বাংলালিংক

বাংলালিংক এমবি ট্রান্সফার করার পদ্ধতি। এক্টিভেশন কোড। সিস্টেম

আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বাংলালিংকে এমবি ট্রান্সফার করা যায়। বাংলালিংক এমবি ট্রান্সফার করার সকল সহজ পদ্ধতি গুলো এখানে তুলে ধরব। আপনি যদি একজন banglalink গ্রাহক হন এবং আপনার বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করতে চান তাহলে খুব সহজে এমবি ট্রান্সফার করতে পারবেন।

সুতরাং আপনাকে জানতে হবে কিভাবে বাংলালিংক থেকে বাংলালিংকে এমবি ট্রান্সফার করা যায় এবং এমবি ট্রান্সফার করার একটিভেশন করছো বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবেন।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার পদ্ধতি ২০২৩

যে সকল গ্রাহক সবসময় বাংলালিংকে ইন্টারনেট ব্যবহার করেন এবং বিভিন্ন সময়ে ইন্টারনেট এমবি না থাকলে যাতে অন্য বন্ধুদের কাছ থেকে ট্রান্সফার করতে পারেন সে পদ্ধতি এখানে জানতে পারবেন। তাছাড়া অনেকের ইন্টারনেট ব্যবহার করার সময় ইন্টারনেট ডাটা শেষ হয়ে যাওয়া কিংবা ইন্টারনেট কেনার মত টাকা না থাকায় অন্যের কাছ থেকে এমবি ধার নিতে পারবেন কিংবা বন্ধুদের কাছ থেকে এমবি ট্রান্সফার করে নিতে পারবেন সে পদ্ধতি এবং সুবিধাটি এখানে থাকুন।

  • বাংলালিংক এমবি ট্রান্সফার করার সিস্টেম অথবা অনুরোধ কোড হচ্ছে*৫০০০*৫৫#
  • বাংলালিংক এমবি ট্রান্সফার ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *১২৪*৫০০#
  • বাংলালিংক এমবি ট্রান্সফার করার আরেকটি পদ্ধতি-বাংলালিংক অ্যাপ ব্যবহার করার মাধ্যমে.

বাংলালিংক এমবি ট্রান্সফার করার কোড (বাংলালিংক টু বাংলালিংক)

বাংলালিংক সিম ব্যবহারকারীরা যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের ইন্টারনেট শেষ হলে তারা অন্য বাংলালিংক থেকে ইন্টারনেট এমবি অনুরোধ করতে পারবেন অথবা যেকোনো বাংলালিংক ব্যবহারের কাছ থেকে এমবি ট্রান্সফার করতে পারবেন।

  • বাংলালিংক এমবি ট্রান্সফার অনুরোধ করার জন্য ডায়াল করুন *৫০০০*৫৫#
  • বাংলালিংক ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে banglalink এমবি চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০#
  • বাংলালিংক এমবি ট্রান্সফারের ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *১২৪*৫০০#
বাংলালিংক অ্যাক্টিভেশন কোড
বাংলালিংক এমবি ট্রান্সফারের অনুরোধ কোড *5000*55#
বাংলালিংক এমবি এমবি চেক করার কোড *5000*500#
ব্যালেন্স টু বাংলালিংক এমবি ট্রান্সফার চেক *124*500#

 বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি অন্যান্য অপারেটরে

আমরা উপরে শিখিয়েছি বাংলালিংক থেকে বাংলালিংকে কিভাবে এমবি ট্রান্সফার করা যায়। এই পদ্ধতিতে দিনে  ২৫ এমবি ট্রান্সফার করা যায়। তবে এখন জানব বাংলালিংক থেকে অন্যান্য অপারেটরে যেমন: জিপি, রবি এয়ারটেল কিভাবে এমবি ট্রান্সফার করা যায় এবং এফবি ট্রান্সফার করার প্রক্রিয়া বা পদ্ধতি সম্পর্কে।

  • banglalink দহগ্রাম অন্য অপারেটরে ২৫ এমবি ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন একদিনে।
  • শুধুমাত্র একটি নাম্বারের জন্য একদিনে দিতে পারবেন।

banglalink এমবি ট্রান্সফার ইন্টারনেট প্যাকেজ ২০২৩

বাংলালিংক গ্রাহকের জন্য কিছু জনপ্রিয় এবং সাশ্রয় প্যাকেজ রয়েছে। এই প্যাকেজগুলি বাংলালিংক নাম্বারে উপহার দেওয়া যেতে পারে। আপনি যদি চান নিচের এই প্যাকেজগুলি আপনি যেকোনো বাংলালিংক নাম্বারে ট্রান্সফার করতে পারবেন।

এমবি প্যাকেজ মূল্য তালিকা মেয়াদ থাকবে
৪৫ এমবি ১০ টাকা দিন
৬০এমবি ১৫ টাকা দিন
১০০ MB ২০ টাকা দিন
১৬০ MB ৩০ টাকা দিন
৩০০ MB ৯৯ টাকা ৩০ দিন
জিবি ২১০ টাকা ৩০ দিন
২ জিবি ৩৫০ টাকা ৩০ দিন

 বাংলালিংক এমবি ট্রান্সফার এর শর্তাবলী:

আপনি বাংলালিংক থেকে বাংলালিংক এমবি ট্রান্সফার করতে পারবেন এবং banglalink থেকে অন্য যেকোন অপারেটরে ট্রান্সফার করতে পারবেন তবে কিছু স্বার্থ বলে মানতে হবে।

  • আপনি প্রতিদিন একটি নাম্বারে এমবি ট্রান্সফার করতে পারবেন।
  • এমবি ট্রান্সফার করার সময় অতিরিক্ত কোন চার্জ প্রদান করতে হয় না।
  • দিনে ২৫ এমবি ট্রান্সফার করতে পারবেন
  • এই নিবন্ধে নির্বাচিত ইন্টারনেট প্যাকেজগুলি শুধুমাত্র ট্রান্সফার করতে পারবেন।
  • আপনি চাইলে যেকোনো বাংলালিংক প্রিপেড নাম্বারে ইন্টারনেট উপহার দিতে পারবেন।
  • তবে আপনি যদি মনে করেন বিস্তারিত জানতে চান তাহলে অফিশিয়াল ওয়েবসাইট করুন।

শেষ কথা:

বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য জরুরি প্রয়োজনে কিংবা উপহার দেওয়ার জন্য এমবি ট্রান্সফার পদ্ধতি চালু করেছেন। এই পদ্ধতিতে বাংলা লিংক থেকে banglalink কিংবা বাংলা লিংক থেকে অন্য যে কোন অপারেটর এমবি ট্রান্সফার করা যাবে। যারা এমবি ট্রান্সফার করার প্রয়োজনীয় কোট এবং পদ্ধতি সম্পর্কে জানতে চান তারা এই পোস্ট থেকে জানতে পারবেন। প্রিয় গ্রাহক আশা রাখি এই পোস্টটি পড়লে এমবি ট্রান্সফার করার সকল পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Related Articles

Back to top button