খেলাধুলা

ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ ফিকচার, সময়সূচী, ভেন্য, গ্রুপ, স্কোয়াড ও আরো অনেক কিছু

আইসিসি মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বনাম স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টে ১০টি দল খেলবেন এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 26 শে ফেব্রুয়ারি।

টুর্নামেন্টের অষ্টমাসটি শুরু হবে দশে ফেব্রুয়ারি এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৬ শে ফেব্রুয়ারি। সুতরাং আইসিসি মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সময়সূচি পিকচার ভেনু বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবেন এবং টেবিল পয়েন্টসহ প্রত্যেকদিনের খবর জানা যাবে।

আইসিসি মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ গ্রুপ তালিকা

দশটি দলের টুর্নামেন্ট কে মোট ২টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে ৫টি দল থাকবে। সুতরাং প্রত্যেকটা গ্রুপের দলের নাম এবং বিস্তারিত তো এখান থেকে জানতে পারবেন.

গ্রুপ 1-  অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ

গ্রুপ 2-  ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড

আইসিসি মহিলা t20 বিশ্বকাপ সময়সূচি ২০২৩

আইসিসি t20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সময়সূচি অনুযায়ী ১০ই ফেব্রুয়ারি শ্রীলংকা বনাম সাগণ আফ্রিকার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৩ শে ফেব্রুয়ারি। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 26 শে ফেব্রুয়ারি।

তারিখ ম্যাচ সময়সূচি ভেন্যু
10 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচ নং রাত 10:30 কেপ টাউন
11 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচ নং সন্ধ্যা 6 30 পার্ল
11 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ নং রাত 10:30 পার্ল
12 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ নং সন্ধ্যা 6 30 কেপ টাউন
12 ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ নং রাত 10:30 কেপ টাউন
১৩ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ নং সন্ধ্যা 6 30 পার্ল
১৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচ নং রাত 10:30 পার্ল
১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ নং রাত 10:30 গকেবেরহা
15 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচ নং সন্ধ্যা 6 30 কেপ টাউন
15 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচ নং ১০রাত 10:30 কেপ টাউন
16 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ নং ১১সন্ধ্যা 6 30 গকেবেরহা
17 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ নং ১২সন্ধ্যা 6 30 কেপ টাউন
17 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড ম্যাচ নং ১৩রাত 10:30 কেপ টাউন
18 ফেব্রুয়ারি ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ নং ১৪সন্ধ্যা 6 30 গকেবেরহা
18 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ নং ১৫রাত 10:30 গকেবেরহা
19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নং ১৬সন্ধ্যা 6 30 পার্ল
19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ নং ১৭রাত 10:30 পার্ল
20 ফেব্রুয়ারি আয়ারল্যান্ড বনাম ভারত ম্যাচ নং ১৮রাত 10:30 গকেবেরহা
21 ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নং ১৯সন্ধ্যা 6 30 কেপ টাউন
21 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচ নং ২০সন্ধ্যা 6 30 কেপ টাউন
23 ফেব্রুয়ারি সেমিফাইনাল সন্ধ্যা 6 30 কেপ টাউন
24 ফেব্রুয়ারি রিজার্ভ ডে   কেপ টাউন
24 ফেব্রুয়ারি সেমিফাইনাল 2 সন্ধ্যা 6 30 কেপ টাউন
25 ফেব্রুয়ারি রিজার্ভ ডে   কেপ টাউন
26 ফেব্রুয়ারি ফাইনাল সন্ধ্যা 6 30 কেপ টাউন
27 ফেব্রুয়ারি রিজার্ভ ডে   কেপ টাউন

 আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপ স্কোয়াড ২০২৩

মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপ খেলাটি ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কোন কোন দেশের মধ্যে খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং কোন দেশের কোন দলে কোন কোন প্লেয়ার থাকবেন তা একটি পূর্ণ তালিকা নিছে দেখুন.

দেশের নাম খেলোয়াড়ের তালিকা-1 নং দল
অস্ট্রেলিয়া মেগ ল্যানিং (সি), অ্যালিসা হিলি (ভিসি), কিম গার্থ, হেদার গ্রাহাম, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, গ্রেস হ্যারিস, অ্যালানা কিং, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, জেস জোনাসেন, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম
দক্ষিণ আফ্রিকা সুনে লুউস (সি), লরা ওলভার্ড, অ্যানেরি ডারকসেন, মারিজান ক্যাপ, ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, লারা গুডাল, আয়াবোঙ্গা খাকা, শাবনিম ইসমাইল, তাজমিন ব্রিটস, মাসাবাতা ক্লাস, সিনালো জাফতা, ননকুলুকে, আনকুলেমি, আনকুলেমি টাকার।

 

ননট্রাভেলিং রিজার্ভমাইকেলা অ্যান্ড্রুস, তুমি সেখুখুনে, তেবোগো মাচেকে

 

নিউজিল্যান্ড সোফি ডিভাইন (সি), সুজি বেটস, অ্যামেলিয়া কের, জেস কের, বার্নাডাইন বেজুইডেনহাউট, ইডেন কারসন, ম্যাডি গ্রিন, লরেন ডাউন, ব্রুক হ্যালিডে, হেইলি জেনসেন, ফ্রান জোনাস, মলি পেনফোল্ড, জর্জিয়া প্লামার, হান্না রোয়ে, লিয়া তাহু
শ্রীলঙ্কা   চামারি অথাপাথু (সি), ওশাদি রানাসিংহে, কবিশা দিলহারি, আনুশকা সঞ্জীওয়ানি, হর্ষিতা সামারাবিক্রমা, নীলাক্ষী ডি সিলভা, কৌশিনী নুথ্যাঙ্গানা, মালশা শেহানি, ইনোকা রানাবীরা, সুগান্দিকা কুমারী, বিশমি গুনারাত্নে, সাউরাচানিয়া, সাউরাচিয়া, থারাচিয়া, থারাচিয়া। সন্দীপনি
বাংলাদেশ নিগার সুলতানা জোতি (), মারুফা আক্তার, দিলারা আক্তার, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, সালমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, শোভনা মোস্তারী, ফারগানা হক পিংকি, ফারিহা। ইসলাম তৃষ্ণা

সংরক্ষণসানজিদা আক্তার মগলারাবেয়া, শারমিন আক্তার সুপ্তা

গ্রুপ 2
ইংল্যান্ড হেদার নাইট (সি), অ্যালিস ক্যাপসি, লরেন বেল, সোফিয়া ডাঙ্কলি, ক্যাথরিন ব্রান্ট, কেট ক্রস, ফ্রেয়া ডেভিস, চার্লি ডিন, সোফি একলেস্টোন, সারাহ গ্লেন, অ্যামি জোন্স, ন্যাট সাইভার, লরেন উইনফিল্ডহিল, ড্যানি ওয়াইট, মায়া বাউচিয়ার।

রিজার্ভ:  Issy Wong, Dani গিবসন।

ভারত হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহঅধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেস, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, রাজেশ্বরী গায়কওয়াড়, শিখা পান্ডে, অঞ্জলি সর্বানি, পূজা বস্ত্রকার।

রিজার্ভসবিনেনি মেঘনা, মেঘনা সিং, স্নেহ রানা

পাকিস্তান বিসমাহ মারুফ (c), ডায়ানা বেগ, নিদা দার, ফাতিমা সানা, আইমেন আনোয়ার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, জাভেরিয়া খান, নাশরা সান্ধু, মুনিবা আলী (উইকেটরক্ষক), ওমাইমা সোহেল, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সিদরা নওয়াজ ( wk) এবং তুবা হাসান

রিজার্ভগোলাম ফাতিমা, কাইনাত ইমতিয়াজ এবং সাদাফ শামাস

আয়ারল্যান্ড লরা ডেলানি (সি), অ্যামি হান্টার, শাওনা কাভানাঘ, রাচেল ডেলানি, জর্জিনা ডেম্পসি, আর্লেন কেলি, লুইস লিটল, সোফি ম্যাকমোহন, জেন ম্যাগুইরে, কারা মারে, লেয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, আইমার রিচার্ডসন, মেরি ওয়ালড্রন, গ্যাবি লেউই।
ওয়েস্ট ইন্ডিজ হেইলি ম্যাথুস (সি), শেমেইন ক্যাম্পবেল (ভিসি), ত্রিশান হোল্ডার, শামিলিয়া কনেল, আলিয়াহ অ্যালেইন, চিনেল হেনরি, আফি ফ্লেচার, শাবিকা গজনবি, জাইদা জেমস, জেনাবা জোসেফ, চেডিয়ান নেশন, কারিশমা রামহারাক, স্টাকেরা সেলোরিম্যান , রাশাদা উইলিয়ামস।

 মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ টেলিকাস্টিং এবং সম্প্রচার চ্যানেল

২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসি মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট গুলো কোন দেশের কোন টিভি চ্যানেল সম্প্রচার করবেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে প্রদান করা হলো।

দেশের নাম টেলিকাস্টিং সম্প্রচার/লাইভ স্ট্রিমিং
ভারত স্টার স্পোর্টস নেটওয়ার্ক ডিজনি+ হটস্টার অ্যাপ
শ্রীলংকা স্টার স্পোর্টস Yupp অ্যাপ
বাংলাদেশ গাজী টিভি খরগোশের গর্ত
পাকিস্তান পিটিভি স্পোর্টস পিটিভি অ্যাপ
যুক্তরাজ্য স্কাই স্পোর্টস স্কাইজিও
অস্ট্রেলিয়া ফক্স স্পোর্টস Kayo, FoxtelGO এবং FoxtelNOW.icc.tv
নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস NZ SkyGO NZ
আমেরিকা ESPN+ এবং উইলো টিভি icc.tv
ক্যারিবিয়ান ইএসপিএন ক্যারিবিয়ান ইএসপিএন অ্যাপ এবং icc.tv
দক্ষিন আফ্রিকা VR1 বা CS1 এর মাধ্যমে স্টার স্পোর্ট সুপার স্পোর্ট অ্যাপ

Related Articles

Back to top button