এয়ারটেল

এয়ারটেল মাই অফার ২০২৪-রিচার্জ, ইন্টারনেট, মিনিট ও এসএমএস অফার

বাংলাদেশের এয়ারটেল কমিউনিকেশন কোম্পানি সব সময় চিন্তা করে এয়ারটেল গ্রাহকরা যাতে সন্তুষ্ট থাকে এবং এয়ারটেল গ্রাহকরা যাতে অন্যান্য পার্টনার থেকে সবচেয়ে বেশি অপার উপভোগ করতে পারেন। এজন্য তারা প্রতিবছর বিভিন্ন অফার প্রদান করে থাকেন তাদের ব্যবহারকারীদের জন্য। তাই এই বছর এয়ারটেল কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য এয়ারটেল রিচার্জ অফার, এয়ারটেল মিনিট অফার, এয়ারটেল এসএমএস অফার airtel ইন্টারনেট অফার প্রদান করেছে।

সুতরাং আপনি যদি একজন এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন এবং নতুন বছর উপলক্ষে সকল উপহার অনুসন্ধান করে থাকেন এবং সেই উপহারগুলো উপভোগ করতে চান তাহলে এই পোস্টটি আপনাদের জন্য লেখা হয়েছে। নিচে ধারাবাহিকভাবে প্রত্যেকটি অফার দেখতে পাবেন।। শুধু তাই নয় প্রত্যেকটি অফার অ্যাক্টিভেশন করছ সংগ্রহ করতে পারবেন।।

এয়ারটেল মাই অফার ২০২৪ বিস্তারিত নিচে এক নজরে

এয়ারটেল তাদের ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট অফার মিনিট অফার এসএমএস ওফার বান্ডেল অফার প্রদান করেছেন এবং ব্যবহারকারীরা প্রত্যেকটি অফার এখান থেকে জানতে পারবেন এবং একটিভিশন কোটের মাধ্যমে একটিভ করতে পারবেন।।

তবে এয়ারটেল ক্যাশব্যাক অফার রয়েছে। তাছাড়াও এয়ারটেল তাদের নিজস্ব প্লান অনুযায়ী অফার প্রদান করেছে এবং এই অফারগুলি কিভাবে অ্যাক্টিভেশন করবেন তার নিচে বিস্তারিত জেনে নিতে পারেন।

এয়ারটেল আমার অফার বাংলাদেশ

যারা এয়ারটেল ওয়েবসাইট থেকে এয়ারটেল আমার অফার চেক করতে চান, তারা মাই airtel অ্যাপ থেকেও সেগুলো পরীক্ষা করতে পারেন। তাছাড়াও আপনি যদি আপনার অফার চেক করতে এয়ারটেল আমার অফার কোড ডায়াল করতে পারেন।

এয়ারটেল আমার প্লান অফার ওয়েবসাইট চেক পদ্ধতি

আপনি যদি এয়ারটেল থেকে আমার প্লান অফার চেক করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • প্রথমে আপনি এয়ারটেল ভিডিও ওয়েবসাইটে যাবেন।
  • তারপর airtel আমার অফার চেক পৃষ্ঠায় পূর্ণ নির্দেশিত করা হবে আপনাকে।
  • এবার আপনি বক্সে আপনার নাম্বার লিখুন
  • এরপরে আপনার অফার বক্স দেখুন ক্লিক করুন
  • সর্বোপরি আপনি আপনার উপলব্ধ অপার দেখতে পাবেন এবং আপনি সেখান থেকেও অফারটি সক্রিয় করতে পারবেন।

এয়ারটেল অ্যাপ দ্বারা আমার অফার চেক পদ্ধতি

যদি আপনি airtel অ্যাপ থেকে আমার অফার চেক করতে চান তাহলে নিচের পদ্ধতিটি ধারাবাহিক অনুসরণ করুন।

  • প্রথমে আপনাকে প্লেস্টর বা এপল স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • তারপর আপনার নম্বর দিয়ে অ্যাপে লগইন করুন
  • এরপর দ্রুত লিংক বিকল্পে যান এবং যতক্ষণ না আপনি টং অফার বিকল্পটি দেখতে পান ততক্ষণ সোয়াইপ করুন।
  • এরপর টং অফারে ক্লিক করুন এবং আপনি আপনার এয়ারটেল বিডি আমার অফার দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার অফারটি কিনতে পারবেন।

ইউ এস এসডি কোড এর মাধ্যমে এয়ারটেল অফার চেক পদ্ধতি

আপনি ইউএসএসডি কোটের মাধ্যমে আপনার এয়ারটেল আমার অফার চেক করতে পারবেন। তাহলে আপনাকে ডাল করতে হবে*৯৯৯#

এবার আপনি আপনার অফার গুলো দেখতে পাবেন এবং এই অফারগুলি থেকে আপনার পছন্দেরই অফার নির্বাচন করতে পারবেন এবং ইউএসএসডি কোড সহ সকল অফার সক্রিয় করতে পারবেন।

  • এয়ারটেল অফার চেক করার কোড-*৯৯৯#

এয়ারটেল আমার অফার প্ল্যান পদ্ধতি

এয়ারটেল কর্তৃপক্ষ আপনাকে এয়ারটেল আমার অফার প্ল্যান এর মাধ্যমে সকল ডাটা, মিনিট এসএমএস বেছে নেওয়ার সুযোগ প্রদান করেছেন। তাই আপনি নিজের পদ্ধতি গুলো অনুসরণ করে airtel আমার অফার প্ল্যান নির্বাচন করতে পারবেন এবং একটিভ করতে পারবেন।

প্রথমত আপনাকে মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আপনার অ্যাকাউন্ট লগইন করুন।

তারপর মাইক আন অপশনে প্রবেশ করুন এবং আপনার পছন্দমত আপনার প্রয়োজনীয় ডাটা, মিনিট এসএমএস পরিবার নির্বাচন করুন।

এবার আপনি অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দনীয় প্যাকেজ নির্বাচন করুন এবং ক্রয় করুন।

এয়ারটেল ক্যাশব্যাক অফার

এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য সব সময় চিন্তা করে কিভাবে গ্রাহকরা সন্তুষ্ট থাকে এবং এয়ারটেল ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারেন। এজন্য ইতিমধ্যে তার একটি ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা করেছেন। পুরো ক্যাশব্যাক চ্যাম্পিয়নটি নিচে থেকে বিস্তারিত দেখুন এবং এক্টিভেশন কোড এর মাধ্যমে একটি করুন।

দাম বৈধতা প্যাক নগদ ফেরত ক্যাশব্যাক কোড
58 5 দিন 800 MB + 25 মিনিট 2 *123*1621#
104 7 দিন 3.5 জিবি 8 *123*1606#
129 7 দিন 5 জিবি 12 *123*1608#
294 30 দিন 4 GB + 225 মিনিট 10 *123*1637#
448 30 দিন 10 GB + 350 মিনিট 20 *123*1625#
599 30 দিন 6 জিবি + 600 মিনিট 60 *123*1626#
998 30 দিন 30 জিবি 135 *123*1618#

 এয়ারটেল বন্ধ সিম অফার

যাদের এয়ারটেল সিম রয়েছে এবং সিমগুলো বন্ধ রয়েছে তারা যদি সেই সিমগুলো চালু করেন তবে কিছু অফার উপভোগ করতে পারবেন। জিপি অফার ইন্টারনেট অফার মিনিট অফার। এই অফারের জন্য আপনি পাবেন পাঁচ জিবি ইন্টারনেট ডাটা এবং ব্যাক্তি ৩০ দিনের জন্য মেয়াদ। সাথে পাবেন ৪৪ টাকা রিচার্জ।

  • আপনি যদি এই পেটের যোগ্য কিনা তা পরীক্ষা করতে ডায়াল করুন*৯৯৯#
  • আপনি যদি এই অফারের যোগ্য হন তাহলে ৪৪ টাকা রিচার্জ করুন
  • পাঁচ জিবি ইন্টারনেট প্যাক ৩০ দিনের জন্য চাকরি হয়ে যাবে
  • আপনি ৩০ দিনের জন্য ৪৫ মিনিট কলরেট পাবেন

এয়ারটেল নতুন সিম অফার

এয়ারটেল গ্রাহকরা নতুন সিম করায় করলে কিছু পার উপভোগ করতে পারবেন। জিপি এবং পনেরো মিনিট সাত দিনের জন্য ৪০ টাকা রিচার্জে পাবেন। জিপি দিনের জন্য ১৯ টাকা রিচার্জে পাবেন।

প্যাক বৈধতা রিচার্জ/মূল্য সক্রিয়করণ
2 জিবি এবং 15 মিনিট 7 দিন 41 টাকা রিচার্জে
2 জিবি 7 দিন 19 টাকা *121*887#
3 জিবি 5 দিন 54 টাকা রিচার্জে

 এয়ারটেল দুই জিপি ১৫ মিনিট প্যাক

  • এই প্যাক পেতে ৪১ টাকা রিচার্জ করতে হবে ৩০ দিনের মধ্যে।
  • জিবি ডাটা ব্যালেন্স পাবেন। তাছাড়া সাত দিনের জন্য ১৫ মিনিট টক টাইম পাবেন।
  • আপনার ৩০ টাকা মূল ব্যালেন্সে জমা থাকবে।

জিবি টাকা অফার

  • এয়ারটেল ব্যবহারকারী হিসেবে আপনি জিপি ডাটা পাবেন ১৯ টাক
  • এই প্যাকেজ সক্রিয় করতে ডায়াল করুন *১২১*৮৮৭#
  • অ্যাক্টিভেশনের জন্য ১৯ টাকা রিচার্জ করতে হবে
  • প্র্যাক্টির মেয়াদ থাকবে সাত দিন

(তিন) জিবি পাবেন দিন

  • এই প্যাকেজটি অ্যাক্টিভেশন করতে ৫৪ টাকা রিচার্জ করতে হবে
  • প্যাকটি সক্রিয় করার দিন মেয়াদ থাকবে।

Related Articles

Back to top button