খেলাধুলা

আইপিএল খেলা নতুন নিয়ম ২০২৩ / আইপিএলের নতুন দুই দল ২০২৩

আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আইপিএল খেলা নতুন নিয়ম ও নতুন দুই দল নিয়ে। ইতিমধ্যে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইপিএল ২০২২ সময়সূচি ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী আইপিএল খেলা অনুষ্ঠিত হবে দোসরা এপ্রিল ২০২২ এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 3 জুন 2022। এই খেলাটি দুই মাসব্যাপী চলবে এবং মোট এই খেলায় দল অংশগ্রহণ করবেন দশটি। আইপিএল খেলা প্রথম শুরু হয় 2007 সাল থেকে এবং 2022 সালে অনুষ্ঠিত হবে ১৫ তম আসর হিসাবে।

তবে আইপিএলে দশটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। এবারের আইপিএল খেলা টি নতুন নিয়মে অনুষ্ঠিত হবে। তবে প্রথম পর্বের ম্যাচের শেষ দুটি আলাদা আলাদা গ্রুপ থেকে পয়েন্ট বিবেচনা করে দুইটি করে মোট চারটি দল সেমি ফাইনালে খেলবে এবং সেমিফাইনাল থেকে দুইটি দল আইপিএলের খেলা ফাইনাল খেলা স্মরণ করবেন। এবারের আইপিএল খেলায় প্রতিদিন দুইটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকাল 3:30 এবং তৃতীয় ম্যাচটা তবে স্থানীয় সময় 7:30।

আইপিএল খেলার নতুন নিয়ম ২০২২

এবারের আইপিএল খেলার নতুন নিয়ম অনুযায়ী মেগা ড্রাইভ এর আগে চারজন করে প্লেয়ার দলে অন্তর্ভুক্ত করতে পারবেন যার তিনজন হবে ভারতীয় এবং একজন বিদেশী। তবে 4 জন প্লেয়ার দলে অন্তর্ভুক্ত করতে ব্যয় করতে পারবেন সর্বোচ্চ 40 কোটি রুপি।

আইপিএল ২০২২ নতুন দল

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইপিএল 2020 এর নতুন দুইটি দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন দুইটি দলের একটি হচ্ছেন লাখনি এবং অপরটি হচ্ছে আহ্মেদাবাদ। আইপিএলের নতুন দোলা খনির মালিক হচ্ছেন সঞ্জীব ঘোষ কার। তবেই তিনি দলটির মালিক হতে 7 হাজার কোটি রুপি ঘোষণা করেন। অপর দলটির আহমেদাবাদের মালিক হচ্ছেন সিপিসি ক্যাপিতালস। তবে দলটির মালিকানা পাওয়ার জন্য তিনি দর হাঁকানো 5200 কোটি রুপি।

আইপিএলের নতুন দল হিসাবে লাখনি ইতিমধ্যে দল গোছানোর কাজ শুরু করেছেন এবং তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ প্রদান করেছেন জিম্বাবুয়ের সাবেক তারকা প্লেয়ার অ্যান্ডি ফ্লাওয়ার কে। তবে প্রধান কোচের বোলিং কোচ হিসেবে থাকছে সাবেক ভারতীয় ফাস্ট বোলার আশিস নেহরা। তাছাড়াও দলটির আরকটি চমকাচ্ছে কেকেআরের সফল অধিনায়ক গৌতম গম্ভীর থাকছেন। যিনি দলটির মূল মেয়র হিসেবে কাজ করবেন।

আইপিএলের নতুন দুই দল লাখনি ও আহমেদাবাদ 2022

এবারের আইপিএলের নতুন দুই দলের মালিক, বোলিং ও মূল মেন্টর হিসেবে যারা থাকবেন তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে প্রদান করা হলোঃ

মালিক সঞ্জীব গোয়েস্কার
প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার
বোলিং কোচ আশিস নেহরা
প্রধান মেন্টর গৌতম গম্ভীর
প্লেয়ার তালিকা
1.     ঈশান কিশান

 

2.     কে এল রাহুল

 

3.রশিদ খান

আইপিএলের দলগুলোর তালিকা 2022 একনজরে

এই বছর আইপিএল খেলা যে 10 টি দল অংশগ্রহণ করবেন তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে সারণিতে প্রদান করা হলো।

১. মুম্বাই ইন্ডিয়ান্স
২. চেন্নাই সুপার কিংস
৩. দিল্লি ক্যাপিটালস
৪. সানরাইজার হায়দ্রাবাদ
৫. কলকাতা নাইট রাইডার্স
৬. রাজস্থান রয়েলস
৭. রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
৮. .কিংস ইলেভেন পাঞ্জাব
৯. লাখনৌ
১০.  গুজরাট টাইটানস

পরিশেষে বলতে পারি 2022 সালের আইপিএল খেলায় 10 টি দল অংশগ্রহণ করবেন এবং প্রতিদিন দুইটি খেলা অনুষ্ঠিত হবে। তবে এই খেলাগুলো নতুন নিয়মে অনুষ্ঠিত হবে। এই বছর আইপিএল খেলায় দুইটি নতুন দল সংযুক্ত করা হয়েছে। 2022 সালের আইপিএল খেলা 15 তম আসর এবং এই খেলার বিস্তারিত তথ্য আমরা এখানে তুলে ধরেছি। আশা রাখি আপনারা আইপিএল খেলার বিস্তারিত তথ্য সম্পর্কে বুঝতে পেরেছেন। তবে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট এর সাথে থাকুন এবং নিয়মিত পোস্ট গুলো পড়ুন

Related Articles

Back to top button