বাংলালিংক

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম ২০২৪ (১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত)

আজকের আলোচনা banglalink থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। বাংলালিংক তাদের গ্রাহকদের সুবিধার্থে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি শুরু করেছেন এবং গ্রাহকরা খুব সহজেই বিপদের মুহূর্তে যাতে এক সিম থেকে অন্য সিমে দশ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন সে সুযোগ প্রদান করেন। বর্তমান সময়ের প্রত্যেকটা মানুষ বোয়াল ব্যবহার করেন এবং মোবাইল ব্যবহার করার সময় অনেক সময় ব্যালেন্স শেষ হয়ে যায়। সেক্ষেত্রে জরুরী মূর্তি ব্যালেন্স ধার করার সুযোগ প্রয়োজন হয়।

তাই আজ আমরা বাংলালিংক থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায় কিংবা অন্যের থেকে ব্যালেন্স ধার নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরব। আসুন বন্ধুরা আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে কিভাবে আপনি আপনার বন্ধুর কাছ থেকে ব্যালেন্স ধার নিতে পারেন সে সুবিধা নিয়ে আলোচনা করব।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

বাংলালিংক এক সিম থেকে অন্য সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। আপনি নিজেই প্রিয়জনের কাছ থেকে কিংবা প্রয়োজনেই প্রিয়জনকে ব্যালেন্স জরুরী মুহূর্তে স্থানান্তর করতে পারবেন কিছু নিয়ম মেনে। তাই কিভাবে ব্যালেন্স টাচ করব করবে সে পদ্ধতিটি নিচে তুলে ধরা হলো।

  • প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে এজন্য প্রেস করুন *১০০০#USSD.
  • তারপর রেজিস্ট্রেশন এসএমএস এর উত্তরে গ্রাহক একটি পিন নাম্বার পাবেন।
  • এখন প্রিপেড ইউএসএসডি মেনুতে ব্যালেন্স ট্রান্সফার পরিষেবা জানা যাবে।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি

নিম্ন তো পদ্ধতিতে আপনি একটি বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক সিমে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। নিচের নিয়মগুলো অনুসরণ করুন।

মোবাইল কীপ্যাড থেকে *1000# ডায়াল করুন এবং নীচের নির্দেশাবলী অনুসরণ করুন

নিবন্ধন করতে: ডায়াল করুন *1000# ব্যালেন্স ট্রান্সফার পিন তৈরি করুন নতুন পিন (পপ আপ মেসেজ) “আপনি সফলভাবে আপনার পিন সেট করেছেন

ব্যালেন্স ট্রান্সফার করতে: ডায়াল করুন *1000# ব্যালেন্স ট্রান্সফার আপনার পিন লিখুন নম্বর লিখুন পরিমাণ

পিন পরিবর্তন করতে: ডায়াল করুন *1000# পিন পরিবর্তন করুন বর্তমান পিন লিখুন নতুন পিন (পপ আপ মেসেজ)

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন কোড

যদি আপনি বাংলালিংকের ব্যালেন্স ট্রান্সফার করতে চান সে ক্ষেত্রে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনি নিচের ধাপগুলো অনুসরণের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তবে আপনি এসএমএস পদ্ধতির মাধ্যমেও ব্যালেন্স ট্রান্সফার করার সুযোগ পাবেন।

  • ব্যালেন্স ট্রান্সফার করার জন্য রেজিস্ট্রেশন করতে ডায়াল করুন *১০০০#
  • রেজিস্ট্রেশন করার পর উক্তি গ্রাহকের পিন নাম্বার পাবেন।
  • পিন নাম্বারটি গ্রাহক কে সংরক্ষণ করতে হবে এবং প্রত্যেকবার ব্যালেন্স ট্রান্সফারের জন্য পিন নাম্বারটি প্রয়োজন হবে।
  • আর এই ব্যালেন্স ট্রান্সফার সেবাটি প্রিপেইড ইউএসএসডি মেনুতে পাবেন।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি বা ধাপসমূহ:

বাংলালিংক তাদের গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য দুইটি পদ্ধতি সুযোগ প্রদান করেন। যথা:

  • প্রথম পদ্ধতি: ইউএসএসডি পদ্ধতি
  • দ্বিতীয় পদ্ধতি: এসএমএস পদ্ধতি

প্রথম পদ্ধতিতে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম: এই পদ্ধতিতে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনি ব্যালেন্স ট্রান্সফার সুযোগ পাবে।

  • রেজিস্ট্রেশন করতে ডায়াল করুন *1000# > ব্যালেন্স ট্রান্সফার > পরিমাণ > অংশীদার নম্বর লিখুন > আপনার পিন লিখুন

ব্যালেন্স ট্রান্সফার করার দ্বিতীয় পদ্ধতি:  আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে যাবেন তারপর লিখুন BTR, তারপর টাকার পরিমান লিখন। এবার আপনি যে বাংলালিংক নাম্বারে পাঠাতে চান সে বাংলালিংক নাম্বারটা লিখুন, তারপর আপনার পিন নাম্বার টাইপ করুন, তারপর পাঠিয়ে দিন ১০০০ নাম্বারে।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার পরিমাণ

আপনি খুব সহজেই বাংলালিংক থেকে বাংলালিংকে ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। একদিনে ৫০০ টাকা ট্রান্সফার করা যাবে এবং মাসে ১০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।

বিস্তারিত:

  • বাংলালিংক থেকে বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা।
  • প্রতিদিন ব্যালেন্স ট্রান্সফার করা যাবে বার।
  • প্রতিদিন সর্বোচ্চ ব্যালেন্স ট্রান্সফার করা যাবে ৫০০ টাকা।
  • মাসে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে ১০০০ টাকা।

বাংলালিংকে পিন নাম্বার পরিবর্তন করার নিয়ম

আপনি কিভাবে বাংলালিংকে ব্যালেন্স ট্রান্সফার করবেন তা জানা দরকার। বাংলালিংকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে এবং বন্ধন করার পর আপনি একটি পিন নাম্বার পাবেন এবং সে পিন নাম্বার দিয়ে আপনাকে প্রত্যেকবার ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। ব্যালেন্স ট্রান্সফার করার দুটি পদ্ধতি রয়েছে সে পদ্ধতিতে উপরে আলোচনা করেছি। একটা হচ্ছে ইউএসডি কোডের মাধ্যমে এবং অপরটি হচ্ছে এসএমএসের মাধ্যমে। তারপরও নিচে পদ্ধতি তুলে ধরা হলো।

  • USSD এর মাধ্যমে : ডায়াল*1000# >> পিন পরিবর্তন করুন>> বর্তমান পিন লিখুন >> নতুন পিন লিখুন >> পিন নিশ্চিত করুন
  • যদিও SMS: মেসেজ অপশনে যান, টাইপ করুন CPIN> space> Current PIN>space>New PIN> তারপর 1000 নম্বরে পাঠান।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার শর্তাবলী:

  • শুধুমাত্র বাংলালিংক প্রিপেইড গ্রাহক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
  • নতুন বাংলালিংক গ্রাহকগণ এক মাস পরে ব্যালেন্স ট্রান্সফার করার সুযোগ পাবেন।
  • বাংলালিংক গ্রাহকগণ অন্য অফারটারে টাকা পাঠাতে পারবেন না।
  • যদি কেউ ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে প্রথমেই নিবন্ধন করতে হবে এবং পিন নাম্বার সংরক্ষণ করতে হবে।
  • ব্যালেন্স ট্রান্সফার করার দুইটি পদ্ধতি ইউএসএসডি এবং এসএমএস পদ্ধতি।
  • প্রথম ব্যালেন্স ট্রান্সফার করার 30 মিনিট পর আপনি পরবর্তী ব্যালেন্স ট্রান্সফার করার সুযোগ পাবেন।

চূড়ান্ত কথা:

উপরোক্ত আলোচনা থেকে সহজে বোঝা যায় যে বাংলালিংকে ব্যালেন্স ট্রান্সফার করার সুযোগ রয়েছে এবং ব্যালেন্স ট্রান্সফার করার দুইটি পদ্ধতি বাংলালিংক প্রদান করেছেন। পদ্ধতি দুইটি উপরে আলোচনা করেছি আশা রাখি বুঝতে পেরেবেন। ব্যালেন্স ট্রান্সফার করা যাবে সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। তবে দিনে করা যাবে ৫০০ টাকা এবং এক মাসে করা যাবে এক হাজার টাকা পর্যন্ত। ব্যালেন্স ট্রান্সফার করতে আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন করার পদ্ধতি এই কন্টেনে তুলে ধরা হয়েছে।। তাই বাংলা লিংকগ্রা খুব সহজেই banglalink কাজ থেকে ব্যালেন্স ট্রান্সফার করার সুযোগ পাবেন এবং প্রয়োজনে ব্যালেন্স নিতে পারবেন।

Related Articles

Back to top button