ৮ কোটি রুপিতে এই ব্যাটসম্যানকে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স
- ৪ কোটি ৪০ লাখে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে আবারও কিনেছে চেন্নাই সুপার কিংস
- দুই কোটি রুপিতে টপ অর্ডার ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, গত মৌসুমে উথাপ্পা যে দলে খেলেছেন।
- গুজরাট টাইটানস ২ কোটি রুপির বিনিময়ে কিনেছে ইংলিশ ওপেনার জেসন রয়কে।
- ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে নিয়ে বেশ ভালোই কাড়াকাড়ি লেগে গিয়েছিল নিলামের টেবিলে। শেষমেশ ৮ কোটি ৫০ লাখে রাজস্থান রয়্যালসে পাড়ি জমিয়েছেন এই মারকাটারি ব্যাটসম্যান।
- প্রথমেই নিলাম হচ্ছে মনীশ পাণ্ডেকে নিয়ে, গত মৌসুমে যিনি খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৪ কোটি ৬০ লাখ রুপির বিনিময়ে তাঁকে কিনে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
- ৪ কোটি ৪০ লাখে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে আবারও কিনেছে চেন্নাই সুপার কিংস।
- নিজের এত দাম উঠবে, হয়ত ভাবেননি নিতিশ রানা। ৮ কোটি রুপিতে এই ব্যাটসম্যানকে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
- দেবদূত পাডিকাল ওপেনারকে ৭ কোটি ৭৫ লাখে কিনেছে আরেক রয়্যালস – রাজস্থান।