Class 8 Bangladesh & Global Studics Assignment Answer for 4th Week 2020

Class 8 Bangladesh & Global Studies Assignment Answer for 4th Week 2022

Welcome to Bangladesh and World Identity Assessment Syllabus for the 4th week of 8 class. This time the Department of Secondary Education has released the syllabus in the 4th week. The syllabus identifies some important questions from some chapters on Bangladesh and world identity in the ninth textbook. These scheduled questions have been asked to be assessed and submitted to the teacher of the school. Are you an eighth class? If you have not collected the syllabus of Bangladesh and World Identity, then visit our website and collect the syllabus. to get assignment syllabus for 6,7,8 and 9.

Class 8 Bangladesh & Global Studies Assignment Answer for 4th Week 2020

This is very important as the answer to the prescribed question has to be written and submitted to the class teacher as an assignment. Because the next class placement will be evaluated based on this assignment. Let’s visit our website and you will be able to collect the answer sheets for your assignment.

Read more:- School 4th Week Assignment Syllabus for Class 6,7,8,9 S & with Answer

                                Class 8 Question Answer:

অধ্যায় ও বিষয় বস্তুর নাম:
তৃতীয় অধ্যায়: বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন

পাঠ-১: সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা।

পাঠ-২: সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট।

পাঠ-৩: সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক।

পঞ্চম অধ্যায়: সামাজিকীকরণ ও উন্নয়ন

পাঠ-১: সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব।

পাঠ-২: সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব।

                           Answer:

ক) সাংস্কৃতিক আত্তীকরণ বলতে কি বুঝায়?

“ক” এর উত্তর

সাংস্কৃতিক আত্তীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠি অন্যের সংস্কৃতি আয়ত্ত করে।

যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচারণ, চিন্তা-চেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্তীকৃত হতে চেষ্টা করে। এভাবে একসময় আত্তীকরণ হয়ে যায়। যেমন- বিয়ের পরে মেয়েরা শ্বশুড় বাড়ির সংস্কৃতির সাথে নিজেকে আত্তীকরণ করতে চেষ্টা করে।

খ) সামাজিক পরিবর্তনের ২টি উদাহরণ দাও।

“খ” নং প্রশ্নের উত্তর

সামাজিক পরিবর্তন
সামাজিক পরিবর্তন বলতে সাধারণ কথায় বলা যায় সামাজিক প্রথা রীতিনীতি মূল্যবোধ সংস্কৃতি এবং সামাজিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তনশীল লাভ করা। অর্থাৎ সমাজ কাঠামোর একরূপ থেকে অন্য রূপে রূপান্তর কে সামাজিক পরিবর্তন বলা হয়।

সামাজিক পরিবর্তনের কারণ নিচে দেওয়া হল:

ভৌগোলিক অবস্থান পরিবর্তনঃ কোন অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও ভৌগোলিক আর্থসামাজিক অবস্থা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুকূল পরিবেশে ভৌগলিক অবস্থান পরিবর্তন অথবা আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সামাজিক পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে।

[NewResultBD.Com]
পরিবেশের ভারসাম্য রক্ষাঃ ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের ফলে পরিবেশের প্রাকৃতিক উপাদানের উপর প্রভাব পড়ে। এক্ষেত্রে পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে সামাজিক পরিবর্তন সাধিত হয়। যেমন সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা পানির অনুপ্রবেশের কারণে কৃষি পণ্য উৎপাদন ব্যাহত হয়। যার ফলে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে উপকূলীয় অঞ্চলের মানুষ মৎস্য আহরণ সমাজে রূপান্তর হয়।

গ) রনিদের এলাকার মতাে পরিস্থিতিতে তােমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন কর।

ঘ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা কর।

উত্তরে যা যা থাকা লাগবে-

নির্ভুল তথ্য প্রদান করতে হবে।
প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা থাকতে হবে। প্রশ্নে যেভাবে এবং যতোটুকু চেয়েছে ঠিক ততটুকুই লিখতে হবে।
নিজস্ব/ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে উত্তর করতে হবে।
নতুনত্ব/সৃজনশীলতার প্রকাশ ঘটাতে হবে।

Read more:- 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *