Uncategorized

থানায় জিডি করার ফরম

বর্তমানে বাংলাদেশ সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে এবং সুবিধার স্বার্থে অনলাইনে মাধ্যমে থানায় জিডি করার পদ্ধতি চালু করেছেন। অনলাইনে বয়সে একজন নাগরিক যেকোনো ধরনের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আইনের সেবা পেতে অনলাইনে বসে জিডি করতে পারেন। ধরন জীবনের নিরাপত্তার স্বার্থে কোন কিছু হারিয়ে গেলে বা জীবনের হুমকি থাকলে যেকোনো নাগরিক জিডি করার অধিকার পাবেন।

তবে আপনাকে জানতে হবে কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে জিডি করতে হয় এবং জিডি করতে কি কি লাগে। এই সমস্ত তথ্য এবং নিয়ন্ত্রণসহ বিস্তারিত আমরা আমাদের এই কনটেন্টে লিখেছি যা আপনি পুরো পোস্টটি মনোযোগ সহকারে বুঝতে পারবেন এবং যেটি করতে পারবেন।

Contents hide

জিডি বা সাধারণ ডায়েরি কি?

সাধারণ ডায়েরি হচ্ছে থানায় রক্ষিত সাধারণ ডায়েরি তে সমস্ত ঘটনাবলি লিপিবদ্ধ করা কে বা সাধারণ ডাইরী বলা হয়। তবে বাংলাদেশের যেকোনো নাগরিক তাদের জীবনের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি করার অধিকার রাখে।

কি কি কারণে সাধারণ ডায়েরি করা যাবে

যেসব কারণে আপনি সাধারণ ডায়েরি করতে পারবেন। তা হচ্ছে:

১. সার্টিফিকেট হারিয়ে গেলে

২. মোবাইলে হারিয়ে গেলে, এবং চুরি বা চিনতাই হলে।

৩. গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে

৪. আপনার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে

৫. ব্যাংকের চেক বই হারিয়ে গেলে

৬. পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে।

৭. আপনার আত্মীয় স্বজন কেউ হারিয়ে গেলে। এমনকি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ইচ্ছে কৃত পালিয়ে গেলে। এবং আপনার পরিবারের কেউ নির্যাতন হলে।

৮. আপনার ঘর থেকে টাকা পয়সা, স্বর্ণ অলংকার ছিনতাই হলে।

৯. কেউ আপনাকে মেরে ফেলার হুকুম দিলে।

১০. এমন কি আপনি কারো ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। তার নামে জিডি করতে পারবেন।

সাধারণ ডায়েরি করার নিয়ম

আপনি যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজের কম্পিউটার বা ল্যাপটপে সাধারণ ডায়েরি করতে চান তাহলে অবশ্যই সাধারন ডায়েরী করতে পারবেন। ডায়েরি করার নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ফরম পূরণ করে আপনাকে সাবমিট করতে হবে।

প্রথম ধাপ: অনলাইনে জিডি করার

  • আপনি যে কারণে বা যে বিষয়ে জিডি করবেন সেটি নির্বাচন করতে হবে
  • জিতের ধরন নির্বাচন করুন। যেমন: আপনি কিছু হারিয়ে গেলে তা নির্বাচন করুন.
  • আপনি যে জেলায় যে থানায় জিডি করবেন তা সিলেক্ট করুন এবং ঘটনার সময় ও স্থান উল্লেখ পূর্বক পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন

অনলাইনে সাধারণ ডায়েরি থানায় করার দ্বিতীয় ধাপ

নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।
জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন
কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন.

অনলাইনে থানায় জিডি বা সাধারণ ডায়েরি করার তৃতীয় ধাপ

আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন
জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন
আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

অনলাইনে জিডি করতে যা প্রয়োজন হবে

আপনি একজন নাগরিক হিসেবে যদি অনলাইনে আপনার জীবনের স্বার্থের জিডি করতে চান তাহলে জিডি করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে তা নিচে প্রদান করা হলো

  • আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার
  • আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার
  • আপনার জন্ম তারিখ প্রয়োজন হবে

অনলাইনে জিডি আবেদনের নিয়মাবলী

অনলাইনের মাধ্যমে আপনি যেটি করতে পারবেন তবে অনলাইনে জিডি আবেদনের নিয়মাবলী রয়েছে তা আপনাকে জানতে হবে এবং তিনটি ধাপ সম্পন্ন করে আপনি অনলাইনে জিডি করতে পারবেন.

অনলাইনে জিডি করার লিংক বা পদ্ধতি

অনলাইনে জিডি করার একটি ওয়েবসাইট রয়েছে যা আপনাকে জানতে হবে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনি জিপির কাজ সম্পন্ন করতে পারবেন। জিডি করার লিঙ্ক নিচে প্রদান করা হলো

জিডি করার লিংক: http://gd.police.gov.bd/

http://gd.police.gov.bd

থানায় জিডি করার ফরম

থানায় অনলাইনে জিডি করার একটি ফ্রম রয়েছে যা আপনি নমুনা হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ফরম সম্পূর্ণ পুরন করে আপনি জিডি সম্পন্ন করতে পারবেন। জিডি করার নমুনা পত্র নিচে প্রদান করা হলো

তারিখ: ………………

বরাবর

ভারপ্রাপ্ত কর্মকর্তা

………………..থানা, ঢাকা।

বিষয় : সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে।

জনাব,

সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিু স্বাক্ষরকারী: …………………………………বয়স : ……………………………………………………………..

পিতা/স্বামী : ……………………………………………….. মাতার নাম: …………………………………………………………………………………

সাং: …………………………………….. থানা: …………………………. জেলা: ……………………………………………………………………….

বর্তমানে:……………………………….. থানা:…………………………………… ঢাকা:………………………….।

এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ……………. সময় …………….জায়গা থেকে আমার নিুবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।

বর্ণনা : (যা হারিয়েছে)

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

নিবেদক,

(আবেদনকারীর স্বাক্ষর)

পুরো নাম :

ঠিকানা :

ফোন নম্বর :

অনলাইনে জিডি করতে হলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের ওয়েবসাইট www.dpm.gov.xn--bd–euh প্রবেশ করলে Citizen Help Request নামে একটি লিংক পাওয়া যাবে-

জিডি রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে

আপনি যদি অনলাইনের মাধ্যমে কিভাবে জিডি করতে হয় তা জানতে চান বা রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান তাহলে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে এবং নিচের পদ্ধতিগুলো নির্বাচন করতে হবে এবং জিডি করতে হবে।

কিভাবে জিপিতে লগইন করবেন

আপনি জিডি সম্পন্ন করার পর কিভাবে লগইন করবেন তা জানতে আমাদের ওয়েবসাইটে সহযোগিতা নিতে পারেন। জিডি করার সময় আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনি ওয়েবসাইটে প্রবেশ করে যেটির বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

জিডি যোগাযোগ নাম্বার

আপনি যদি অ্যাপসের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত প্রতিনিধির সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন.

অনলাইনে জিডি করার খরচ কত

বর্তমান সরকার অনলাইনে জিডি করার পদ্ধতি বা নিয়ম বার সুযোগ নাগরিকদের প্রদান করেছেন। এজন্য যেকোনো নাগরিক অনলাইনের মাধ্যমে জীবনের নিরাপত্তার স্বার্থে জিডি করতে পারেন। বর্তমানে জিডি করতে কোন খরচ বা টাকা পয়সা লাগে না।

জিডি করার পিডিএফ ফর্ম

অনেককে জিডি করার পিডিএফ ফ্রম অনুসন্ধান করে থাকেন এবং ডাউনলোড করে সংগ্রহ করতে চান। যারা অনুসন্ধান করেন এবং ডাউনলোড করতে চান তাদের জন্য আমরা একটি জিডি ফরম পিডিএফ ফাইল আকারে সংযুক্ত করেছি.

Download PDF

অনলাইনে থানায় জিডি করার উপকারিতা

অনলাইনের মাধ্যমে আপনার নিকটস্থ থানায় জিডি করার অনেক উপকারিতা রয়েছে। আপনার জীবনের হুমকির রক্ষার্থেই বাজে কোন কিছু হারিয়ে গেলে আপনি যেটি করলে সহজে তা ফেরত পেতে সহযোগিতা করবে এবং আইনি সহায়তা নিতে পারবেন।

  • কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়
  • কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়
  • কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়
  • যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়
  • নাগরিক সেবা নিশ্চিত হয়
  • নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ করা

অনলাইন জিডি বর্তমান অবস্থা যাচাই

আপনি অনলাইনে জিডি করার পর জিডি কি অবস্থায় আছে এবং বর্তমান কোন অবস্থায় আছে তদন্ত হয়েছে কিনা এবং কখন তদন্ত আসবে তা জানতে চিঠির অনলাইনে যাচাই করতে পারবেন। অনলাইনে জিডি তদন্ত যাচাইয়ের পদ্ধতি আমরা তুলে ধরেছি এই পদ্ধতিতে যাচাই করুন এবং যাচাইয়ের একটি ভিডিও লিঙ্ক নিচে প্রদান করেছি ভিডিও দেখে নিতে পারেন

জিডি সম্পর্কে বিস্তারিত জেনে নিন :

ইংরেজি শব্দ General Diary এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে GD (জিডি)। যে পদ্ধতিতে আপনি আপনার বা আপনার সম্পদের বা আপনার আপনজনের সম্ভাব্য কোন ক্ষতি থানা কর্তৃপক্ষকে অগ্রিমভাবে জানিয়ে রাখতে পারেন তার নাম জিডি।

জিডি কেন করবেন

সাধারণত যে সকল ক্ষেত্রে মামলা হয়না সে সকল ক্ষেত্রে জিডি করা হয় ।যেমন:

  1. আপনাকে কেউ ভীতি প্রদর্শন করলে বা আপনার জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলার বোধ করলে যেটি করতে পারেনআপনার বা আপনার সম্পদের অথবা আপনার পরিবারের কোন সদস্য এর বিরুদ্ধে অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে।
  2. আপনার কোন প্রয়োজনীয় কাগজ যেমন ধরুন পরিচয়পত্র, সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট কার্ড, দলিল, নগদ অর্থ ইত্যাদি সহ যেকোন মূল্যবান কাগজপত্র হারিয়ে গেলে।
  3. আপনার প্রাণনাশের হুমকি আছে এমন কিছু আশঙ্কা থাকলে।
  4. আপনার কোন আপনজন হারিয়ে গেলে অথবা নিখোঁজ হলে।
    জিডি কখন কাজে লাগে
  5. যখন সন্দেহভাজন কোনো ঘটনা ঘটার আশঙ্কায় বা হারানো কিছুর জন্য জিডি করা হলে ওই ঘটনা ঘটার পর দোষী ব্যক্তি শনাক্তকরণের বা হারানো জিনিস খুঁজে পেতে জিডির প্রয়োজন হবে। আইনি সহায়তা পেতে এ জন্য জিডি করা ভালো।

কোথায় জিডি করবেন

আপনার নিকটস্থ যেকোনো থানায় বা অনলাইনে ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ পূর্বক আপনি জিডি করতে পারেন। তবে ঘটনার তারিখ, সময় কারণ ইত্যাদি উল্লেখ করতে হবে। অনলাইনে জিডি ঢাকা মেট্রোপলিটনের শুরু হয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশের পুরো থানায় অনলাইনের মাধ্যমে জিডি করা যাবে।
কোথায় গিয়ে জিডি করবেন

আপনাকে নিকটস্থ থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি আবেদন দিতে হবে। তবে আবেদনপত্রে আপনার নাম, পিতার নাম, ঠিকানা, জিডি করার কারণ সময় ও বিস্তারিত তথ্য পূরণ করে দিতে হবে।

শেষ কথা বলা যায় জিডি নাগরিকদের একটি অধিকার। সরকার নাগরিকদের সুবিধাটির অনলাইনে জিডি করার পদ্ধতি পারে স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আপনি জিডি করার সকল পদ্ধতি এবং জিডি করার প্রয়োজনীয় সকল তথ্য আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এবং সফলভাবে জিডি করতে পারবেন। তাছাড়া জিডি করার কয়েকটি ভিডিও আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পাবেন

Related Articles

Back to top button